নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

\'দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না- সেই-যে আমার নানা রঙের দিনগুলি\'

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

অনেকদিন পর ব্লগে লগইন করার পর হঠাৎ নিজের ব্লগে খেয়াল করলাম ব্লগে আমার ৫ বছর হয়ে গেছে। সত্যিই অনেক অবাক হয়েছি।
সময় কিভাবে চলে যায় দেখতে দেখতে। যদিও অনিয়মিত এখন ব্লগে।

সামু ব্লগ আমার নিঃসন্দেহে অনেক প্রিয় একটি জায়গা। নিজের মনে যা আসে তাই লিখে ফেলা যায় এখানে অনায়াসে। লেখা প্রকাশের সহজ মাধ্যম যাকে বলা যায় সেটা হল সামু। আমি কখনোই ভাল লিখতে পারতাম না। নিজের লেখাগুলো পড়ে এখন নিজেই হাসি। কত বোকা ছিলাম, বোকা বললে ভুল হবে সরল ছিলাম। বোকা বোকা আনাড়ি হাতের লেখা ছিল, তাই পড়ে অনেকেই মিথ্যে করে বাহবা দিয়েছেন, কেউ কেউ হয়ত সত্যি করেও বলেছেন ভালো হয়েছে। কেউ কেউ অনেক উৎসাহিত করতেন চর্চা করার জন্য। অনেক মজার এবং ভালো সময় কাটিয়েছি ব্লগে। গানের ভাষায় বলতে ইচ্ছে করছে 'দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না- সেই-যে আমার নানা রঙের দিনগুলি'

সেদিন লগইন করে আমার নিজের লেখা আর লেখার কমেন্ট সেই সাথে আমার রিপ্লাই পড়ে এত হেসেছিলাম যে মন ভালো হয়ে গেছে। ভেতর থেকে কেমন যেন একটা ভালো লাগা আমি টের পাচ্ছিলাম। অদ্ভুতরকম মন ভালো হয়ে গিয়েছিল। ইচ্ছে করেছিল লেখা গুলো এডিট করি। আবার ভাবলাম নাহ এডিট করা ঠিক হবেনা । এই আনাড়ি হাতের লেখার মাঝে কি জানি একটা আছে যা ভালো লাগা এনে দেয় অনেক। কত স্মৃতি বিজড়িত আছে, থাক না এভাবেই। আমার মন খারাপ হলেই মাঝে মাঝে ব্লগে এসে পুরানো লেখা গুলো পড়ি মন ভালো হয়ে যায়। মনে হয় এ যেন এক নির্মল বিনোদন ।

লেখার কোন জ্ঞানই ছিল না আমার, ব্লগ থেকে শিখেছি কিভাবে লিখতে হয়, কিভাবে লেখার প্রতি যত্নশীল হতে হয়। সত্যিই অনেক শিখেছি সেজন্য চির-কৃতজ্ঞ সামু ব্লগের কাছে। প্রতিটা লেখার প্রতি যত্নশীল হওয়া খুব প্রয়োজন এখন বুঝি কিন্তু আমি আমার লেখার প্রতি কখনোই যত্নশীল ছিলাম না। সেজন্য কোনদিন ভালো লেখাও প্রসব করতে পারিনি, এটা আমার ব্যর্থতা । তাতে অবশ্য আফসোস নেই। যাইহোক , ৫ বছর উপলক্ষ্যে ভালো একটা লেখা দিতে পারলে ভালো লাগত। তবে নিরাশ করছিনা অন্তত আনাড়ি কন্ঠের কবিতা তো শুনাতে পারি? B-)

কবিতা আবৃতির প্রতি মোহ কাজ করে অনেক। কিন্তু এখানেও আনাড়ি কণ্ঠের কবিতা। :(( যাক, সবাই যে সবকিছু পারবে এমন কথা নেই, তাইনা? নিজের মনের আনন্দের জন্য কবিতা আবৃতি করা। যেহেতু আমি প্রফেশনাল নই সেহেতু ভুল ভ্রান্তি থাকবেই।

কবিতা শোনার আমন্ত্রন রইল

- কৃষ্ণচূড়া- কবিতাটি আমার লেখা।




বিশেষ কৃতজ্ঞতাঃ সামহোয়্যার ইন ব্লগের প্রতি , যে প্ল্যাটফর্ম আমাকে সুযোগ দিয়েছে লেখার এবং যারা আমার ব্লগে সবসময় কমেন্ট করেছেন, উৎসাহ দিয়েছেন তাদের প্রতি।





অফটপিকঃ আমার সব লেখায় কমেন্ট অপশনটি বন্ধ আছে,শুধু এই লেখাটি বাদে। তার জন্য দুঃখ প্রকাশ করছি।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

তারেক ফাহিম বলেছেন: পঞ্চম বৎসরের পদার্পন শুভ হোক।



২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৩

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ।


ভালো থাকবেন।

২| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওয়েলকাম ব্যাক। আশা করি আবারও নিয়মিত লিখবেন।

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৫

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

নিয়মিত হওয়া সম্ভব হবেনা, কারন এত সময় নেই। ব্যস্ততা আমায় দেয়না অবসর।

ভালো থাকবেন।

৩| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

কানিজ রিনা বলেছেন: সামুব্লগ আবার ফিরে দেখার জন্য অভিনন্দন।

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৫

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকবেন।

৪| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'এত দিন কোথায় ছিলেন? নাটোরের ---- =p~
অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগছে, নিয়মিত হোন।
সাথে ৫ম বর্ষ পূর্তির শুভেচ্ছা নিন।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৭

লাবনী আক্তার বলেছেন: মঙ্গল গ্রহে ছিলাম। :D :P

কেমন আছেন গিয়াস ভাই? নিয়মিত হতে চেষ্টা করব।

শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।

৫| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: সৃতির পাতা

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৮

লাবনী আক্তার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।


ভালো থাকবেন।

৬| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: ৫ম বছর পূর্তিতে আপু কেক খাওয়ান ।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো । আপনার উপস্থিতিতে আমরা অনেক খুশি ।
কবিতা ভালো লাগল । আবৃত্তি সুন্দর হয়েছে ।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২০

লাবনী আক্তার বলেছেন: আপনাকে কেক খাওয়ানোর জন্য চেষ্টা করলাম কিন্তু অনেক দিন সামুর বাইরে থাকায় কেকের ছবি কিভাবে এড করব ভুলে গেছি।
:(

আরেকদিন খাওয়াব। :P

শুভকামনার জন্য অনেক ধন্যবাদ বোন। ভালো থাকুন ।

৭| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ৫ম বর্ষ পূর্তিতে পোস্ট আর আপনার সুন্দর সুরেলা কন্ঠের আবৃতি বেশ চমৎকার লাগলো। অনেক অনেক শুভকামনা আপনার জন্য বোন।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ সুজন ভাই।

ভালো থাকুন সবসময়।

৮| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

রাসেল উদ্দীন বলেছেন: সামু ব্লগ আমার নিঃসন্দেহে অনেক প্রিয় একটি জায়গা। নিজের মনে যা আসে তাই লিখে ফেলা যায় এখানে অনায়াসে। লেখা প্রকাশের সহজ মাধ্যম যাকে বলা যায় সেটা হল সামু। আমি কখনোই ভাল লিখতে পারতাম না। নিজের লেখাগুলো পড়ে এখন নিজেই হাসি। কত বোকা ছিলাম, বোকা বললে ভুল হবে সরল ছিলাম। বোকা বোকা আনাড়ি হাতের লেখা ছিল, তাই পড়ে অনেকেই মিথ্যে করে বাহবা দিয়েছেন, কেউ কেউ হয়ত সত্যি করেও বলেছেন ভালো হয়েছে। কেউ কেউ অনেক উৎসাহিত করতেন চর্চা করার জন্য। অনেক মজার এবং ভালো সময় কাটিয়েছি ব্লগে। গানের ভাষায় বলতে ইচ্ছে করছে 'দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না- সেই-যে আমার নানা রঙের দিনগুলি' ।

এই কথাগুলোই তো অনেক সুন্দর করে লিখেছেন। অনেক ধারালো লেখনী! মোটেও মিথ্যা বাহবা দেয়নি। কবিতা আবৃত্তিও অনেক সুন্দর।
চালিয়ে যান। পরবর্তী পোস্টের অপেক্ষায়....

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৭

লাবনী আক্তার বলেছেন: উপরের লেখাটাত শিখে লিখেছি তাই হয়ত একটু ভালো লেগেছে। :`>

যাক আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

ভালো থাকুন সবসময়।

৯| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১

সুমন কর বলেছেন: ৫ম বর্ষ পূর্তির জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা..... !:#P

লেখা পড়লাম, ছোট হলেও ভালো লাগল। ৮ নং মন্তব্যে লাইক এবং সহমত।

কবিতা শুনিনি, কাল শুনবো। +। কেমন আছেন?

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৮

লাবনী আক্তার বলেছেন:
শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ দাদা।

লেখা ভালো লেগেছে জেনে ভালো লাগল।

কবিতা কেমন হল জানাতে ভুলবেন না । B-)

১০| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

সাহসী সন্তান বলেছেন: গতকাল রাত্রে অবসর সময়ে আপনার কণ্ঠের কবিতা আর গান দুইটা শুনলাম। ভালই তো লাগলো! আপনার স্মৃতি বিজড়িত সেই সব নির্মল বিনোদনমুখর দিন গুলো আবারও ফিরে আসুক, সেটাই প্রত্যাশা করি!

পঞ্চম বর্ষপূূর্তির শুভেচ্ছা জানাইবো কিনা ভাবতেছি! লেট ফি দিলে অবশ্য বিবেচনা করা যাইতে পারে! ;) তবে এতদিন পরে যে ব্যাক টু প্যাভিলিয়নে ফিরছেন, সেজন্য আপাতত একটা ধইন্ন্যা নেন! :)

শুভ কামনা রইল আপনার জন্য!

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১১

লাবনী আক্তার বলেছেন: কবিতা শোনার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার ধইন্ন্যা গ্রহন করিলাম। লেট ফি বাবদ কবিতা দিয়েছিত। B-)

ভালো থাকুন সবসময়।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৪

আমি তুমি আমরা বলেছেন: ৫ম বর্ষ পূর্তির শুভেচ্ছা :)

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯

লাবনী আক্তার বলেছেন: এই ৫ বছরে বোধহয় আপনার কমেন্ট প্রথম পেলাম। আমার ব্লগবাড়িতে স্বাগতম ।


অনেক ধন্যবাদ শুভেচ্ছার জন্য। ভালো থাকুন সবসময়।


আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.