নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের সাম্পান ওয়ালা- [email protected]

নিশাচড়

গ্রামের এক দুরন্ত ছেলে আমি। মেটো পথ দিগন্তহীন সবুজ মাঠ আর গাছে গাছে দাপিয়ে কাটিয়েছি কৈশোর। স্বপ্ন দেখতে ও দেখাতে ভালোবাসি...স্বপ্ন দেখি সুুন্দর পৃথীবির ....ভালোবাসি দেশ মাটি ও মানুষদের। আমি স্বপ্ন দেখি.... আমি স্বপ্নের সাম্পানে ভর করে উরে বেড়াই সুন্দরের পথে।।

নিশাচড় › বিস্তারিত পোস্টঃ

আকুতি

২৪ শে মে, ২০১৮ রাত ১২:০১

আর শুনাতে না চাইলে
শুনিও না
তোমার গলার গান,
আমার পাগলামুতে বিরক্ত হলে-
পাগলামু ছেড়ে দেব,
তবুও অভিমান করে-
এ শহর ছেড়ে চলে যেও না।
একদিন তোমার হৃদয়
ডুকরে কেঁদে উঠবে
তোমার ভেতরের অনুতাপে
পিষ্ট হবে বারে বারে।
যেদিন তোমার হৃদয়ে-
ঝর উঠবে
সেদিন চিৎকার করে উঠবে, থামাও! থামাও!
তবুও থামবে না।

তারই জন্যে অপেক্ষা
তারই জন্যে দাঁড়িয়ে এখনো।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:০৯

মিজানুল আজম বলেছেন: ভালো লাগা রেখে গেলাম :)

২৪ শে মে, ২০১৮ ভোর ৪:১৬

নিশাচড় বলেছেন: ধন্যবা। উৎসাহ পেলাম

২| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:০৯

কাইকর বলেছেন: সুন্দর কবিতা। আপনার ২য় কবিতা পড়লাম।ভালোই লাগলো। সময় পেলে আমার ব্লগে গিয়ে ঘুরে আসবেন।ধন্যবাদ

২৪ শে মে, ২০১৮ ভোর ৪:১৭

নিশাচড় বলেছেন: ধন্যবাদ। অবশ্যই যাবো।

৩| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:২৮

স্ব বর্ন বলেছেন: চাপিয়ে রাখা আর্তনাদ আহাজারী শুনতে শুনতে নিজেই একটা সময় অপেক্ষা হয়ে যাব।
ভাল লেগেছে নিশাচড়।

২৪ শে মে, ২০১৮ ভোর ৪:১৯

নিশাচড় বলেছেন: আপনাে মন্তব্যও একট কবিতা হয়ে প্রকাশিত হলো। অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

৪| ২৪ শে মে, ২০১৮ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: বাহ! বেশ।

২৬ শে মে, ২০১৮ রাত ১০:২৮

নিশাচড় বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.