নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশে আছে এক বদি সাহেব!!

২৩ শে জুন, ২০১৮ দুপুর ২:৪২


ভাই বাড়ীর পাশে "গাঁজা"গাছ লাগিয়ে।
অন্যজন কে -"গাছ লাগান,পরিবেশ বাঁচান" বলে জ্ঞান দেওয়া কি ঠিক????

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৮

অচেনা হৃদি বলেছেন: :) ইন্টারেস্টিং তো !

২৩ শে জুন, ২০১৮ দুপুর ২:৫৩

কাইকর বলেছেন: হয়তো

২| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৪

সিগন্যাস বলেছেন: নির্বোধ মহিলা

২৩ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৮

কাইকর বলেছেন: মহিলা???

৩| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৬

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: X((

২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

কাইকর বলেছেন: ?

৪| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩১

নাজিম সৌরভ বলেছেন: টিনের চালে কাক, আমি তো অবাক...

২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

কাইকর বলেছেন: পুরাই

৫| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: এটা তো গাঁজা গাছ না।

এই দেখুন গাঁজা গাছ-
এটা তো গাঁজা গাছ না।

এই দেখুন গাঁজা গাছ-

২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

কাইকর বলেছেন: হা হা হা

৬| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: ভাই কাইকর তোমার দেখানো গাছটি পার্থেনিয়াম গাছ। সত্তরের দশকে ল্যাটিন আমেরিকা থেকে উপমহাদেশে এসেছিল।অত্যন্ত ক্ষতিকর মূলত বাচ্চা ও বৃদ্ধদের পক্ষে । আর ৫ নং মন্তব্যে প্রিয় রাজীব নূর ভায়ের ছবিতেই কিম্তু আসল গাজা গাছ বলে আমার বিশ্বাস।

শুভ কামনা রউল।

২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

কাইকর বলেছেন: ছবি নিয়ে সমালোচনা না করে যদি কথাটা নিয়ে সমালোচনা করতেন ভাল লাগতো। ধন্যবাদ আপনাকে

৭| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

হাঙ্গামা বলেছেন: ওনার কাছ থেকে কিছু নিয়ে রাখুন, নিয়মিত সেবন করুন।

২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

কাইকর বলেছেন: কার কাছ থেকে ভাই? আর কে সেবন করবে?

৮| ২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৩১

সোহানী বলেছেন: যে কাইকর ভাই, এইটাই নিয়ম। নিজে গান্জার গাছ লাগাবো কিন্তু অন্যদের বরই গাছ লাগানো রবুদ্ধি দিবো যাতে সময় অসময়ে দু চা্রটা ঢিল দিতে পারি... ;)

২৪ শে জুন, ২০১৮ সকাল ৮:১৫

কাইকর বলেছেন: হা হা হা।

৯| ২৪ শে জুন, ২০১৮ রাত ১২:৩০

মেটাফেজ বলেছেন: গ্রাম বাংলার প্রবাদ: মোল্লার পাদে গন্ধ নাই। সেরকম বদির ইয়াবাতেও ক্ষতি নাই। আপনার সাহসরে স্যালুট জানাই।

২৪ শে জুন, ২০১৮ সকাল ৮:১৫

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে

১০| ২৪ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গাঁজা গাছ লাগান পরিবেশ বাঁচান। :D

২৪ শে জুন, ২০১৮ সকাল ৯:৪২

কাইকর বলেছেন: বদি সাহেবের মতো। হা হা হা

১১| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: হু, ভাবতাছি কি বলা যায়। দেখি কোন উত্তর আসে কিনা ভিতর থেকে।

২৪ শে জুন, ২০১৮ দুপুর ২:০২

কাইকর বলেছেন: হুম ভাই ভাবেন।অপেক্ষায়

১২| ২৫ শে জুন, ২০১৮ রাত ১:৫২

নিশি মানব বলেছেন: আমার পরিচিত এক মসজিদের কোষাকার হজ্বযাত্রীদের নছিহত করতে গিয়ে বলেছিলেন, যদি কোন দেনা থাকে। তাহলে সেই দেনা শোধ করে যান। নইলে হজ্ব হবেনা। তিনি নিজেই মসজিদে সহস্র দানকারীরর কাছে ঋণী ছিলেন। হজ্বযাত্রাকালীন স্বীকারও করেন নাই।

২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:২২

কাইকর বলেছেন: হা হা হা

১৩| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৩

আঁধার রাত বলেছেন: বেদ শাস্ত্র মোতাবেক গাঁজা একটি পবিত্র গাছ। স্বয়ং শিব গাঁজা সেবন করতেন। মর্ত্যলোক হইতে একটি মাত্র গাছ স্বর্গে গেছে সে গাছটা গাঁজা গাছ। স্বয়ং শিব গাঁজার গাছ নিয়ে স্বর্গে আরোহন করেছেন। সুতরাং আপনি স্বর্গে গেলে গাঁজা পাবেন এটা নিশ্চিত। অত্যান্ত নিরীহ একটা ভেষজ গাছ। ভিষন উপকারী। সেবনকারীকে ঝগড়া বিবাদ মারামারী বিশৃংখলতা থেকে দুরে রাখে। ড্রাগ চার্টে এটি তৃতীয় শ্রেনীর একটা মাদক অথচ প্রথম শ্রেনীতে হেরোইন কোকেনের পাশে থাকা নিকোটিন সমৃদ্ধ তামাক বৈধ। বাংলার হাজার বছরের ইতিহাস গাঁজাময়। তামাকের এ উপমহাদেশে আগমন মাত্রই কয়েক শতক। তার পূর্বে হাজার হাজার বছর যাবত মানুষ গাঁজাই সেবন করত। একটা অতি নিরীহ ভেষজ গাছের গায়ে মাদক অপবাদ দিয়ে গাছটাকে রক্তস্নাত করা হয়েছে। অথচ যে বিশ্ব মোড়ল/মোড়লদের নির্দেশনায় ১৯৮৯ সাল থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল সে দেশগুলোর বেশীর ভাগেই গাঁজা সম্পূর্ণ বা আংশিক ভাবে এখন বৈধ। প্রথমদিকে বলেছিল চিকিৎসার জন্য গাঁজার ব্যবহার বৈধ আর এখন বলে বিনোদনের জন্য গাঁজার ব্যবহার বৈধ।
ছোটখাটো নেশা মানুষকে বড় নেশা থেকে দূরে রাখে। তাই গাঁজাকে বৈধ করে দেওয়া উচিত। তাতে রাজস্ব বাড়বে বহু মানুষকে অন্য ক্ষতিকারক মাদক থেকে দুরে রাখা সম্ভব হবে।

২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

কাইকর বলেছেন: ভাই আউ-কাউ মন্তব্য করলেন।

১৪| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:৩০

আঁধার রাত বলেছেন: ভাই আপনার আউ কাউ মনে হল!!! মন্তব্য যা করেছি তা জেনে বুঝে শুনে করেছি। একটি কথাও মিথ্যা না। অযৌক্তিক না।
আসলে যাদের জন্ম ২০০০ সালের দিকে তারা মনে করে সব সময়ই যেন মোবাইল ছিল কারন তারা জন্মের পর থেকেই মোবাইল দেখে অভ্যস্ত।
পূর্ব পাকিস্থানে মদ নিষিদ্ধ ছিল না। ১৯৮৯ সাল পর্যন্ত গাঁজা বৈধ ছিল। শিব ঠাকুর আর গাঁজা যে হরিহর আত্না তা এই গুগল বাজাজিকে প্রশ্ন করলেই সে উত্তর দেবে।
ছোটখাটো নেশা মানুষকে বড় নেশা থেকে দূরে রাখে। এ যুক্তিটা খন্ডান দেখি???

২৬ শে জুন, ২০১৮ সকাল ৮:৫৬

কাইকর বলেছেন: লেখাটার প্রকৃত অর্থ বুঝে পড়ে মন্তব্য করুন। শুধু শুধু মেও মেও টাইপের মন্তব্য করবেন না। আপনি যা বলেছেন ঠিক বলেছেন। তবে, এ প্রশ্নের সাথে এই উত্তর যায় না। ধন্যবাদ

১৫| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:৩৬

আঁধার রাত বলেছেন: প্রশ্নের সাথে এই উত্তর যায় না বিষয়টা খেয়াল করি নাই। আজ কাল মাষ্টাররা তো লেখা দেখেই নাম্বার দেয়, প্রশ্ন কি আর উত্তর কি তা দেখে না। আপনি যে দেখেন তা জানা ছিল না।

২৬ শে জুন, ২০১৮ দুপুর ১:১০

কাইকর বলেছেন: বাহ..... এতক্ষণে বুঝলেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.