নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

সুলতানের সাথে সাক্ষাৎ : তবুও বরফ গলুক!

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৮

১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
১১.

১২.

১৩.
১৪.

১৫.
১৬.
১৭.
১৮.
১৯.
২০.
২১.

২২.

২৩.

২৪.

২৫.

২৬.

২৭.
২৮.
২৯.


কী পোস্ট করবো, কী মন্তব্য করবো তাই ভেবে ভেবে আর লগইন, ব্লগিং করা হচ্ছে না। কয়েকদিন পরপরই ভাবি নিয়মিত হবো। কিন্তু কিছুদিন অফলাইনে পোস্ট দেখতে দেখতে পাসওয়ার্ড ভুলে মাঝে মাঝেই ইচ্ছে থাকা সত্ত্বেও লগইন করতে পারি না। আজ মনে হলো চেষ্টা করে দেখি পাসওয়ার্ড মনে আছে কি না। বাহ্ এই তো মনে আছে! এরপরের ধাপ মনে হলো যা ইচ্ছে হোক একটা কিছু পোস্ট করি। কী পোস্ট করবো ভাবতে ভাবতে মনে হলো যাই হোক একটা কিছু করি, যে যাই বলুক। তবুও বরফ গলুক...তবুও ব্লগে নিয়মিত হবার চেষ্টাটা অন্তত করি।
ওরে মারেএএ পোস্ট করাতো অনেক কষ্টের!!! গুছিয়ে পোস্ট!!! জানি না আদৌ আর কোনদিন পারবো কি না...
ছবিসূত্র: আমার নিজের মোবাইল আর ক্যামেরায় (সম্ভবত, মনে নেই। দুটোর কোন একটাতে বা দুটোতেই)।
স্থান: গ্রান্ড সুলতান, শ্রীমঙ্গল

মন্তব্য ৯৩ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৯৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৬

মোস্তফা সোহেল বলেছেন: যাক অনেক দিন পরে একটা পোষ্ট অবশেষে দিলেন! আশা করি নিয়মিত হতে পারবেন।
কেমন আছেন আপু? ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল।

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:১০

আরজু পনি বলেছেন: আমিতো এখন লগআউট করতে এসে দেখি আরে এতোজন মনে রেখেছে!!!
সত্যিই ভালোবাসার জায়গাটিতে আপনারা ভুলে যাননি দেখে ভালো লাগছে খুব।
অনেক অনেক ধন্যবাদ।
আর অবশ্রই ঈদের শুভেচ্ছা...অগ্রীম।

২| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৭

বিজন রয় বলেছেন: Wellcome Back!!!

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:১২

আরজু পনি বলেছেন:
আপনার আন্তরিকতার তুলনা হয় না।

ব্লগার আরজু পনির কোমায় থাকা অবস্থায় আপনার খোঁজ খবর নেয়াটা নতুন পোস্ট দেবার একটা তাড়া ছিল...
অনেক শুভকামনা রইল, প্রিয় বিজন রয়।

৩| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৭

কামরুন নাহার বীথি বলেছেন:
আপনার চোখে গ্রান্ড সুলতান দেখার সৌভাগ্যতো হলো!!!
অনেক অনেক শুভেচ্ছা!!
ঈদের শুভেচ্ছাও রইল!!!

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৪

আরজু পনি বলেছেন:

আপনার উপস্থিতিতে অনেক খুশি হলাম।
ভুলে যাননি দেখে ভালো লাগছে।
অনেক ভালো থাকুন।
আর ঈদের অগ্রীম শুভেচ্ছা আমার পক্ষ থেকেও...অনেক অনেক।

৪| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৮

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলি অনেক সুন্দর।দেখে তো বিদেশ বিদেশ মনে হচ্ছে।
একবার যেতে পারলে মন্দ হতনা।

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৬

আরজু পনি বলেছেন:
রিফ্রেশার ট্যুর হিসেবে বেশ লাগবে।
সময় সুযোগ করে ঘুরে আসুন।

অনেক শুভকামনা রইল আপনার জন্যে।

৫| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৯

বিজন রয় বলেছেন: আপনি জেগে উঠলেন তাহলে!!
ভাল লাগল আপনাকে ব্লগে দেখে!
নিয়মিত থাকুন।

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৮

আরজু পনি বলেছেন: আপনার উপস্থিতিতে কৃতজ্ঞতা রইল।
এভাবেই সহব্লগারদের অনুপ্রেরণা হিসেবে 'বিজন রয়' টিকে থাকুক ব্লগে।
চেষ্টাটা আন্তরিক থাকবে...কতোটুকু পারবো সময়ই বলবে।

৬| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:১০

মনিরা সুলতানা বলেছেন: বাহ!! সুলতান তো বেশ সুপুরুষ।
কাছে যেতে হবে!!

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪০

আরজু পনি বলেছেন: :``>> :P
সৌন্দর্যের প্রতি আকর্ষণ...এটা প্রকৃতিরই নিয়ম।
.
.

লাজারুসের অভাব বোধ করছি ফের!!

মন্তব্য লিখে প্রকাশ করতে গিয়ে নেট কানেকশান হাওয়া!

আবার নতুন করে লিখতে মন্তব্য বদলে যাবে নিশ্চিত।

৭| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৮

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দরতো আরজু পনি আপু! যাবার আগ্রহ তৈরি হল....

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪২

আরজু পনি বলেছেন:
সময় সুযোগ করে ঘুরে আসুন।
ভালো সময় কাটবে।

অনেক ধন্যবাদ, উম্মে সায়মা।
শুভকামনা রইল।

৮| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


কত একর জমির উপর হোটেলটি?

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৪

আরজু পনি বলেছেন: এ্যাহ! আপনিতো ভারী বেরসিক!!!
অতো তথ্যই যদি দিব তবেতো খেটেখুটে মূল পোস্টেই সব বিস্তারিত দিয়ে দিতাম।
আপনি অনুগ্রহ করে একটু গুগল সার্চ দিয়ে নিন।
আমি আলসে হয়ে গেছি...আরেকটু কর্মঠ ব্লগার হয়ে নিই...তারপর খাটবো নে।

তবে আপনার উপস্থিতিতে খুশি হয়েছি আর আপনার প্রশ্নের ধরণেও...

৯| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লগইন না করলে আপনাকে কাছে পাওয়া যেত না। এখন থেকে নিয়মিত লগইন করবেন- আশা রাখি।

১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৩৫

আরজু পনি বলেছেন:
আমিও আশাকরি নিয়মিত লগইন করার।
অনেক অনেক ধন্যবাদ জানাই, সত্যের ছায়া।
শুভকামনা নিরন্তর।

১০| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৭

দৃষ্টিসীমানা বলেছেন: আপনার ফিরে আশা এবং সুন্দর পোস্ট দুটোই ভাল লাগল ।

১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৩৭

আরজু পনি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, দৃষ্টিসীমানা।
শুভেচ্ছা সতত।

১১| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! দেখৈই শান্তি!

গেলে না জানি আরো কত শান্তি! :)

অ- নে- ক অ- নে - ক দিন পর -----

++++++++++++++

১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৪২

আরজু পনি বলেছেন: সময় সুযোগ বুঝে ঘুরে আসবেন আশাকরি।
জি, পুরো তিন মাস পার করে পোস্ট করলাম।
ভুলে যাননি দেখে ভালো লাগছে।
অনেক অনেক শুভকামনা রইল।

১২| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:
ছবিগুলো খুব সুন্দর হয়েছে +

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:০৫

আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, শাহরিয়ার কবীর।
ভালো থাকুন সবসময়।

১৩| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনাকে অনেকদিন পর দেখলাম,সর্বশেষ যা বলে গেলেন(নিয়মিত হচ্ছেন)তাতে আরো ভালো লাগছে।
ছবি সবগুলোই সুন্দর হয়েছে।তবে,প্রত্যকেটার উপরে হালকা ক্যাপশন দিলে আরো ভালো লাগত।
আলসেমি ছাড়ুন। ;)

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন: এ্যাহ! মাত্র কয়দিন আগেইতো আপনার পোস্টে মন্তব্য করলাম! হাহা
নিয়মিত হতে চেষ্টাটা আমার বরাবরই...
ক্যাপশন দেবার কথা ভাবলে আর পোস্টই দেয়া হতো না!
তাই আলসেমিকেই প্রাধান্য দিয়ে পোস্টটা শেষ পর্যন্ত প্রকাশ করতে পেরেছি বলে যথেষ্ট পরিমাণে খুশি আছি।

আপনার মন্তব্যে অনেক ভালো লাগা রইল।
খুব ভালো থাকুন আর এমনই প্রাণবন্ত থাকুন।

১৪| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: বার বার ফিরে আসুন ব্লগে। ছবিগুলো অনেক সুন্দর।

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:
থেকে যেতে চাই ভালোবাসার এই ব্লগে...
অনেক অনেক ধন্যবাদ, মাইদুল।
শুভকামনা রইল নিরন্তর।

১৫| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছবি পোস্ট ।

ব্লগে নিয়মিত হবেন যেনে ভাল লাগছে ।

কেমন আছেন ?

হ্যাপী ব্লগিং ।

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:
নিয়মিত অনিয়মিত...সময়ই এর সদুত্তর দিবে।
ভালো আছি, আলহামদুলিল্লাহ।
অনেক অনেক ধন্যবাদ, সেলিম।
ভালো থাকুন সবসময়।
সম্ভবত বাড়িতে নতুন অতিথি এসেছে...যদি ভুল না জেনে থাকি।
দোয়া রইল, নতুনজনের জন্যে।

১৬| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫২

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার মাধ্যমে দেখে নিলাম সুলতান সাহেবকে। ইচ্ছে আছে নিজের চোখেও দেখবো সময় পেলে।

ফিরে আসার জন্য শুভেচ্ছা। আশা করি নিয়মিত হবেন।

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:
প্রিয় ব্লগার মনিরা সুলতানা সুপুরুষ আখ্যা দিয়েছে! হাহাহা
আপনারও ভালো লাগবে, নিজের দেশে খুব পরিপাটি গোছানো একটা বেড়ানোর জায়গা।
আশা আমিও করছি নিয়মিত হবার।
অনেক ধন্যবাদ, রুহী।
মনে রাখার জন্যে কৃতজ্ঞতা।
শুভকামনা জানবেন।

১৭| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:১২

বিজন রয় বলেছেন: আমার তো মনে হয় আপনি অনেক বেশি আন্তরিক।

আচ্ছা, আপনি কি ব্লগ ছেড়ে পুরোপুরি লেখালেখিতে মনোনিবেশ করেছেন?

সম্ভবত সামনের বইমেলা নিয়ে অনেক পরিকল্পনা আছে।

২০ শে জুন, ২০১৭ রাত ১২:১২

আরজু পনি বলেছেন:
আপনার প্রথম লাইন সত্যি।
যদিও মানুষ তারপরও আমায় ভুল বোঝে।

প্রথমত ব্লগ ছাড়িনি।
পেশাগত কাজে ব্যস্ততা বেড়ে গেছে।
পরিবারেও বেশি সময় দিচ্ছি।
সামনের বইমেলা নিয়ে আপাতত কোন পরিকল্পনা নেই।
বই প্রকাশ করার জন্যে যে পরিমাণ লেখালেখির পরিশ্রম করতে হয়, হবে...সেই শক্তি আপাতত নেই।
মাথা ফাঁকা!

১৮| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৩৬

মুশি-১৯৯৪ বলেছেন:
কোথাও বেড়াতে গেলে আমার সবচেয়ে ভাল লাগে ছোট বাচ্চাদের খেলতে দেখতে। হাসিতে হাসিতে কলরব করতে করতে কখনও আমার কাছে আবার দূরে যেয়ে খেলা করে। তারা যেন গৃহের আনন্দ পথে নিয়ে আসে। পথের মধ্যেও তারা যেন ছোট্ট গৃহ রচনা করে দেয়।

ছবিগুলো ভাল লাগল ।

২০ শে জুন, ২০১৭ রাত ১২:১৫

আরজু পনি বলেছেন:
আপনার পছন্দ হবার মতো একটা ভিডিও আমার সংগ্রহে আছে...এই পোস্টের সাথেই দিতে পারতাম। কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেয়া হয়নি।
আপনার নামটা বেশ আগ্রহ জাগানিয়া।

অনেক ধন্যবাদ, মুশি।
ভালো থাকবেন সবসময়।

১৯| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:০৩

এডওয়ার্ড মায়া বলেছেন: অবকাশ যাপনের দারুন যায়গা :)
যাওয়া হয়নি এখনো ,কবে যে যাব :)
ফিরে আসার জন্য ধন্যবাদ পনিপু

২০ শে জুন, ২০১৭ রাত ১২:২১

আরজু পনি বলেছেন:

সময় সুযোগ মতো কখনো ঘুরে আসবেন আশাকরি।

আমি সবসময়ই আছি...
আপনাদের আন্তরিকতার কোন তুলনা হয় না।
অনেক অনেক শুভকামনা রইল, মায়া...

২০| ২০ শে জুন, ২০১৭ রাত ১:৪৩

প্রামানিক বলেছেন: খুবই সুন্দর। ধন্যবাদ পোষ্ট দেয়ার জন্য।

২০ শে জুন, ২০১৭ দুপুর ১:৫০

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, ছড়াকার।
খুব ভালো লাগলো আপনার উপস্থিতিতে।
ভালো থাকুক সতত।

২১| ২০ শে জুন, ২০১৭ সকাল ১০:২৪

সামিয়া বলেছেন: ওয়াও !! ভাললাগলো গ্র্যান্ড সুলতান।যেতে ইচ্ছে করছে।।

২০ শে জুন, ২০১৭ দুপুর ১:৫২

আরজু পনি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
অনেক ধন্যবাদ, সামিয়া।
ভালো থাকুন সবসময়।

২২| ২০ শে জুন, ২০১৭ সকাল ১১:৫২

আমি ইহতিব বলেছেন: ওয়েলকাম ব্যাক পনি আপু। কবে গেলেন সুলতান সাহেবের কাছে। আমি মে মাসে ঘুরে আসলাম। তবে সুলতানের কাছে যাইনি গিয়েছিলাম নিসর্গ নিরব ইকো রিসোর্ট। আমার আবার আর্টিফিসিয়াল সৌন্দর্য্যের চেয়ে প্রাকৃতিক সৌন্দর্য্য বেশী ভালো লাগে। পোস্ট ও দিয়েছিলা।

সময় করে আবার নিয়মিত হবেন আশা করি।

২০ শে জুন, ২০১৭ দুপুর ২:০১

আরজু পনি বলেছেন:
আমি ব্লগে অনিয়মিত ছিলাম...তাই আপনার পোস্ট দেখতে মিস করেছি।
নিয়মিত হবার ইচ্ছে আছে...দেখি কতোটা পারি।
আপনার প্রোপিকের বাবুদের জন্যে অনেক আদর রইল।

২৩| ২০ শে জুন, ২০১৭ দুপুর ২:৪১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর পোস্ট +++

২০ শে জুন, ২০১৭ রাত ৮:৫৬

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, ধ্রুবক আলো।
খুব ভালো থাকুন।
শুভকামনা সর্বক্ষণ।

২৪| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: যাক! আপনার চোখ দিয়ে সুলতানকে দেখা হয়ে গেলো।

তবে, সাথে উজির-নাজির, রাজকন্যা-রাজপুত্রদের ছবিগুলো দেখতে পেলাম না যে!!!

২০ শে জুন, ২০১৭ রাত ১১:০৭

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, শাইয়্যান।
ইচ্ছে করেই অন্যান্য পাত্র পাত্রীদের বাদ দেয়া হয়েছে।
অনেক ভালো থাকুন সবসময়।

২৫| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অফলাইনে আপনার পোস্ট দেখে লগিন করলাম।

অভিনন্দন ফিরে আসায়........ :)

২০ শে জুন, ২০১৭ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:
শুনে খুব ভালো লাগলো, রানা।

সারাজীবনই ফিরে ফিরে আসবো...আরজু পনিতেই।

শুভকামনা নিরন্তর।

২৬| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৪

মুশি-১৯৯৪ বলেছেন:
একটি ভিডিও শেয়ার করতে চেয়েছিলেন আপু। শেয়ার করলে আমার ভাল লাগবে।

আমার অনেক ছোট বন্ধু রয়েছে। কোন অজ্ঞাত কারনে তারা আমাকে তাদের সম-বয়সী মনে করে। মাঝে মাঝে আমার সাথে তারা অভিমান করে। তাদের অভিমান করার ধরনটা অনেক অদ্ভুত। মনোযোগ আকর্ষণপূর্বক তারা আমার সামনে দিয়ে বারংবার যাতায়াত করবে, কিন্তু কোন কথা বলবে না। এ যেন আমাকে নীরবে অবজ্ঞাভরে জানিয়ে যাওয়া, সম্প্রতি আইসক্রিম খেতে আমরা অত্যন্ত ব্যস্ত আছি, তোমাকে আমরা গ্রাহ্যমাত্র করি না । দুর্ভাগ্যক্রমে আমি ক্ষীন দৃষ্টি সম্পন্ন। তাই দূর হইতে তাদের এই নীরব উপেক্ষা আমাকে হয়তো স্পর্শ করতে পারে না। অন্ধের নিকটে অভিমানের বিশুদ্ধতা রক্ষা করা বোধয় এতই দুরূহ।

২০ শে জুন, ২০১৭ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:
শেয়ার করলে আমারও ভালো লাগতো।
কখনো শেয়ার করলে আপনার কথা ভেবেই শেয়ার করবো।
আপনার পোস্টগুলোতে নজর বুলিয়ে এলাম।
ভার্সেটাইল টাইপ। ভালো লেগেছে।
সময়সুযোগ মতো পড়ে মতামত জানানোর আশা রাখি।
অনেক ভালো আর আনন্দে থাকুন।

২৭| ২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

দিকভ্রান্ত এক পথিক বলেছেন: এই হোটেলটা বিদেশী না, বাংলাদেশী। আমি যতদূর জানি এটা এনায়েতপুরী দরবার শরীফ ও চন্দ্রপাড়া দরবার শরীফের মালিকানায় প্রতিষ্ঠা করা হয়েছে এবং হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী নক্সবন্দী মোজাদ্দেদী (রহঃ) এর নামে নামকরন করা হয়েছে। এই হোটেলে দরবার শরীফের মুরিদদের জন্য অনেক ডিসকাউন্ট আছে।

২০ শে জুন, ২০১৭ রাত ১১:৩৮

আরজু পনি বলেছেন: জি, এটা আমাদের দেশের টি রিসোর্ট । নামের সাথে অবশ্য গলফও ব্যবহার করে।

তবে মুরিদ হলে ডিসকাউন্ট আছে...এটা অবশ্য জানতাম না।
অবশ্য জানলেও কোন কাজ হতো না।

অনেক ধন্যবাদ আপনাকে তথ্য শেয়ার করার জন্যে।
শুভকামনা রইল অনেক অনেক।

২৮| ২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: সুলতানের সাথে এখনো সাক্ষাৎ হয়নি, তবে হতে কতক্ষণ? ভালোলাগা জানিয়ে নিয়মিত হোন এই কামনা করছি।

২০ শে জুন, ২০১৭ রাত ১১:৫৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সাদা মনের মানুষ।
আমার এখনও মনে হলে হাসি পায়
সেইই কি অভিমান করেছিলাম আপনার এক পোস্টে মন্তব্য করে জবাব না পেয়ে
হাহা
দেখা যাক নিয়মিত কতোটুকু হতে পারি...সময়ই বলবে।

২৯| ২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন:

২০ শে জুন, ২০১৭ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:
রন্ধনশিল্পে, খাদ্য শিল্পে আমার যতোটা অনিহা ঠিক খেতে ততোটাই আগ্রহ হাহা
অনেক অনেক ধন্যবাদ, সাদা মনের মানুষ।
শুভকামনা রইল।

৩০| ২০ শে জুন, ২০১৭ রাত ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: হা আমার বাসায় নতুন অতিথী এসেছে ।তিনি এখন আমার আমাকে দেখছেন।

২১ শে জুন, ২০১৭ রাত ১২:১১

আরজু পনি বলেছেন:

বাহ
খুব ভালো।
অনেক ভালো আর আনন্দে থাকুন সেলিম।
শুভকামনা ও দোয়া রইল।

৩১| ২০ শে জুন, ২০১৭ রাত ১১:১৪

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,





সুলতানি আগমন ? :( গ্রান্ড.........................

২১ শে জুন, ২০১৭ রাত ১২:১৩

আরজু পনি বলেছেন:

হাহা
মন খারাপ কেন জানি না।
তবে এটা ফাকিঁবাজি পোস্ট।
ব্লগে আছি...এটা নিজেকে বোঝাতে এই পোস্ট।

আপনার আগমনে ধন্য হলাম, প্রিয় ব্লগার।

৩২| ২১ শে জুন, ২০১৭ দুপুর ২:০১

আলোরিকা বলেছেন: !!! শুভ কামনা পনি'পু :)

২১ শে জুন, ২০১৭ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, আলোরিকা।
খুব ভালো থাকুন সবসময়।

৩৩| ২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

ইমন তোফাজ্জল বলেছেন: +++

২১ শে জুন, ২০১৭ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:
অনেকদিন পর ব্লগের পুরনো ফ্লেভার পেলাম।
সাইনগুলোর জন্যে অনেক ধন্যবাদ, ইমন।
ভালো থাকুন সবসময়।

৩৪| ২১ শে জুন, ২০১৭ রাত ৯:২৭

সোহানী বলেছেন: ওয়াও...... দারুনতো। ২০১৫ তে একটা সেমিনার ছিল সেখানে বাট ঝামেলায় যেতে পারিনি। এখন মনে হচ্ছে কেন গেলাম না..... কারন আর যাওয়ার সম্ভাবনাও নেই..........

২১ শে জুন, ২০১৭ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:
আমি বেশ কিছু ছবি বাদ দিয়েছি, একান্ত ব্যক্তিগত হয়ে যায় বলে।
কিন্তু আপনি গেলে অবশ্যই দারুণ উপভোগ করতেন নিশ্চিত।
'সম্ভাবনা' শব্দটা সবসময়ই সম্ভাবনাময়..হাহা
অনেক শুভকামনা রইল, প্রিয় সোহানী।

৩৫| ২২ শে জুন, ২০১৭ সকাল ১১:০৮

অচিন্ত্য বলেছেন: বরই সউনদজ্জ

২৩ শে জুন, ২০১৭ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:

একে কি কাকতাল বলে কি না জানি না!
ফেসবুকে দুদিন আগে আপনার চেহারাটা মিস করছিলাম।
আপনাকে দেখে খুব বেশি খুশি হয়েছি, প্রিয় অচিন্ত্য।
অনেক অনেক ভালো থাকুন সবসময়।

৩৬| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১:১৭

বর্ষন হোমস বলেছেন:
হয়ত যাব একসময়

২৩ শে জুন, ২০১৭ রাত ১১:৪৭

আরজু পনি বলেছেন:
অবশ্যই।
আশাকরি সময়টা খুব দারুণ কাটবে...নিশ্চিত।
অনেক বেশি শুভকামনা রইল, বর্ষন।

৩৭| ২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগায় ভরপুর পোস্ট

আমাদের এলাকা আহা কি সুন্দর

২৩ শে জুন, ২০১৭ রাত ১১:৫৮

আরজু পনি বলেছেন:
আপনাদের এলাকা জেনে ভালো লাগছে।
আসলেই বেশ সুন্দর।
অনেক ধন্যবাদ, প্রিয় ছবি।
ভালো থাকুন সবসময়।

৩৮| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৩

উর্বি বলেছেন: ছবিই এত সুন্দর! বাস্তবে দেখলে তো মনে হয় আরো সুন্দর জায়গা। দারুন পোস্ট

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৮

আরজু পনি বলেছেন: সময় করে ঘুরে আসতে পারেন। ভালো লাগবে নিশ্চিত।
শুভেচ্ছা রইল, উর্বি।

৩৯| ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:৫৭

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৯

আরজু পনি বলেছেন: ইদ মোবারক, প্রিয় ব্লগার।

৪০| ২৬ শে জুন, ২০১৭ দুপুর ২:২৫

কয়েস সামী বলেছেন: কবে এলেন!! জানলামও না!! ইশ!

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩০

আরজু পনি বলেছেন: আপনি ওদিকে থাকেন জানতাম না।
খুব দুঃখিত।
তবে আমার ব্লগে আপনাকে দেখে ভালো লাগছে।
শুভকামনা রইল।

৪১| ২৭ শে জুন, ২০১৭ রাত ১:২৮

সচেতনহ্যাপী বলেছেন: ব্লগে আছেন, তারই প্রমান এই রাজকীয় আগমন।।
ঈদ মুবারক।।

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩০

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় ব্লগার।
ইদের শুভেচ্ছা রইল।

৪২| ২৭ শে জুন, ২০১৭ রাত ১১:৪০

পিকাচু বলেছেন:
পনি টীচারের পোস্টে লাইক দিসি |-)

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩২

আরজু পনি বলেছেন:
হাহা
অনেক ধন্যবাদ, পিকাচু।
ইদের শুভেচ্ছা রইল।

৪৩| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৯

মক্ষীরাজা বলেছেন: আপুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৭

আরজু পনি বলেছেন: আপনিও দেখি সব জায়গায় একই মন্তব্য করছেন!

৪৪| ২৯ শে জুন, ২০১৭ রাত ১১:৫১

দ্য এন হোস্ট বলেছেন: অনেক ধন্যবাদ, এক নজরে সব দেখে নিলাম।

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ জানাই।
শুভকামনা রইল।

৪৫| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২০

বহুব্রীহি বলেছেন: কেমন আছেন?
বহুদিন পর লগ ইন করে আপনার পোস্টে একটা কমেন্ট দিতে ইচ্ছা করল।

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:
অনেক কৃতজ্ঞতা জানাই, বহুব্রীহি।
আপনার নাম আমার মনে আছে।
আপনি অনেক ভালো লিখেন এটাও আমার মনে আছে।
আশাকরি নিয়মিত লিখবেন।
অনেক শুভকামনা রইল।

৪৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৩

নজসু বলেছেন: অনেক সুন্দর স্থান।
খুব ভালো লাগলো।

আপনাকে আর বিলম্বিত নয়; সবসময় নিয়মিত দেখতে চাই।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৫

আরজু পনি বলেছেন: আমারতো প্রায়ই পোস্ট দিতে ইচ্ছে করে। কিন্তু নিজে শুধু পোস্ট দিলেই তো হবে না। অন্যের পোস্টও পড়া উচিত আমার :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.