নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার জনমদাসীকে প্রায়ই মনে পড়ে, ভালো থাকুক জনমদাসী

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৫



ব্লগার জনমদাসী কবি জীবনান্দ দাসের একটি করিতার কয়েক লাইন তুলে দিয়ে, সেই লাইনগুলোর উপর একটা কুইজ দিয়েছিলেন; সেই লাইনগুলোর মাঝে হয়তো উনার জীবনের অনেক সুখ, কিংবা ব্যথা লুকায়িত ছিলো। সেই কুইজের ১ম পুরস্কার ছিলো, হজে যাবার সব খরচ উনি দেবেন, সাথে হাত-খরচ হিসেবে ২ লাখ টাকা দেবেন। আমি ব্লগের কুইজে কখনো অংশ নিই না; উনার পোষ্টে কমেন্ট করলাম যে, উনি মিথ্যা আশ্বাস দিচ্ছেন, যিনি জিতবেন, তার মন খারাপ হবে, উনি কোন পুরস্কার দেবেন না।

ব্লগে, আমার কিছু সহব্লগার ছিলেন, যাঁরা আমাকে অনেক সময় সাপোর্ট করতেন; তাঁরা কয়েকজনও কমেন্ট করলেন যে, জনমদাসী পুরস্কার দেবেন না। জনমদাসী অনেক ক্ষেপে গেলেন আমার ও সহব্লগারদের উপর। উনি ক্ষেপুক এটা আমি চাইনি: যাক, সেই সাময়িক ব্যাপারগুলো উনি ভুলেন গেছেন সাথে সাথে! উনার প্রোপিকটা এত সুন্দর ছিল যে, আমি উনার প্রোপিক দেখার জন্য উনার পোষ্ট পড়তাম; উনার পোষ্টে আজগুবি আজগুবি বিষয় নিয়ে আবেগী লেখা থাকতো; আর কমেন্টকারীদের উনি প্রেমিকের মতো ভালোবাসতেন; আমি ঘুরেফিরে একই পোষ্টে ২/৩টি কমেন্ট করতাম।

জনমদাসী মনে হয়, সব ব্লগারকে ভালোবাসতেন, আর কবি জীবনান্দ দাসকে ভালোবাসতেন। তিনি যখন ব্লগে উপস্হিত থাকতেন, ব্লগারেরা অনুভব করতেন যে, উনি পাশেই আছেন। তিনি ব্লগারদের ভালোবাসতেন, এতই ভালোবাসতেন যে, উনার আবোল তাবোল কথাও ভালো লাগতো, ব্লগকে সফটওয়ার মনে হতো হ্তো না, আমার কাছে ব্লগকে এক সুন্দরী রমনীর মতো মনে হতো, ব্লগ জীবিত হয়ে উঠতো!

উনার পতন ঘটালেন কয়েকজন ব্লগার; সেই ব্লগারগুলো অবশ্যই লিলিপুটিয়ান ছিলেন, উনাদের নিজস্ব কোন গুণ ছিলো না; উনারা জনমদাসীর জীবন্ত আবেগকে ধারণ করার মতো শক্তিশালী ছিলেন না; সামান্য নুড়ি পাথর যেমন হাতির পথচলা বন্ধ করে দেয়, বে-গুণী ২/৪ জন অখ্যাত ব্লগার উনাকে থামিয়ে দেন।

উনার প্রোপিকটা আমার কাছে নেই; কারো কাছে থাকলে দেবেন। উনার চলে যাওয়া প্রায় সকল ব্লগারদের জন্য বেদনাদায়ক ছিলো; আমার মনে হয়েছিল, উনি ব্লগে আসতেন একদন্ড প্রশান্তির খোঁজে, ঠিক জীবনান্দ দাসের মতো।

**** কয়েকজন ব্লগারের উপদেশ অনুসারে, পোষ্টির শিরোনামে এডিট করা হয়েছে। উপরের ছবিটা ব্লগার জনমদাসীর প্রোপিক নয়।

মন্তব্য ১৩৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৩৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

হাঙ্গামা বলেছেন: শেখ সাহেব ফিরুক আর না ফিরুক, জনমদাসী আবার ফিরুক।

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


জনমদাসীও হয়তো ফিরবে না, তবুও তাকে মনে পড়ছে।

২| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

শাহিন বিন রফিক বলেছেন: শিরোনাম নামটা আমার একদম পছন্দ হয়নি, আপনার কাছে শেখ সাহেব তেমন কিছু না, কারণ আপনি মুক্তিযোদ্ধা। তবুও কোটি মানুষ তাকে ভালবাসে। শিরোনাম শুধু এই লেখার পাঠক সংখ্যা বাড়াবে তবে শেখ সাহেবকে মানে বঙ্গবন্ধুকে ছোট করে।

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব, শেখ সাহেব শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি; উনাকে ভালোবাসার লোকের অভাব নেই।



১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব কখনো ছোট হবেন না; উনি নিজের যায়গায় থাকবেন সব সময়।

৩| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

তারেক ফাহিম বলেছেন: জনমদাসী ব্লগার পুনরায় ফিরে আসুক।

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


সে ফিরে আসলে ব্লগে প্রাণ ফিরে আসতো; তার মাঝে প্রান ছিলো; জীবনে আবেগের দরকার আছে।

৪| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

ঢাবিয়ান বলেছেন: আপনার শিরোনাম যথার্থ হয়েছে। নিকট অতীতের মানুশকে মনে রাখাই স্বাভাবিকতা। আমরা কজন মানুষ নিজেদের পিতা মাতার জন্মদিনের তারিখ জানি?

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:



জাতির অবস্হা এভাবে চললে, আপনি নিজের জন্ম তারিখও ভুলে যাবেন

৫| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিজেকে আর কত নীচে নামাবেন।
আপনার অসুস্থ মানসিকতার বহিপ্রকাশ
ঘটালেন শিরোণামে।। হাজার বছরের শ্রেষ্ঠ
বাঙ্গালীর সাথে কোথাকার কোন জনমদাসী
এক করে ফেললেন? ধৃষ্ঠতারা লিমিটেশন
থাকা উচিৎ। আপনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনায়
আপনার অপরাধের মার্জনা হউক এই প্রত্যাশা করি।

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



প্লীজ, আপনি শেখ সাহেবর উপর লিখবেন না; আপনার লেখার গুণে উনি হয়তো ফজলুল কাদের চৌধুরী হয়ে যাবেন; প্লীজ উনাকে নিয়ে লিখবেন না।

দেখেন আজকের দিনে কে মরলো, উনাকে নিয়ে লেখেন।

৬| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুধু একজন কেন আমি আরো ৮-১০ জনের নাম বলতে পারব যারা আপনার মত বা তার চাইতেও ভাল লিখত। কিন্তু এখন সেগুলো অতীত। এর দায় কি শুধু কিছু নাদান ব্লগারের? সামুর দায় নেই? সহ ব্লগারদের দায় নেই??

(আজকের দিনেও সামুর ব্যানারে শেখ সাহেব নাই! আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।)

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


আমি অন্যদের লেখার সাথে নিজের সামান্য মতামত যোগ করি মাত্র; আমার পোষ্টগুলো সঠিক ব্লগিং'এর মাঝে না পড়ার সম্ভাবনাই বেশী।

আগে অনেকেই অনেক ভালো লিখতেন; এখনো অনেকই ভালো লিখছেন; তবে, ব্লগিং'এর প্যাটার্ণ বদলাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে।

৭| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

খায়রুল আহসান বলেছেন: একজন সহ ব্লগারের প্রতি আপনার এই সহমর্মিতাটুকু এ্যাপ্রিশিয়েট করছি, কিন্তু শিরোনামটা আমার মোটেই ভাল লাগেনি। শেখ সাহেব এর সাথে তুলনাটা না করলেও পারতেন।

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


আসলেই তাই; শিরোনামটা বদলায়ে দিচ্ছি, ধন্যবাদ;

শেখ সাহেব আবেগ দিয়ে উন্মাদনার সৃষ্টি করেছিলেন বাংলায়; জনমদাসী করেছিলেন ব্লগে। শেখ সাহেবকে সরায়ে দিয়েছে সামান্য কিছু সাপ, জনমদাসীকে থামিয়ে দিয়েছিল ২/৩ জন লিলিপুটিয়ান

৮| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

জগতারন বলেছেন:
গাজী সাহেব প্রসংগ ক্রমে শেখ সাহেব'কে কেন আনলেন? মনে হয়ে একটি তুলনা দেয়ার জন্য।
যাইহোক, নূরু মিয়ার কথাটি মনে রাখবেন।

তবে ব্লগার জনম দাসী'র কথা খুব মনে পরে।
সত্যি উনি যখন ব্লগে আসতেন,
উনার পোষ্ট পড়ে,
উনার মন্তব্য পড়ে
আমার মনে হতো
- আমার হাইস্কুল জীবনের হারানো গোপন প্রেমিকার মত।
উনার আবেগময়ী মন্তব্যগুলো পড়লে মনের মধ্যে একটা হাহাকার করে উঠতো।
উনি যেখানে থাকুন মঙ্গলময় বিধাতা উনার সহায় থাকুন প্রার্থনা রইলো।

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


আপনিও আছেন দলে?

জনমদাসী ছিলেন যুগের শ্রেষ্ট আবেগী মহিলা, কবিতার চরিত্র নন, জীবন্ত একজন ব্লগার।

৯| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শিরোনাম পরিবর্তনের জন্য ধন্যবাদ।

আছেন তো পুরাতনদের নিয়ে। নতুন জনমদাসী তৈরীর ব্যাপারে কী করছে সামু?


আজকে সামুর ব্যানার কি পরিবর্তন করা যায়?
(আজকের দিনেও সামুর ব্যানারে শেখ সাহেব নাই! আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।)

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


সামু একটা ছোটখাট/মাঝারি অর্গেনাইজেশন; উনাদের ক্ষমতাও বুঝতে হবে। আমি উনাদের সম্পর্কে তেমন কিছু জানি না; পড়ছি, লিখছি, এতেই খুশী

১০| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




৭ নম্বরে করা "খায়রুল আহসান" সাহেবের মতোই আমিও বলি , ব্লগ ও ব্লগারদের নিয়ে আপনার আবেগ, সহমর্মিতাটুকুকে
প্রশংসা করতেই হয় ।
সব কিছুকে আপনার অকপট ভাবে মেনে নেয়াটাকেও সাধুবাদ জানাই ।

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, কিছু কিছু ব্লগার সময় সময় সবাইকে অনুপ্রাণিত করেন; ব্লগার জনমদাসীও তাঁদের একজন; উনার চলে যাওয়াটা মনে হলে উনার জন্য খারাপ লাগে

১১| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

শাহিন বিন রফিক বলেছেন: ধন্যবাদ শিরোনাম পরিবর্তন করায়।

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:



আমি মানুষকে অনুসরণ করি সব সময়।

১২| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মন্তব্যের জবাব দিতে রুচিতে বাধে !
জাতির জনককে হেয় করার অপরাধে আপনার
বিরুদ্ধে আইসিটি এক্টে মামলা হওয়া উচিৎ।

অফটপিকঃ আমি কাকে নিয়ে লিখবো তার ফিরিস্তি
আপনাকে দিবো বলে কি আপনার মনে হয়।

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:



যাক, এই যাত্রা ক্ষমা করেন, মামলা টামলা করবেন না; একা বেগম জিয়ার মামলা নিয়ে পুরো জাতি সমস্যায় আছে, হাকিমরা কাঁপছে; তাঁদেরকে শান্তিতে থাকতে দেন।

১৩| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

জাহিদ হাসান মিঠু বলেছেন:

"জনমদাসী" মানুষটার কিছু লেখা পড়ার সোভাগ্য আমার হয়েছে, ওনার লেখায় একটা কষ্টের চাপ থাকতো সবসময়। আমিও ওনাকে খুব মিস করি।

মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

১৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসা আসলে এরকমই, উনার কিসব আজগুবি লেখা পড়ে আমরা সবাই খুশী থাকতাম।

১৪| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার আবেগ দেখে আমিও মিস করা শুরু করছি। যদিও জনমদাসীকে চিনি না।

১৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


উনার কথা মনে পড়ে! মনে হয়, পারিবারিক জীবনে উনার বড় ধরণের সমস্যা হয়েছিল; ব্লগে এসে উনি সামান্য প্রশান্তি খুঁজতেন।

১৫| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:০০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তার ব্লগ কি আছে এখনো? নাকি গায়েব?

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


না, নেই; মনে হয়, ড্রাফট করেছিলেন।

১৬| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৫

আল ইফরান বলেছেন: ব্লগার জনমদাসীকে খুব সম্ভবত আমি পাই নাই অথবা পেলেও খুব বেশী ইন্টার‍্যাকশন হয় নাই। তবে তাকে কেন্দ্র করে আপনার অনুভুতি কিছুটা স্পর্শ করে গেলো। তার ব্লগিং নিকের মধ্যেই কেমন একটা বিষন্বতার ছায়া, যেখানেই থাকুন উনি আল্লাহ উনার জীবন সুখে রাখুক।

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:



উনি ব্লগারদের ভালোবেসেছিলেন; আমরা উনাকে ও উনার উপস্হিতিকে পছন্দ করতাম।

১৭| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুরুতে শিরোনাম কী ছিল বুঝতে পারছি না। আপত্তিকর কিছু ছিল মনে হয়। কয়েকজন ব্লগারের মন্তব্য দেখে অন্তত তাই মনে হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হয়ে বঙ্গবন্ধুকে হেয় করে কীভাবে ব্লগ লেখেন, বুঝতে পারি না। আগের একটা পোস্টে মন্তব্য করেছিলেন, শেখ সাহেবের কোন নির্দিষ্ট স্বপ্ন ছিল না। এগুলো কী? শেখ সাহেব, তাজউদ্দীনের কাছে আপনাদের (মুক্তিযোদ্ধাদের) অনেক প্রত্যাশা ছিল, পূরণ হয়নি বলেই কি এত রাগ? তাঁরা তো তাঁদের সাধ্যমত চেষ্টা করেছেন, হয়তো প্রত্যাশা অনুযায়ী কিছু করতে পারেননি। তাই বলে তাঁদের হেয় করতে হবে? এবার একটু ক্ষমা করুন।

জনমদাসীর লেখা আমারও ভালো লাগতো। তাঁর মন্তব্য-প্রতিমন্তব্যগুলোও চমৎকার ছিল। সত্যি বলতে কী সব ব্লগারকেই তিনি আপন মনে করতেন। হঠাৎ কিছু লোক তাঁর পিছে লাগলো আর তিনি নাই হয়ে গেলেন। সো স্যাড!

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, তাজুদ্দিন সাহেব ও শেখ সাহেবের আসল শক্তি ছিলো মুক্তিযোদ্ধারা; উনারা ২ জন মুক্তিযোদ্ধাদের পেছনে ফেলে, মরীচিকার পেছনে দৌঁড়েছেন।

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:


জনমদাসী স্বল্প সময়ের জন্য ব্লগে এসে সবার মন জয় করেছিলেন।

১৮| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ১ নং কমেন্ট টাই কি শিরোনাম ছিল এডিটের আগে?

১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


না, শিরোনাম ছিল:

শেখ সাহেব থেকে জনমদাসীকেই আমার বেশী মনে পড়ে

১৯| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৫

ধ্রুবক আলো বলেছেন: জনমদাসী ফিরে আসুক

১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


উনি যদি ব্লগে আসতেন, উনি বুঝতে পারতেন, আমরা সবাই উনাকে কতটুকু মিস করি।

২০| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫২

সোহানী বলেছেন: আমি আপনাকে অনেক রসকষহীন কঠিন হ্রদয়ের মানুষ মনে করতাম আপনার ব্লগ পড়ে। এই লিখাটা পড়ার পর আপনার সম্পর্কে ধারনা পাল্টে গেল, আসলে আপনি কঠিন হ্রদয়ের আড়লে খুব নরম মনের মানুষ। আপনার এই লিখার দু'একটা লাইনই যথেষ্ঠ তা বোঝার জন্য।

জনম দাসীর সাথে তেমনভাবে জড়িত ছিলাম না কারন উনার সে সময়টায় ব্লগে কম আসা হতো। তারপরও অনেক লিখায়ই পড়েছিলাম ও ভালো লেগেছিল।

সব রাগ ভুলে আবারো ফিরে আসুক এই প্রত্যাশায়। ব্লগ কোনভাবেই রাগ অভিমানের জায়গা নয়।

একজন ব্লগারের প্রতি আপনার এ সহমর্মীতা অসম্ভব ভালো লাগলো। সবাই যেন আপনার মতো চিন্তা করতে পারে.......

(শিরোনামে কি ছিল জানি না তবে মানতেই হয় দেশে অন্তত চাইলেই কিছু বলতে পারনে না)

বি:দ্র: হ্রদয় বাবান ভুল কারন জানি না।

অনেক ভালো থাকুন।

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:



আসলে, উনার জীবনে কিছু দু:খ ছিল, ব্লগারেরা সেটাকে ভাগ করে নিয়েছিল; উনার লেখায় কি থাকতো সেটা ব্যাপার ছিলো না, ব্লগারেরা উনাকে আপন ভাবতেন।

উনি ব্লগারদের মাঝে একটা ক্রেজীনেসের সৃষ্টি করেছিলেন, মনে হয়; ব্লগারেরা উনার প্রতি টান অনুভব করেছিলেন।

২১| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৫

মিরোরডডল বলেছেন: প্রথমত ধন্যবাদ রাজনীতি ছাড়া ভিন্ন বিষয় নিয়ে লেখার জন্য
sometimes you must write something different

আমি তার সম্পর্কে জানি না কিন্তু এখন সত্যিই আরো জানতে চাই
যদি আপনার কাছে কোন লিঙ্ক থাকে শেয়ার করুন

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


কিছুই নেই, উনি লেখাগুলো ড্রাফট করেছিলেন, মনে হয়। উনার লেখায় তেমন কিছু থাকতো না, অনেক ভুলও থাকতো; তারপরও সবাই উনাকে পছন্দ করতেন।

২২| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: জনম দাসী আপাকে এখনো মনে পড়ে ! আপা আপনি যেখানে থাকুন না কেন, ভাল থাকুন!

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


উনি ফিরে এলে আমরা একটু প্রশান্তি পেতাম।

২৩| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:১২

মিরোরডডল বলেছেন: I'm pretty sure she was so loving that's why she got lots of love from others
I wish her all the best!

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


সন্দেহ নেই, তিনি সবার ভালোবাসা ও সহানুভুতি পেয়েছিলেন।

২৪| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই, ওনাকে কী কোন ভাবে আবারও ব্লগে ফিরানো সম্ভব ?

ওনার লেখা কবিতা আমি নিয়মিত পড়তাম..


১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


ব্যক্তিগতভাবে উনাকে কেহ চিনতেন বলে, মনে হয় না; তবে, তিনি আমাকে ও অনেক ব্লগারকে চিনতেন বলেছিলেন।

২৫| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৪

আবু তালেব শেখ বলেছেন: জনমদাসি ব্লগারের নাম পরিচিত মনে হচ্ছে আমার কাছে। আসলে আমি উনার পোস্ট পড়িনি কখনো। তখন 18+ পোস্টের প্রতি বেশি আগ্রহ ছিল। তখন আমার কোন নিক ফিক ছিল না।

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


উনি সবাইকে নিজের দিকে টানতে পেরেছিলেন: উনার ভাষায়, কথায় অনেক আবেগ ছিলো।

২৬| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একসময় উনার সাথে যোগাযোগ ছিল। বড় দুঃখী ছিলেন মহিলা।

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


আপনার যোগাযোগ ছিলো? কি বলেন?

এখন উনার সাথে যোগাযোগ নেই? থাকলে, সামান্য সময়ের জন্য হলেও আসতে বলবেন!

২৭| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জনম দাসী কেমন ব্লগার ছিলেন জানি না, তার কোন পোস্ট পড়ার সৌভাগ্য হয়নি। যেহেতু আপনার মত একজন চরম বাস্তববাদী মানুষ তাকে নিয়ে হা-পিত্যেশ করে পোস্ট দিয়েছেন সেহেতু ধরে নেয়া যায় যে তিনি নিশ্চয়ই একজন আইকন ব্লগার ছিলেন এবং সেরাদের কাতারে তার স্থান ছিল। যদি সত্যিই এমনটা হয়ে থাকে তবে তার পোস্টগুলো পড়া থেকে নিজেকে বঞ্চিত করা ঠিক হবে না। তার মূল্যবান লেখাগুলোতে চোখ বোলানোর সুযোগ কিভাবে পাব? কেউ কোন সাহায্য করতে পারবেন?

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:



আসলে, সময়টা একটু ক্রেজী ছিলো মনে হয়; উনার পোষ্টে কিছু থাকতো না, থাকতো উনার হৃদয়টা; উনার মনে কিছু কষ্ট ছিলো হয়তো, সেটা তিনি সবার মনের মাঝে ছড়ায়ে দিতেন; সবাই উনাকে অনুভব করতে পারতেন।

২৮| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মোবাইলে কয়েকবার কথা হয়েছে। এখন নাম্বারটা বন্ধ শোনায়।

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:



ম্যান, আপনি হচ্ছেন বিশ্ব বিখ্যাত বাংগালী!

শেষের দিন গুলোতে, যখন আপনি কথা বলতেন, উনাকে কি একটু আশ্বস্ত মনে হয়েছে, একটু প্রশান্ত মনে হয়েছে?

২৯| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৮

নূর আলম হিরণ বলেছেন: প্রথম শিরোনাম কি ছিলো দেখতে পায়নি।

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:



শুরুতে শিরোনাম ছিল, "শেখ সাহেব থেকে জনমদাসীকেই আমার বেশী মনে পড়ে"

৩০| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৩

নূর-ই-হাফসা বলেছেন: আপনার লেখা পড়েই মায়া অনূভব হচ্ছে । ওনাকে কি কোনো ভাবে খুঁজে পাওয়া যায়না ?
ওনাকে জানার আগ্রহ বেড়ে গেল । পুরাতন ব্লগার হলে কেউ তো জানার কথা ওনার খোঁজ ।
ওনি কি দেশেই থাকতেন? তাকে খুঁজে পাওয়া কি খুব কঠিন ?
পুরাতন কিছু ব্লগার দের শেষ পোষ্ট পড়লে স্পষ্ট অভিমানের ছাপ পাওয়া যায় । আমরা তো কোন ব্লগার কে হারাতে চাইনা । যে যার মতোই থাকুক না । কেন যে কিছু মানুষ অনর্থক পিছনে লাগে ।
জনমদাসী আপনাকে বলছি যেখানে থাকুন চলে আসুন ,আপনাকে জানতে ইচ্ছে হচ্ছে । আপনি সঠিক হলে ফিরে আসুন ।

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


উনার মনে বেশ কষ্ট ছিলো; মনে হয় উনার ভালোবাসার মানুষ উনাকে ভুলে গিয়েছিলেন; ব্লগারেরা উনার মনোকষ্টের সাথী ছিলেন।

৩১| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৬

নূর-ই-হাফসা বলেছেন: মানুষ সুন্দরের পূজারী , যদিও ওনার ছবি না তারপরও বিষাদময় মায়ার প্রকাশ পাচ্ছে ছবিটিতে ।

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩১

চাঁদগাজী বলেছেন:


জনমদাসীর প্রোপিকে একবার উনার ছবি ছিলো, উনার ছবিটা ব্লগারদের উপর প্রভাব ফেলেছিলো

৩২| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪২

কানিজ রিনা বলেছেন: জনমদাসী থেকে রাজরানী হয়েছে বলে
নামটা আর ব্যবহার করতে লজ্জা বোধে
নাম পরিবর্তন করে ব্লগেই আছে।
হঠাৎ দাসীর খবর কেন? ব্লগ থেকে কত
লেখক চলে গেছে তারা কি অপরাধ করল?
আমাদের নারীরা এত ভাল লেখে এই ওপেন
প্লাট ফরমে আমি অবাক হই তাদের লেখার
মান এত ভাল এই ব্লগে আমাদের নারীরা
মেধার গুনগত মান রেখে যাচ্ছে এটা অনেক
বড় ব্যাপার। সহানী সায়মা রাবেয়া ওমেরা
আরও অনেকে। নারী তার মুল্য বুঝাতে
পেরেছে এই ব্লগে খুব ভাল লাগে। তাছাড়া
ফেজবুকে অনেক নারী এত ভাল লেখে
পড়ে আশ্চর্য হই। নিজের মনে একটু আশা
রাখি একদিন বাঙালী নারীরা মেধার দিক
থেকে ছেলেদের থেকে কমতি থাকবে না।
যেমন বোর্ড পরীক্ষায় মেয়েরা অনেক মেধা
তালিকায় থাকে। তবুও ভাল একটা দাসীকে
মনে রেখেছেন। তবে শেখ মজিবরের সম্মান
করতে পারেন না বলে আপনাকে বেয়াদব
বললাম। আপনি খালেদা হাসিনাকে যা ইচ্ছা
তা বলেন আসলে সম্মান বোধ আপনার
ভিতরে নাই। এক সময় আপনার ব্লগে
সবাই যাইচ্ছা তাই গালাগালি করত আমি
প্রতিবাদ করেছি একজন মুক্তযোদ্ধা হিসাবে।
কেন জানেন সম্মান বোধ থেকে।
আস্তে আস্তে আপনার ব্লগের প্রিয়তা বেড়েছে।
তাই আর একটু সতর্ক হোন।
ধর্মীয় কোনও ভাল উপমা দিলেও আপনি
উলটা পাল্টা মন্তব্য মারেন।
আসলে বুঝলাম না আমার এক ভাই মুক্তি
যোদ্ধা সে পাকিস্তানের সময় ইংলিশের মেধাবী
ছাত্র ছিল কিন্তু এতই বেয়াদব যা বলে
বুঝানো যাবে না। আমার মামা খালু মুক্তি
যোদ্ধা ভিষন বদমেজাজী রাস ভারী এরা
নিজের বুদ্ধি ছাড়া আর কারো বুদ্ধির দাম
দেয়না কেন বলতে পারেন?

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



সমুহ বিপদ!

আমাদের বর্তমান নারী ব্লগারেরা অনেক ভালো ব্লগিং করছেন; তাঁরা নিজেদের স্বকীয়তায় উজ্বল।

জনমদাসী ব্লগিং'এর জন্য মনে দাগ কাটেনি; উনি নিজের কষ্টটুকু ব্লগারদের সাথে ভাগ করেছিলেন, তিনি ব্লগারদের স হানুভুতি পেয়েছিলেন। উনি কি লিখেছিলেন হয়তো কারো মনে নেই, উনাকে মনে আছে অনেকের।

৩৩| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫২

মনিরা সুলতানা বলেছেন: ভালো পোষ্ট !

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনার মনে আছে উনাকে?

৩৪| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৯

মনিরা সুলতানা বলেছেন: মনে আছে উনাকে ,উনার একটা পোষ্ট মনে আছে, মরা একটা গোলাপ গাছে ফুল ফুটিয়েছিলেন।
তবে উনার সাথে আমার খুব মন্তব্য বিনিময় হত না,উনি আমার লেখা পড়তেন না।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:


স্যরি, উনি অন্যদের লেখা পড়ার সময় হ্য়তো কম পেতেন; উনার পোষ্টকে কেন্দ্র করে সবকিছু গড়ে উঠতো। আার খারাপ লাগ, আমিও উনাকে ২/১ বার ক্ষেপিয়ে তুলে ছিলাম।

৩৫| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৭

নূর-ই-হাফসা বলেছেন: উনার প্রোপিকটা এত সুন্দর ছিল যে, আমি উনার প্রোপিক দেখার জন্য উনার পোষ্ট পড়তাম; উনার পোষ্টে আজগুবি আজগুবি বিষয় নিয়ে আবেগী লেখা থাকতো; আর কমেন্টকারীদের উনি প্রেমিকের মতো ভালোবাসতেন; আমি ঘুরেফিরে একই পোষ্টে ২/৩টি কমেন্ট করতাম ।
আপনার এই লাইন গুলো আপনার সম্পর্কে ধারণা পাল্টে দিল । আপনাকে অনেক শ্রদ্ধেয় ব‍্যক্তিত্ব মনে হতো ।
ব্লগ আর ফেসবুকের পার্থক্য কোথায় তাহলে । প্রেমিকের মতো ভালোবাসা দেখানোর জন্য তো ফেসবুক আছে । ব্লগ কি তার উদ্দেশ্য হারাচ্ছে না । যেখানে মূল উদ্দেশ্য লেখা শেয়ার করা সেখানে লেখা কি ছিল তার কথা কারোও মনে নেই । কিন্তু আপনারা ছুটছিলেন তার মিষ্টি কথা আর সুন্দর মুখচ্ছবি দেখে ।
আজ আপনার এই পোষ্ট আপনাকে অন্য রূপ ধারায় আনতে সাহায্য করলো ।
আপনি আমার অনেক বড় গুরুজন । আপনার কাছ থেকে এমনটা আশা করেনি ।

আমার কথা খারাপ লাগলে কথা শুনাতে পারেন । আমি না হয় বিদায় নিয়ে সুস্থ ব্লগ পরিবেশে ফিরবো ।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ২:০১

চাঁদগাজী বলেছেন:



আমি হয়তো বেশী লিখে ফেলেছি; আসলে, উনি ব্লগারদের মাঝে একটা ভুবন গড়েছিলেন। ফেসবুকে আমার কোন একাউন্ট কোনদিন ছিলো না; ওখানে মানুষ নিজেদের মাঝে হয়তো সম্পর্ক গড়ে তোলার কথা ভাবেন, সেভাবে কথা বলেন; জনমদাসীর বেলায়, ব্লগের পরিবেশে একটা প্রভাব উনি ফেলেছিলেন।

৩৬| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: জনমদাসীর প্রতি আপনার আবেগ আর (...) দেখে আমিও আপ্লুত হয়ে গেলাম। আমার প্রিয় ব্লগার যার এত প্রশংসা করলেন তাকে দেখার বাসনা জেগে উঠল।
গাজী ভাইয়ের মনে শান্তি ফিরে আসুক।
আহারে আমার পোষ্টে যদি কেউ তিনবার না দুইবার মন্তব্য করতো তাহলে বুঝতাম ...!!

১৮ ই মার্চ, ২০১৮ রাত ২:০৮

চাঁদগাজী বলেছেন:



আপনার সফলতা আমাদের চোখে পড়েছে; আপনার ব্লগারেরা বুঝার আগে বাহিরের পৃথিবী বেশী বেশী ভালোবেসেছেন।

৩৭| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৩

মলাসইলমুইনা বলেছেন: লেখাটা অন্যরকম ভালো লাগলো | হারিয়ে যাওয়া একজন ব্লগারের জন্য মমতাটুকু খুব সুন্দর লাগলো | আপনার | ব্লগের সব ব্লগারদের মধ্যে এই আন্তরিকতাটুকু থাকা দরকার সব সময় |

@সোহানি, চাঁদগাজী সাহেবের "আমাকে একটা কাপড় কিনে দিও" (এটাইতো গল্পটার নাম তাই না?) গল্পটা পড়ার পর থেকেই আমি কিন্তু জানি উনি খুব সফট একজন মানুষ | যাক,এই লেখা থেকে টেক হোম মেসেজ টা কি ? বর্তমানের বিখ্যাত ব্লগাররা- যারা আমাদের প্রাণে অফুরন্ত আনন্দ দিয়ে যাচ্ছেন ব্লগে নিজেদের অসাধারণ লেখা দিয়ে তারা দয়া করে হারিয়ে যাবেন না | নইলে এরকম এলিজি কিন্তু আরো অফুরন্ত লিখতে হবে চাঁদগাজী সাহেবকে বা অন্য কাউকে ! সবাই ভালো থাকুন |

১৮ ই মার্চ, ২০১৮ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:


যাঁরা অন্যদের চাপে পড়ে ব্লগ ছেড়েছেন, তাঁদের জন্য আমার খুবই খারাপ লাগে; এখান থেকে কেহ মনোকষ্ট নিয়ে যাক, সেটা খুবই খারাপ স্মৃতি।

৩৮| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: জনম দাসী ব্লগে কিছু একটা করে গেছেন, বুজতে পারছি। আপনাকেও আমস্র অনেকদিন মনে থাকবে।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ২:০৪

চাঁদগাজী বলেছেন:


তিনি এসেছিলেন উল্কার মতো।

৩৯| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগার জনম দাসীর কিছু কমেন্ট পড়লাম। উনি চাও পছন্দ করতেন। তিন চারটে পোস্টের কমেন্টে চা চাইতে দেখলাম।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ২:০৩

চাঁদগাজী বলেছেন:



এগুলো আমার খুব একটা চোখে পড়েনি; উনার মন খারাপ থাকতো হয়তো, সবাই চাইতেন যে, তিনি যেন ব্লগে একটু সহানুভুতি পান।

৪০| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ২:২২

আবু তালেব শেখ বলেছেন: আপনি যেমন জেনারেল জিয়া,খালেদার পিছনে লাগেন,নুর ই হাফসা আপুও আপনার পেছনে লেগেছে।

১৮ ই মার্চ, ২০১৮ ভোর ৬:০২

চাঁদগাজী বলেছেন:


নুর-ই-হাফসা কবি, সাহিত্যক; উনি আমাদের সবার ভালো চাইবেন।

জেনারেল জিয়া কি সিআইএ'র টার্গেটে পরিণত হয়েছিলেন, নাকি নিজের থেকে এই পথে এসেছিলেন, জানা গেলো না।

বেগম জিয়ার কথা বলিয়েন না, জাতির জন্য অপমানকর নাম।

৪১| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ৩:২০

Rezuan বলেছেন: আপনাকে নিয়ে চিন্তাযুক্ত থাকি জনাব,আপ্নার লেখা পড়ে আমি লজিক্যাল ভাবনায় এখন অনেক আত্ববিশ্বাষী।প্লিজ বলুন ব্লগ ছাড়া আপনার লেখাগুলো কোথায় পাওয়া যাবে? এবং আপনি কখনও ব্লগ থেকে উধাও হয়ে গেলে আপনার খবর জানবো কিভাবে?

১৮ ই মার্চ, ২০১৮ ভোর ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



সারছেন, আপনি ইমোশানেল হয়ে গেছেন।

আমি কইছুই লিখি না; ব্লগে, অন্যদের লেখা পড়ে, আমি সাধরণত নিজে একটা পোষ্ট ছাড়ি।
আপনাদের সাথে দীর্ঘ সময় থাকবো।

আশাকরছি, আগামী বছর একটা "কমনসেন্সের" উপর একটি পুস্তিকার সংকলন করবো।

৪২| ১৮ ই মার্চ, ২০১৮ ভোর ৫:৪৯

মিথী_মারজান বলেছেন: হৃদয়স্পর্শী লেখা।
খুব জানতে ইচ্ছা করছে মায়াবতী ব্লগার জীবনদাসী সম্পর্কে।
ভাবতেও কষ্ট হচ্ছে, যে মানুষটা সবাইকে এমন আপন করে নিতেন, নিজের দুঃখ ভারাক্রান্ত জীবনে এই সামুতে এসে একটু প্রাণখুলে শ্বাস নিতেন, সেই সামুতেেই তিনি দমবদ্ধ হয়ে চিরতরে বিলীন হয়ে গিয়েছেন।
যদিও আমি তার কোনো লেখা কখনো পড়িনি তারপরও আপনার পোস্টটিতে উনার সম্পর্কে এতটুকু জেনেই উনাকে ভালোবেসে ফেলেছি।
ব্লগার জনমদাসীর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইলো। তিনি যেখানেই থাকুক, যেভাবেই থাকুক না কেনো, মহান সৃষ্টিকর্তা উনাকে সর্বোচ্চ ভালো রাখুক এই দোয়া করি।

জীবনানন্দ দাশের কোন কবিতার জন্য উনি কুইজের আয়োজন করেছিলেন আপনার মনে আছে কি? মনে থাকলে সেটা শেয়ার করার জন্য আপনার প্রতি অনুরোধ রইলো আমার।
কবিতাটি পড়তে ইচ্ছা করছে।

১৮ ই মার্চ, ২০১৮ ভোর ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


'বনলতা সেন' থেকে কুইজ দিয়ে ছিলেন।

আশা করছি, তিনি জীবনে প্রশান্তি খুঁজে পেয়েছেন।

৪৩| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:০১

জগতারন বলেছেন: কানিজ রিনা[/sb ?

আমার যেন কেনই মনে হচ্ছে কানিজ রিনা-ই আমাদের হারিয়ে যাওয়া জনম দাসী
নতুন নিবন্দিত নাম নিয়ে তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন।

এর পরে আমাদের আরেক হারিয়ে যাওয়া মহিলা ব্লগারঃ ময়ূরাক্ষী-কে নিয়ে কিছু লিখার অনুরোধ রাখছি গাজী সাহের কাছ থেকে।
গাজী সাহেবের হাতে যেন এক যাদুকরী মন্ত্র আছে, সে যা লিখে তাই যেন উজ্জল হয়ে ফুটে উঠে। -তাই এ অনুরোধ করা।

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


কানিজ রিনাই আমাদের হারিয়ে যাওয়া জনমদাসী? কানিজ রিনা, টেবিল আপনার, কথা বলুন।

ময়ূরাক্ষী-কে নিয়ে আপনি লিখুন; আসলে কারো জন্য মন উল্লসিত হলে, লেখা উচিত; আমরা আপনার সাথে আছি।

৪৪| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চাঁদগাজী? আজ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন! মনে আছে?? আমি প্রথম পাতায় লিখতে পারছি না, তাই এ নিয়ে লিখছি না।

আজ নির্বাচন নিয়ে একটা পোস্ট দিন।।

১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:


পুটিনের মত দৈত্যকে নিয়ে কি লিখতে হবে কে জানে।

আপনার লেখা ১ম পেইজে আসার অনুমতির জন্য আপনি সামুর ফিড-ব্যাকে ইমেল করুন। সামু কেন যে বাংলাদেশ সরকারের মতো স্লো হয়ে গেলো, কে জানে!

৪৫| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: লিংক দিলে ওনার পোস্টগুলো পড়তে পারতাম ও ওনাকে জানতে পারতাম।

যেহেতু ওনার সম্পর্কে ধারণা নেই তাই কিছু না বলাই ভাল।

১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


নীচে ব্লগার সিফটিপিন লিংক দিয়েছেন; কিছু নেই, ড্রাফট করে ফেলেছেন। প্রোপিকও আগেরটা নেই।

৪৬| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনি কি মারা গেছেন?

১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


না, উনাকে ব্যান করা হয়েছিল; সামান্য ২/৩ জন ব্লগার উনাকে রাগান্বিত করেছিল; মনে হয়, রেগে গিয়ে উনি এমন কিছু লিখেছিলেন সামু উনাকে ব্যান করে দেয়। এরপর উনার ব্যান তোলার জন্য অনেকের মতো আমিও পোষ্ট দিয়েছিলাম; উনার ফেরা হয়নি।

৪৭| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিঃশর্তভাবে শিরোণাম পাল্টে আপনার পাপবোধ থেকে মুক্তি
লাভের জন্য শুভেচ্ছা। ভবিষ্যতে এমন কোন স্পর্শকাতর যায়গায়
হস্তক্ষেপ করার পূর্বে ১০০বার চিন্তা করবেন। মুক্তিযোদ্ধা অনেক
ছিলো তবে সবাই দেশপ্রেমিক নয়। সুতরাং মুক্তিযোদ্ধার তকমা এটে
যা কিছু মনে আসে তা বলার ধৃষ্ঠতা পরিহার করুন।

১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


শিরোনাম বদলিয়ে দিলাম, আপনার কথা রাখলাম; তারপরও এত প্যাঁওপ্যাঁও কিভাবে করেন?

৪৮| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৪

সিফটিপিন বলেছেন: বস আপনার চোখের সাথে সাথে স্মরণ শক্তিও কমে যাচ্ছে। আপনি বলেছেন ব্লগার জনম দাসীর প্রোপিক আমার কাছে নেই। কিন্তু আপনিই একটা পোস্ট দিয়েছিলেন ব্লগার জনম দাসীর সব ধরণের ব্যান তুলে নেয়ার জন্য অনুরোধ

@ মাইদুল সরকার বলেছেন, লিংক দিলে ওনার পোস্টগুলো পড়তে পারতাম ও ওনাকে জানতে পারতাম।

কিন্তু উনার সব গুলো পোস্ট ড্রাফট করে রেখেছে। ব্লগার জনম দাসী

১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আসলে আমি আমার এই পোষ্টের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম।

তবে, উনার একাউন্ট ব্যান হয়ে যাবার পর, উনি কবি জীবনান্দ দাসের ছবি "প্রোপিক" হিসেবে নিয়েছিলেন। প্রথমে অন্য প্রোপিক ছিলো ( মনে হয় উনার নিজের ছবি)।

আমার আগের পোষ্টেও উনার ব্লগিং, ও ব্লগারদের সাথে উনার আবেগী সম্পর্কের ক্থা উল্লেখ করা হয়েছে।

৪৯| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৮

মুদ্‌দাকির বলেছেন: আসলালামুয়ালাইকুম। কেমন আছেন?

১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:



ওয়ালায়কুম-সালাম, আমি ভালো; ধন্যবাদ।

অনেকদিন পরে ব্লগে দেখছি আপনাকে, সবকিছু ভালো?

৫০| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি সেফ হয়েছি। পুতিনকে নিয়ে লিখব নাকি??

১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই।

সম্ভব হলে, পোষ্টে একটা ছবি যোগ করবেন।

৫১| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গাজী ভাই ধন্যবাদ।

১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



আপনার পোষ্ট ভালো হয়েছে

৫২| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ৪৮ নাম্বারে সিফটিফিন এর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলতে হয়, ব্লগার "রূপক বিধৌত সাধু" আপনাকে জনমদাসীকে নিয়ে একটা পোস্ট দেওয়ার অনুরোধ করেছিলেন। আপনি দিয়েছিলেনও। সে বিষয়টা নিয়ে উনার সাথে আমার কথা হয়েছিলো। উনি রূ.বি.সা এর প্রতি আর আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। আমি তাকে অন্য নিকে আসতে বলি। আসলে উনি কয়েকজনের প্রতি এতো মনঃক্ষুণ্ণ ছিলেন যে ফেরার কথা আর ভাবতে পারেন নি।
ঘোরতর অসুস্থ ছিলেন। এখন উনার কী অবস্থা জানি না। যেখানেই থাকুন, ভালো থাকুন। সাধু আর আপনাকে ধন্যবাদ দুঃখিনীকে মনে রাখার জন্য।

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


উনার অসুস্হতার কথা শুনে মন খুবই খারাপ হলো; সামনের কোন সময় যদি উনার কোন খবর পান, পোষ্ট দেবেন। উনার জন্য শুভ কামনা রলো।

৫৩| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

আমপাবলিক বলেছেন: আপনের মত মানুষের জন্যই অনেকে লেখার উৎসাহ পায়।

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


আসলে, আমি কিছুই না; ব্লগারেরা একটা নতুন জেনারেশনের বাংগালী, এঁরা নতুন সময়ের পথিক।

৫৪| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

Rezuan বলেছেন:
ইমোশো্নাল কমেন্টের জন্য আন্তরিক ভাবে দুঃখীত।

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


ওকে, চিন্তার কোন কারণ নেই!

৫৫| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উনার সাথে যোগাযোগ হয়েছে। আপনার পোস্টটা কপি পেস্ট করে উনাকে পাঠালে কিছু কথা বলেছেনঃ
blogarder ami chhoto korte chaini bole bolechilam, ek hazz, ar du lokkho neki, pore bekkha korechhilam, ekjon eatimer mathay haat buliye dilei ek hazz kobul hoy, ar ekti doa ja du lokkho neki paowa jay, uni likhechen tobe ghurie kichhuta mitthe likhechen, jai hok sob kichhur poreo tomra je jonom dashi k mone rekhecho eitai amar boro paowa, mone pore sokol k, doa kori sobar jonno, sobai valo thakuk, unar fb Id tumi jano baba, dhonnobad janatam, ar noyto tumi bolo she apnar ebong bloger sobar proti kritoggota janiechhe... bloger kauke ami premiker moto valo bashini, beshechi sontaner moto, vai boner moto, premiker moto valo shudhu jibon babukei bashi, onno kauke noy, ar she moha sotto rohosho rohosshoi theke jak, shei valo, udvot kono kothao ami bolini ba kono mitthe kothao na, take amar binomro shorddha o salam janio...

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:

উনি ভালো আছেন জেনে খুবই খুশী হলাম।

আমি একটু ইমোশানেলভাবে "প্রেমিক" ট্রেমিক এনেছি; আশাকরি, উনি মন খারাপ করবেন না।

উনাকে বলবেন, ব্লগারেরা উনাকে ভালোবাসেন, খুবই আপন ভাবেন। উনি ব্লগে এলে, আমরা উনার সাথে আছি।

৫৬| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ২:২৬

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ জনম দাসীর প্রতি উত্তর তুলে ধরার জন্য @অনিকেত বৈরাগী তূর্য ।
মিছেমিছি জনমদাসী কে এই পোষ্টের জন্য ভুল বুঝেছিলাম । আন্তরিক ভাবে দুঃখিত ।
আসলেই কিছু লেখা অনেক সময় ভুল ভাবে উপস্থাপন করে । হয়তো লেখক তা বুঝতে পারেন না।

১৯ শে মার্চ, ২০১৮ ভোর ৪:১২

চাঁদগাজী বলেছেন:



আপনি আবার কি ভুল বুঝলেন জনমদাসীকে? এখন কি পরিস্কার হচ্ছে?

২০১৫ সালে, ব্লগ যখন ভীত, প্রাণহীন, তখন উনি কিছুদিন ব্লগে প্রাণের সন্চার করেছিলেন, এটা বিরাট ব্যাপার ছিল; তখন এই রকম কিছু একটার দরকার ছিলো;উনার নিজেরও দরকার ছিলো ব্লগের।

আমি উনার কথা বলতে গিয়ে হয়তো একটু রং দিয়েছি, যাতে আপনারা সেই ক্রেজীনেসকে কিছুটা অনুমান করতে পারেন।
উনি ব্লগ থেকে চলে যাবার পর, কয়েকজন ব্লগার আমাকে সময় সময় বলেছিলেন, উনার নামে পোষ্ট দিতে। সময় ছিল, ব্লগে অন্য ব্লগারের পক্ষে পোষ্ট দেয়া সহ্য করা হতো না।

৫৭| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫২

বিলিয়ার রহমান বলেছেন: জনমদাসী ভয়ংকর জিনিস আছিলো মেয়াবাই!!:)

ব্লগটারে পুরাই……!!;)

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



আমাদের এই রকম একজনকে দরকার; ব্লগারদের আবেগের দরকার।

৫৮| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০২

ন্যায়দন্ড বলেছেন: একটি শ্রেণী আছে পুতিনকে তেল মারার তালে, তারা ভাবছে পুতিন তাদের রক্ষা করবেন।

আর আপনি আছেন জনমদাসী নিয়ে।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


পুটিন বিশ্বার এক বিখ্যাত জাতিকে চোর, চাট্টায় পরিণত করেছে।

৫৯| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৪

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: I think u r roskoshin, we miss jonomdasi though i dont know her but your writing, just logged in to comment. Thankx.

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ।

জনমদাসী আমাদের মাঝে এসেছিলেন আনন্দের বন্যার মতো।

৬০| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৪

ন্যায়দন্ড বলেছেন: ব্লগে আমার ১ মাস ২ সপ্তাহ হলো। এখনো প্রথম পাতায় লেখা প্রকাশের অনুমোদন দেওয়া হলো না। কায়েকবার জানিয়েছি, কোন সাড়া নেই।

আপনাদের ব্লগটি এমন কেন?

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:




আমার ব্লগ এরিয়া কোনভাবে আলাদা নয়; তবে, আমি সাহিত্যিক নই, চলমান ঘটনার উপর আলোকপাত করার চেষ্টা করি। আপনি সামুর ফিডব্যাক ইমেইলে বারবার অনুরোধ করুন, ও নিজের এলাকায় পোষ্ট দেন। নীচে সামুর ফিডব্যাক ইমেইল

[email protected]

৬১| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: জনমদাসী চাঁদের
মাল্টি নিক সম্ভবত,
না হলে তার জন্য এত
দরদ কেন?

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


'জনমদাসী' যদি আমার মাল্টি হতো, আমার ব্লগিং জীবন সার্থক হতো; উনি সাধারণ কিছু লিখেও ব্লগে প্রাণের সন্চার করেছিলেন। উনি এমন এক সময় ব্লগে এসেছিলেন, যখন ব্লগিং'এ বেশ হতাশা বিরাজ করছিলো।

৬২| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৩

কামরুননাহার কলি বলেছেন: আমার খুব জানতে ইচ্ছে করে জনমদাসী কোথায় গেলো সে কি আর ফিরে আসবে না? আপনার লেখা পড়ে তাকে আমার দেখতে ইচ্ছে করছে মানি তার লেখা আমার পড়তে ইচ্ছে করছে। তার সাথে ব্লগিংয়ে কথা বলতে ইচ্ছে করছে।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


দেখা যাচ্ছে, উনার সাথে ব্লগার' অনিকেত বৈরাগী তূর্য্য'এর যোগাযোগ আছে। তিনি কি ফিরে আসবেন, নাকি আসবেন না, বলা মুশকিল। উনার লেখাগুলো উনি সম্ভবত: ড্রাফট করে ফেলেছেন, কিংবা লেখাগুলো ব্যানে আটকে আছে।

৬৩| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অত্র পোস্টে ব্যবহৃত ছবিটি কার?
যদি এটি জনমদাসীর না হয়
তা হলে শিরোণামের মতো এই
ছবিও নিঃশর্তভাবে প্রত্যাহার
করে নেওয়া হোক।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:



আসলে আপনার স্বভাব বস্তির ঝগড়াটে মানুষদের মতো

৬৪| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৬

টারজান০০০০৭ বলেছেন: সামুর স্বর্ণালী দিনগুলো আর ফিরে আসিবে না বুঝি ! কত ব্লগার হারিয়ে গিয়েছে , এমনকি দুনিয়া থেকেই ! ইমন জুবায়ের ভাইয়ের লেখাগুলো খুব মিস করি ! কিসব দিনগুলো ছিল !

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:


ইমন জুবায়ের ছিল আমাদের জাতির-সৃষ্ট দুর্ভাগ্যের শিকার; আমার মনে হয়, উনি কখনো শরীরের দরকারী পরিক্ষাগুলো করাননি, কিংবা করানোর মত অবস্হানে ছিলেন না।

অসংখ্য ব্লগার থেমে গেছেন, অনেক সম্ভাবনা হারিয়ে গেছে।

৬৫| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪০

কাছের-মানুষ বলেছেন: আমি জনম দাসির সময়ে সামুতে ছিলাম না মনে হয়!

আপনার পোষ্ট পড়ে তার সম্পর্কে জানার আকাঙ্গা বেড়ে গেল। এই লেখার বিষয়বস্তু থেকে যেই জিনিসটা ভাল লাগল আপনার লেখার মাঝে কিছুটা পরিবর্তন লক্ষ করলাম, লেখার মান ভাল হয়েছে।

যেই ব্লগার মনকষ্ট নিয়ে ব্লগ ছেড়ে চলে যায় তাদের জন্য খারাপ লাগতে পারে কিন্তু বিশ্বাস করুন ব্লগ তাদের জন্য নয়। বেশী আবেগি হলে ব্লগে থাকা যায় না কারন ব্লগে অনেক সময় কঠিন মন্তব্য আসতে পারে। যারা এগুলো সহ্য করতে না পারে ব্লগ তাদের জন্য নয় !!!

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং একজন লেখককে সঠিকভাবে ভাবতে সাহা্য করে, আলোচনা ও মন্তব্যগুলোর আলোকে লেখক নিজকে রিফাইন করার সুযোগ পায়।

জনমদাসীর বেলায়, উনাকে কয়েকজন আক্রমন করেছিলো মন্তব্য করে, ও পোষ্ট দিয়ে; জনমদাসী আক্রমণের মুখে কিছু বলেছিলেন যা ব্লগের এডমিনরা পছন্দ করেননি, উনাকে ব্যান করেছিলেন; উনি আর ফেরত আসেননি।

৬৬| ২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন:
আসলে আপনার স্বভাব বস্তির ঝগড়াটে মানুষদের মতো

আপনার কাছে শিখছি তো !!
খালুই বলে চালুনিরে
তোর পাছায় ছেদা !!

২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


আপনার মতো কমবুদ্ধিমান ব্লগার আমার চোখে পড়েনি

৬৭| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: একটা কথা আপনাকে জানাতে এসেছি।
অর্ক নামের একজন আজ আমার পোষ্টে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। (সম্পূর্ণ মিথ্যা বানোয়াট) অশালীন ভাষা ব্যবহার করেছে।
সব গুলো মন্তব্য আমি মুছে দিয়েছি।
আমার পরিবারের অনেক সদস্য এবং মাঝে মাঝে অনেক পরিচিতরা ব্লগে আমার পোষ্ট পড়তে আসেন। তারা যদি অই মন্তব্য গুলো দেখতো, তা আমার জন্য খুব অবশ্যই ভালো হতো না।
আসলে ব্লগে কার কাছে কমপ্লেন করবো আমি জানি না। কি করবো তাও জানি না।

আপনার সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই। আপনি মন্তব্যটা মুছে দিবেন।

৬৮| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আপনার মতো কমবুদ্ধিমান ব্লগার আমার চোখে পড়েনি

দেখতে হলে চোঁখ থাকতে হয়।
আপনার সেই চোঁখের অভাব যা দেখতে পায়।

২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনার ভাবনাশক্তি খুবই সীমিত, মনে হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.