নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা অামার তৃষ্ণার জল

কয়েস সামী

i m nothing in this huge world...

কয়েস সামী › বিস্তারিত পোস্টঃ

নতুন স্বাদের গল্প: রাত তিনটার গল্প

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৩২

জলি: রিয়াদ কি জেগে আছ?
রিয়াদ: এখন রাত তিনটা, জেগে না থাকাটাই কি স্বাভাবিক নয়?
জলি: রিয়াদ, আমি ভয় পাচ্ছি।
রিয়াদ: কেন? কী হয়েছে?
জলি: টিভি!
রিয়াদ: কী বলছ বুঝতে পারছি না।
জলি: ৯ নং চ্যানেলে স্টার প্লাস না?
রিয়াদ: হু। স্টার প্লাস। এতো রাতে স্টার প্লাসে কী কর?
জলি: কিছু একটা হয়েছে স্টার প্লাসে। এখন একটা সিরিয়্যাল দেখানোর কথা, ওটা দেখাচ্ছে না।
রিয়াদ: কী দেখাচ্ছে?
জলি: অন্য কিছু বুঝতে পারছি না।
রিয়াদ: দেখো ফালতু কথা বল না। এতো রাতে আমার ঘুম ভাঙিয়ে ফালতু কথা বল না। এটা ঠিক না। আর তাছাড়া.. তাছাড়া...
জলি: তাছাড়া কী?
রিয়াদ: আজ বিকেলে না তুমি আমার সাথে ব্র্যাক আপ করে েেগলে। এখন তো আমার ঘুম ভাঙানোর কোন অধিকার তোমার নাই।
জলি: আহ রিয়াদ, বল্লাম না আমার ভয় লাগছে। তাই তোমাকে কল করলাম।
রিয়াদ: ভয়! ভয়ের কি হল?
জলি: এই যে স্টার প্লাস!
রিয়াদ: কী দেখাচ্ছে ওতে?
জলি: একটা ঘর!
রিয়াদ: দেখো ঘুমের ঘোরে হয়তো তোমার ভুল হচ্ছে। অন্য চ্যানেলগুলো দেখো।
জলি: দেখেছি। সবগুলো তো ঠিখ আছে। এই, তুমি একটু টিভিটা চালাও না।
রিয়াদ: এতো রাতে কী যে করো না! দাড়াও। চালাচ্ছি।
রিয়াদ: কই। ঠিকই তো আছে। সিরিয়্যাল চলছে। তিন মহিলা মিলে গল্প করছে।
জলি: তাহলে আমারটাতে কী দেখাচ্ছে। জায়গাটা খুব চেনা চেনা লাগছে।
রিয়াদ: দেখো তোমার মাথা ঠিক আছে কি না।
জলি: ফাজলামি করো না রিয়াদ। একটু সিরিয়াস হও।
জলি: আরে! এটা তো তোমাদের বাসার ড্রয়িং রুম!!
রিয়াদ: ধ্যাৎ! কী যে বল। তোমার টিভিতে আমার বাসার ড্রয়িং রুম দেখাবে কেন?
জলি: কী জানি কী হয়েছে! আমি কিছুই বুঝতে পারছি না। ওখানে কি কোন ক্যামেরা রাখা আছে রিয়াদ? তুমি কি রেখেছিলে?
রিয়াদ: কী যা তা বলছো! আমি রাখতে যাব কেন?
জলি: বাসায় কেউ নাই বলে আমাকে ডেকে নিয়ে যা কান্ড করতে চাইলে, তা কি রেকর্ড করে রাখতে চেয়েছিলে?
জলি: রিয়াদ! ক্যামেরা ও তো ওখানে সেট করা যেখানে আমি বসেছিলাম। ওই সোফাটাই দেখা যাচ্ছে এখন।
রিয়াদ: কী সব ফালতু কথা বলছ! আমি রেকর্ড করতে যাব কেন? তুমি আামাকে এতোটা নীচ ভাবতে পারলে? ফোন রাখ। তোমার সাথে ব্রেক আপ হয়েছে, ভালই হয়েছে। নইলে আগামীতে আরো ভোগাতে তুমি। তুমি একটা সাইকো। জাস্ট এ সাইকো।
জলি: ফোন রেখো না রিয়াদ। আমার ভয় করছে। তুমি গিয়ে একটু দেখো না, ওখানে কোন ক্যামেরা আছে কি না।
রিয়াদ: আশ্চর্য মেয়ে! ক্যামেরা থাকবে কেন?
জলি: যাও না। দেখে আসো।
রিয়াদ: যাচ্ছি বাবা! আজ বিকেলে নাটক করে এখন আবার নাটক করছো!
জলি: নাটক আমি করি? না?
রিয়াদ: বিকেলে কী করলে মনে নাই? একটু খানি ছুঁয়ে দিতে চাইলাম আর ধাক্কা দিয়ে ফেলে দিলে আমায়! মুহুর্তে সব শেষ করে দিলে!
জলি: তুমি জানো, আমি ওসব পছন্দ করি না।
রিয়াদ: আরে বাবা ওটা তো ভালবাসারই একটা অংশ তাই না?
জলি: তাই বলে ওভাবে! ছি!
জলি: রিয়াদ! আমি তোমাকে দেখতে পাচ্ছি! তুমি! এটা তো তুমিই!
রিয়াদ: কী সব বাজে বকছো। আমাকে কী করে দেখবে তুমি?
জলি: আরে, টিভিতে তোমাকে দেখাচ্ছে, রিয়াদ। আমি তোমাকে দেখতে পাচ্ছি। নিশ্চয়ই ওখানে একটা ক্যামেরা আছে।
রিয়াদ: নাহ! ক্যামেরা নাইরে বাবা।
জলি: তাহলে আমি কি করে দেখছি তোমাকে? আশ্চর্য! ভাল করে খোঁজ।
রিয়াদ: শোন, আর নাটক করো না। আমার সাথে কথা বলার বাহানা করছো তুমি । আমি ঠিক বুঝতে পারছি।
জলি: আরে না সত্যি! বলো তুমি বাঁ কানে মোবাইল ধরে আছো কি না? আমি স্পষ্ট দেখতে পারছি।
রিয়াদ: বাহ! গুড গেস! আর তাছাড়া তুমি বেশ ভাল করেই জান আমি সাধারণত বাঁ কানেই মোবাইল ধরি।
জলি: তুমি গ্রে কালারের একটা ট্রাউজার পরেছো। আর নীল টি শার্ট।
রিয়াদ: লেগে গেছে। তোমার অনুমান শক্তি বেশ প্রখর দেখছি।
জলি: না, অনুমান না। আমি স্পষ্ট তোমাকে দেখতে পাচ্ছি। এখন তুমি সোফায় বসেছো। ঠিক আমি যেখানে বসেছিলাম।
রিয়াদ: ও মাই গুডনেস! তুমি কি সত্যি আমাকে দেখতে পাচ্ছো?
জলি: হু, সত্যি! দেখো ভাল করে কোন ক্যামেরা আছে কি না।
রিয়াদ: নাহ কোন ক্যামেরা তো পাচ্ছি না। তবে কিছু একটা।
জলি: কী? কী সেটা?
রিয়াদ: কিছু একটা এখানে আছে। কিছু একটা আমাকে দেখতে পাচ্ছে বলে মনে হচ্ছে। অশরীরী কিছু! আমার ভয় করছে।
জলি: আমারও খুব ভয় করছে রিয়াদ। খুব ভয় করছে।
রিয়াদ: জলি, আসলে আমার মনে হচ্ছে কেউ একজন চাচ্ছে না আমরা দুজন দূরে সরে যাই।
জলি: আমারো তাই মনে হচ্ছে। আমার নিজেকে খুব গিল্টি লাগছে। তখন ওমন রিঅ্যাক্ট না করলেও পারতাম।
রিয়াদ: আমারো বুঝা উচিত ছিল তুমি কী পছন্দ করো, আর কী না কর।
জলি: রিয়াদ আমি আসলেই তোমাকে ছাড়া থাকতে পারব না। আই অ্যাম স্যরি, রিয়াদ।
রিয়াদ: আমিও দুঃখিত। তখনকার সেই আচরণের জন্য।
জলি: রিয়াদ! স্টার প্লাস! সিরিয়্যাল!
রিয়াদ: কী?
জলি: টিভি ঠিক হয়ে গেছে। তোমাকে আর দেখা যাচ্ছে না।
রিয়াদ: দেখলে তো, আমাকে ছাড়া তোমার দুনিয়াটা অবিশ্বাস্য হয়ে যাবে।
জলি: আর, আমাকে ছাড়া তোমার দুনিয়াটাও...

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:১০

সুমন কর বলেছেন: প্লট নতুন ছিল, ভালোই লাগছিল। কিন্তু শেষ হয়ে গেল....

+।

২৬ শে জুন, ২০১৭ দুপুর ২:২৫

কয়েস সামী বলেছেন: পড়েছেন যে এজন্য অনেক ধন্যবাদ। ছোট গল্প যখন শেষ তো করতেই হবে!!

২| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৩

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:৩৯

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ। যদিও মজা করলেন কি না বুঝলাম না!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.