নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

অনুভবে (৩) বনলতা সেন ও কয়েকটি অসংজ্ঞায়িত প্রশ্নোত্তর ...

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৯




কিছু প্রেমিক কবিতার ব্যবচ্ছেদে মূর্ছিত হয়ে
বলতে চেয়েছিল বনলতার কাছে...
গভীর বক্ষোজ নীলে প্রেম আছে কি!!

অন্তর অন্তস্থঃতল হতে ফেনিল উর্মিমালায়
মালয় সাগরপারী জেনেছি...
অভিসার দুঃস্বপ্ন, প্রণয় পরাবাস্তবতা!

ঘোর ঘোর আচ্ছন্নতার কুয়াশার চাদরে
প্রেমিকের দ্বিধান্বিত বালুচরে জেনেছি
কামনা ব্যর্থতা, লজ্জা অযাচিত!

দ্বিখণ্ডিত বুকের মাঝে অনিশ্চিত সুখস্পর্শ
উৎকণ্ঠিত হতে হতে অনুভব করেছি....
অভিমান অনন্তশয্যা, অনুরাগ নক্ষত্রনেশা...

বিরহাসিক্ত অলংকরণ গলে দেহাবরণ সজ্জিতা
কাতর হতে হতে উপলব্ধি করেছি...
প্রেমানন্দ ক্ষণিকের, বিচ্ছেদ মৃত্যুঞ্জয়ী!

প্রগাঢ় বন্ধনে বুকের প্রান্তিক ডঙ্কায়
অনুনাদিত শব্দে শুনেছি...
'কবি' মানে জীবনানন্দের বুকে বনলতা ছোঁয়া...


মূল কবিতা
.

.

.

.

.


উৎসর্গঃ কবি বিজন রয়

মন্তব্য ৫৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৭

বলেছেন: আপ্লুত ভাবাবেগের এক অতুল্য মিশ্রণ শব্দ চয়নে হৃদয় অভিভূত প্রকাশ। ভীষণ ভালোলাগা

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: কাব্যের প্রথম অনুভবে আন্তরিক শুভেচ্ছা লতিফ ভাই। আপনার মন্তব্যে প্রীত হয়েছি! শুভকামনা নিরন্তর!

২| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:


কবিতায় এত সুন্দর ছবি যোগ করলে, মানুষ কি কবিতা পড়বেন?

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:


দিলাম চেঞ্জ করে। এখন কবিতা পড়ে জানান কেমন হল ওকে!

৩| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:


কবিতা অনেক অনেক ভালো লেগেছে; তবে, বিজন রায়ের কবিতা পড়ার পর বুঝতে পারবো!

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:১১

ভ্রমরের ডানা বলেছেন:





আপনার কাছে অনেক অনেক ভালো লাগা এই প্রথম পেলুম। আনন্দে ডিগবাজী খেতে ইচ্ছে করছে! কবিতায় মূল কবিতার লিংক দেওয়া আছে। পড়ে দেখতে পারেন! মূল কবিতা পড়ে আরো কিছু জানিয়েন। আমি আপনার অনুভব জানতে আগ্রহী!



নিরন্তর শুভকামনা ও শুভেচ্ছা রইল!

৪| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৮

কাওসার চৌধুরী বলেছেন:



আজ একটু কঠিন লাগলো; কয়েকবার পড়লাম ৷যতটুকু পাঠ বুজতে পেরেছি তাতেই অনেক ভাল অনুভূতি হয়েছে ৷ বনলতা সেনেের পরশ আছে ৷ +++

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০১

ভ্রমরের ডানা বলেছেন:





হুম,একটু কঠিন আছে। কবির মূল কবিতার অনুভবে এই কবিতা লেখা হয়েছে। কবি বনলতার মানে বলেছিলেন প্রেমিকার উদরে কবি হতে চাওয়া.... আর আমি বলেছি কবি মানে জীবনানন্দের বুকে বনলতা ছোঁয়া....


প্লাসে কৃতজ্ঞতা..


অনুভবে অশেষ শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর.....

৫| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:২৯

নাজিম সৌরভ বলেছেন: ভালো লেগেছে, অফলাইনে আপনার অনেক কবিতা পড়েছি। আপনি কি মূল নামে পত্র পত্রিকায় কবিতা প্রকাশ করেন?

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১২

ভ্রমরের ডানা বলেছেন:




আপনি অফলাইনে আমার কবিতা পড়েছেন জেনে খুব ভাল লাগছে। যারা আমার কবিতাকে ভালবাসে তাদের প্রতি, আপনার প্রতি কৃতজ্ঞতা! আমি কোন পত্রপত্রিকায় কবিতা প্রকাশ করিনি। মূল নামে পত্রপত্রিকায় লেখার ইচ্ছে নেই। সামুই আমার কাছে পত্রপত্রিকা, সাময়িকী! তাই এখানেই সব!

আপনার ভালবাসায় মুগ্ধ হয়েছি। অনন্ত শুভেচ্ছা ও শুভকামনা জানবেন!

৬| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪৮

অন্তরন্তর বলেছেন: সুন্দর লিখেছেন। বিজন রয়ের কবিতা এবং তার মন্তব্য ও প্রতিউত্তর সব পড়েছি। আমার একটা মন্তব্য আছে ওখানে। আপনার ক্ষেত্রেও আমি বলি মন্তব্য করার যোগ্যতা থাকতে হয়। শুভ কামনা।
ঈদ মুবারক।

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:





আপনার মন্তব্য সেখানে দেখেছি। আপনার মত করে খুবই কম মানুষ ভাবে। এমন নির্মল মন খুবই কম আছে যারা কবিতাকে শ্রদ্ধা করে। কবিকে পছন্দ অপছন্দ হতে পারে কিন্তু এর প্রভাব কবিতায় পড়া উচিত নয়। এতে অনেকেই নিজেকে বঞ্চিত করেন। মন্তব্য করার যোগ্যতা কবিতার উপলব্ধিতে। আমি সেটা বুঝে নিই। ব্লগিং একটা প্লাটফর্ম। এখানে সকল মানসিকতারর যাত্রী রয়েছেন। ইনারা জাজমেন্টাল। কবিকে judge করেন। তারপর কবিতায় মন্তব্য মন চাইলে দেন। উহাদের মধ্যে কিছু কুলেমুজুর টাইপের পাঠক যেমন রয়েছে তেমনি রয়েছে কিছু নিজেকে কাব্য মহিরুহ মনে করা বিশাল বলদ। নিঃসন্দেহ এঁদের যোগ্যতা নেই।

বাকি যারা রয়েছেন তারা কবি। তাদের সাথে কবিতার, কবির সম্পর্ক আত্নিক!



শুভেচ্ছা জানবেন অন্তরন্তর। খুবই মুল্যবান মন্তব্য করেছেন!

৭| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে। আপনার পূর্বের কবিতাগুলো পড়া দরকার।

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৯

ভ্রমরের ডানা বলেছেন:



ভালো লেগেছে জেনে ভাল লাগল। অশেষ শুভকামনা জানবেন! ব্লগে সব কবিতাই আছে। পড়তে পারেন, মন্তব্য করতে পারেন। কোন বাধা নেই।

৮| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই, আপনার সাথে একমতই আমি, প্রেমানন্দ ক্ষণিকের কিন্তু বিচ্ছেদ অনন্তকালের মনে আমার কাছেও।


ঈদ মোবারক রইল ভাই অগ্রিম

২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন: ঈদের শুভেচ্ছা ভাই! কবিতার অনুভবে আপনার ভাল লাগা প্রকাশ ভাল লেগেছে! প্রীতি ও শুভেচ্ছা রইল!

৯| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ২:১৬

জাহিদ অনিক বলেছেন:

কবির কবিতা সাধারণত কেবল প্রশ্ন করেই যায়-- উত্তর দেয় না।
আপনার কবিতা কিছু কিছু উত্তর দিলো-
বেশ সুন্দর কবিতা

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতাটি কবি বিজন রয়ের কাব্যানুভবে রচিত! আপনি অনুভব করেছেন জেনে খুব ভাল লেগেছে! কবির ভাষা কবি বুঝে! উত্তর প্রশ্ন সব কিছুই! অনন্ত শুভেচ্ছা জানবেন কবি!

১০| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৪২

বাকপ্রবাস বলেছেন: কবিতা না বুঝেও ভাল লাগার মতো একটা ব্যাপার আছে এখানে। তায় ব্যাখ্যা করতে পারছিনা। কবিতা কম বুঝি।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:




আপনি কবিতা লেখেন, আপনি কবি, আপনাকে কবিতা বুঝতে হবে! কবিতার মধ্যে দুর্বোধ্য কিছুই নেই। সময় করে ঠাণ্ডা মাথায় পড়ুন! মূল কবিতা দেখুন। ভাব বুঝলে কবিতা ভাল লাগবে! অনন্ত শুভেচ্ছা রইল বাকপ্রবাস!!

১১| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৪

বিজন রয় বলেছেন: আজ ঘুম থেকে উঠলাম একটু দেরিতে, সকাল ৭.৩০ এ। ভাবলাম নিউজ পড়ি, নেটে আসলাম। নিউজ পড়ে অফনেটে যাওয়ার আগে মনে হলো ব্লগে একবার চোখ বুলিয়ে যাই। ব্লগে লগইন হতে চাইনি, কিন্তু আপনার এই পোস্ট চোখে পড়াতে বাধ্য হলাম।

কেউ কাউকে এভাবে 'প্রগাঢ় বন্ধনে' আবদ্ধ করতে পারে!!!

এ পোস্ট তো আমাকে প্রিয়তে নিতে হবেই।

আপাতত এটুকুই, কথারা আসছে।

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

ভ্রমরের ডানা বলেছেন:




আমি আপনার কবিতার অনুভবে শিহরিত হয়েছিলাম। তাই সিদ্ধান্ত নেই এটা লেখে ফেলব। আপনার লেখাটি প্রকাশিত হবার পর মনে মনে কবিতা সাজাতেই থাকি। শব্দ খুঁজি, ভাবভঙ্গি খুঁজি, ভালবাসার মানে খুঁজি! হঠাৎ পেয়ে যাই। এতোদিন ছেলেদের মত ভেবে কবিতা লেখেছি। আপনার কবিতাটির অনুভবে মেয়েদের মত ভেবে লেখেছি! বনলতার মনের কথা জানতে জীবনানন্দের প্রগাঢ় বন্ধনে আবদ্ধ হয়ে দেখেছি বনলতাকে! বনলতার চিন্তাকে যতটুকু পেড়েছি তার মনের মত সাজাতে চেষ্টা করেছি!


বিগত দুইদিনব্যাপী মন্তব্যে ঝড় তুললেও কাজের ফাঁকেফাঁকে চলেছে চিন্তার সুনামি। এবার যখন দেখছি আপনি আমার কাজে তুষ্ট তখন সব বিপদসংকেত মুছে গেল।


প্রিয়তে নিয়ে সন্মানিত করেছেন সুপ্রিয় কবি! এমন ভালবাসার জন্যে অশেষ ধন্যবাদ ও শুভকামনা!!! ভাল থাকুন নিরন্তর!!!

১২| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রভাত কবিভাই,

কবি জাহিদ অনিকের সঙ্গে আমিও বলতে চাই প্রথম থেকে কেবল প্রেমের সুখানুভূতি না পাওয়ার আকুতি শেষে এসে হৃদয়কে পরিপূর্ণতা দিল। ' প্রেমানন্দ ক্ষনিকের, বিচ্ছেদ মৃত্যুঞ্জয়ী। আহা! ' কবিতাটি উৎসর্গ করা হয়েছে প্রিয় কবিবিজন রয়কে। বিজনদাকে অভিনন্দন। ব্লগের এই পারস্পারিক মিথোস্ক্রিয়া আমাদের সম্পদ, আমাদের অহংকার। ধন্যবাদ দিয়ে বরং কবিভাইকে ছোটো করবোনা।

অনেক অনেক শুভেচ্ছা উভয়কে।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৯

ভ্রমরের ডানা বলেছেন:






কবি জাহিদ ও আপনি ঐক্যবদ্ধ হয়ে বেশ ভাল কথা বলেছেন। আসলে এই কবিতায় আমার থেকে কবি বিজন রয়ের প্রতি ধন্যবাদ জানানো উচিত। কবিতার মূলভাবের স্বত্ব উনার! আমি শুধু বনলতার মত ভেবে উত্তর করে গেছি! বনলতাকে আমি যেভাবে খুঁজে পেয়েছি সেভাবেই কবিতায় এঁকেছি। প্রেমের অর্থ তার কাছে কি তার ব্যবচ্ছেদ করেছি। তবে মিথস্ক্রিয়া যে ব্লগের সম্পদ এই বিষয়ে আমি সুনিশ্চিত। এটা ব্লগারদের ভেতর যত বেশি হবে ব্লগিং ততই আকর্ষণীয় হবে। হয়ত আমাদের মাঝেমাঝে তর্ক বিতর্ক হতে পারে তবে সেটা হোক পজেটিভ। অনেকেই জানে না কোথায় থেমে যেতে হয় আর কতটুকু চালিয়ে নিতে হয়। এখানেই সমস্যা বাধে। আর এর মূলে থাকে ইগো।

আদর্শ ব্লগারগণ অশ্লীলতা, মিথ্যা, অনৈতিকতা, দ্বিমুখী স্বভাব, অজ্ঞতাকে মেনে নেবেন না। তাদের কবিতায়, গল্পে রম্যে সাহিত্যে যদি এসবের প্রতিবাদ হয় তবেই সকলে উপকৃত হবে! সমাজ হবে পংকিলতা মুক্ত। আমাদের ব্লগিং হোক সেই পথেই!



কবিতার অনুভবে শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার! আন্তরিক ভালবাসা রইল!

১৩| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:



সুন্দর অনুভবে শুভেচ্ছা সেলিম ভাই! ভাল থাকুন নিরন্তর!

১৪| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শোকাতুর অনুভব!

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫১

ভ্রমরের ডানা বলেছেন:



বিরহিত কাব্যের অনুভবে শুভেচ্ছা সুপ্রিয় রূপক ভাই! আপনার সুস্থতা কামনা করছি! ভাল থাকুন সব সময়! শুভকামনা আঘামীর জন্যে!

১৫| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: যে কোনো বিষয় নিয়ে কবিতা লেখার দারুন ক্ষমতা আছে আপনার।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:




আপনাদের অনুপ্রেরণায় লেখি অল্পস্বল্প! তবে আসল হল কতটা ফুটল কবিতায় জীবনের গল্প!



শুভেচ্ছা সুপ্রিয় লেখক! ঈদ মোবাররক!

১৬| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২

বিজন রয় বলেছেন: আমার কবিতার শুরুতে প্রশ্ন রেখেছিলাম...... কেউ কি কবির কাছে জানতে চেয়েছিল সত্ত্বার গভীরে হৃদয়ের লেনদেন কি?
অনেকের নিকট থেকেই উত্তর পেয়েছি, কিন্তু কবি হতে চায়নি কেউ, কিন্তু আপনি কবি হয়েই উত্তর করলেন, তাই আপনার উত্তরটা অন্যরকম, সত্ত্বার গভীরে মূর্ত বা বিমূর্ত শর্তহীন।

আমার কবিতাটি পড়ে আমাকে জানিয়েছিলেন, আপনিও এটার উপর একটি কবিতা লিখবেন, তখন অনেক ভাল লেগেছিল এই ভেবে যে, আমার কবিতা তাহলে অন্যকে দোলা দিতে পারে!! আর এখন আপনার এই কবিতা পড়ে শুধু বিস্ময়বোধে জেগে উঠছি তাই নয়, আমি এক অন্তহীন সুখবিলাসে নিবিড় অস্তিত্ত্বের সীমারেখায় হৃদয়ের শুদ্ধতম স্পর্শ পাচ্ছি!!

ধন্য আমি, ভ্রমের ডানা, প্রিয় সারথী!

এখন মনে হচ্ছে,
কেউ কেউ প্রতিশ্রুতি রাখতে পারে,
কেউ কেউ প্রিয় হয়ে উঠতে পারে,
কেউ কেউ মানুষ হতে পারে,
কিন্তু সবাই কবি হতে পারে না, আপনি পেরেছেন।


সূর্য আলোকিত হওয়ার আগেই যে সব 'নিবোধ হৃদয়েরা' নষ্টনীড়ের স্বপ্ন ফেরি করে তারা তো বনলতাকে স্পর্শ করতে পারে না। বনলতা সেন মানে শুধু নাভিমূল সংসর্গ নয়, বনলতা সেন মানে শুধু অস্ফুট শৃংঙ্গার নয়, বনলতা সেন মানে শুধু ভ্রান্তিবিলাস নয়, এভাবে যারা ভাবতে পারেনা, আপনার এই কবিতাটি শুধু তাদের জন্য।

হৃদয়ের ওই যে লেনদেনগুলো........ অভিসার, প্রণয়, অভিমান, অনুরাগ, কামনা, লজ্জ্বা ইত্যাদির পূর্ণতা হলো বনলতা সেন, কিন্তু এগুলোর প্রসারণ দুটি, একটি ধারনের আপরটি ভোগের। আমরা মানুষরা শুধু ভোগ করতে জানি। তাই আমারদের জীবনে আসে দুঃস্বপ্ন, বিরহ আর বিচ্ছেদ!!

ঠিক আপনার কবিতার মতো।



২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার কাব্য কাননে যে ফুল ফুটেছিল তাতে যে মধুপ রস, তার স্বাদ এই ভ্রমর পেয়েছিল। তাই সদ্যজাত কবিতা প্রিয়তে নিয়েছি বক্ষে বেধেছি। কবির অনুপম আকুতি কবিতার ছত্রেছত্রে যেভাবে ভালবাসাকে বিচ্ছুরিত করেছে তার পরশেই বনলতার জবাবদিহি আমি আঁকতে চেয়েছি নিজের মত করে।

আমি নারীর চিন্তাজগত বিশ্লেষণ করার চেষ্টা করে তার আবেগিক মুল্যগুলো বুঝতে চেয়েছি, মিলাতে চেয়েছি। আমাদের বুকেতে যে কথা কলি তার জবাবে বনলতার জবাব কি হতে পারে তাই কবিতায় ফুটিয়ে তোলেছি। প্রেমেজর্জর কবির জন্ম বনলতা ছোঁয়ায়। বনলতার হৃদয় কিভাবে জীবনানন্দকে দেখেছে তাই এঁকেছি!

আপনি বলেছেন-

সূর্য আলোকিত হওয়ার আগেই যে সব 'নিবোধ হৃদয়েরা' নষ্টনীড়ের স্বপ্ন ফেরি করে তারা তো বনলতাকে স্পর্শ করতে পারে না। বনলতা সেন মানে শুধু নাভিমূল সংসর্গ নয়, বনলতা সেন মানে শুধু অস্ফুট শৃংঙ্গার নয়, বনলতা সেন মানে শুধু ভ্রান্তিবিলাস নয়, এভাবে যারা ভাবতে পারেনা, আপনার এই কবিতাটি শুধু তাদের জন্য।



আসলেই তাই! বনলতা হয়ত তাই ভেবেছিল! বনলতা চেয়েছিল কেউ ছুঁয়ে দিক তার বক্ষোজ কমল.... কিন্তু সকলেই ছিঁড়ে নিতে চেয়েছে!

১৭| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪

বিজন রয় বলেছেন: আপনি আমার কাছে একটা বিস্ময়! অন্য একটি কবিতার ভিতর ঢুকে যেয়ে, সেই কবিতার লেখকের মানসিক অবস্থার কাছাকছি যেয়ে অনন্যসব শব্দ দিয়ে ঠিক একই উপলব্ধির কবিতা লেখা, ভাবা যায়!

আপনার পক্ষেই সম্ভব তা অনেক আগেই আপনার লেখার সাথে পরিচিত হয়ে ঠাহর করতে করেছিলাম বোধহয়!

প্রিয় পদাতিক চৌধুরি বলেছেন, ব্লগের এই পারস্পারিক মিথোস্ক্রিয়া আমাদের সম্পদ, আমাদের অহংকার।
আমিও তাই মনে করি খুব গভীর ভাবে, সেজন্য আমি সবার পোস্টে যাওয়ার চেষ্টা করি, এবং অনেক বেশি মন্তব্য করি, অন্তত যখন সময় পাই। এটা অব্যাহত থাকুক।

বক্ষোজ শব্দটি ভাল লেগেছে।
প্রণয়, ক্ষণিক, ডংকা বানানগুলো ঠিক আছে কিনা দেখে নিয়েন।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

ভ্রমরের ডানা বলেছেন:




আপনার কবিতার সিন্দুকে রত্নাদি জ্যোতি মন কেড়েছে। সেটা আসল বিস্ময়! আমি শুধু কবিতার কথা কলি ব্যবচ্ছেদ করে বনলতার প্রতি কবির যে বিশ্লেষণ তাই বের করে এনেছি! কবিতাটি আমি লেখিনি! এটা আপনার কবিতা। আমি যা লেখেছি তা বনলতার অনুভব! ইহা কাল্পনিক! ইহা কল্পনা। আমি অনুভব যা করি, তাতে প্রবল ভাবেই অনুরণিত হই! আর এমনটা হলে লেখে ফেলা আমার অভ্যাস হয়ে গেছে। কাব্যের মিথস্ক্রিয়া খুবই সীমিত! তবে যতটুকুই সেটি অন্ত্যন্ত গভীর! কবিদের অনুভব এক! বিশ্বজনীন! সে হিসেবে আমরা এক জটিল কাজ করে চলেছি মনের অজান্তে! এটা অব্যাহত থাকুক!


বানানগগুলো ঠিক করে নিলাম কবি! শুভেচ্ছা রইল!!

১৮| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৮

ভ্রমরের ডানা বলেছেন:




অনুভবে শুভেচ্ছা কবি! ভাল থাকুন নিরন্তর!!

১৯| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১০

সুমন কর বলেছেন: সুন্দর তবে কঠিন !!

এভাবেই ব্লগ জুড়ে থাকুক পারস্পরিক সম্পর্কের বন্ধনগুলো......

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:








সুন্দর অনুভবে শুভেচ্ছা সুমন দাদা! কবিতার আবহ কঠিন হলেও ভাবে রস আছে! বিরহানল আছে!



কবির সাথে কবিতার সম্পর্ক আত্নিক! আর তাই কবিদের অনুভব এক! এটাই বন্ধন, এটাই ভালবাসা! আপনার থেকে আমিও সেটাই অনুভব করি! ঈদের শুভেচ্ছা রইল দাদা!

২০| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪

খায়রুল আহসান বলেছেন: দু'জন কবির মাঝে এই যে কাব্যিক মিথষ্ক্রিয়া, এটা দেখে পাঠক মাত্রই মুগ্ধ না হয়ে পারেনা।
অভিসার দুঃস্বপ্ন, প্রণয় পরাবাস্তবতা
কামনা ব্যর্থতা, লজ্জা অযাচিত
অভিমান অনন্তশয্যা, অনুরাগ নক্ষত্রনেশা
প্রেমানন্দ ক্ষণিকের, বিচ্ছেদ মৃত্যুঞ্জয়ী
'কবি' মানে জীবনান্দ বুকে বনলতা ছোঁয়া --- এসব অসাধারণ একেকটি পর্যবেক্ষণ, মনোমুগ্ধকর!
কবিতায় ভাল লাগা + +

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১২

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতা পড়তে লেখতে ভাল লাগছে। কবিতার কথা মালায় ভেসে যেতে যেতে অনেক কিছুই জানা হচ্ছে। উম্মোচন হচ্ছে নতুন নতুন দিগন্তবৃত্ত! আর সে সাথে নিজেকে জানার মতন অনেক কিছুই বের হয়ে আসছে। হৃদয়ের অর্গলিত সুরে কান পেতে থাকি, যাই আসে লেখে ফেলি। অনুভব জলে যে কাব্যের পাতা পড়ে, জল নড়ে, তার অনুভূত সুরে লেখি! এটাই কাব্যানুভব! জীবনের চাওয়া পাওয়া, পূর্ণতা অপূর্ণতা, সকল কিছুই কবিতার মাঝে খুঁজে বেড়াই! মৌলিক সকল আধুনিক কবিতায় নিজেকে খুঁজে বেড়াতে গিয়ে কবিদের সাথে লেখার সৌভাগ্য আমার হয়েছে, এটাই প্রাপ্তি!

কবিতার ছত্রেছত্রে, মন্তব্যে মন্তব্যে আপনার বিচরণ, নিখুঁত বিশ্লেষণ! আপনার কাছে অনেক কিছুই শিখছি স্যার! আপনার কাব্যিক অনুভব, পরিপাটি বিশ্লেষণ, কাব্যের ব্যবচ্ছেদ শেষে উহার মূল্যবান মূল্যায়ন, লেখককে শুধু অনুপ্রাণিত করেনি বরং এক অদ্ভুত স্নেহপরশে মনে দোলা দিয়ে গেছে!


কবিতায় প্লাসে কৃতজ্ঞতা! আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি! ঈদের শুভেচ্ছা জানবেন স্যার!

২১| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২১

নীলপরি বলেছেন: কবিতার অনুভব বিমুগ্ধ করলো । ++

শুভকামনা কবি

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৯

ভ্রমরের ডানা বলেছেন:



পবিত্র অনুভবে রইল অনাবিল মুগ্ধতা! ভালবাসার কবির বিরহিত কাব্যে পদচারণে লেখাটি প্রোজ্জ্বল হল!




শুভেচ্ছা অফুরান, ভাল থাকুন স্নিগ্ধ রজনীগন্ধার মতন!! কাব্য সুরভিত সারাক্ষণ!!

২২| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৮

মোছাব্বিরুল হক বলেছেন: অফুরন্ত ভালোলাগা।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২০

ভ্রমরের ডানা বলেছেন:




ভালোলাগায় মুগ্ধতা! পাঠে ও সুন্দর অনুভবে শুভেচ্ছা রইল!

২৩| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৩৬

বাকপ্রবাস বলেছেন: দুটো কবিতা পাশাপাশি রেখে আবার পড়তে বসলাম
দু'টো নদী বয়ে গেছে সমান্তরাল
আর আমি তলিয়ে গেলাম স্রোতে, যেখানে
গভীর জলে নিশ্বাস নেয় যায়, দেখা যায় চোখ খুলে
সে এক অন্য জগৎ। প্রবেশ দ্বারে লেখা আছে, "নিষেধ,''।
তবুও যাদের প্রবশ পত্র আছে অবাধ আসা যাওয়া।
ঠিক যেন মোক্ষপ্রাপ্তি হতে হয় এর স্বাদ পেতে হলে
আমি কিভাবেই বা প্রবেশ করলাম সেটাই ভাবছি।
ফিরিয়ে আসার সময় ভাবছি, আবার কী আসা যাবে!!!

---
ধন্যবাদ আপনাকে, আপনার প্রতিউত্তরটা আমাকে বিচলিত করেছিল তায় আবার এবং বারবার পড়তে বাধ্য হল মন।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৮

ভ্রমরের ডানা বলেছেন:





কিছু কবিতায় অনুভব থাকে গভীরে, কিছু কবিতায় উত্তর আসে অত্যন্ত আবেগিক জলোচ্ছ্বাসে! সেখানে ঝড় উঠে, ঘুর্ণি বয়ে চলে, মাইলের পর মাইল বিধ্বস্ত উপকূলের মত পড়ে থাকে ভাঙা হৃদয় পাড়। সে পথে পথিক হেটে গেছে হোচট খাবে। যদি একজন খাঁটি মাঝিয়াল আসে তবেই সে উপদ্রুত উপকূলীয় ব্যাথা অনুভব করবে!


আপনি খাঁটি মাঝি হতে চেয়েছেন। এটাই বড় প্রাপ্তি! হয়ত কিছু কবিতায় আপনার সাথে আবার দেখা হবে! সেদিন পর্যন্ত ভাল থাকুন! শুভেচ্ছা নিরবধি! ভাল থাকুন অবারিত সিন্ধুতরঙ্গ মতন প্রাণচঞ্চল!


ঈদ মোবারক!!

২৪| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩

বর্ণা বলেছেন: ভাল লাগলো

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৩

ভ্রমরের ডানা বলেছেন:


সুন্দর অনুভবে শুভেচ্ছা! ✌✌✌✌

২৫| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন: OH ROMEO! NO MORE ROMEO !
ALL BANALATA SEN HAS DIE BEFORE THIRE DEATH !!
SO, NO MORE ROMEO IN BANGLADESH !!!

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:




ঠাকুরসাহেব, এভাবে মজা করছেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? দেশের রোমিও বানিয়ে দিলেন! আপনিও পারেন মশাই!

২৬| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল ।

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০২

ভ্রমরের ডানা বলেছেন:






অনেক অনেক শুভেচ্ছা রইল হাসু মামা! অনুভবে ধন্যবাদ!

২৭| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৪

চাঙ্কু বলেছেন: বনলতা ভালা হইচে !

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

পইড়া ভালা লাগচে জেনে খুব খুশি হইছি! শুভেচ্ছা রইল!!

২৮| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১

অক্পটে বলেছেন: কয়েকবার পড়লাম পাঠোদ্ধার হয়নি। একেকবার পড়ার পর অর্থগুলো বদলে যাচ্ছে। প্রতিবারই অন্যরকম ভাবনারা এসে জায়গা দখল করছে। এরমানে আমি যা ভেবেছিলাম তা ঠিক, কবিতা আমি ঠিক বুঝিনা।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১:১১

ভ্রমরের ডানা বলেছেন:



অকপটে,


আপনি কয়েকটি মন্তব্য পড়ুন। কবি বিজন রয়ের মন্তব্য ও আমার প্রতিউত্তর পড়ুন। কবিতা বুঝতে সহজ হবে। কবিতাটি সহজ! তবে সময় নিয়ে বুঝে পড়তে হবে! শুভেচ্ছা রইল!!

২৯| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১০

অব্যক্ত কাব্য বলেছেন: কবি বিজন রয়ের অসাধারন সৃষ্টির অনুভবে আপনার সৃষ্টিটিও অসাধারন, বিস্ময় উৎপাদক, প্রলুব্ধকারী।
"কবি" মানে জীবনানন্দের বুকে বনলতার ছোয়া

এই সম্পর্কিত আমার লেখাটিও দেখে নিতে পারেন

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি আপনার কবিতায় চমৎকার অভিব্যক্তি বর্ণনা করেছেন! আমি কবিতাটি অনুভব করেছি! এই লেখাটি পাঠে আপনার প্রতি রইল অশেষ ধন্যবাদ! কবিতায় বিচিত্রতা রইবে বলেই কবিতাকে ভালবাসি!






শুভেচ্ছা জানবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.