নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

ছিঁড়লো নাটাই, কোথায় হারাই!

২২ শে মে, ২০১৮ রাত ১০:২৭



ছেঁড়া নাটাই
~~~~~~~
আজকাল-
বড্ড লুকোতে ইচ্ছে করে
কিন্তু কোথায় লুকাবো?
আলমারির পিছনে!
নাকি খাটের তলায়!
স্টোররুমের ঘুপচিতে!
অথবা মায়ের কোলে!
উহু!!! সবাই দেখে ফেলবে যে।
তাহলে কি কোন,
পুরানো বাড়ির চিলেকোঠায়!
নাহ!!! খুঁজে খুঁজে,
ঠিকই বের করবে।
তাহলে!!তাহলে কোথায়?
উত্তরে তাকাই,
তাকাই দক্ষিনেও;
পূর্ব আর পশ্চিমেও।

ধূর বোকা!!!
লুকানো আবার যায় নাকি?
মৈণাট তটে যাও,
নিজের মনে ঘুরে বেড়াও।
কিন্তু কতদিন!
কতদিন ঘুরবে?

অথবা গভীর অরন্যে!
লুকোচুরি খেলতে খেলতে বুনো হও।
আচ্ছা! বুনো থাকতে পারবেতো?

ঝর্নার স্নিগ্ধ শীতলয়ায় মিশে যাও,
ধুয়ে ফেলো সমস্ত গ্লানি।
কিন্তু কদিনের জন্য?

অথবা পাহাড়ের পাদদেশ ঘুরে
ঢুকে যাও গভীর অন্ধকারে।
একাকী অন্ধকারে পারবেতো থাকতে?
আলোয় কি বের হবেনা?
তখন-
কেউ না কেউ দেখে ফেলবেই
তাহলে লুকানোর ফায়দা কি?

আসলে-
মানুষ যতই লুকোতে চাক না কেন,
মানুষ লুকাতে পারেনা।
শুধু পারে হারিয়ে যেতে,
আর হারানোর জন্য চাই
উদ্দাম শৃঙ্খলমুক্ত সাহস...

২২.০৫.১৮ ইং
ভোর- ৫.৩০

ছবি- সংগৃহীত

মন্তব্য ৬১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৮ রাত ১০:৩০

স্ব বর্ন বলেছেন: অসাধারন!!খুব ভাল লিখেছেন।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৩৭

বৃষ্টি বিন্দু বলেছেন: আজ আমার প্রথম মন্তব্যকারী আপনি।
আপনার নামটিও চমৎকার।
ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম

২| ২২ শে মে, ২০১৮ রাত ১০:৩৩

কাইকর বলেছেন: সুন্দর কবিতা+

২২ শে মে, ২০১৮ রাত ১০:৩৮

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ কাইকর ভাই

৩| ২২ শে মে, ২০১৮ রাত ১০:৩৮

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: কবিতা ভাল লাগলো খুব।
চিরন্তন শুভকামনা থাকলো।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৪৩

বৃষ্টি বিন্দু বলেছেন: ব্লগে সবার এই নামগুলো আমাকে ভীষণ মুগ্ধ করে। এই যেমন: পথচারী শিশুদের বন্ধু।
শিশুদের সাথে বন্ধুতায় আপনাকে জানাই শুভেচ্ছা।আর আমার কবিতা ভালোলাগা দিলো তাই ধন্যবাদ।

৪| ২২ শে মে, ২০১৮ রাত ১০:৪০

সৈয়দ ইসলাম বলেছেন: আপনি ঠিক কোন হারানোর কথা বলছেন?

২২ শে মে, ২০১৮ রাত ১০:৪৫

বৃষ্টি বিন্দু বলেছেন: হারানো অনেক রকম হতে পারে। এক এক জনের কাছে এক এক রকম। যেমন একটি কবিতাই এক এক জন মানুষের কাছে এক এক অর্থ বহন করে তেমনি হারিয়ে যাওয়া বিভিন্ন রকম হতে পারে। আপনার যদি ইচ্ছে হয়, আপনার মতো করেই হারিয়ে যান

৫| ২২ শে মে, ২০১৮ রাত ১০:৫৮

আখেনাটেন বলেছেন: আসলে-
মানুষ যতই লুকোতে চাক না কেন,
মানুষ লুকাতে পারেনা।
শুধু পারে হারিয়ে যেতে,
আর হারানোর জন্য চাই
উদ্দাম শৃঙ্খলমুক্ত সাহস...
-- বাহ, বেশ দার্শনিকতাপূর্ণ কথা। ভালো লাগল।

হারিয়ে যেতে চাইলেই কি সহজে যাওয়া যায় এই মায়ার সংসারে।

২২ শে মে, ২০১৮ রাত ১১:৫০

বৃষ্টি বিন্দু বলেছেন: পারা যায় না, আবার কেউ কেউ পারেও যে...

৬| ২২ শে মে, ২০১৮ রাত ১১:০১

সৈয়দ ইসলাম বলেছেন: এমন প্রতিমন্তব্যে সত্যিকার টাশকি খেলাম।
আপনার প্রতিমন্তব্য ভাল লাগলো।
আপনার জন্য নিরন্তর শুভকামনা

২৩ শে মে, ২০১৮ ভোর ৪:০৪

বৃষ্টি বিন্দু বলেছেন: যাক টাসকি খাওয়াতে পারলাম!!!
সবই স্রষ্টার অনুদান..

৭| ২২ শে মে, ২০১৮ রাত ১১:৩৯

প্রামানিক বলেছেন: অসাধারণ, খুব ভালো লাগল।

২২ শে মে, ২০১৮ রাত ১১:৫৩

বৃষ্টি বিন্দু বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ

৮| ২২ শে মে, ২০১৮ রাত ১১:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: সুন্দর কবিতা
আচ্ছা "মৈণাট তট" কি?

২৩ শে মে, ২০১৮ রাত ১২:২৬

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ।
সুন্দর একটি স্থান।

৯| ২৩ শে মে, ২০১৮ রাত ১২:১১

ওমেরা বলেছেন: শেষের অংশটুকু বেশী ভাল লাগল ।

২৩ শে মে, ২০১৮ রাত ১২:২৮

বৃষ্টি বিন্দু বলেছেন: শেষ অংশটুকুর জন্যই প্রথমদিকে এতো কিছুর অবতারনা।
ধন্যবাদ

১০| ২৩ শে মে, ২০১৮ রাত ২:১৭

অনুতপ্ত হৃদয় বলেছেন: লুকোনোর ফায়দা কি? আসলেই কোনোই ফায়দা নেই
ভালো রেখে গেলাম, শুভ কামনা

২৩ শে মে, ২০১৮ ভোর ৪:০৬

বৃষ্টি বিন্দু বলেছেন: জি, সেটাই।।।
ধন্যবাদ ভাই...

১১| ২৩ শে মে, ২০১৮ সকাল ৭:১৩

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার কবিতার ফ্যান হয়ে যাচ্ছি আপু। অনেক সুন্দর।
ভালো থাকুন।

২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৩৭

বৃষ্টি বিন্দু বলেছেন: ভাই, ফ্যান হয়ে গেলেতো ঘুরতেই থাকবেন, থামিতে পারবেন না।
দুঃখিত দুষ্টুমির জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকুন সবসময়...

১২| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:১৬

সৈয়দ নূরুল ইসলাম বলেছেন: কবিতা সম্পর্কে আমার জ্ঞান তেমন না, তবে আপনার মত যারা এই আঙ্গিকে কবিতা লেখে তাদের কবিতা ভাল লাগে।

২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৫২

বৃষ্টি বিন্দু বলেছেন: নিরন্তর ধন্যবাদ

১৩| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৫৩

বৃষ্টি বিন্দু বলেছেন: প্রানবন্তই যেন থাকতে পারি, সে শুভকামনা আশা করছি...

১৪| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: আপনার কবিতা খুব সুন্দর হচ্ছে, মুগ্ধ হলাম।

২৩ শে মে, ২০১৮ দুপুর ২:০৬

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।

আপনার উপস্থিতি কম কথা নয়!

১৫| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৫২

কথার ফুলঝুরি! বলেছেন: আমিও হারাতে চাই, লুকোতে চাই
কিন্তু লুকোনোর কোন জায়গা যে নাই :(
কবিতা ভালো লেগেছে আপু।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:১১

বৃষ্টি বিন্দু বলেছেন: লুকোতে হলে জায়গা নয়, সাহস লাগে।
ধন্যবাদ আপু।

১৬| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার কাঠঠোকরা আপা কই???:(


আমাকে না বললে, লেখককে আর মন্তব্য করবো না!!X(

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৫২

বৃষ্টি বিন্দু বলেছেন: কাঠঠোকরা আপা মানে?
ভাই ঠিক বুঝিনি।
একটু বুঝিয়ে বলবেন, প্লিজ!!!

১৭| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৪৮

আবু তালেব শেখ বলেছেন: ভালো লাগলো

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:১২

বৃষ্টি বিন্দু বলেছেন: অসংখ্য ধন্যবাদ...

১৮| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:১৪

বৃষ্টি বিন্দু বলেছেন: ভালো লাগাই আমার প্রেরণা।
ধন্যবাদ গ্রহণ করুন।
সেই সাথে আমার ব্লগে সবসময় নিমন্ত্রণ রইলো...

১৯| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৫২

নতুন নকিব বলেছেন:



আপনিতো দারুন লিখেন। সুন্দর কবিতা।

অনেক শুভকামনা।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:১৬

বৃষ্টি বিন্দু বলেছেন: এতোটা ভালো লিখিনা।
বেশি প্রশংসায় লিখনি নষ্ট হয়ে যেতে পারে।
ভালো লাগলো, খুশিও লাগছে।
ধন্যবাদ ভাই

২০| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: প্রানবন্তই যেন থাকতে পারি, সে শুভকামনা আশা করছি...

সাথেই আছি।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:১৬

বৃষ্টি বিন্দু বলেছেন: এক গুচ্ছ ধন্যবাদ

২১| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভাল লাগলো, তবে পারবোনা লুকাতে । এ যে সাহস নেই।

শুভ কামনা রইল।

২৩ শে মে, ২০১৮ রাত ১১:৩০

বৃষ্টি বিন্দু বলেছেন: সবাই লুকালে কিভাবে হবে?!
ধন্যবাদ...

২২| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:১৯

সনেট কবি বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৩ শে মে, ২০১৮ রাত ১১:২৯

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ।
আপনি পড়েছেন তাতেই আমি খুশি।

২৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: আমি আসলে ভাই না, আপু। নামের কারণে কনফিউশন হতেই পারে, আপনার দোষ নেই।

আর মজা করে দুঃখিত বলার কিছু নেই। আই লাভ ফান!
তবে এক কাজ করি আপনার এসি হয়ে যাই। :)

ভালো থাকবেন আপু।

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৬

বৃষ্টি বিন্দু বলেছেন: তাই!!!
সহজেই বিশ্বাস করি।তাই আপনাকেও বিশ্বাস করলাম।
ধন্যবাদ আপু।
আপু বলতেই কেমন যেন লাগতেছে, সামু পাগলি দিতেন।
হা হা হা

২৪| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

শিখা রহমান বলেছেন: বৃষ্টি বিন্দু একরাশ ভালোলাগা কবিতায়। আপনার এই কবিতাটা আগেরটার চেয়েও বেশী ভালো লেগেছে।

বৃষ্টি আমার খুব প্রিয়। "বৃষ্টি বিন্দু" যে প্রিয় কবিতা বুনবে সেটাই স্বাভাবিক। :)

আপনার কবিতারা আপনার নামের মতোই স্নিগ্ধ আর মনছোঁয়া। শুভকামনা ও ভালোলাগা।

২৩ শে মে, ২০১৮ রাত ১১:৩৩

বৃষ্টি বিন্দু বলেছেন: এতো সুন্দর মন্তব্য!!!
আপনি যেমন সাবলীল আপনার লিখনিতে ঠিক তেমনি সাবলীল আর গুছানো শব্দ চয়ন।
এক ঝুড়ি বৃষ্টি বিলাস আপনার জন্য...

২৫| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪৯

উদাস মাঝি বলেছেন: ছোট ছোট শব্দে দারুণ কবিতা ।
ভাল লেগেছে আমার :)

২৩ শে মে, ২০১৮ রাত ১১:৪০

বৃষ্টি বিন্দু বলেছেন: ভিন্নধর্মী মন্তব্য!!
আমারো ভালো লাগলো।
ধন্যবাদ।

২৬| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:৩৪

নিশাচড় বলেছেন: ভালো লেগেছে।

২৩ শে মে, ২০১৮ রাত ১১:৩৫

বৃষ্টি বিন্দু বলেছেন: নিরন্তর ধন্যবাদ ভাই।

২৭| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে মে, ২০১৮ রাত ১১:৪১

বৃষ্টি বিন্দু বলেছেন: ভাই, অসংখ্য ধন্যবাদ...

২৮| ২৪ শে মে, ২০১৮ রাত ২:৫০

অজানিতা বলেছেন: মনোমুগ্ধকর!
নিজেকেই খুঁজে পেলাম আপনার কবিতায়।

অনেক ভালো থাকুন বৃষ্টি বিন্দু।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:০৩

বৃষ্টি বিন্দু বলেছেন: আর একটি অভিনব মন্তব্য!!!
ধন্যবাদ।
আপনিও অন্নেক ভালো থাকুন।।।

২৯| ২৪ শে মে, ২০১৮ ভোর ৪:০৪

খনাই বলেছেন: বৃষ্টি বিন্দু,
কবিতায় ভালোলাগাটাতো ঝম ঝম করে মুষলধারে বৃষ্টির মতো নামিয়ে দিলেন ! একটা প্রশ্নও আছে সাথে অবশ্য নাটাই কি ছিড়ে না সুতো ছিড়ে ? আমি অবশ্য কোনো ভাবেই ঘুড়ি এক্সপার্ট না। মনে হলো হঠাৎ করে । তবে আবার বলি বেলা শেষে খুব সুন্দর কবিতা ।কবিতায় ভালোলাগা।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:০৮

বৃষ্টি বিন্দু বলেছেন: দেখুন কবি তার দৃশ্যপটকে নানাভাবে সাজাতে পারে আর সেই দৃশ্যপট এক এক জনের কাছে এক এক রকম হয়ে ধরা দেয়। আমার কাছে ছেঁড়া নাটাই বলতে সুতো ছেঁড়া বিষ্যটাকেই বুঝিয়েছি।সুতো ছিঁড়ে গেলে আমার প্রধান সাব্জেক্ট যেহেতু নাটাই আমিতো তাকেই ইন্ডিকেট করবো সুতোকে না।

অনেক বেশি বলে ফেললাম।আমার দৃষ্টিভঙ্গি বোঝাতে পারলাম কিনা জানিনা।

তবে আপনার প্রশ্ন আর ভালোলাগা দুটোই অনেক প্রাণবন্ত।
ভালো থাকুন।।।

৩০| ২৫ শে মে, ২০১৮ রাত ২:৩২

মিজানুল আজম বলেছেন: কবিতাটা ভালো লাগলো :)

২৫ শে মে, ২০১৮ রাত ৩:৫২

বৃষ্টি বিন্দু বলেছেন: শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন, ভালো থাকুন অনাদিকাল।।।।

৩১| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: আজ আবার আপনার এই পোষ্টে এসে কবিতা টা পড়ে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.