নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি বলছি...

অস্থির এই সময়ে কিছু স্বস্তির সুবাতাস ছড়াতে চাই, আমি ক্রমঃশ আপনারে বিলিয়ে যাই তুমি সুখী হবে বলে...

আমান

আমি একজন ফুলটাইম ড্রিমার, পার্টটাইম রিয়ালিস্ট! [email protected]

আমান › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন পঙক্তিমালা-৪

১৫ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৫

নগরের পাখিরা ইদানিং ঘনঘন ধর্মঘটে যায়
দলছুট এদিক সেদিকে এক আধটা যা-ই আসুক
ধর্মঘটীদের বিপুল তাড়া, শূন্য করে যায়
ভোরের বাগান, অলস বারান্দার গ্রিল, হলুদ-লাল
বাড়ির কার্নিশ, পাশের ছাদের বাস্পখুটি আর
ঝাপসা রূপালি ল্যাম্পপোস্টের সোলার প্যানেল...
কি নিখুঁত, কি শিল্পময় হাহাকার জুড়ে থাকে
দৃষ্টিসীমা কাছে কিংবা দূরে, এইসময় চতুর্দিকে
কেবল মহামহিম সোনালি ঈগল ডানা মেলে
যেন জানান দেয়- এইত আছে সবই ঠিক
আকাশে শান্তি, বাতাসে শান্তি তবু শান্তির জন্য
আজকাল পাখিদের মানব্বন্ধন করতে হয়, করিৎকর্মা
সুচারু, সরু ও ধারালো ঠোঁট শানানে ক্লান্ত কাক
তাই এইবেলা নেতা সেজে বসে থাকে বুকের পাঁজরের
যত্রতত্র, কেননা কোকিল-ময়না-টিয়া-বুলবুলিরা
দোয়েল-চড়ুই-টুনটুনি আর ফিঙ্গের সাথে মিলে বিপ্লব
আনবে বলে স্বপ্ন দেখায় নেতাদের নেতা কোলা ব্যাঙ
আর সুদিন আসবে বলে রেস্টুরেন্টের রুফটপ কিচেন
সচল হয়ে উঠে- কয়েকটি সংঘবদ্ধ অগ্নিচুল্লির উল্লাসে
স্বাগত জানায় নতুন দিনের, সে আগুনে পুরান থেকে
উঠে আসে কাল্পনিক দানব, ক্ষতির স্থায়ি বন্দোবস্ত
রেখে যায় প্রতিপক্ষ সাধারণের অস্থি-মজ্জায়
যার ফলশ্রুতিতে আজকাল শোনা যায়- পাখিদেরও
থাকবে নিজেদের সংবিধান আর মাতৃভাষায় বর্ণমালা, যা
গলায় দিয়ে পাখিরাও একদিন বসবে সংসদের-
সামনের সারিতে, পাখিদেরও আছে নাগরিক অধিকার-
এই বিল একদিন ঠিকই সেখানে কন্ঠভোটে পাশ
হয়ে যাবে, অগ্নিমতি হবে নির্বাসিত- পর্যবসিত হবে
সেই অনলে যত অপাংক্তেয়- অশুচি- পরিত্যাজ্ঞ-
তাই কাকেরাও আজকাল ন্যাশনাল আইডি কার্ডে রঙিন
ছবির দাবিতে কোলা ব্যাঙের সমাধিতে মৌন মিছিল নিয়ে
দাঁড়িয়ে থাকে, সোনালি ঈগল আর তাই আজকাল ভাবে না
স্বপ্ন সোনার সোপান বেয়ে তাকে যে উঠতে হবে শিখরে!

.
.

খিলগাঁও, ঢাকা, ১৬ মার্চ ২০১৭

#কবিতা

#রুহুলআমিন কর্তৃক ♥ দিয়ে লেখা
.
.
.

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০১

স্রাঞ্জি সে বলেছেন: শুভ সকাল,

কবিতায় ভাল লাগা +++

১৬ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৩৫

আমান বলেছেন: শুভ সকাল

সাথে থাকার জন্য ❤

২| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়লাম।

১৬ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৫২

আমান বলেছেন: বাহ! বেশ!

সাথে থাকার জন্য ❤

৩| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার, ভাল লাগা

১৬ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৫৩

আমান বলেছেন: ধন্যবাদ ও ❤

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.