নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

দেখেন অবস্থা !

২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪২


দেখেন অবস্থা !

খেলা দেখতে গেছে আমাদের পরিচিত বন্ধু ( নাম প্রকাশে অনিচ্ছুক) ।তিনি খেলার মাঠে তার প্রিয় নেতার ছবি নিয়ে গেছেন ।বাংলাদেশকে তুলে ধরে বিশ্ববাসীকে জানান দেয়ার জন্য । ফেসবুকে ছবি দেয়ার পর দেখেন কিছু মানুষ তা ফটোশপ করে কি করেছে ।কোনটা আসল ,কোনটা নকল আপনারাই বিচার করেন।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


বিচারের দরকার কি? ডোডো কি খেলা দেখতে গেছে, নাকি আওয়ামী লীগের মিটিং করতে গেছে?

২| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনার বন্ধু কি টেন্ডারবাজী করে?

২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৮

এমএইচ রনি১৯৭১ বলেছেন: কি করে জানলে খুশী হবেন?

৩| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মগজহীনদের নিয়ে কথা না বলাই ভাল! ওরা দুরে গিয়ে মরুক!


@"চাঁদগাজী,
আমি শেখ সাহেবের ছবি নিয়ে যাব, নাকি মেসি, রোনালদো, প্রিয়াঙ্কা চোপড়ার ছবি নিয়ে যাব সেটা আমার ব্যাপার! সেটা নিয়ে ফটোসপ করার আপনি কে???

সবাইকে ডোডো বলাটা আপনার এক ভালো গুণ!!

৪| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


@মো: নিজাম উদ্দিন মন্ডল ,

খেলা মানে খেলা, উহাতে কেহ শেখ সাহেবকে আনার চেষ্টা করলে, সেই লোক নিজেই সমস্যা; এটা বুঝতে পারেন কিনা দেখেন।

৫| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @চাঁদগাজী,
হক সাহেব, সোহরাওয়ার্দি, মাওলানা, বঙ্গবন্ধু এরা আমার হিরো! নট কার্ল মার্ক্স!X(


আমার মত ডোডো, গিনিপিগ আপনার বচন বুঝিবে না!
আগামীকাল ব্লগে থাকবেন!
আপনার সাথে বোঝাপড়া আছে...;)

৬| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

সেলিম আনোয়ার বলেছেন: বঙ্গবন্ধুর লোকদের এখন চুরির টাকা আছে।চুরির টাকায খেলা দেখতে গেছে।

খালেদা জিয়ার অনুসারির দেখি মাথায় বুদ্ধি আছে।

নেতা তাহলে দুইজন আছে একজন শেখ মুজিব ২ খালেদা জিয়া । !:#P

৭| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

কাইকর বলেছেন: ভাই রাজনীতি বুঝিনা ভালোভাবে। তাই এ নিয়ে মাথাব্যথাও নেই।

৮| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

পথিক৬৫ বলেছেন: জনাব এখানের কোন ছবিই আসল না বলে মনে হয়। যদি আমার দেখা ঠিক হয়ে থাকে। এই লোক গতকাল ব্রাজিল আর কোস্টারিকার খেলা দেখতে এসেছিল সেন্ট পিটার্সবার্গ এর মাঠে। আমি তখন এই মাঠে ডিউটিতে ছিলাম। গেইট ৮ এর সামনে আমি মাইক হাতে যখন আগত দর্শকের তথ্য দিচ্ছিলাম তখন উনি সেখান থেকে ডুকেছেন। উনার হাতে বাংলাদেশের পতাকা দেখে আমি নিজেই গিয়েছিলাম তার কাছে। পরিচইয় দিলেন উনি ফেনি থেকে এসেছেন। এটাও বলেছিলেন ফেনী ফুটবল ক্লাব থেকে উনি একাই এসেছিলেন। উনার হাতে শুধু পতাকা ছিল। তার মাথায় বাধা পতাকা আমি নিজেই তখন বেধে দিয়েছিলাম। উনি বলছিলেন যে উনার কেউ একজন বেধে দিয়ছিলেন কিন্তু গেইটে খুলে দিয়েছে এখন বাধতে পারছেন না। তার হাতে আমি আর কোন ছবি দেখি নাই। শুধু পতাকা ছাড়া। তবে হা যদি অন্য কোন বাংলাদেশীর থেকে পরে নিয়ে থাকে সেটা ভিন্ন বিষয়।।

৯| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: মজা পাইলাম।

১০| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @পথিক৬৫,
আপনার মন্তব্যটা সমীহ করার মত!

২য় ছবিটি যে ফেক! কারণ সেখানে দর্শকের হাত পোস্টারের সঠিক জায়গায় নেই! এবং বাম হাত দেখা যাচ্ছে না!

আর প্রথম ছবিতে ডান হাত স্পস্ট! যদিও বাম হাত অস্পস্ট! আর পতাকাটা দর্শকের কপালে বাঁধা আছে!
এখন প্রশ্ন, তাহলে হাতে কি???
বলো দেখি?
কি? কি?
চকলেট, মিষ্টি???:P

১১| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

Sujon Mahmud বলেছেন: ঝগড়া তো জমে গেছে দেখছি...... "চা" লাগবে নাকি।

১২| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


@সেলিম আনোয়ার ,

আপনি বলেছেন, "নেতা তাহলে দুইজন আছে একজন শেখ মুজিব ২ খালেদা জিয়া । "

-আসলে, বেগম জিয়ার সাথেযে মেয়েটা আছে, ফাতেমা, সে বেগম জিয়া থেকে অনেক ভালো মানুষ! বেগম জিয়া নেতা বা নেত্রী নন, উনি লোভী কাউয়া।

১৩| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

হাঙ্গামা বলেছেন: দুইটা ছবিই ভুয়া। প্রযুক্তির যুগে অনেক ব্যবস্থাই আছে ছবি কয়বার এডিট হইছে সেইটা জানার।
আর এরকম ছবি যদি আসলেই যদি কেউ নিয়া যায় তাইলে ওরে একটা থাবড়া দিয়া ডি বক্সের ভিত্রে ফালানো ওয়াজিব ছিলো।
আবাল বাঙ্গালী।

১৪| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামীলীগার ছাড়া বাংলাদেশী কোন দর্শক অনলাইনে শেখ সাহেবের ছবি তুলতে চাইবে বলে মনে হয় না। পরেরটা তো এডিটই...

১৫| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ক্যাচাল তাহলে শুরু হয়েছে!!!;)
আমি তাহলে আরেকটা গিট্টু লাগাই:P

@......
খালেদা জিয়া যাদের নেতা! তাদের মাথার ঘিলু যে কতটুকু সেটা কমেন্ট দেখলেই বোঝা যায়!


@......
শেখ সাহেব কারো বাপের সম্পত্তি নয়!
দল মত নির্বিশেষে তিনি সবার! তবে দু-একটা মেজর ভক্তদের জন্য বলা: মেজরকে আমার নেতা বলেই মনে না!

১৬| ২৩ শে জুন, ২০১৮ রাত ৮:৩৩

জাহিদ হাসান বলেছেন: প্রথম ছবিটা সত্যি।

১৭| ২৪ শে জুন, ২০১৮ রাত ১২:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: @.....
শেখ সাহেব অবশ্যই আওয়ামীলীগের সম্পত্তি। এর জন্য দায়ী আওয়ামীলীগই...

১৮| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: এটা মন্দ কি?
এখানে তার ভালোবাসা প্রকাশ পাচ্ছে।

১৯| ২৫ শে জুন, ২০১৮ রাত ২:১৭

নিশি মানব বলেছেন: এটাকে বলে রাজনীতি।
কেউ কষ্ট করে খেলে আর কেউ আরামে খেলে।
একদল তাদের নেতাদের পরিচিতির জন্য কষ্ট করে পাসপোর্ট বানালেন। ভিসা সংগ্রহ করলেন। অসম যুদ্ধে জয়ী হয়ে বিশ্বকাপের টিকেট নিলেন। তারপর স্টোডিয়ামে ঢুকে নিজের নেতা ছবি প্রদর্শন করলেন। আর আরেক দল নিরীহ ভদ্রলোক। কোন ঝামেলার মধ্যে নাইই। কষ্ট করা পছন্দ করেননা। তিনি সোজা এডিটিং করে দিলেন। ব্যাস কেল্লাফতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.