নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

বিলি ভাইয়া স্মরণে (ফান পোস্ট).....

২৭ শে মে, ২০১৭ রাত ১২:৪৯



খুঁজতে খুঁজতে পাই না খুঁজে
মোদের ভাইয়া বিলি
কোথায় জানি হলো উধাও
গেলো নাকি চিলি।

হেথা খুঁজি সেথা খুঁজি
হাওয়া তুই কি নিলি?
জানিস নে তুই হাওয়া ওরে
ব্যথা মোদের দিলি।

বিলি ভাইয়া কোথায় তুমি
আসছো নাতো ব্লগে
রাগ করেছি বলব নাকো
কথা তোমার লগে।

কবিতায় কি দিয়েছো ডুব
সাঁতার কাটছ সুখে
কবিতা কি দিলো তোমায়
আজব মন্ত্র ফুঁকে!

গুম হয়েছো এখান থেকে
মোদের গেলে ভুলে
কাহিনী কি এসে বলো
সব ঘটনা খুলে।

বিয়ের বাদ্যি বাজলো নাকি
দিবে নিমন্তন্ন?
জানতে আমরা খবর তোমার
খুঁজছি তন্ন তন্ন!

ওমা একি দূরে দেখি
মোদের ভাইয়া বিলি
কি জানি কি ধ্যানে, একি!
হাতে পানের খিলি।

পান চিবিয়ে রাঙ্গা ঠোঁটে
বিলি ভাইয়া হাসে
মত্ত ভাইয়া গল্প কথায়
সুন্দরী তার পাশে!

প্রেমে খাচ্ছ হাবুডুবু
জানি নাকো আমরা
এসো তবে এখান'টাতে
তুলব পিঠের চামড়া!

আরে ভাইয়া ভয় পেয়ো না
সেতো কথার কথা
না জানিয়ে ঘটলে কিছু
মারব চোখে গুঁতা!

আরে আরে তাও না হা হা
ভালো ভাইয়া বিলি
আচ্ছা ভাইয়া বলো চুপি!
মেয়ে'র নাম কি মিলি?

ফিরে এসো মোদের পাশে
অপেক্ষাতে আছি
খবর জানতে বসে আছেন
মোদের শায়মা চাচি
থুক্কু
মোদের শায়মা আপি ;)

ঘটনা যে ঘটল আহা
কত কিলাকিলি
থুক্কু
ঝগড়া ঝাটি বাক বিতন্ডা
মিস করলে ভাই বিলি!

কবিতা'রা নেই এখানে
বিতৃষ্ণা যে গিলি
আসলে তুমি উঠবে হেসে
ব্লগ'টা ঝিলিমিলি।

মন্তব্য ৭৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ রাত ১২:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
বিলি হানিমুনে গেছে বান্দর বনে ,বান্দরের সাথে সেলফি তুলতে ! ;)

২৭ শে মে, ২০১৭ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বান্দর না বান্দরনি হা হা

সেই সেল্ফি ঝাতি দেখবার চায়

২| ২৭ শে মে, ২০১৭ রাত ১২:৫৮

ধ্রুবক আলো বলেছেন: আসলেই বিলি ভাই গেলো কই? উনি মাঝে মাঝে এরকম উধাও হয়ে যান!
বিষয়টা রহস্য জনক,
একটা তদন্ত কমিটি গ্রহণ করা হোক!
:-B

২৭ শে মে, ২০১৭ দুপুর ২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ তদন্ত কমিটি গঠন করা দরকার, রহস্যজনক কাজ কারবার সহ্য করুম না আর

৩| ২৭ শে মে, ২০১৭ রাত ১:০০

ধ্রুবক আলো বলেছেন: নাহ্ শাহরিয়ার ভাই প্রথমে ঢুকে গেলো :((
এ হয় না, ঈদের তীব্র আন্দোলন, কোন ঈদ বুঝে নিন B-)

২৭ শে মে, ২০১৭ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্যাচের কথা বুঝি নাইকা

বিয়ে সাদি নাকি :)

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই পোস্টও চুরি হয় হাহাহাহ

৪| ২৭ শে মে, ২০১৭ রাত ১:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
@ধ্রুবক আলো , হা, হা,হা, আমি শান্তি প্রিয় লোক, আমি আন্দোলন চাই না, আমি চাই শান্তি,
আর বিলির সাথে আমার অনেক আগেই শান্তি চুক্তি হয়ে গেছে । এখন শুধু বাস্তবায়ণের অপেক্ষায়, কিন্তু এই মুহুর্তে আমি চাইলেও পারছি না, কারণ বিলির শ্বশুরের ছোট মেয়ে এখন এখন যষ্ঠ শ্রেণীতে পড়ে, আরো একটু বড় হোক । ;) :-P

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আয় হায় আমরা জানলামও না শান্তি চুক্তির কথা। শ্বশুরের মেয়ে ক্যান আর মেয়ে নাই

তবে দাওয়াত চাই কিন্তু হা হা

৫| ২৭ শে মে, ২০১৭ রাত ১:৩৮

অতৃপ্তচোখ বলেছেন: অসাধারণ ভালো লাগা রইল আপু। দারুণ লিখেছেন। বিলি ভাইয়া অনেকদিন যাবত উদাও! বিয়ে সাদির ব্যাপারস্যাপার কিনা বুঝা দরকার!
শায়ামা আপুকে চাচি বানানোতে আমি একটু ক্ষ্যাপা হইছি

সহব্লগারের প্রতি মনের টানে কৃতজ্ঞতা রেখে গেলাম।
শুভকামনা জানবেন সবসময়।

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা হা শায়মা পি দেখে নাই মনে হয় হা হা নইলে একটা ছড়া লিখে দিত। আর বিলি ভাইয়া দাওয়াত না দিয়া এই কাম করলে জরিমানা হপে কিন্তু

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

৬| ২৭ শে মে, ২০১৭ রাত ২:০৩

গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা , কে এই বিলি??

আর সায়মা আপু আপনার চাচী?? =p~

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: উলায় হায় আপি চিনলে না, সে তো বিলিয়ার রহমান, লেখা চোর বিশেষজ্ঞ

শায়মা পি দেখে নাই বাইচা গেছি হা হা হা

ধন্যবাদ আপি

৭| ২৭ শে মে, ২০১৭ রাত ২:০৮

দ্যা ফয়েজ ভাই বলেছেন: হ,কি আর করা?একজন একজন করে সবাই গায়েব হয়ে যাক।আর ব্লগ টা শুন্য হয়ে পড়ুক।তার ফিরে আসা কাম্য।
বিঃদ্র:কবিতা বুঝি নাহ,তাই এটি নিয়ে মন্তব্যে জড়ালাম নাহ :( ।ছন্দ ভালো লাগছে।

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা তাইত দেখতে পাচ্ছি। অনেকদিন আসছে না বিলি ভাইয়া


আর কবিতার ভাষা বুঝেছো ছোডো ভাই। কবিতা বুঝা লাইগতো নো

থ্যাংকু থ্যাংকু পোস্টে আসার জন্য

৮| ২৭ শে মে, ২০১৭ রাত ২:০৯

পাহাড়ের কান্না বলেছেন: ছড়া সুন্দর হৈছে। কিন্তু বিলিটা কে?

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: উনার পুরো নাম বিলিয়ার রহমান

জনপ্রিয় ব্লগার আর লেখা চোর বিশেষজ্ঞ হা হা

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

৯| ২৭ শে মে, ২০১৭ রাত ২:১৬

সামু পাগলা০০৭ বলেছেন: আন্তরিকতা মিশিয়ে মজার ছড়া লিখেছেন আপু। জলদিই ফিরে আসুন সবার এই প্রিয় ব্লগার সেই কামনাই করি।
শুভকামনা!

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরাও আশাবাদী অতিস্বত্তর বিলি ভাইয়া ফিরে আসবেন।

আপি আপনি প্রথম আসছেন নাকি আমার ব্লগে?? ভাল্লাগছে

অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইল
ভাল থাকুন

১০| ২৭ শে মে, ২০১৭ রাত ২:২০

মিঃ আতিক বলেছেন: বিলির মতো ঐতিহাসিক কমন ফিগাররে চিনেনা এমন ব্লগার সামুতে আছে?

সুন্দর কবিতা, মজা পেলাম, কবি কে অসংখ্য ধন্যবাদ।

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিলিয়ার লিখি নাই এজন্য খটকা টা লেগেছে হা হা

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে

ভাল থাকুন সবসময়

১১| ২৭ শে মে, ২০১৭ রাত ২:৪০

নাগরিক কবি বলেছেন: চাকুরীর ইন্টার্ভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে।

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হইতে পারে

অথবা বিয়ের ইন্টারভিউ হা হা

থ্যাংকু

১২| ২৭ শে মে, ২০১৭ রাত ২:৪৮

উম্মে সায়মা বলেছেন: আসলেই বিলি ভাইয়া হঠাৎ উধাও হয়ে গেল! আশা করি শীঘ্রই ফিরে আসবেন।

২৭ শে মে, ২০১৭ রাত ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সে আশাই করছি।। ধন্যবাদ আপি

১৩| ২৭ শে মে, ২০১৭ সকাল ৯:৪৭

সিনবাদ জাহাজি বলেছেন: :) :)
আমিও খুজছি আমাদের প্রিয় বিলিকে অনেক দিন থেকে নিয়মিত পাচ্ছি না। হালখাতার পর থেকে বিলির তেমন খোঁজ পাওয়া যাচ্ছেনা।

২৭ শে মে, ২০১৭ রাত ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম, কোন সমস্যায় আছে হয়ত অথবা ব্যস্ত জীবন নিয়ে।
আসবে হয়ত হঠাৎ একদিন

ধন্যবাদ ভাইয়া

১৪| ২৭ শে মে, ২০১৭ সকাল ১০:৪৫

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
বিলিকে খুব ভালো চিনি না তবে , আপনার শায়মা চাচি তাকে চিনি । =p~

আপনার ছেলেমেয়ে ও ..... সহ আপনি কেমন আছেন ছবি আপা ?

২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: উনি বিলিয়ার রহমান আমাদের প্রিয় ব্লগার
আর শায়মা পি মনে হয় দেখে নাই
তাই আমার বারোটা বাজে নাই হাহাহাহাহ

আমার মেয়ে নাই :( দুই ছেলে টমজেরী আলহামদুলিল্লাহ ভাল আছি সবাই
আপনি কেমন েআছেন?

১৫| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: বিলি মিলি মিলে
ঝগড়া ঝগড়া খেলে ।

২৮ শে মে, ২০১৭ সকাল ১০:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হতেও পারে। ঘটনা যে কি ঘটাচ্ছে কে জানে
তবু আশা রাখছি উনি তাড়াতাড়ি ব্লগে চলে আসবে

ধন্যবাদ সেলিম ভািইয়া :)

১৬| ২৭ শে মে, ২০১৭ দুপুর ২:২৮

বিদ্রোহী সিপাহী বলেছেন: ছড়া লেখায় পূর্ণ মনোযোগী ছিলেন না? তবুও ছন্দ মিল বেশ

২৮ শে মে, ২০১৭ সকাল ১০:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে মধ্য রাতে শুয়ে শুয়ে মোবাইলে লিখছি তো তাই এতটা মনোযোগ দেয়া হয়নি হাহাহ

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

১৭| ২৭ শে মে, ২০১৭ দুপুর ২:৫৩

মোঃ মুসা ইসলাম বলেছেন: Valo legece

২৮ শে মে, ২০১৭ সকাল ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মুসা ভাইয়া

ভাল থাকুন

১৮| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বিলির ব্লগে না আসার সম্ভাব্য কারণ-
০১। বিলি চোর ধরার কাজে ব্যস্ত রয়েছে।
০২। চোর তাড়া করতে গিয়ে ক্লান্ত হয়ে রেষ্টে আছে।
০৩। চোর অবশেষে বিলিকেই চুরি করেছে।
০৪। চোর ধরতে গিয়ে পুলিশ বিলিকেই চোর ভেবে জেলে দিয়েছে।
০৫। বিলির অনুপস্থিতিতে বিলি দেখতে চেয়েছে, তাকে নিয়ে কে কি বলে!
সত্যিটা আসলে কি? এর জন্য গভীর অনুসন্ধান প্রয়োজন!

২৮ শে মে, ২০১৭ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কারণগুলো ফেলে দেয়ার মত না । দেখা যাক বিলি ভাইয়া এসে কি বলে

অনুসন্ধানের জন্য তিন সদস্যর এক তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন হাহাহা

ধন্যবাদ ফরিদ ভাইয়া :)

১৯| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৯

নীলপরি বলেছেন: বেশ লাগলো । :)

২৮ শে মে, ২০১৭ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভাল থাকুন অনেক অনেক

২০| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: এর আগেও কমেন্ট করেছি এক দুবার মনে হচ্ছে। ভুলও হতে পারি। তবে অনেকবার এসেছি, নানা লেখা পড়েছি সেটা শিওর।
যাই হোক, ভালো থাকুন আপু!

২৮ শে মে, ২০১৭ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি হতে পারে। আন্তরিক ধন্যবাদ
ভাল থাকুন পাশেই থাকুন
আবার আসবেন আশা রাখছি

মাহে রমজানের শুভেচ্ছা রইল

২১| ২৭ শে মে, ২০১৭ রাত ৮:৫৩

সুমন কর বলেছেন: আমিও কিন্তু খুঁজে পাচ্ছি না !!

ভালো লিখেছেন।

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ব্যস্ত আছে মনে হয় ।চাকুরী সঙসার নিয়ে হয়তো

ধন্যবাদ দাদা

২২| ২৭ শে মে, ২০১৭ রাত ১০:২৮

হাতেম গাজী বলেছেন: +++

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ হাতেম ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক :)

২৩| ২৭ শে মে, ২০১৭ রাত ১১:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:



কি বলি'ব কবিতা পড়ে
আমার মাথায় হাত,
চাচি ডাকে শায়মা'পিকে
আমার একটু রাগ!

বিলি ভাইয়ার জন্য বুঝি
আমাদের দরদ কম,
এই ভাবিয়া সুকৌশলী
ছড়া'য় কাড়ছেন মন!

মুগ্ধ রইলাম ছড়া পড়ে
কেমনে মুখে বলি,
উৎসারিতা প্রেরণা হয়ে
থাকবেন ব্লগ জুড়ি।

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহহা নয়ন ভাাইয়াও ছড়া লিখতে জানেে
ইহাই তাহার প্রমাণ মাশাআল্লাহ

ধন্যবাদ ভাইয়া

২৪| ২৮ শে মে, ২০১৭ রাত ১২:০৬

আলভী রহমান শোভন বলেছেন: হা হা হা ! সেই মাপের মজা পেলুম ;)

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মজা পেয়েছো শুনে ভাল লাগল
ধন্যবাদ শোভন ভাইয়া
ভাল থাকুন

২৫| ২৮ শে মে, ২০১৭ রাত ১:৩৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: নাহ!
গোগলের নষ্ট ইঞ্জিনে খোঁজ নিলুম কিন্তু সেখানেও নাহি পেলুম!

আপচোচ আর আপচোচ!...
আপচোচের বন্যা
বাঁধ দিবে কোন জনা!

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ আফসোসের বন্যাই তো। বিলি ভাইয়া আইলোই না এখোনো
বিজি আছে কাজে মনে হয়

ধন্যবাদ মন্তব্যের জন্য

২৬| ২৮ শে মে, ২০১৭ রাত ২:২১

শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো ছড়া। +++++

বিলি ভাই ফিরে আসুক তাড়াতাড়ি

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফিরে আসুক হাজার কবিতা নিয়ে
ধন্যবাদ শূন্য ভাইয়া
ভাল থাকুন

২৭| ২৮ শে মে, ২০১৭ ভোর ৪:০০

রুমি৯৯ বলেছেন: আমিও বলি উনি গেলেন কোথায়! ফেবুতেও নেই। আমিতো মনে করেছিলাম উনি হয়ত আমাকে আনফ্রেন্ড বা ব্লক করেছেন

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: না মনে হয়। উনি কোথাও বেড়াতে গেছেন কিংবা বিজি আছেন জীবন নিয়ে
তাড়াতাড়ি ফিরে আসবে সে আশাই করছি

ধন্যবাদ রুমি ভাইয়া
ভাল থাকুন

২৮| ২৮ শে মে, ২০১৭ সকাল ১০:০৩

মোস্তফা সোহেল বলেছেন: বিলি ভাই তুমি কই!
বিলি ভাইয়ার জলজ্যান্ত বৌ আছে, মনে হয় লেট হানিমুনে বেরিয়েছেন।

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হইতেও পারে হাহাহাহ
তাড়াতাড়ি ফিরে আসুক এটাই চাইছি এখন

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য

২৯| ২৮ শে মে, ২০১৭ সকাল ১০:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রতিউত্তর দেখতে এসেছি ! ;)
আপনি হলেন আমার কাজী ........ঘটক ।আর আপনি জানবেনা এইডা কথা হইল । =p~

ছবি আপা জিন্দাবাদ ।

২৮ শে মে, ২০১৭ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অহহো আগে কইবেন না। পাত্রী দেখা শুরু করি। কয়েকটাদিন আগে যদি কইতেন ভাল হইতো-কত্তগুলো অফিসার মেয়ে যোগ দিছে আহারে মিস হলো -যাই হোক এখন থেকেই দেখা শুরু করুম। তবে এখানে এই ব্লগে কিন্তু ঘটক আছে কি যেনো নাম ঘটক রেজা তারে খবর দিয়েন যে হাহাহাহ

ধন্যবাদ কবীর ভাইয়া আবার আসার জন্য । কবীর ভাইয়া জিন্দাবাদ

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা এই পোস্টও মানুষ চুরি করে

৩০| ২৮ শে মে, ২০১৭ সকাল ১০:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
রেজা ঘটক ভাই কিন্তু এ ঘটক সে ঘটক নয় ,তার নামে ঘটক আর ব্লগে যা আছে সব ছেঁকা খাওয়া মাল ;) ধুর ছাই ডিজিটাল যুগে এগুলোর মধ্যে আমি নাই বাপু ! আর আপনার অফিসে কাউকেও চাই না , কারণ আপনার অফিসের লোকজন দোষ ঢাকতে নিজের গায়ে নিজে আগুন দেন । B:-/ তবে দেখতে পরেন আপনাদের একটা সিলোটি ফূরী-ঠূরি দেখে দেন , আর কতকাল এভাবে একা থাকা যায় । :( =p~

২৮ শে মে, ২০১৭ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহহাহা রোজা রাইখা হাসতে হাসতে মইরা যাইমো আইজ। হাহাহাহা :(

কিন্তু আমাদের অফিসের মেয়েরা এমুন না কিন্তু । অনেক ভালা মানুষ আমরা। যান গিয়া আপনারে দিমুই না ব্যাংকের মাইয়া।

সিলোটি ফুরি টুরি লাগলে আব্দুল হাক ভাাইয়ারে কন হাহাহা । এক্কেরে লন্ডনী মাইয়া দিবো হেতে

৩১| ২৮ শে মে, ২০১৭ সকাল ১১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
হয়, খুব ভালা, তাহলে নীলক্ষেত থেকে সবার নামে একটা করে সাটিফিকেট বানিয়ে গলায় ঝুলিয়ে দিয়েন । ;)

লন্ডনী মাইয়া কখনো চাই না, এমন । ;) এ সম্পকে জ্ঞানী, গুনীরা বলেছেন ,ওগো মনু, বামণ হইয়া চাঁদের পানে হাত দিও না, :|



এখন আমার শেষ ভরসা.....
ছবি আপা জিন্দাবাদ।

যাইগা ভাল থাকুন।

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল মানুষদের সার্টিফিকেট ঝুলাইতে হয় না মিয়া ভাই । তাদের এমনিতেই চিনে নিতে হয়। আচ্ছা আমিই শেষ ভরসা । দেইখ্যা লমু। মাইয়ারা কই যায় কবীর ভাইয়ারে থুইয়া হাহাহা

৩২| ২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
বিখ্যাত লেখিকার লেখা চুরি হবে এটাই স্বাভাবিক ; যদি আমার লেখা কেউ চুরি করতো তবে আমি স্বাথক ও তাকে ধন্যবাদ দিতাম, কিন্তু কেউ মনে হয়না এ কাজ করে !! ;) হুম এ চোরের জ্বালায় আর কিছু ভাল লাগেনা, তবে এখন থেকে ব্লগে পোষ্ট দেওয়ার আগে চুরির কথা ভাবতে হবে । X((

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধুরু মিয়া ইতা কিতা কন.. এমন কইয়া লজ্জ্বা দিয়া কি লাভ কন দো দেহি
িআপনার লেখা সার্চ দিলে হাজারটা কপি পেস্ট দেখতে পাই। প্রমাণ চান
তাও তারা নিজেদের নাম দিয়ে চালাচ্ছে হাহাহাহাহা

আপনি আরেকদিন এমন বলার পর আমি সার্চ দেই । তখন দেখি এলাহি কান্ড । আমার লেখা তো কম কপি পেস্ট হয় লেকেন আপনার লেখা কিন্তু শয়েশয়ে কপি হয় । এলা কন কে সেলিব্রেটি আর বিখ্যাত লেখক হাহাহাহ

৩৩| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
এক ছবি নিয়ে ব্লগে যা কান্ড হল, তাও কিনা অন্য আঁকা একটি ছবি ! যে যার মত পেরেছে, সে তার মত এঁকেছে ...... এখন আমি নিজের লেখা কবিতা চোরেকে বলে বিপদে পড়ব নাকি !! ;) আমি শান্তি প্রিয় লোক। সবসময় বিশ্বাস করি, কবিতা চুরি হলেও প্রভিতা তো আর চুরি করতে পারবেনা। :P

২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: তবুও তো কষ্ট লাগে । নিজের ব্রেইন সময় মেধা ব্যয় করে একটা কিচু লিখলেন । আর অন্যরা নিজের নামে চালিয়ে দিবে বিনাশ্রমে। প্রতিভা তো এদের কারণে ভোঁতা হয়ে যায় মাঝে মাঝে। ছবি যে যার মতো আঁকতে পারে কিন্তু কবিতা যার যার অনুভূতিতে লিখে যে যার জীবন নিয়ে । এখানে কাট ছাট কখনো মেনে নেয়া যায় না যাবেনা :(

ভাল থাকুন কবি

৩৪| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, কষ্ট লাগে ।। আর ফেসবুক চোরদের কথা বাদ দিলাম কিন্তু যদি কোন ব্লগ আমার লেখা চুরি করে তখন কেমন লাগে? বিজ্ঞান প্রযুক্তি ব্লগ আমার লেখা “লিফটের তার ছিড়ে গেলে কি করব ’’ শিরোনাম হুবাহুব কপি করেছে, যদিও সেখানে তারা শুধু মাত্র এক লাইন যোগ করেছে, তবুও আমি কিছু বলিনি, আর বলে কি লাভ !!


আপনিও ভালো থাকুন সবসময় .......

২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধুরু যা প্রতিবাদ করতেন। আমাদেরকে বলতেন। এমন করে অনেক মানুষ ঠিক হয়েছে তো। মানুষের ভুল ধরিয়ে দেয়া উচিত । না দেয়াটা অন্যায়। সকলে মিলে তুলোধূনা করলেই মানুষ ঠিক হতে বাধ্য। অনেক তুলোধূনো করেছি। অনেকেই এখন ভাল মানুষ আমার ফ্রেন্ডলিস্টে । ক্ষমাও চেয়েছে। এমন করে দুয়েকজন ভাল হলে তো অনেক ভাল লাগে। নৈতিকতা ঠিক থাকে।

৩৫| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৫:৩১

শায়মা বলেছেন: আমি চাচী বল্লে কেনো?
তুমি আমার ভাস্তি!
সত্য প্রকাশ করার জন্য
এবার হবে শাস্তি! :)


সে যাহা হোক ভাবছি আমি
বিলিভাইয়া নিখোজ!
এমন ভাবে লাপাত্তা কেন
খুঁজছি আমি রোজ!


চোর ধরতে লেখাঝোকা
সে ছিলো এক পুলিশ
তাহার দেখে জন্ম নিলো
আরও যে এক ফুলিশ!

সেই লজ্জায় ভাইয়া বুঝি
এদিক পানে নাই
কই হারালো কই পালালো
আমার বিলি ভাই!

২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা শেষ পর্যন্ত ভাস্তি হাহাহাহাহ

পুলিশ ভাইয়াটা উধাও হইয়া গেলো

কবে আসবে কে জানে। যেখানেই থাকুক নিরাপদে থাকুক দোয়া করি।

আপি ছড়া সুন্দর হইছে ।

থ্যাঙকস এ লট
ভাবছিলাম রাইগা যাবা

৩৬| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:২৫

মোস্তফা সোহেল বলেছেন: ফাতেমা আপু সালাম নিবেন। আশা করি ভাল আছেন?
জন্মদিন অথবা মৃত্যু দিন পালন করা ইসলামে জায়েজ নয়।
এমন কোন হাদিস নাই যেখানে আছে আল্লাহর রাসুল জন্ম বা মৃত্যু দিবস পালন করেছেন।
আল্লাহর রাসুল যেটা করেননি সেটা পালন করা নিশ্চয় বিদাত।
তবে বাচ্চাদের আবদার মেটাতে আমরা অনেকেই এখন এই জন্মদিন পালন করি।
আপনার বাচ্চাদের এখন থেকেই বোঝাবেন যে জন্মদিন পালন করা খারাপ। আমার একমাত্র ভাগ্নি আগে জন্মদিন পালনের জন্য কান্নাকাটি করত। সে এবার সিক্সে উঠেছে। এবার জন্মদিনে আমি যখন বললাম কিরে তোর জন্মদিন পালন করবি না। তখন সে বলে জন্মদিন পালন হারাম।
যা হোক সঠিক হাদিস কোরানে রেফারেন্স আপনাকে পরে একদিন দেওয়ার আশা রইল।

২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে মোস্তফা ভাইয়া আমার মতই দেখি ঘটনা। এরা কখনো আবদার ধরে না জন্মদিন পালন করার। আমার ছোট ছেলে থ্রিতে পড়ে। তাকে বললাম বাবা এবার তো কিছু বললা না। ১৮ এপ্রিল ছিলো তার জন্মদিন। সে বলে মা যে দিবস পালন করলে গুনাহ হয় । সে দিনে কিছুই করা উচিত না। তেমন বড় ছেলেও কোন আবদার করেনি। শুধু বড় ছেলে আমাকে জড়িয়ে ধরে বলে মা এই দিনে তুমি জন্ম দিয়েছো -তা না হলে তো এত ভাল মা পেতাম না-তুমি আমার রাজা আম্মা হাহাহাহ। এবং কিছুই করা হয়নি।শুধু মনে করেছি এইটুকুই।

৩৭| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: আমার মতো আম আদমির স্মরণে পোস্ট!!!!!!!!!:)

ওএমজি!

৩৮| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: আপনার পোস্টের জন্য একট্রাক ধন্যবাদ আপি।
আসলে ব্যাস্ততার কারনে ব্লগিং করতে পারছিলাম না। তাই আমাকে খুঁজে পাননি। ব্যাস্ততা কমলে অবশ্যই ফেরত আসবো।

এই পেস্টেেআমার যে সকল প্রিয় সহব্রগাররা আমায় স্মরন করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা !:)

ভালো থাকুন আপি! আপনার জন্য অনেক অনেক শুভকামনা!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.