নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

কথোপকথনঃ ক্ষণজীবী এক শিউলি ফুল আর ব্যস্ত টুনটুনি পাখি

২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৩


সবুজের খরা যুক্ত এই কংক্রিটের শহরের কোণে এক শিউলি গাছ ছিল। তার ডালে বাসা বেধেছিল এক টুনটুনি পাখি। খুব ভাব হয় শিউলি ফুল আর টুনটুনি পাখির। হৃদয়ের লেনাদেনাও হয় দিনে দিনে।

শিউলি -ফুড়ুৎ ফুড়ুৎ উড়ে চলে যাও। উপেক্ষার বেড়ী পরাও। বোঝ?

টুনটুনি - ছি ছি! উপেক্ষা হবে কেন? ব্যস্ততা ।

- তোমার বুকে করে আমায় সমুদ্র দেখাবে? পাহাড় দেখাবে? নদী দেখাবে?

- এখন ব্যস্ত যে।

-আচ্ছা, আমায় ‘ভালবাস’ তুমি?

- ও শব্দের অর্থ জানি না। তবে বুকের ভেতর যে মায়ার নদী আছে, তার দুকূল ছাপিয়ে পড়ে তোমার জন্য। ইচ্ছে করে আমার কুঁড়ে ঘরে তোমাকে পূর্ণিমার চাঁদ করে রাখি। আর সে চাঁদের জ্যোৎস্নায় ডুবে, কাটিয়ে দেয় একটা টুনটুনি জীবন। শিশির বুকে তোমাকে দেখলে আমার ঘোর লাগে!

- সারারাত কান্নার জল জমে থাকে বুকে। আর তুমি তাকে শিশির বল!

-তাহলে তোমার কান্নাই আমাকে মুগ্ধ করে।

- হাসালে!! আচ্ছা, একে কি ভালবাসা বলে?

- বাসা বুনছি। এখন ব্যস্ত!

-প্রয়োজন কি বাসার! তুমি না বলেছ আমার আখির অতলে স্বেচ্ছা নির্বাসন নেবে। আমার চোখের তারা হয়ে বসত কোরো না হয়?

- তোমার ঘ্রাণ আমায় মাতাল করে!!

- ক্ষণজীবী শিউলি আমি। হারানোর ভয় করে না?

- এখন আমি ব্যস্ত।

-আমাকে স্বপ্ন দেখাবে? সুখতারা ছোঁয়ার স্বপ্ন?

-এখন আমি ব্যস্ত।

এক অশুভ বিকেলে নির্দয় দমকা হাওয়ার ধাক্কায় শিউলি ঝরে যায়। গোধূলির রক্ত আভা মুছে গেলে, সবুজ ঘাসের ভীড়ে টুনটুনি আর শিউলিকে খুঁজে পায় না।

ঝরে যাওয়ার আগে শিউলি চিৎকার করে বলে যায়! টুনটুনি, পরজন্মে আমি ব্যস্ততা হব। তখন আমায় নিয়ে ঘর বেধ তুমি!

ছবি সূত্রঃ view this link

মন্তব্য ৪৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২১

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ কথামালা, শেষাংশে বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠল.........শুভেচ্ছা অনেক

২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

ক্লে ডল বলেছেন: গত পোস্টে সবাই বিষণ্ণতাকে নিয়ে শঙ্কা করেছেন। তাই ভেবেছিলাম, এ পোস্টে বিষণ্ণতা, বিরহ, বিষাদ এসব কিছুকেই ধারে কাছে আসতে দেব না। তারপরও বুকের ভিতর হাহাকার করল!!

প্রথম মন্তব্যের জন্য কৃতজ্ঞতাসহ ধন্যবাদ। শুভকামনা রইল অশেষ। :)

২| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আজ সূর্য উঠে উঠে এমন সময়ে বাসায় ফেরার সময় রাস্তার পাশে বেশ কিছু শিউলি ফুল পড়ে থাকতে দেখলাম। বেশ ভাল লাগা কাজ করছিল। কথপোকথন মুগ্ধ করেছে। সবকিছুই ক্ষণস্থায়ী কেন ! :(

২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

ক্লে ডল বলেছেন: সূর্য ওঠার সময় বাসায় ফিরছিলেন!! শিফটে জব করেন বোধহয়।

কথোপকথন মুগ্ধ করেছে জেনে অনুপ্রাণিত হয়েছি!
মানুষের জীবন সবচেয়ে অদ্ভুত রকম ক্ষণস্থায়ী। নিশ্চয়তাহীন। তাই হয়ত এত সুন্দর।

ভাল থাকবেন মোহেবুল্লাহ অয়ন।:)

৩| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৭

অপ্‌সরা বলেছেন: ভোরের শিউলি ফুল আর তাতে শিশির পড়ে থাকা সাথে শিউলির মিষ্টি গন্ধ!!!!!!!

কি অবাক ভালো লাগা!!!!!


কোমলতা, শুভ্রতা!!!!!!!

২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

ক্লে ডল বলেছেন: শিউলির কোমলতা, শুভ্রতা সত্যিই অবর্ণনীয়।

অনুভবে বিস্ময়কর ভাল লাগা আনে!!

আপনার জন্য শুভকামনা নিরন্তর। :)

৪| ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

মলাসইলমুইনা বলেছেন: আপনার এই লেখাটাকে কি বলা যাবে কবিতা, গল্প বা ছোট গল্প যার রেশ এখনো শেষ হলোনা ? না অন্তহীন কষ্টের কোনো দীর্ঘ্য উপন্যাস ? যাই হোক না কেন পড়তে পড়তে মনে সারাক্ষণই আনন্দ শঙ্করের "মিসিং ইউ" -এর মিউজিকটা যেন বাজতে থাকলো | এতো কথার পরেও আপনার লেখাটা নিয়ে যা বলতে চাইলাম তার কিছুই বলা গেলো না |আসলে পারছি না কিছু বলতে|ব্রিলিয়ান্ট !!!

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৮

ক্লে ডল বলেছেন: আনন্দ শঙ্করের "মিসিং ইউ" -এর মিউজিক আগে কোনদিন শোনা হয়নি। এখন শুনে নিলাম।

আপনার এ উচ্ছসিত প্রশংসায় দায়িত্ব বেড়ে গেল আমার! :)

পুর্ণেন্দু পত্রীর লেখা কথোপকথনের কিছু আবৃতি শুনে এই লেখার পোকা ঢুকল মাথায়।

অনেক অনেক শুভকামনা জানবেন। :)

৫| ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরে না, মসজিদ থেকে বাসায় যাচ্ছিলাম। ঠিক, নিশ্চয়হীনতা। এই জন্যই মানুষ ভবিষ্যতের স্বপ্ন দেখে। সুন্দর সুন্দর কল্পনা করে। ভাল বলেছেন। :)

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২

ক্লে ডল বলেছেন: ও আচ্ছা!!
সূর্যোদয়ের সময়টা আমার খুব পছন্দের!!

৬| ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৪

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ ভাল লাগা জানানোর জন্য।
শুভকামনা জানবেন। :)

৭| ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,



" সারারাত কান্নার জল জমে থাকে বুকে। আর তুমি তাকে শিশির বল! "
সুন্দর লিখেছেন ।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯

ক্লে ডল বলেছেন: ব্লগে কবিতা নিয়ে সমালোচনার শেষ নেই। :(
পোষ্ট করতে সংকোচ হয়!

আপনার মত কিছু সিনিয়র ব্লগার উৎসাহ দেন বলে সাহস পাই। :)

৮| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ কবি। :)

৯| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সু্ন্দর বুনুনে ছোট্টগল্পটির শেষটায় যে বিরহ একেঁ দিলেন চমৎকার লিখন শৈলী বলতে হয় অামাকে।

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

ক্লে ডল বলেছেন: বিরহ, বিষণ্ণতা, বিষাদ বাদ দিতে চেয়েছিলাম। :)

বরাবর উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

ভাল থাকবেন। :)

১০| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৩

কালীদাস বলেছেন:

ঝরে যাওয়ার আগে শিউলি চিৎকার করে বলে যায়! টুনটুনি, পরজন্মে আমি ব্যস্ততা হব। তখন আমায় নিয়ে ঘর বেধ তুমি!
:(( :((

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

ক্লে ডল বলেছেন: B:-) B:-) লাইক দিয়েছেন!

আর কাঁদবেন না! =p~

ভাল থাকুন। :)

১১| ২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫২

উম্মে সায়মা বলেছেন: অসম্ভব ভালো লাগা! মন ছুঁয়ে যাওয়া লেখা+++

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯

ক্লে ডল বলেছেন: আমার লেখা আপনার মন ছুঁতে পেরেছে জেনে ভাল লাগল। প্লাসে অনুপ্রাণিত হলাম।

অশেষ শুভকামনা রইল। :)

১২| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০১

জাহিদ অনিক বলেছেন:


শিউলী ফুলের এই ক্ষণস্থায়ী জন্মটা সত্যিই অবাক করা।

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৮

ক্লে ডল বলেছেন: সত্যিই অবাক করা।

১৩| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৩

মনিরা সুলতানা বলেছেন: আহা !!
কথোপকথনে ভালোলাগা ।

২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

ক্লে ডল বলেছেন: অশেষ শুভেচ্ছা জানবেন। :)

১৪| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৭

এপিস বলেছেন: সুন্দর।

২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ এপিস। :)

১৫| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৫

আখেনাটেন বলেছেন: নিটোল ভালোবাসার এক শুভ্র ও কোমল প্রকাশ। শেষ গুলোও যদি কোমল ও মোলায়েম হতো তাহলে কতই না ভালো হতো।

অসম্ভব সুন্দর করে কথার জাল বুনেছেন।

ভালোলাগা..........।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮

ক্লে ডল বলেছেন: শেষগুলো ভাল হলেও আমরা মনে রাখি না, লিখি না!! মানুষের মনে বিয়োগ দাগ কাটে বেশি।
মানুষ দুঃখবিলাস করতে ভালবাসে।

শুভেচ্ছা জানবেন অশেষ।

১৬| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লাগল।+++

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১০

ক্লে ডল বলেছেন: অশেষ শুভকামনা জানবেন। :)

১৭| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


যথা সময়ে যদি ভালোবাসার মানুষেরা এক হতে না পারে, ভালোবাসা স্বপ্ন হয়ে যায়, না পাবার বেদনাটুকু নিয়ে বাঁচতে হয়!

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৮

ক্লে ডল বলেছেন: কাব্যিক মন্তব্য। যতার্থ বলেছেন! ব্লগে কবিতা দেখে আগের মত রেগে যাচ্ছেন না, আবার দারুণ দারুণ মন্তব্যও করছেন! সেই খুশিতে এখন আমরা আম ব্লগার আপনার নিকট একটা কবিতা চাইতেই পারি। সকলের অনুরোধ রাখবেন নিশ্চয়! আপনি কবিতা লিখলে ইতিহাস হবে একটা! :)

ভাল থাকবেন।

১৮| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

কথাকথিকেথিকথন বলেছেন:




চমৎকার শিহরণ জাগানো লেখা যদিও সমাপ্তিটা অসমাপ্ত রয়ে গেল !!

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৮

ক্লে ডল বলেছেন: নিজের কল্পণা দিয়ে সমাপ্ত করে নিন কবি। কবিদের মন্তব্যে অনুপ্রাণিত হয়।

শুভকামনা জানবেন। :)

১৯| ২৫ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:০৪

ফেরদৌসা রুহী বলেছেন: শিউলি ফুলের জন্য মায়ায় লাগে।

রাতেই ফুটে আবার ভোরেই ঝড়ে যায়।

২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

ক্লে ডল বলেছেন: শিউলির শুভ্রতা অতুলনীয়!!

মহাকালের কাছে মানব জনমও শিউলির মত ক্ষণস্থায়ী।

ভাল থাকবেন। :)

২০| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২

রাতুল_শাহ বলেছেন: সুন্দর কথোপকথন।

খুব সুন্দর ভাবনা।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪০

ক্লে ডল বলেছেন: অনেক ধন্যবাদ রাতুল শাহ!

ভাল থাকবেন। :)

২১| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

খায়রুল আহসান বলেছেন: আমরা সবাই একেকটি শিউলি ফুল। কেউ ঝরে পড়ি শিশিরসিক্ত কোমল ঘাসের উপর, কেউ ধূলি ধুসরিত মাটিতেই, অল্প কারো ভাগ্যে হয়তো জোটে, একটি মায়াবী আঁচল। কারো স্থান হয় আত্মমগ্ন পথিকের পদতলে, কারো ভক্তিভরা দু'টি অঞ্জলিতে।
শিউলি এবং টুনটুনির কথোপকথন হৃদয়স্পর্শী হয়েছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

ক্লে ডল বলেছেন: নিঃসন্দেহে উচ্চমার্গীয় ও সত্যবাক্য বলেছেন। আসলেই আমরা একেকটি শিউলি ফুল। ঝরে পড়ায় আমাদের কারোরই নিয়ন্ত্রণ নেয়।

আপনার প্রতি অশেষ শুভকামনা রইল। :)

২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । ছবিটা বেশি সুন্দর । :) +

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১০

ক্লে ডল বলেছেন: মন্তব্যে প্রীত হলাম!! :)

হুমায়ুন ফরিদী আমার প্রিয় একজন অভিনেতা। আপনার প্রোপিক দেখলে ওনার কথা মনে আসে।

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৬

ক্লে ডল বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা বিজন রয়!! :)

ভাল থাকবেন।

২৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: দারুণ হয়েছে। নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

ক্লে ডল বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

অপনাকেও নতুন বছরের শুভেচ্ছা মোহাম্মদ গোফরান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.