নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বোবা মানুষ, আমি শুধু শব্দ সাজিয়ে কথা বলতে চাই!!

মিজানুল আজম

নিজেকে হয়নি চেনা, এখনো নিজেকে হয়নি চেনা!!!

মিজানুল আজম › বিস্তারিত পোস্টঃ

ই, য় এর গন্ডগোল!!

২৪ শে মে, ২০১৮ রাত ১২:২৮

আমি ভাত খায়, কিংবা তারা ভাত খাই টাইপের লিখা যারা লিখেন তাদের লিখার মূল বক্তব্য যতোই সুন্দর হোক পড়তে ইচ্ছা করেনা। লিখাগুলো দেখলেই বিরক্ত লাগে, হোক ফেসবুকে কিংবা ব্লগে। আমি শুধু এটাই বুঝিনা শিক্ষিত মানুষগুলোও এই ভুল কিভাবে করেন!! বন্ধুতালিকায় থাকা অনেককেই এই ভুল ধরিয়ে দিয়ে উল্টো সম্পর্ক খারাপ হওয়ার মতো অবস্থা হয়েছে!! এখন আর ভুল ধরিয়ে দেইনা, সোজা আনফলো দিয়ে দিই!! এই ই , য় এর সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি?? :|

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:


আপনার বন্ধুরা "৩য় পুরুষ" (হয়তো হিজড়াও হতে পারে)।

২৪ শে মে, ২০১৮ রাত ১২:৩৬

মিজানুল আজম বলেছেন: ব্যাপারটা সেটাও না আসলে!! সেটা ওদের অসতর্কতা!! আমি আসলে তাদেরকে শুদ্ধটা শেখাতে পারলেই খুশি হতাম!! :(

২| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:৩২

কাইকর বলেছেন: যেভাবে আছেন সেভাবেই থেকে যান।ওসব থেকে দূরে থাকুন।এই পোস্ট পড়ে যতদূর মনে হলো আপনি সমালোচনা করতে ভালবাসেন। তাই যদি সময় পান আমার ব্লগে গিয়ে গল্প পড়ে সমালোচনা করে আসবেন।

২৪ শে মে, ২০১৮ রাত ১২:৩৯

মিজানুল আজম বলেছেন: সত্যি বললে হয়তো আপনার খারাপ লাগবে, আপনার প্রোফাইল ঘুরে আসার পরই বানান নিয়ে এই পোষ্টটা দিতে হলো!! যদিও আপনার বানানে ই, য় এর ভুল এর চেয়ে অন্য বানান যেমন আধাকে লিখেছেন আদা, তেমনি আরো বেশ কিছু ভুল দেখেছি!!

আমাকে কেউ ভুল ধরিয়ে দিলে আমি খুশি মনেই গ্রহন করি। :)

৩| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:৩২

স্ব বর্ন বলেছেন: ভালো না লাগলে এড়িয়ে যাবেন এ আর গন্ডগোলের কী। B:-/
সবাই তো সমান ভাবে চলতে পারে না তাই আপনার সাথে যাকে সঠিক মনে হয় তাকেই বিচেনা করুন ধন্যবাদ।

২৪ শে মে, ২০১৮ রাত ১২:৪১

মিজানুল আজম বলেছেন: সবসময় এড়িয়ে যাওয়া যায়না দাদা :( কাছের বন্ধুরা এমন ভুল করতে দেখলে প্রচন্ড মেজাজ খারাপ লাগে!! :/

৪| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:৩৪

বিষাদ সময় বলেছেন: সবচেয়ে বেশি ভুল খুঁজে পাবেন "ড়" আর "র" ব্যবহারের ক্ষেত্রে।

২৪ শে মে, ২০১৮ রাত ১২:৪২

মিজানুল আজম বলেছেন: হুমম এই ভুলটাও বেশ চোখে পড়ে!!

৫| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:৪৬

স্ব বর্ন বলেছেন: মেজাজ খারাপ করে তো আর এ সমস্যা সমাধান করা যাবে না দাদা।সুন্দর করে বুঝাবেন না বুঝলে আর কি করার অবুঝদের তালিকায় রাখবেন। 8-|

২৪ শে মে, ২০১৮ রাত ১২:৫১

মিজানুল আজম বলেছেন: শেষমেশ সেটাই করি!!

৬| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:৫২

ইব্‌রাহীম আই কে বলেছেন: আপনার সাথে আমার ভাবের হয়ত তো কিছুটা মিল রয়েছে।

এক সময় আমিও বন্ধু-বান্ধবের এসব ভুল প্রচুর ধরতাম কিন্তু এখন আর এসব করিনা। কি দরকার ওদেরকে ভাল পথ দেখাতে যেয়ে ওদের সাথে খারাপ সম্পর্ক তৈরি করা।

আমি অনেকদিনের পর্যবেক্ষণে যেটা বুঝলামঃ বাংলা লেখায় এসব ভুলগুলোর জন্য শিক্ষিত হয়ে অশিক্ষার দোষটা যতটা না দায়ভার বহন করছে তার চেয়ে বরং অভ্র-কীবোর্ড এর আবিষ্কার বেশী দায়ী!!

২৪ শে মে, ২০১৮ রাত ১:০৩

মিজানুল আজম বলেছেন: শেষের কথাটার সাথে একমত হতে পারলাম না দাদা!! অভ্র আবিষ্কার না হলেও ওরা ওই একই ভুল করতো!! তখন বাংলিশে এভাবেই লিখতো "amra vat khay, ora vat khai" :p দোষটা সম্ভবত ওদের উচ্চারণে!!

৭| ২৪ শে মে, ২০১৮ রাত ১:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
চায় কে চাই যারা লেখে এরা বেশিরভাগই এইট পাস বকলম।
অভ্র-কীবোর্ডে বাক্য বানান না জানলে যা হয় ...

২৪ শে মে, ২০১৮ রাত ১:০৭

মিজানুল আজম বলেছেন: বিশ্বাস করবেন কিনা জানিনা একজন বিসিএস ক্যাডারকে (ম্যাজিস্ট্রেট) পর্যন্ত এই ভুল করতে দেখেছি!!

৮| ২৪ শে মে, ২০১৮ রাত ১:২৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: বাংলিশ লেখার যে উদাহরণটা দিলেন সেটার সাথে আমিও একমত। আসলে বাংলাদেশের এক এক অঞ্চলের মানুষের ভাষা এক একরকম। আঞ্চলিক টান, আঞ্চলিক কথা বলার সিস্টেম গুলো এক্ষেত্রে বেশিরভাগ দায়ি। অনেক উচ্চ-শিখিত মানুষ ও ভাষার এ ব্যবহারে সচেতন নয়। বইয়ের ভাষাটা আমরা আয়ত্ত করতে পারলেও ব্যবহার যথাযথ ভাবে করতে পারিনা।

অভ্রর উদাহরণটা কেন দিয়েছি এর একটা জ্বলন্ত প্রমাণ দেই। আমার এক ফ্রেন্ডের নাম কাউছার। ইংলিশে kawser। শেষে er
হলে এর উচ্চারণ কিন্তু আর হয়। কিন্তু এখন ওকে সবায় কাউছের বলে চেতানোর (মজা করে হয়ত) কারনে ও ওর নাম kawsar এ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সকল পেপারস গুলোতেও ও এখন kawsar বানানটা লেখে। আর যখন শুনবেন যে কাউছার ঢাবিতে পরে তখন আপনি এ ব্যপারে কি বলবেন?

২৪ শে মে, ২০১৮ ভোর ৪:১১

মিজানুল আজম বলেছেন: নামের ক্ষেত্রে যদি ওরা অভ্র নিয়ে আসে তাহলে ব্যাপারটা আসলেই বাড়াবাড়ি!! এটাতে অভ্রকে দোষ দেয়া যায় না মনে হয়!! এই যেমন আমি যদি আমার নামটা অভ্র এর হিসেবে লিখতে চাই লিখতে হবে মিযান,যেহেতু ইংরেজী নামে "জেড" ব্যবহার করি, কিন্তু আমি লিখি মিজান!! আমি প্রাধান্য দিয়েছি কোনটা দেখতে ভালো লাগে তার উপর!!

৯| ২৪ শে মে, ২০১৮ রাত ২:৩৩

অর্থনীতিবিদ বলেছেন: আমাদের দেশে মানহীন শিক্ষার হার যেভাবে বাড়ছে, তাতে এ জাতীয় সমস্যা এক সময় ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তখন বাংলাদেশ লিখতে গিয়ে ভাংলাধেশও লেখা হতে পারে। মুক্তি পাওয়ার উপায় সহসা নেই। এটা হলো গোঁড়ার গলদ। প্রকৃত, পরিচ্ছন্ন ও মানসম্মত শিক্ষা পেলে কোনো একদিন কোনো এক প্রজন্ম থেকে এ জাতীয় সমস্যা দূর হতেও পারে।

২৪ শে মে, ২০১৮ ভোর ৪:১২

মিজানুল আজম বলেছেন: সেই কোন একদিনের দেখা পাবো এই আশা নিয়ে আশেপাশের মানুষগুলোকে ঠিক করার চেষ্টা করি। :(

১০| ২৪ শে মে, ২০১৮ রাত ২:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই সামান্য ভুল গুলো ধরতে না পারলে তার আর বাংলা টাইপ করার দরকার নেই। সহমত। ফোনেটিক হলেও বানানের প্রতি যত্ন নেয়া উচিত...

২৪ শে মে, ২০১৮ ভোর ৪:১৪

মিজানুল আজম বলেছেন: সেটাই !! বাই দ্যা রাস্তা, আপনার আইডি নামটা দারুন!! :)

১১| ২৪ শে মে, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.