নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

গন্ডগোল করতে চাইলে গন্ডগোল নিজেই এসে উপস্হিত হয়?

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭



বয়স বাড়লে ঘনঘন ডাক্তারের কাছে যেতে হয়, গত সোমবার সকালে এক নতুন স্পেশালিষ্টের অফিসে যেতে হলো; রোগীদের বসার রুমে প্রবেশ করে দেখি সবগুলো বয়স্ক, হতাশ হওয়ার মতো ব্যাপার, কারো মুখ তেমন প্রশান্তি নেই; এক কোণে বসে এক আফ্রিকান আমেরিকান কালো চশমা চোখে, হাতে-ধরা একটা ডিভাইসে সিনেমা দেখছে; মনে হয়, ভয়ের সিনেমা, এক মেয়ের ভীতিপুর্ণ চীৎকার শোনা যাচ্ছে! তারপাশে গিয়ে বসলাম; মনে হয়, তার সাথে আলাপ জমানো যাবে!

-কেমন আছ, ভয়ের সিনেমা দেখছ?
-না, সাধারণ ডিটেকটিভ!
-কালো চশমা পরে, ডিটেকটিভ সিনেমা দেখছ, পুলিশ কি তোমাকে খুঁজছে?
-আরে না, পুলিশ টুলিশ না, সকালে ঘুম থেকে উঠে দেখি ডান চোখ ফুলে গেছে!
-বামহাতী গার্লফ্রেন্ড নিয়ে রবিবারে পার্টি করে বেড়ালে ডান চোখ তো ফুলবেই, সৌভাগ্য যে, একটা ভালো আছে!
-পার্টি মার্টি আরো ১০ বছর আগে ছেড়ে দিয়েছি!
-গতকাল তো ঠিকই কয়েক গ্লাস হুইস্কি চালান করে দিয়েছ; তারপর, অন্যের মেয়ে নিয়ে টানাটানি করেছ নিশ্চয়!
-আরে না, এখন সেই বয়স, আর সেই আয় আছে নাকি! ৪/৫টা বিয়ার খাইছি মাত্র।
-তো, ঘুষি কে মারলো, তোমার গার্লফ্রেন্ড, নাকি অন্য মেয়ের বয় ফ্রেন্ড?
-আরে না, সেই রকম কিছু ঘটেনি; ঘুম থেকে উঠে দেখি চোখ আপনা-আপনিই ফুলে গেছে!
-৪/৫ টা বিয়ারের পর এই অবস্হা, কে ঘুষি মারছে, সেটারও খবর নেই; চোখ আপনাআপনি ফুলে নাকি?

আমাদের আলোচনায় বাকী রোগীরা জেগে উঠেছে; আমাদের কথা শুনছে মনোযোগ দিয়ে, ২/১ জন হাসছে; আফ্রিকান মিয়ার ডাক পড়লো, ডাক্তার এসে তাকে ভেতরে নিয়ে গেলো; আমি এদিক ওদিক তাকিয়ে দেখালাম বাকীগুলোর সাথে জমবে না; আমার সামনে ৬/৭ জন রোগী, হাতে ঘন্টাখানেক সময় আছে; বাইরে গিয়ে হেঁটে আসি, সম্ভব হলে, ছোটখাট গন্ডগোল মন্ডগোল করা যাবে।

রাস্তার উল্টোদিকে একটি বেকারী, ভেতরে গেলাম; লোকজন তেমন নেই; দুইটি কিশোরী অর্ডার-লাইনে; তাদের পেছনে লাইনে দাঁড়ালাম; কাউণ্টারের কাছে, এক টেবিলে দুইজন বয়স্ক মহিলা কফি নিয়ে বসেছে; দুরের কোণে একটি তরুণ আইসক্রিম খাচ্ছে ও ফোন চেক করছে। কিশোরীদের অর্ডার সম্পুর্ণ হয়েছে, একজন ২ টি কেকের টুকরা নিয়ে এক টেবিলে গিয়ে বসলো; অন্যজন পয়সা দিয়ে, কোকের গ্লাস নেয়ার জন্য হাত বাড়ানোর সময়, হাতে লেগে গ্লাস পড়ে গেলো নীচে।

ক্যাশের মধ্যবয়সী মহিলা ছোট মেয়েটাকে ধমক দিলো,
-পংগু নাকি, হাত থেকে গ্লাস পড়ছে কেন?
-স্যরি! মেয়েটা হতাশ।
-সর, সামান্য কোকের গ্লাসও ধরতে জান না; মা কিছুই শিখায়নি?

মহিলা দ্রুত যায়গাটা পরিস্কার করে আমার অর্ডার নেয়ার জন্য ক্যাশে দাঁড়ালো। মেয়েরা বসে কেক খাচ্ছে। বুঝা যাচ্ছে যে, বয়স্ক মহিলারা ক্যাশিয়ারের আচরণে খুশী নন; কিন্তু কিছু বললেন না।

আমি বললাম,
-আমার অর্ডার নেয়ার আগে তুমি মেয়েদের কোক দাও!
-কিসের কোক? ওরা নতুন করে কোকের অর্ডার দিয়েছে নাকি?
-যেটা পড়ে গেছে, সেটা তুমি পুরণ করে দেবে না?
-এটা রেডক্রস নয়, এটা ব্যবসা! মেয়ে ফেলেছে কোক, আমি ফেলিনি!
-মেয়ের হাত থেকে কোক পড়েছে বলে তুমি মেয়েদের কোক দেবে না?
-দরদ লাগলে তুমি পয়সা দাও, আমি কোক দেবো।

আমি কোকের পয়সা দিলাম; কোক নিয়ে মেয়েদের টেবিলে রাখলাম; ২ জনই ধন্যবাদ দিলো। আমি ফিরে এসে মিডিয়াম কফির অর্ডার দিলাম। কফি কাউন্টারে রাখতেই, পয়সা দেয়ার আগেই আমি কফিতে চুমুক দিয়ে বললাম,
-এই বিশ্রী কফি তুমি বিক্রয় করছ এখানে?
সে কিছু উত্তর দেয়ার আগেই আমি পাশের গার্বেজ ক্যানে কফিটা ফেলে দিলাম। মহিলার চোখ মুখ লাল হয়ে গেছে,
-তুমি কফি কেন ফেলেছ?
-উহা কফি নয়, উহা বলদের মুত্রের মতো বিস্বাদ!

মহিলা কাকে উঁচু গলায় ডাকলো,
-রিক এদিকে আস, এক লোক গন্ডগোল করছে।
কাউন্টারের পেছনে দরজা খুলে ৫০/৫৫ বছরের একটা লোক ক্যাশে আসলো; গায়ে আটা ময়দা লেগে আছে; মনে হয়, বেইকিং করছিলো। সে ক্যাশিয়ারকে বললো,
-কি হয়েছে?
-এই লোক কফির অর্ডার দিয়েছিল, আমি কফি দেয়ার পর, সে এক চুমুক খেয়ে, কফি ডাস্টবীনে ফেলেছে; বলছে, কফি নাকি বলদের মুত্রের মতো।

লোকটা আমাদে দিকে তাকালো। আমি বললাম,
-স্যরি, মহিলা আমাকে খুবই বিস্বাদ কফি দিয়েছে।
-তা বলে তুমি কফি ফেলে দেবে? তুমি চাইলে বদলে দেয়া যেতো শতবার! কফি ফেলা কিন্তু অপমানের সমান; এখান থেকে চলে যাও।
-আমি কোথায়ও যাচ্ছি না; আমি এখানে বসার জন্য এসেছি।
-ঠিক আছে, বসে থাক'গে!
-আমাকে এক কাপ চা দাও!

মহিলা বললো,
-তোমাকে কোন চা দেয়া হবে না।
লোকটা গিয়ে চা বানালো, জিজ্ঞাসা করলো, "দুধচিনি লাগবে?"
-না।
আমি পয়সা দিতে গেলাম; মহিলা ক্যাাশ থেকে সরে গেলো! লোকটা পয়সা নিলো।

মহিলা লোকটাকে বললো,
-তুমি তো কাহিনী জানো না!
-আমার জানার দরকার নেই; আমার কাজ আছে! তোমার কাজ তুমি করো।

আমি চা নিয়ে বসলাম; কিশোরীরা অনেক আগেই কেক শেষ করেছে; বসে আমাদের কান্ড-কারখানা দেখছিলো; যাবার সময় আমাকে হাত নাড়লো। মহিলা রেগেমেগ মেয়েদের দিকে তাকিয়ে বললো,
-এখানে তোমাদের আর যেন না দেখি!

মন্তব্য ১৪৭ টি রেটিং +২২/-০

মন্তব্য (১৪৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১১

সিগন্যাস বলেছেন: মনে হলো দুই যুগ পরে লিখছেন।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


পড়েছেন তো, নাকি পেঁচা দেখেই খুশী?

২| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

সাইন বোর্ড বলেছেন: খুব সাধারন ঘটনা, সুন্দর প্রকাশের কারনে অনন্য হয়েছে ।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


আমরা সাধরণ মানুষ, সাধারণ জীবন

৩| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। চমৎকার অভিজ্ঞতা। ধন্যবাদ ভাই চাঁদগাজী।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


রিটায়ার করলে, গন্ডগোল মন্ডোগোল করতে হয় মাঝে মাঝে!

৪| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

দরজার ওপাশে আমি বলেছেন: আপনার কান্ডকারখানা দেখে আমিও হাত নাড়লাম, মজা পাইছি! মাঝে মাঝে এ রকম করলে মন ভাল থাকে মনে হয় । ভাল থাকবেন

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


না হয়, লোকজন বয়স্কদের তেমন গণনা করে না।

৫| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

সিগন্যাস বলেছেন: না আমি ঘন্টায় দেড়শো পৃষ্টা পড়তে পারি।পোষ্ট পড়েই মন্তব্য করেছি।কালা আমেরিকানটাকে ইন্টারেস্টিং মনে হচ্ছিল।বেকারির ঘটনাটা কি সত্য?

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


সবই সত্য ঘটনা

৬| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রিটায়ার করলে, গন্ডগোল মন্ডোগোল করতে হয় মাঝে মাঝে!


আমি কিন্তু রিটায়ার করলেও গণ্ডগোল পারতপক্ষে এড়িয়ে চলি। কারো সাথে গণ্ডগোলের সম্ভাবনা দেখলে নিজে থেকেই সতর্ক হয়ে যাই। এই বয়সে এসব আর ভালো লাগে না ভাই।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমি জানি না, ছোটখাট গন্ডগোল করা আমার স্বভাবের মাঝে আছে, মনে হয়।

৭| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

মিথী_মারজান বলেছেন: মেয়েদের কফি দিয়ে খুব ভাল করেছেন।
এজন্য আমার পক্ষ থেকেও একটা থ্যাংক্স।
২নং কমেন্টের সাথে সম্পূর্ণ সহমত।
সাধারণ ঘটনাগুলো আপনি খুব মজা করে লিখতে পারেন।
শেষদিকে তো মনেহলো দোকানের মহিলার এক্সপ্রেশন আমি দেখতে পাচ্ছি!
হা হা।
তবে তারচেয়েও বেশি মজা লাগছিলো আপনার তখনকার এক্সপ্রেশন ভেবে।
চুপচাপ এককোনে বসে ছিলেন?
নাকি মুখটিপে হেসে হেসে মহিলাকে আরো রাগিয়ে দিচ্ছিলেন?
সামুর অচেনা ব্লগারদের মধ্যে কাউকে দেখার জন্য কখনোই তেমন আগ্রহ হয়নি আমার। তবে কেনো যেনো আপনাকে দেখতে ইচ্ছা করে।
আপনার সুস্হতা কামনা করছি।:)

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:

ধন্যবাদ, আশাকরি শীঘ্রই সুস্হ হয়ে যাবো!

না, আমি দীর্ঘক্ষণ ছিলাম না; আমি বসে বাহিরের লোকজন দেখছিলাম; আমি কখনো মহিলাদের উপর ছড়াও হই না; মিলিয়ন ডলারের ব্যবসা, ছোট মেয়েদের পড়ে যাওয়া কোক দেয়া ক্যাসিয়ারের দায়িত্ব; আমি মহিলাকে সেটা বুঝাতে চেয়েছিলাম।

চা খাওয়ার পর আমি বেরিয়ে গেছি; আমি জানি মহিলা রেগে গেছেন।

৮| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

সৈয়দ মূসা রেজা বলেছেন: এক নিঃশ্বাসে পড়ার মতো লেখা। ধন্যবাদ।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


লম্বা নিশ্বাস নেন বোধ হয়; দেখেন, অন্যদের ভাগে অক্সিজেন কম পড়তে পারে।

৯| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

লায়নহার্ট বলেছেন: {গন্ডগোল মন্ডগোল}

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


গন্ডগোল শব্দটাকে একটু ওজন দেয়ার চেষ্টা মেষ্টা

১০| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

Sujon Mahmud বলেছেন: ফটো টা ভালো লাগলো

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


সন্ধ্যায় মাঠে একা হাঁটবেন না, সন্ধ্যায় ক্ষুধার্ত পেঁচা বের হয়।

১১| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১২

Tulona বলেছেন: ভালো লেগেছে। লেখার মধ্যে ঢুকে গেছিলাম সহজেই। সুন্দর ভঙ্গি।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


চেষ্টা করছি মানুষের সাধারণ জীবনে ঘটে যাওয়া ছোটখাট বিষয়ের উপর কথা বলতে।

১২| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার লিখার পরতে পরতে রস!
মহিলা দ্রুত যায়গাটা পরিস্কার করে আমার অর্ডার নে্যর জন্য ক্যাশে দাঁড়ালো। মেয়েরা বসে কেক খাচ্ছে। বুঝা যাচ্ছে যে, বয়স্ক মহিলারা ক্যাসিয়ারের আচরণে খুশী নয়; কিন্তু কিছু বললো না। পাঠকের কল্পনায় ঘটনার বাস্তব চিত্র তুলে ধরতে এধরনের বর্ননার জুড়ি নাই। যা আপনি সার্থক ভাবে প্রয়োগ করেছেন।
কি সব 'ম্যাও প্যাও' লিখেন, সে সব বাদ দিয়ে ভ্রমন কাহিনীর আদলে এই ফর্মেটের লিখা লিখুন। যা একসময় মলাট বন্ধী হয়ে পাঠকের জন্য চমৎকার কিছু হবে।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:


আমারও তাই মনে হচ্ছে, লোকজন হতাশ রাজনীতির হতাশ কথা শুনে, আরো হতাশ হয়!

১৩| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মহিলা এত খিটখিটে হওয়ার কারণ কী? আপনার চেহারার সাথে আবার তার এক্স বয়ফ্রেন্ড-এর মিল পায়নি তো? =p~ বরাবারের মতই সুন্দর বর্ণনা...

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


আমি সাধারণ চেহারার সাধারণ বাংগালী; মাঝ বয়সী কিছু মহিলা অপ্রয়োজনীয় গন্ডগোল করেন; আমি চেষ্টা করি এড়িয়ে যেতে

১৪| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাতে ঘন্টাখানেক সময় আছে; বাইরে গিয়ে হেঁটে আসি, সম্ভব হলে, ছোটখাট গন্ডগোল মন্ডগোল করা যাবে। এটা পড়ে অনেকক্ষণ হেসেছি =p~

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


আসলে, স্কুলে থাকতে প্ল্যান করে ছোটখাট গন্ডগোল করতাম, সেটা এখন ফিরে আসছে! আবার স্কুলে ফেরত যেতে হবে নাতো?

১৫| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

করুণাধারা বলেছেন: পঙ্গু নাকি ? হাত থেকে গ্লাস পড়ছে কেন?
সামান্য কোকের গ্লাসও ধরতে পার না, মা কিছু শেখায় নি নাকি?


আমেরিকায় এই ভাষায় কথা বলে নাকি? বলুক বা না বলুক, আপনার গল্প পড়তে ভালই লাগলো!!

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


ইয়াংকিরা বেশ শক্ত চোয়ালের লোক।

১৬| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

চঞ্চল হরিণী বলেছেন: খুবই মজা পেলাম পড়ে =p~ । গণ্ডগোল করতে আপনার জুড়ি নেই। খোঁচা মারতেও সিদ্ধহস্ত। :-P
বর্ণনা দারুণ। মেয়েগুলোকে কোক কিনে দেয়ার জন্য ধন্যবাদ :)

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:



আমি চেষ্টা করি; খোঁচা না দিলে ব্লগারেরা বুঝতে পারবেন না, চাঁদগাজী কমেন্ট করলেন, নাকি উনি ব্লগার নুরু সাহেবের পোষ্টের নায়ক হয়ে গেছেন।

১৭| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৭

সনেট কবি বলেছেন: পড়ে খুব মজা পেলাম। কাওসার চৌধুরীকে যে পরিমাণ গরম করলেন এখন ঠান্ডা করবেন কি করে?

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


উনি ভেবেছেন যে, আমি উনাকে ব্লগের আত্মার কবি খায়রুল আহসান, কিংবা বিরহের কবি সেলিম আনোয়ারের সমতুল্য ভেবে কমেন্ট করবো! সেটা ঘটেনি দেখে উনি মন খারাপ করে বিশ্রী এক পোষ্ট দিয়ে ছিলেন।

উনার আরেক সমস্যা হচ্ছে, উনি "মুক্তিযুদ্ধের অনেক মৌলিক ধারণার বিপক্ষে"; এটা আসলে খুবই খারাপ ব্যাপার; ফলে, উনার লেখা হয়তো আমাকে তেমন আকর্ষণ করবে না।

উনার প্রায়ই পোষ্টে অনেক মৌলিক ভুল থাকে; আপাতত: উনার পোষ্ট থেকে জানার মতো কিছু আমি দেখিনি।

১৮| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
আপনার এই টাইপ লেখা গুলো ব্যতিক্রম। যা আসল চাদগাজীকে চিনতে এবং বুঝতে সাহায্য করে।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


আমার পৃথিবী ছোট হয়ে এসেছে, উহা এখন সামু

১৯| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষকে অযতা খোঁচা খুচি না করে এমন
গল্প লিখলে পারেন !! তাতে আপনার
সম্মানটা রক্ষা পেলেও পেতে পারে !!
গল্প উপভোগ্য হয়েছে!

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:



আমি সব ব্লগারকে সন্মান করি; ফলে, নিজের মানসন্মান নিয়ে সন্দেহপ্রবন নই।

২০| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৩

মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: @ চাচা, ভাল আছেন? আপনি খুব সুন্দর লেখেন। মাঝে মাঝে কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন যা জীবনের চলার পথ সহজ করে। ধন্যবাদ চাচা।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনার সিক্রেট মিক্রেট আমি জানবো, আমার ওপেন-সিক্রেটগুলো আপনাকে জানাবো, এটা ব্লগিং'এর এক ভালো দিক!

২১| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৮

ব্লগ মাস্টার বলেছেন: ভুলবাল যাই লিখছেন সবই ভালো হচ্ছে আপনার।আপনার পক্ষে সবই ভালো।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


সবকিছু মিলেই তো আমরা ব্লগার।

২২| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৮

অর্থনীতিবিদ বলেছেন: সাধারণ একটা ঘটনাও আপনার লেখনীর গুণে অসাধারণ হয়ে উঠেছে। ভিন্নধর্মী একটা পোস্ট। সুন্দর। পোস্টে +

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


অনেকেই পছন্দ করছেন বলছেন! আমি কিন্ত সম্প্রতি কমেন্ট মাইনিং করার চেষ্টা করিনি; ভাই টাই ডাকাডুকি আমার দ্বারা হয় না।

২৩| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৪

ব্লগ মাস্টার বলেছেন: যাক আমাকে একা না মনে হচ্ছে আপনাকে সহ অ্যাডমিরা থাসা মেরেছে ;)

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


আমার নামে কি নুরু সাহেব পোষ্ট দিয়েছেন?

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:


জোক বাদ দেন; কোন খারাপ সংবাদ আছে?

২৪| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: আপনি পারেনও বটে। B-)

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


যাক, কবিরাও আমার পোষ্ট পড়ছেন, দিনটা ভালোই মনে হচ্ছে।

২৫| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪১

নীলপরি বলেছেন: একটা ঘটনাকে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:


আপনি আমাকে সব সময় উৎসাহিত করে এসেছেন; সাড়ে ৩ বছরে, আজকে আপনাকে একটা ধন্যবাদ জানালাম।

২৬| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:০০

লায়নহার্ট বলেছেন: {এখানে সুন্দর একটা কমেন্ট করলে আপনাকে তেল দেয়া হয়ে যেতে পারে। এই সব ভেবেটেবে মনের কথা লিখলাম না}

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:



ব্লগ হলো নিজকে প্রকাশ করার যায়গা; এ সুযোগ যদি কবি নজরুল পেতেন শৈশবে, তিনি বিশ্ব কবি হতে পারতেন; আপনি সেই সুযোগ নিশ্চয় হারাবেন না।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:



আপনার পোষ্ট পড়তে গেলাম, দেখলাম ঘুঘু চরছে; বাগানে চারা টারা লাগান

২৭| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্যার, খুবই উপভোগ্য। সৈয়দ মুজতবা আলীর লেখার স্বাদ পাচ্ছি।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:



আপনি আমারে ডুবাইয়েন না, আমি উনার পাঠক! উনি হলেন জাতি লেখক, আমি হলাম ক্যাচাল।

২৮| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫০

শামচুল হক বলেছেন: চাঁদগাজি ভাই কি সবার সাথেই ঠ্যাটামি করেন নাকি?

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, চিটাগং'এর ডিএনএ, নড়তে চড়তে লেগে যায়!

২৯| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৭

স্রাঞ্জি সে বলেছেন: ব্লগে আসার পর এই একখান মজার গল্প পাইলাম আপনার কাছ থেকে।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



আমার আরো ২/১টি অভিজ্ঞতার পোষ্ট আছে; সব মানুষের জীবনে প্রতিদনই এটাসেটা ঘটে।

৩০| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:১২

কথাকথিকেথিকথন বলেছেন:





আপনার পোস্টে এর আগে এসে মন্তব্য করতে পারি নি। এক বিচ্ছিরি পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম। বেশ কয়েকক্ষণ স্ক্রল করতে করতেও মন্তব্য করার ঘরে পৌঁছাতে পারি নি। ওদের জন্য মানুষ হওয়ার শুভ কামনা রইলো। শত্রু হলেও যেন মানসন্মত শত্রু হতে পারে।

আপনার লেখার কথপোকথনগুলো চমৎকার। বিশেষ করে হস্পিটালের ওই ভদ্রলোককে যেভাবে জেরা করলেন!! গন্ডগোল পাকানো যদি আপনার অভ্যাস হয় তবে প্রযোজ্য ক্ষেত্রেই তা ব্যবহার করেন বলে মনে হলো!

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:


ব্লগে, এখন মাত্র ১ জন বেকুব ব্গার আছেন; উনি দুনিয়ার জঘন্য ছবি দিয়ে ফ্লাডিং করেন; তবে, উনি হতাশ হয়ে শেষে ইয়াবা কিনে খাবেন।

পোষ্ট পছন্দ হয়েছে শুনে উৎসাহিত হলাম; বিকেল বের হবো হাঁটতে!

৩১| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৫

অচেনা হৃদি বলেছেন: আপনি চট্টগ্রামের লোক ?
সামনে কোন মহিলা বেশি বাতচিত করলে তাকে চাটগাইয়া ভাষায় প্রশংসা করে দিবেন, দেখবেন সে মাথা ঘুরে পড়ে যাবে । এবং পরে আর কোনদিন ভুলেও আপনার সাথে ঝামেলা বাঁধাবে না । ;)
=p~

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:



তাই, ধন্যবাদ সিক্রেট শেয়ার করার জন্য; শীঘ্রই আপনি অনেক ব্লগারের ধন্যবাদ পাবেন, মনে হচ্ছে!

৩২| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৬

বিষাদ সময় বলেছেন: বাইরে গিয়ে হেঁটে আসি, সম্ভব হলে, ছোটখাট গন্ডগোল মন্ডগোল করা যাবে।

ভয় হচ্ছে, কবে আবার আপনাকেও ফোলা চোখের চিকিৎসার জন্য ডাক্তারেরর কাছে যেতে হয়................ :)

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


কিছুটা সম্ভাবনা আছে!
তবে, আমি অবস্হা বুঝার চেষ্টার করি। গন্ডগোল লাগলে আমি নরম হয়ে কথাবার্তা বলি; আমি আক্রমণ করার চেষ্টা করি না।

৩৩| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৩

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: অনেক দিন পড়ে এ'ধরণের লেখা লিখলেন I ভালো হয়েছে লেখা খুব I ভালো লাগলো পড়ে I

০৯ ই জুলাই, ২০১৮ রাত ২:৩৮

চাঁদগাজী বলেছেন:


এগুলো সবার জীবনে ঘটে, অনেক তুলে ধরেন না।

৩৪| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১:১৬

যবড়জং বলেছেন: পড়লাম বলে মজা পেলাম, মজা পেলাম বলে জানিয়ে গেলাম ।

০৯ ই জুলাই, ২০১৮ রাত ২:৪০

চাঁদগাজী বলেছেন:


ওকে, মনে হচ্ছে যে, আপনার মাঝেও গন্ডগোল করার ছোটখাট সুপ্ত ইচ্ছা আছে।

৩৫| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১:১৯

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার পানিশমেন্ট লেভেল সেইরকম কুল! আমি খুব মজা পেলুম!

০৯ ই জুলাই, ২০১৮ রাত ২:৩৭

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় কাষ্টমারের সাথে গোলমাল করলে ব্যবসা থাকে না; অবশ্য এরা যাই করুক, কাষ্টমারের প্রতি আন্তরিক

৩৬| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
আপনার গল্প পড়ে মনে হলো এমনটা আমারো করা উচিত, বিশেষ করে বনানী নতুন করে গজিয়ে উঠা রেষ্টুরেন্ট !!! তাদের মধ্যে অন্যতম “ধাবা” সব ইডিয়ট এখানে বাস করে । আমার এক পাঞ্জাবী বন্ধু বাইরে থেকে দেখে বললো ধাবা নামের রেষ্টুরেন্ট তো হাইওয়েতে হয় ঢাকা আবাসিক কমার্সিয়াল এরিয়াতে ধাবা কিভাবে সম্ভব ? আমি বললাম বাংলাদেশে ঢাকায় “সি বীচের ফোর হুইল/থ্রি হুইল বাইক চলবে - কারণ এটা বাংলাদেশ” !!!

০৯ ই জুলাই, ২০১৮ রাত ২:৩৫

চাঁদগাজী বলেছেন:


ঢাকার টাকার আটকা পড়েছে এক শ্রেণীর হাতে, এরা বেশী খেয়েদেয়ে অসুস্হ হয়ে যাচ্ছে। ঢাকায় নিয়ম আলাদা, টাকাওয়ালা কাষ্টমারদের ভয়ে থাকে ক্যাশিয়ার ও সার্ভিসের লোকজন।

৩৭| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ২:৩৯

Ashfi Tuhin বলেছেন: মহিলারা এমন কেন! ধুর

০৯ ই জুলাই, ২০১৮ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:



এগুলো মোটামুটি ব্যতিক্রম।

৩৮| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৩

অনল চৌধুরী বলেছেন: খুব বিরক্তিকর লেখাটা।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৭:২৬

চাঁদগাজী বলেছেন:



এটা তো পাঠ্যসুচীতে নেই; আপনি ভাবছেন, এই পোষ্ট থেকে প্রশ্ন করা হবে?

৩৯| ০৯ ই জুলাই, ২০১৮ ভোর ৬:২৬

সিগন্যাস বলেছেন: প্রিয় চাঁদগাজী সাব,
আমার লেখাতো আর আলোচিতের পাতায় যাচ্ছেনা।আমি কি তবে আলোচিতের পাতা থেকে ব্যান খেলাম?

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



আপনি ব্যান হননি; আলোচিত পাতায় যেতে হলে, হয় অনেক কমেন্ট পেতে হয়, না হয় লাইক পেতে হয়, অথবা অনেকবার পঠিত হতে হয়; মিলিয়ে দেখেন, এই শর্তগুলোর কোন একটা পুরণ হচ্ছে কিনা!

৪০| ০৯ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৪০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার লেখায় একরকম গতি আছে, পড়তে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি |

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


আমি নিজেই লেখার গতিতে বিশ্বাস করি, ধন্যবাদ

৪১| ০৯ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ ভালো লাগলো। ভিন্ন স্বাদের পোষ্ট পেয়ে ভালো লাগলো। তবে সম্ভবত শেষ এরকম পোষ্ট পেয়েছিলাম কোনও এক শপিং মলে একটি কমবয়সী মেয়ের কথায় উপরথেকে জার পাড়তে গিয়ে সেদিনও হাত ফস্কে নিচে পড়েগেছিল, আর আজও কম বয়সী মেয়েটির হাত ফস্কে কোক নিচে পড়ে গেলো। অসহায় মেয়েদের সুন্দর মিষ্টি মুখগুলিকে অসহায়ত্বের পরিচয় দিয়ে বর্ননা করার ভঙ্গিটি বেশ উপভোগ্য।

শুভেচ্ছা নিরন্তর ।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৭:২২

চাঁদগাজী বলেছেন:


দৈনন্দিন কাজেকর্মে মানুষকে বিভিন্ন পরিস্হিতির মোকাবেলা করতে হয়; ভাবলে, সেগুলো একদিন কাহিনীতে পরিণত হয়।

৪২| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০৩

এখওয়ানআখী বলেছেন: পুরো লেখাটা পড়েছি আর কমেন্টগুলোও। ভাল লেগেছে। কষ্ট পেয়েছি আপনার ব্যর্থতায়, এত চেষ্টা করেও কালো চশমার সঙ্গে গন্ডগোলটা করতে পারলেন না!

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৭:২০

চাঁদগাজী বলেছেন:



আফ্রিকান আমেরিকানদের সাথে আমি স হজেই মিশতে পারি; ওরা কথার সুর ও শব্দের ব্যব হারের মাঝে ধরতে পারেন, কারা তাদের পছন্দ করেন, কারা করে না।

৪৩| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৮:০৮

তারেক_মাহমুদ বলেছেন: পোষ্ট পড়ে খুব হাসলাম, অনেক দিন পর একটি ব্যতিক্রমধর্মী পোষ্ট। লায়ন হার্টের কমেন্ট পড়ে মনে হল আমার সাথে যা ঘটেছে অন্য আরো মানুষের সাথেও তাই ঘটেছে। ভদ্রতা আর তেলবাজীর পার্থক্য মাথামোটাদের পক্ষে বোঝা সম্ভব নয়।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


আমার ক্যাচাল পোষ্টে থেকে হাঁপিয়ে উঠেন; তাই, নিজের থেকে ছুটি নিলাম।

আমাদের আশা, ব্লগ আমাদের সবাইকে ভালো দিকে টানবে।

৪৪| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কোন ভনিতা ছাড়াই সুন্দর ও সাবলীল লেখার জন্য ধন্যবাদ। পরিশেষে : আপনি কেমন আছেন জানাবেন।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাড, আমি ভালো আছি; চোখে সমস্যা আছে; আশাকরি ভালো হয়ে যাবো

৪৫| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৬

সিগন্যাস বলেছেন: কাওসার ভাইয়ের সাথে আপনার ঝগড়ার পর উনি আর ব্লগে নেই ;)

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমার সাথে উনার ঝগড়া হয়নি; উনি আমার বিপক্ষে একটা পোষ্ট দিয়েছিলেন; কারণ, আমি উনার সুনাম করিনি। ব্লগার ব্লগ-মাষ্টারের এক পোষ্টে আমি কবি খায়রুল আহসান সাহেব, ও কবি সেলিম আনোয়ারের সুনাম করেছি, উনার সুনাম করিনি; উনি মনে করেছেন যে, উনি কবি খায়রুল আহসান সাহেব, ও কবি সেলিম আনোয়ারের স্তরে চলে গেছেন। আসলে, উনার লেখায় মৌলিক ভুল আছে; উনি দেখে দেখে লিখেন।

সর্বোপরি, উনি মুক্তিযুদ্ধের মৌলিক বিষয়ে বিশ্বাস করেন না; ফলে, উনার সাথে আমার কোন সম্পর্ক এমনিতেই গড়ে উঠবে না।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


আমার সাথে উনার কোনরুপ ঝগড়া হয়নি; ব্লগে নিশ্চয় ফিরবেন।

৪৬| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৪

হাঙ্গামা বলেছেন: হা হা হা.....দারুন লেখা তো !!
পুরা ঘটনা এক নিমিশে পড়ে শেষ করলাম।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


ছোট ঘটনা, প্রায় সবার সাথে এটাসেটা ঘটে থাকে

৪৭| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৯

ব্লগ মাস্টার বলেছেন: আপনেরা যত ঝামেলা পাকাবেন আর তার সোধ আমাদের ওপর দিয়ে নিবে । আমি কি অনন্যায় করেছি জানিনা যে কারনে আমাকে জেনারেল করা হল।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনার আগের কমেন্ট থেকে বুঝেছিলাম কিছু একটা ঘটেছে; ব্লগিং'এর হাজার হাজার বিষয় আছে, সেগুলো নিয়ে ব্লগিং করুণ; আপনি সম্প্রতি যেই "থিমে" পোষ্ট লিখছিলেন, সেই ধরণের পোষ্টে "বিবিধ রকমের কমেন্ট" আসে; এবং সেগুলোকে আপনি সঠিভাবে হ্যান্ডলিং করতে পারেননি।

আপনি আপনার পোষ্টে, কবি খায়রুল আহসান, কবি সেলিম আনোয়ারের সাথে নতুন ব্লগার কাওসার চৌধুরীকে পরিচিত করার চেষ্টা করেছেন; এঁরা কি একই লেভেলের?

এরপর, কাওসার চৌধুরী ১ জন ব্লগারের বিপক্ষে পোষ্ট লিখেছেন, আপনি ২ জন ব্লগারের বিপক্ষে পোষ্ট লিখেছেন; এগুলো ব্লগের স্হিতিশীলতার জন্য ভালো নয়।

আশাকরি, আপনাকে হুশিয়ারী হিসেবে, সামান্যতম সময়ের জন্য হয়তো জেনারেল করা হয়েছে; আপনার ষ্টেটাস শীঘ্রই "সেইফ" দেখার আশা করছি।

৪৮| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২০

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! চমৎকার লেগেছে লেখাটা।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


পাশ করলাম

৪৯| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৩

জুন বলেছেন: কে এফ সির দশ বাথের ভ্যানিলা কোন আইসক্রীম খুব প্রিয় আমার । একবার হাত থেকে নিতে গিয়ে আমার আর কিশোরী বিক্রয় কর্মীর হাতে লেগে পরে গেল । সে বার বার মাথা নীচু করে ক্ষমা চেয়ে আমাকে নতুন একটি আইসক্রীম বানিয়ে দিল । মেয়েটির কোন দোষ ছিল না। আরেকবার ম্যাকডোনাল্ডসে একটি নতুন মেয়ে কোনের ভেতর আইসক্রীমটা ঠিক মত বানাতে পারছিল না । তার সিনিয়র এসে তাকে দিয়ে ৩টি আইসক্রীম বানিয়ে ফেলে দিয়ে ৪ নংটি আমার হাতে দিল তাও মেয়েটিকে কোন বকা তো দুরের কথা একটিবার তিরস্কারের দৃষ্টিতেও দেখলো না ।
একবার সিজলারে আমাদের টেবিলের পাশেই এক মেয়ের হাত থেকে এক ট্রে ভর্তি বাসন কোসন ধাক্কা লেগে পড়ে গেল। ম্যানেজার দৌড়ে এসে মেয়েটিকে তুলে ধরে দেখলো সে কোন আঘাত পেয়েছে কি না । আর ক্লিনার নিশব্দে এসে জায়গাটি দ্রুত পরিস্কার করে নিল ।
আমেরিকানরা আচার আচরনের দিক দিয়ে ইদানীং অনেক উগ্র মনে হয়।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


নিউইয়র্কের অবস্হা ভালো নয়; এখানে কাষ্টমারের অভাব নেই, এই সুযোগে, অনেক যায়গায় সার্ভিসের মান খুবই নীচে চলে গেছে; আমেরিকার ভেতরে অনেক ভালো।

৫০| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০১

মোস্তফা সোহেল বলেছেন: গাজী ভাই লেখাটি অনেক ভাল লাগল।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের পরীক্ষা নিচ্ছি!

৫১| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৭

রক বেনন বলেছেন: আফ্রিকান আমেরিকানের সাথে কথোপকথন তা অসাধারণ ছিল। হা হা হা! খুব ভালো লেগেছে।

পুনশ্চ ঃ ১/ ডাক্তার কি দেখাতে পেরেছিলেন? আপনার চোখের অবস্থা এখন কেমন?
২/ চট্টগ্রামের সম্মানিত ডাক্তারগণ বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা বন্ধ রেখে হরতাল করছেন। উনাদের দাবি যখন তখন ইচ্ছেমত মানুষ মেরে ফেলার অনুমতি দিতে হবে।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


চোখের অবস্হা একটু ভালো; গরমে চোখের সমস্যা একটু বেড়েছে, ধন্যবাদ।

প্রাইভেট মেডিক্যালগুলো ডাক্তারের যায়গায় "ডাকাত" উটপন্ন করছে। এই ডাক্তারগুলোকে "কম্পাউন্ডার"এ পরিণত করতে হবে।

৫২| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫২

রানা আমান বলেছেন: খুব আগ্রহ নিয়ে আপনার লেখা পড়ি আমি । এবারো তাই এবং অসাধারন ।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:


আমাকে ভালো করার চেষ্টা চালিয়ে যেতে হবে!

৫৩| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৭

আখেনাটেন বলেছেন: ছোট্ট একটি ঘটনা বর্ণনার গুণে পাঠকদের কানেক্ট করে ফেলেছে। আপনার এই ধরণের লেখাগুলি ভিভিড পিকচারের মতো মনে হয়। যে কারো মনে হতে পারে চোখের সামনেই আপনি এই কাণ্ডগুলি করছেন। পাঠক হিসেবেও এটা এক বিশেষ ধরণের অনুভূতি। সব লেখক এটা পারেন না।

অাপনি পচে যাওয়া রাজনৈতিক ক্যাচাল পোস্টের পাশাপাশি এই ধরণের পোস্ট দিলে পাঠকেরাও হালকা রসের সন্ধানে ডুব দিবে অাপনার লেখায় এ কথা পরিষ্কারভাবে বলা যায়।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


আমার পোষ্টের চেয়ে, আপনার কমেন্ট আমার কাছে বেশী ভালো লাগছে!

৫৪| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৮

তারেক ফাহিম বলেছেন: ক্ষুদ্র ক্ষুদ্র ঘটে যাওয়া ঘটনাকে খুব সুন্দর করে সাজিয়ে তুললেন।

পাঠে মজা পেলুম।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা যাপিত জীবনের ঘটনাপ্রবাহে বেশ আগ্রহী, মনে হচ্ছে!

৫৫| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৯

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো ।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


বয়স্ক ব্লগারের জীবনের একদিন

৫৬| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: খালেদার পোস্টের মতই ফালতু

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


বেগম খালেদা জিয়াও ব্লগে পোষ্ট দিয়েছেন?

৫৭| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। খুব চমৎকার লিখেছেন। গতিময় লেখা পড়তে আমার দারুন লাগে।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনি সব সনয়, অনেকভাবে আমাকে উৎসাহিত করেছেন, ধন্যবাদ।

৫৮| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ বয়স বাড়ছে এলা রাস্তাঘাটে দেখে শুনে পথ চলিয়ান। :)

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


সত্যই, চারিদিকে ক্রমেই দেয়াল উঠছে!

৫৯| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দিলে খারাপ হত না !

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া কোথায়ও কিছু লিখননি? আমি তো মনে করেছিলাম যে, আপনি আমার ও উনার পোষ্টের মাঝে তুলনা করে লিখেছিলন, "খালেদার পোস্টের মতই ফালতু "।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


উনাকে সরাসরি "খালেদা" না ডেকে, কমপক্ষে "বেগম জিয়া" ডাকুন।

৬০| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

সিগন্যাস বলেছেন: মোসাদ আর সিআইএ নাকি এক সংগঠন?

০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


না, ইহুদীরা নিজেদের স্বকীয়তা বজায় রাখে; ওদের ইতিহাস সবার থেকে বড়, সবার থেকে ধনী।

৬১| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৪

জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন:


পাশ করলাম
--- জিপিএ ফাইভ পেয়েছেন।

০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


কবিদের ভাবনাচিন্তা দিগন্ত জুড়ে, সেখানে দৈনন্দিন জীবনের কচড়া অনুপস্হিত

৬২| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৩

শৈবাল আহম্মেদ বলেছেন: এতগুলো মন্তব্য ও লাইকের ভীড়ে আমি সিন্ধান্তহীনতায় ভূগছি-কি করব! বা কি করা-বলা উচিত।

১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা বাস্তব কিছু পড়তে ভালোবাসেন।

৬৩| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: আপনি তো দেখি ক‍্যাচালবাজ । :P
মেয়েদের সামনে পড়ে বেশি ক‍্যাচাল করেন বোধ হয়।
ভালো হয়ে যান। ভালো হতে টাকা লাগে না। :)

১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৮

চাঁদগাজী বলেছেন:


ভালো হতে টাকা লাগে না, সঠিক!

৬৪| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫১

অক্পটে বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ারের লেখাগুলো ভাল লাগে।

১০ ই জুলাই, ২০১৮ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:


সবার জীবনে, প্রতিদিনই কিছু ঘটছে, সবাই হয়তো লিখতে চাহে না।

৬৫| ১০ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২৬

কাছের-মানুষ বলেছেন: রেস্টুরেন্ট এর ঘটনায় পুনরায় কোক দেয়া উচিত ছিল, ইউরোপ হলে দিত আমি মোটামুটি নিশ্চিন্ত!! আমি যদি ভুল না করি আপনি মনে ট্রাম্পের দেশে থাকেন!!
দেশ বিদেশ ঘুরার অভিজ্ঞতায় বলতে পারি আমেরিকার এই ধরনের সার্ভিস খুব খারাপ, টিপস কালচার একটি বিরক্তকর ব্যাপার!! টুরিস্ট বাস, কিছু রেস্টুরেন্ট এ দেখেছি বাক্স থাকে টিপস দেবার জন্য, তাছাড়া ওয়েটারদের আমার ছ্যাচড়া মনে হয় টিপসের জন্য দাড়িয়ে থাকে!! আমি টিপস কালচারের সাথে পরিচিত নই, এবার আমেরিকায় গিয়ে এক রেস্টুরেন্টে টিপস দেই নি বিদায় ওয়েটার খাবার দিটে আসছিল না আমার কাছে, অন্যজন্য পাঠাল এবং নিজে মুখ ভার করে ছিল! ব্যাপারটা বুঝতে পেরে আমি কিছুক্ষন পর টাকা নিয়ে ওই মেয়েকে ভিতর ডেকে পাঠালাম!

বেগম জিয়াকে নিয়ে আপনার আর কোন পোস্ট দেখছি না অনেকদিন ধরে!!!, চারদিকে সবাই উহ আহ করছে কোটা নিয়ে, আপনার মনোভাব কি কোটা নিয়ে?

১০ ই জুলাই, ২০১৮ ভোর ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


কোটার জন্ম দিয়েছিলেন শেখ সাহেবের যুগে, ১৯৭২ সালে, তাজুদ্দিন সাহেব; এটা প্রমাণ করে যে, তাজুদ্দিন সাহেবের কোন দক্ষতাই ছিলো না। সেটা ৪৭ বছর চলে আসছে; এতে, আামাদের সব ব্যুরোক্রেসীর একটা চিত্র অংককন করেছে, ৪৭ বছর ব্যুরোক্রেট হিসেবে কাজ করেছেন, তাদের বড় অংশ ইডিয়টরা।

এখন শেখ হাসিনা ঘোষণা করেছিল যে, কোটা থাকবে না; এটা করা সম্ভব; তবে, উনার সরকারের লোকদের এ্টুকু মগজ নেই। দেখা যাক, উনি কিভাবে সংস্কার করে। যেহেতু উনার লোকেরা ইডিয়ট, এটা করতে সময় লাগবে।

তবে, সব সরকারী চাকুরে যেহেতু চুরি ডাকাতী করে, কোটাধারী বা বিনা কোটার সবাই চোর ডাকাত।

আমেরিকার সার্ভিস ইউরোপের তুলনায় অনেক পেছনে। টিপস না পেলে ওয়েটারদের মন খারাপ হয়, ওদের বেতন কম।

৬৬| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: “ গণ্ডগোল চাইলে গণ্ডগোল নিজে থেকেই উপস্থিত হয়” - যথার্থ বলেছেন। বর্ণনা সাদামাটা হলেও সুন্দর হয়েছে,
ভাল লাগল।

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমার পোষ্টগুলো খুবই সাদামাটা

৬৭| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫১

মলাসইলমুইনা বলেছেন: হ্যা খুব কম কিন্তু এ'ধরনের অল্প কয়েকটা ঘটনার আমিও সাক্ষী এই আমেরিকায় I সুন্দর হয়েছে লেখা I অনেক দিন পর এমনে হয় রাজনীতির বাইরে কিছু নিয়ে লিখলেন I

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:



আমি রাজনীতির ক্যাচাল অংশটুকু নিয়ে আলোচনা করি; মাঝে মাঝে পাঠকদের ছুটি দিতে হয়।

৬৮| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৫

ঠ্যঠা মফিজ বলেছেন: বয়স যেহেটু হয়েছে বুঝতেই পারছেন তাই নারীদের সাথে গন্ডগোল একটু কমিয়ে দিন ।বলাতো যায়না পথে ঘাটে
কখন কোন নারী আবার আপনারে গলায় ফাঁস পড়াইয়া দেয় শেষে আবার এই বুড়া বয়সে আরেক কেলেঙ্কারী । :P

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


ভালো দিক হলো, কেহ ঝুলে পড়বে না।

৬৯| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট পড়লাম। আমার মজা লাগলো পড়তে।

১৬ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


সুন্দর গল্পের লেখক ছিলেন আপনি; কোথায় চলে গেলেন, কে জানে!

৭০| ২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা ভাইসাব।
প্রাঞ্জল লেখাটি ভালো লেগেছে।
আপনার কাম কাইজও ভালো লেগেছে B-)

২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনি ব্যস্ত মানুষ, তারপরও সময় করে ব্লগে আসেন; ভালো থাকুন।

৭১| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: ঠিকই বলছেন আমি লেখক ছিলাম। পাসওয়ার্ড বারবার ভুলে যাই। অফিসের পিসিতে এটা সেভ করা তাই লগিন হতে পারলাম। পাসওয়ার্ডটা লিখে রাখি নাই, তাই মাঝে মাঝে ইচ্ছে হলেও লগিন হতে পারি না। আর কী লিখব খুঁজেও পাই না।

ব্লগে এখন কারা কারা লিখতেছে, লিংক দিয়েন তো দেখব। মানে ভালো লিখতেছে কারা, তাদের লিংক দিয়েন।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


পাসওয়া্র্ডটা আপনার প্রিয় কোন বইয়ের পেছনের পাতায় লিখে রাখুন। সময় করে লিখুন, আপনার গল্পের পাঠক আছে।

লিংক দিতে বলে, আমাকে বিপদে ফেলেছেন; একটু সময় লাগবে; এই মন্তব্যে লিংক যোগ করে দেবো।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:


গল্প লিখতেন, "ফাহমিদা বারী", কবিতায় "জাহিদ অনিক"; কোনটার লিংক পেলাম না, সংগ্রহ করে দেবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.