নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

আকুতি

১৮ ই মে, ২০২৪ বিকাল ৪:৩০

দেবোলীনা!
হাত রাখো হাতে।
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে বিষাদ নেমে আসুক।
ঝড়াপাতার গন্ধে বসন্ত পাখি ডেকে উঠুক।
বিকেলের কমলা রঙের রোদ তুলে নাও আঁচল জুড়ে।
সন্ধেবেলা শুকতারার সাথে কথা বলো,
অকৃত্রিম আলোয় মেশাও দেহ,
উষ্ণতা ছড়াও কোমল শরীরে,
বহুদিন পাইনা তোমায়।

দেবোলীনা!
রোদ কুড়িয়ে নিয়ে এসো ঠোঁটে করে।
সফেদ কপোল জুড়ে নগরীর নোনা জল।
অধর পরশে চুমু ছড়িয়ে দাও পাগলীটা,
বাহুবন্ধনে আবদ্ধ করে রাখো,
ঢিবি ঢিবি হৃদয়ে ছুঁটে আসো নগর পেরিয়ে,
ফিসফিসে বলে যাও বিষাদ পঙক্তিমালা।

মন্তব্য ১৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২৪ বিকাল ৪:৫৯

খায়রুল আহসান বলেছেন: বিষাদ এতটাই কাম্য ও কাঙ্খিত যে দেবোলীনাকে ফিসফিসিয়ে বলে যেতে হবে আর কিছু নয়, শুধুই "বিষাদের পংক্তিমালা"? আর তার "আঙুলে আঙুল ছুঁয়ে বিষাদ নেমে আসুক"- আর কিছু নয়?
চমৎকার, সুখপাঠ্য কবিতা। + +

১৮ ই মে, ২০২৪ বিকাল ৫:৪০

অধীতি বলেছেন: বিষাদ কেটে গেলে পরে কেমন অবিন্যস্ত মনে হয়। বিষাদ যতটা কাছে টানতে পারে, তা বোধয় সুখ পারেনা। ফিসফিস কন্ঠের অনুযোগ আর ফুপিয়ে কান্না করা বেশ লাগে।

২| ১৮ ই মে, ২০২৪ বিকাল ৫:০০

খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামটাও সুন্দর ও যথার্থ হয়েছে।

১৮ ই মে, ২০২৪ বিকাল ৫:৪০

অধীতি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ১৯ শে মে, ২০২৪ রাত ১২:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সাবলীল পঙ্‌ক্তি গঠন আমার ভালো লাগে।

তবে, আমার কাছে কবিতার শিরোনামটা একটি সেকেলে মনে হচ্ছে। নেভার মাইন্ড। শুভ কামনা।

১৯ শে মে, ২০২৪ ভোর ৬:৪৯

অধীতি বলেছেন: আপনি যথার্থই বলেছেন, নাম মাথায় আসতে ছিলনা তাই কাছাকাছি একটা নাম দিয়ে দিলাম।

৪| ১৯ শে মে, ২০২৪ সকাল ১০:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর একটি কাব্য।

২০ শে মে, ২০২৪ সকাল ৮:৪২

অধীতি বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ২০ শে মে, ২০২৪ দুপুর ২:০৭

এম ডি মুসা বলেছেন: ভালো লিখেছেন

২৬ শে মে, ২০২৪ রাত ১১:৫৪

অধীতি বলেছেন: ধন্যবাদ।

৬| ২৪ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

মিরোরডডল বলেছেন:




বহুদিন পাইনা তোমায়।

অধর পরশে চুমু ছড়িয়ে দাও পাগলীটা,
বাহুবন্ধনে আবদ্ধ করে রাখো,


মন ছুঁয়ে যাওয়া একটা কবিতা পড়লাম অধীতি।

২৬ শে মে, ২০২৪ রাত ১১:৫৬

অধীতি বলেছেন: ধন্যবাদ, আপনাকে। কবিতা পাঠের জন্য কৃতজ্ঞতা।

৭| ২৯ শে মে, ২০২৪ দুপুর ২:৪৩

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার হয়েছে অধীতি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.