নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

আঁকিবুঁকি

২৩ শে মে, ২০১৮ রাত ১১:১৯




আঁকিবুঁকি
~~~~~~
বৃষ্টির ঝাঁপটায়
চোখ বুঁজে ফেলি,
মেঘেদের হুংকারে
ভয়ে চোখ মেলি...

ফোঁটা ফোঁটা বৃষ্টিরা
মুখে এসে পড়ে,
জানালায় পর্দাটা
দুলে দুলে নড়ে...

ভেজা মনে গুনগুন
ইচ্ছের মেলা,
মেঘেদের উড়োউড়ী
লুকোচুরি খেলা...

হুটহাট বিজলীরা
নেচে নেচে যায়,
আঁকিবুঁকি গল্প
আকাশের গায়...

আহা কি আনন্দ!!!
ভেজা বৃষ্টি,
পলকেই শান্তি
কার সৃষ্টি!?!



বি:দ্র: আজ সকালের ঘন বর্ষন একটি আঁকিবুঁকি গল্প শুনিয়েছিলো মনে মনে। তাই সবার জন্য বৃষ্টি বিলাসের একটি ছন্দোবদ্ধ কবিতা নিয়ে এলাম...

ছবি:সংগৃহীত

মন্তব্য ৫৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:২২

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

২৩ শে মে, ২০১৮ রাত ১১:২৫

বৃষ্টি বিন্দু বলেছেন: অফুরান ধন্যবাদ...

২| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:২২

খায়রুল আহসান বলেছেন: সুন্দর হয়েছে। ছবিটাও সুন্দর।

২৩ শে মে, ২০১৮ রাত ১১:২৬

বৃষ্টি বিন্দু বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যই অনুপ্রেরণা যোগায়...

৩| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:২৬

সৈয়দ ইসলাম বলেছেন: আপনার বিশেষ দ্রষ্টব্য বেশি ভাল লাগলো কারণ বিশেষ দ্রষ্টব্য থেকেই কবিতার আগমন।
কবিতা খুব বেশি ভাল লাগলো।

২৩ শে মে, ২০১৮ রাত ১১:৩৮

বৃষ্টি বিন্দু বলেছেন: একরাশ ধন্যবাদ...

৪| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:১৫

কাইকর বলেছেন: আপনার কবিতা এখন অব্দি যে কয়টা পড়েছি সবকটি ভাল লেগেছে।আপনার হাতে জাদু আছে

২৪ শে মে, ২০১৮ রাত ৩:৪৮

বৃষ্টি বিন্দু বলেছেন: হা হা হা, জাদু! যদি থাকেই তা মহান সৃষ্টিকর্তার দান।
অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর প্রশংসার জন্য।।।

৫| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:৫৫

স্ব বর্ন বলেছেন: বৃষ্টি বিন্দুর বৃষ্টি নিয়ে এরকম ছন্দ সত্যি অনেক ভাল লাগার মত কিছু।অনেক ভালো লিখেন আপনি পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম প্রিয় বৃষ্টি বিন্দু।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:২৭

বৃষ্টি বিন্দু বলেছেন: এতো সুন্দর প্রশংসা কোথায় রাখি?
বৃষ্টির বিন্দুতে রাখি।
ধন্যবাদ আপু।।।

৬| ২৪ শে মে, ২০১৮ রাত ১:২৫

ওমেরা বলেছেন: ছন্দে ছন্দে কবিতা ভাল লাগল।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৩৬

বৃষ্টি বিন্দু বলেছেন: আন্তরিক ধন্যবাদ...

৭| ২৪ শে মে, ২০১৮ রাত ১:৩১

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: ভাল লাগলো +++

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৩৭

বৃষ্টি বিন্দু বলেছেন: ৩টা +!!!
ধন্যবাদ, ও শুভ কামনা।।।

৮| ২৪ শে মে, ২০১৮ সকাল ৭:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: আঁকিবুঁকি নামটি সার্থক বৃষ্টি আপু। মনে হচ্ছে, চোখের সামনে বৃষ্টি দেখতে দেখতে আলগোছে কেউ নোটখাতায় পেন্সিলে আঁকিবুঁকি করছে, তার মনের অজান্তেই সৃষ্টি হয়ে যাচ্ছে একটি কবিতা!

ভালো লাগা রইল।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৩৮

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার কল্পনাশক্তি আসলেই প্রখর।ঠিক ধরে ফেলেছেন।
অনেকগুলা ধন্যবাদ...

৯| ২৪ শে মে, ২০১৮ সকাল ৯:১৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর হয়েছে +

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৩৯

বৃষ্টি বিন্দু বলেছেন: তাই, আমিতো ভয়েই ছিলাম!!
ধন্যবাদ ভাই

১০| ২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৪১

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে সত্যিই অনেক ভালো লাগলো।
ধন্যবাদ ভাই।

১১| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:১৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল হয়েছে।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৪২

বৃষ্টি বিন্দু বলেছেন: কবিতা নিয়ে ভয়ে ছিলাম। ভালো হয়েছে জেনে খুশি হলাম।।।

১২| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ সুন্দর লাগলো।

শুভ কামনা রইল।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৭

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার জন্যও রইলো অসংখ্য শুভকামনা।।।

১৩| ২৪ শে মে, ২০১৮ সকাল ১১:১৫

সুমন কর বলেছেন: সুন্দর। প্রথম বানানটি কি ইচ্ছে করে লিখেছেন?

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৫

বৃষ্টি বিন্দু বলেছেন: মিস্টেক ভাই মিস্টেক!
কিন্তু এখন সংশোধন করার পরও দেখছি আলোচিত পাতায় সেই আগের মতই রয়ে গেছে।

১৪| ২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! বৃষ্টি কে নিয়ে বৃষ্টি বিন্দুর চমৎকার লেখা। কথার ফুলঝুরির মত বৃষ্টি বিন্দু ও বুঝি বৃষ্টি ভালোবাসে :D

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৭

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার মন্তব্য ব্যতিক্রম হয়ে গেল প্রিয়!
আপনিও দেখছি বৃষ্টিকে ভালবাসেন।
লেখে ফেলেন বৃষ্টিকে নিয়ে এক কবিতা।

১৫| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:০২

নিশাচড় বলেছেন: সুন্দর। ভালো লেগেছে। পরবর্তি কবিতার জন্য অপেক্ষা।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৫০

বৃষ্টি বিন্দু বলেছেন: সময় সুযোগ অনুকূলে থাকলে অবশ্যই পাবেন পরবর্তি লিখনি,,,
অপেক্ষায় থাকবেন ভেবেই কবিতার বর্ণরা ভয় পেয়েছে। হা হা হা।
ধন্যবাদ অনেকগুলো।।।

১৬| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালই লাগছিল ছড়া....

শেষটায় ছন্দ পতন! . . . ৮-৬ মাত্রায় ৪ অন্তরার পর হঠাৎ ৭-৫ এ তাল হারালাম!


২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৩

বৃষ্টি বিন্দু বলেছেন: বিদ্রোহী আমি ছড়াকার নাই। তাল মাত্রা খুব কমই বুঝি।
তবে শিখতে আগ্রহী। ধন্যবাদ...

১৭| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো ++

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৪

বৃষ্টি বিন্দু বলেছেন: ভালো লেগেছে তাই দুটো +...
খুশি হলাম।
শুভকামনা জানবেন।।।

১৮| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৪

শিমুল_মাহমুদ বলেছেন: চমৎকার ছন্দময় বৃষ্টি।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৬

বৃষ্টি বিন্দু বলেছেন: ছন্দাকার নই।তাল লয় মাত্রা বলতে গেলে বুঝিইনা। কিছুটা চেষ্টা করি শুধু। দোয়া করবেন যেন ছন্দটা ধরে ফেলতে পারি।

১৯| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছন্দময় কবিতা আমার ভাললাগে।

+++

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৮

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার এবং আরো অনেকের ভালো লাগার জন্য অবশ্যই ছন্দের শিক্ষাটা গ্রহণ করা উচিত আমার। তবে চেষ্টা করব ছন্দময় কিছু উপহার দিতে...

২০| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৫

কথার ফুলঝুরি! বলেছেন: "লেখে ফেলেন বৃষ্টিকে নিয়ে এক কবিতা" সামনে আবার যেদিন বৃষ্টি হবে সেদিন ছড়া না লিখে কবিতা লিখব শুধু বৃষ্টি কে নিয়ে :P

২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:০০

বৃষ্টি বিন্দু বলেছেন: ফুলঝুরি আপু আমি এখন অপেক্ষায় আছি সেদিনের যেদিন, বৃষ্টি আর ফুলঝুরি আপু মেতে উঠবে বৃষ্টির গন্ধে...

২১| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:১০

কথার ফুলঝুরি! বলেছেন: "ফুলঝুরি আপু আমি এখন অপেক্ষায় আছি সেদিনের যেদিন, বৃষ্টি আর ফুলঝুরি আপু মেতে উঠবে বৃষ্টির গন্ধে" বাহ! কি সুন্দর চমৎকার কথা বললেন আপু। এখন তো তাহলে লিখতেই হয় একটা কিছু আপনার জন্য :P

২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯

বৃষ্টি বিন্দু বলেছেন: অবশ্যই,ফুলঝুরি আপুউউউ।।।
আমি অপেক্ষায় থাকবো।
আর না পেলে কষ্ট পাব হুউউউ...

২২| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:১১

সনেট কবি বলেছেন: দারুন ছন্দ।

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ কবি...

২৩| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার ছন্দবদ্ধতা !!!
ভালোলাগা রাখলাম :)

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

বৃষ্টি বিন্দু বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু 8-|

২৪| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

অর্ক বলেছেন: ভাইরে/ বোনরে ফাটিয়ে দিয়েছেন রে...

২৪ শে মে, ২০১৮ রাত ৮:৫০

বৃষ্টি বিন্দু বলেছেন: বোনই বলুন।
ভাই ফাটিয়ে দিলেতো সমস্যা।
ব্যাথা পাবেন।ব্যান্ডেজ হবে, কতকিছু!!!
8-|
যাইহোক এক ঝুড়ি ধন্যবাদ!!!

২৫| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৫৩

রসায়ন বলেছেন: আমার বৃষ্টির নাম শুনলেই ভয় লাগে , জলাবদ্ধতা ! :(
কোবতে ফাইন হয়েছে । পেলাস :||

২৫ শে মে, ২০১৮ রাত ১:৫৪

বৃষ্টি বিন্দু বলেছেন: হা হা হা।
জলাবদ্ধতা সেতো আমাদের দেশের সাথে সংশ্লিষ্ট তাই সেই বিষয়ে কথা না বলাই ভালো। তবে জলাবদ্ধতা কষ্ট দেয় প্রচন্ড এটা ১০০% সঠিক। কিন্তু বলুনতো কখনোই কি বৃষ্টি ভালো লাগেনি? বৃষ্টিতে খিচুড়ি আর ইলিশ ভাজা খেতে ভালো লাগেনি?
অথবা অন্য রকম কোন অনুভূতি কাজ করেনি অনান্য দিনের চেয়ে।একবার শুধু বৃষ্টির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন।দেখুনতো কেমন লাগে! জানাবেন।

২৬| ২৬ শে মে, ২০১৮ সকাল ১০:৫০

আকতার আর হোসাইন বলেছেন: ওহ, আমি তো মিস করে ফেললাম। আবার বৃষ্টি এলে এই ছড়াটুকুর সাথে হারিয়ে যাবো কল্পনার মোহজালে....

২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:২৭

বৃষ্টি বিন্দু বলেছেন: দেখুন হারাতে পারেন কিনা!!!
বেশি হারিয়ে যাবেন না পরে খালাম্মা, ভাবি খুঁজে খুঁজে হয়রান হবেন।। :)

২৭| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে সত্যিই অনেক ভালো লাগলো।
ধন্যবাদ ভাই।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.