নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

"অস্বচ্ছ রীতি"

২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩১


এক একটা তিমির রাত্রি আসে-
ঝড়ের পূর্বাভাষে,
সেখানে স্বার্থ আর ভয় আহাজারি করে-
ভবিষ্যৎ ত্রাসে।
যেখানে আবেগ আর বিবেকের-
সমন্বয় ঘটাতে পারে অদ্ভুত স্পন্দন,
সেখানেই উৎপত্তি একগুঁয়ে মানসিকতা
আর অহেতুক হৃদয় ক্ষরণ।
অভিভাবকত্ব যেখানে ভীরুতার আশ্রয়ে
শান্তি কামনা করে,
অনিশ্চিত ভরসাস্থল গ্লানিময় সাজে
সেখানেই খড়কুটো ধরে।
তিক্ত কথার বাণে এফোঁড় ওফোঁড় হয়
নাজুক সহৃদয়তা,
বোঝাতে অক্ষম মানষিকতার ভাঁজ আর
অভিব্যক্তির স্বরূপতা।
এভাবেই চলছে ভীরুতা আর অস্বচ্ছতার
উৎকট ধ্যান ধারনাময় রীতি,
আদৌ ঘুচবে কি অথবা মুছবে কি
আজন্ম লালিত এই নীতি???


ছবি: গুগল

মন্তব্য ৩৯ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

কাইকর বলেছেন: প্রথম মন্তব্য টা করলাম।সুন্দর কবিতা।

২৩ শে জুন, ২০১৮ রাত ৮:২২

বৃষ্টি বিন্দু বলেছেন: ভাই,
আপনি ফার্স্ট হয়ে গেলেন!!!
অনেক অনেক ধন্যবাদ কাইকর ভাই।।। :)

২| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! শব্দচয়ন বেশ লাগলো। ভাবনাটাও সুন্দর। নাজুকটি ঠিক বুঝলামনা।

শুভ কামনা রইল।

২৩ শে জুন, ২০১৮ রাত ৮:২৯

বৃষ্টি বিন্দু বলেছেন: নাজুক বলতে করুণ/ বেহাল/ দুর্দশা ইত্যাদিকে বুঝানো হয়েছে। হয়তো হৃদয় এমনিতেই ঝড়ে লাঞ্ছিত, সেই মহূর্তে তিক্ত কথা বা অবস্থা হৃদয়টাকে আরো দুর্দশাগ্রস্ত করে দেয়, এটাই বুঝাতে চেয়েছি।
আপনি নিয়মিত আমার লিখার পড়েন, খুব ভালো লাগে পদাতিক ভাই :)

৩| ২৩ শে জুন, ২০১৮ রাত ৮:১৫

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

২৩ শে জুন, ২০১৮ রাত ৮:৩৬

বৃষ্টি বিন্দু বলেছেন: :) :) :)
"প্রিয় কবিকে ধন্যবাদ
ভালোলাগারা সবই নিখাদ"

৪| ২৩ শে জুন, ২০১৮ রাত ৮:২৯

সৈয়দ ইসলাম বলেছেন: কবিতার প্রকাশভঙ্গী অসাধারণ হয়েছে; অসাধারণ কবিদের থেকে এ প্রাপ্তিই কাম্য।

আমাদের সমাজ ব্যবস্থার দিকে দৃষ্টি দিলে আমরা কোন কিছুই দেখতে পাই না ককিন্তু যখন এই সমাজ ব্যবস্থার ডিপে গিয়ে কিছু দেখতে যাই তখন আঁতকে উঠি। যারা প্রতিনিয়ত এই অন্ধকারের আগুনে জ্বলছে তারা আসলেই চরম ধৈর্যশীল।

কবিতায় ভাল লাগা অসংখ্য প্লাস+++

২৩ শে জুন, ২০১৮ রাত ১০:১৩

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক গভীরে গিয়েছেন,এবং ধরতে পেরেছেন। একজন ভালো সমালোচক না হলে এতো গভীরে যেতে পারতেন না।
অসংখ্য ধন্যবাদ... :)

৫| ২৩ শে জুন, ২০১৮ রাত ৯:১১

পদাতিক চৌধুরি বলেছেন: ও.কে. প্রিয় কবি ভাই, নাজুকের উত্তর পেয়ে খুশি। আপনার সঙ্গে নিরন্তর আছি, থাকবো।

শুভ কামনা প্রিয় কবিকে।

২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৩৪

বৃষ্টি বিন্দু বলেছেন: আমিও খুশি হলাম বুঝাতে পেরে।
বোনের সাথে অবশ্যই থাকতে হবে।
আপনাকেও নিরন্তর শুভ কামনা...

৬| ২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: সরি, একটা বিষয় পরিষ্কার হল। আসলে ব্লগে এমন কিছু নিক আছে যে জেন্ডার বুঝতে একটু অসুবিধা হয়। যেমন আজ আপনার ক্ষেত্রে বিষয়টি পরিষ্কার হল। ধন্যবাদ আপু আপমাকে ( অন্তত ব্লগে সিনিয়র ) ।

শুভ কামনা নিরন্তর।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৬

বৃষ্টি বিন্দু বলেছেন: বৃষ্টি বিন্দু নামটা ছেলে মনে হচ্ছিলো?
বলেন কি!!!
যাইহোক ভ্রান্তি ভাঙলো এইতো অনেক। :)

৭| ২৩ শে জুন, ২০১৮ রাত ১১:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ।।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৪

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহরিয়ার ভাই :)

৮| ২৪ শে জুন, ২০১৮ রাত ৩:৪৫

কল্পদ্রুম বলেছেন: ভালো লিখেছেন।শুভকামনা।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৬

বৃষ্টি বিন্দু বলেছেন: কল্পদ্রুম এর অর্থটা কি জানতে পারি?
আমার শব্দভাণ্ডার কম, তাই জানতে চাইলাম।
ধন্যবাদ :)

৯| ২৪ শে জুন, ২০১৮ ভোর ৫:০৮

সৈয়দ নূরুল ইসলাম বলেছেন: কবিতায় প্লাস দিলাম
প্লাস++++

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৭

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার প্লাস পেয়ে আমিও প্লাস প্লাস প্লাস ধন্যবাদ দিলাম :)

১০| ২৪ শে জুন, ২০১৮ ভোর ৫:৩৮

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: কবিতা তো ভালই লেখছেন।

শুভকামনা থাকলো।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৯

বৃষ্টি বিন্দু বলেছেন: চেষ্টা করছি। কতটুকু কি হচ্ছে তা আপনারাই ভালো বুঝবেন। দোয়া করবেন...
ধন্যবাদ :)

১১| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩০

বৃষ্টি বিন্দু বলেছেন: রাজীব ভাই আমার জন্য নতুন মন্তব্য সিলেক্ট করেছেন, বেশ ভালো লাগছে। ধন্যবাদ ভাই :)

১২| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৪

সিগন্যাস বলেছেন: আগে পড়েছি মনে হলো

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৭

বৃষ্টি বিন্দু বলেছেন: ভাই, আমি কাউকে অনুকরণ করিনা এবং এই কবিতাটি রিপোস্টও করিনি,সুতরাং দেখার কোন চান্স নেই।তবে মানুষতো তাই কোন না কোনভাবে একজন আর একজনের সাথে মনের মিল খুঁজে পাওয়া যায়। আমার মতোই কেউ হয়তো ভেবেছিলো আর লিখেছিলো তাই এরকমটা মনে হচ্ছে আপনার। :)

১৩| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১১:০০

কথার ফুলঝুরি! বলেছেন: অন্য সব গুলোর মত এটা ও চমৎকার !:#P

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৯

বৃষ্টি বিন্দু বলেছেন: ফুলঝুরি আপুটার কাছে সবগুলোই কেন ভালো লাগে?
একটু সমালোচনা করুন না আপু???

যদিও প্রশংসা শুনতে ভালোই লাগে।।।
:) :) :)

১৪| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩০

নতুন নকিব বলেছেন:



সুন্দর। ধন্যবাদ।

২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নকিব ভাই :)

১৫| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব ভাই আমার জন্য নতুন মন্তব্য সিলেক্ট করেছেন, বেশ ভালো লাগছে। ধন্যবাদ ভাই


আপনার পোষ্ট পড়ি, মন্তব্য করি মন থেকে।

২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২১

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনি যে আমার সব পোস্ট পড়েন সেটা আমি অবশ্যই খেয়াল করেছি রাজীব ভাই। বরং আমি ব্লগে সময় দিতে পারিনা। সবার সব লিখা পড়তে পারিনা।খুব মিস করি।
ভাই এর সাথে বোন একটু মজা করেছে। কিছু মনে করবেন না দয়া করে।।।

আপনার নিয়মিত লিখা অব্যাহত থাকুক সেই শুভকামনা রইলো... :)

১৬| ২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

কথার ফুলঝুরি! বলেছেন: @লেখক বলেছেন "ফুলঝুরি আপুটার কাছে সবগুলোই কেন ভালো লাগে?
একটু সমালোচনা করুন না আপু???" হাহা! আপু আপনার কবিতা গুলোই তো এমন :P আসলেই ভালো লাগে খুব !:#P তবে আমি সমালোচনা কম করি কিন্তু বানান ভুল চোখে পড়ে শুধু, তবে আপনার টা এখন ও পড়েনি :P

২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

বৃষ্টি বিন্দু বলেছেন: ইয়া আল্লাহ বলে কি ভুল করলাম নাকি?
এখনতো ফুলঝুরি আপু ফুল স্পীডে বানান দেখবে!!!

হা হা হা।।
সমস্যা নেই আপু। ভুল বের করুন, তাহলে সংশোধন হওয়া যাবে। অপেক্ষায় থাকবো।
তবে ঝুরি আপুটা আসলেই প্রস্ফুটিত ফুলের মতো কথা বলে... :)

১৭| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৯

ভ্রমরের ডানা বলেছেন: বাহ!

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ :)

১৮| ২৮ শে জুন, ২০১৮ রাত ১:৫৬

কল্পদ্রুম বলেছেন: ইন্দ্রলোকের সর্বকামনা পূরণকারী দেবতরু বা একজন উদার ব্যক্তি যিনি সহজেই অন্যের ইচ্ছা পূরণ করেন।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

বৃষ্টি বিন্দু বলেছেন: কল্পদ্রুম এর অর্থ এটা?
বাহ!!!
সুন্দরতো!!!

১৯| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:৫৭

অর্থনীতিবিদ বলেছেন: আজন্ম লালিত নীতির পরিবর্তন সহজ কাজ নয়। তবে আমরা সবাই চেষ্টা করি, করবো উৎকট ধ্যান ধারনার রীতিগুলো পরিবর্তনের। কবিতায় সচেতনতার আহবান। বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য এই আহবানে আমাদের সাড়া দিতেই হবে। কবিতা ভালো লেগেছে। মানুষকে জাগরিত করতে এরূপ কবিতারই প্রয়োজন এখন।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১০

বৃষ্টি বিন্দু বলেছেন: পরিবর্তন সহজ নয় ভেবেই আগাতে হবে। সহজ হলে পরিবর্তন শব্দটাইতো আসতো না...

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুচিন্তিত মন্তব্যের জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.