নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদিয়া আক্তার

সাদিয়া আক্তার

সাদিয়া আক্তার › বিস্তারিত পোস্টঃ

যদি অনুমতি দাও।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৩

যদি অনুমতি দাও
........সাদিয়া আক্তার

যদি অনুমতি দাও, দেখিয়ে দেই মনের ঘরে তোমার সেই ছবি
যার যাদুর মোহে অন্তর ডুবে থাকে প্রতিটি প্রহর দিবানিশি
ছুয়ে দাও যদি এই মনের মাটি তোমার শীতল হাতে
লিখে দিয়েছি প্রতিটি স্বপ্ন তোমার চাওয়ার নামে।

যদি অনুমতি দাও, রেখে দেই তোমাকে মনের ঘরে
তোমার ওই চোখের নেশায় হায়! গুম হয়ে যাবো ক্ষণেই
চোখের সেই বোকা ভাষার টানে
আত্মা হারিয়েছি তোমার না বলা কথার পাণে।

যদি অনুমতি দাও, হারাবো তোমার মাঝে
থমকে যাওয়া পৃথিবী আমার, তোমার শ্বাসের স্পন্দনে
ব্যাকুলতা হৃদয়ে পাহাড় ভাঙে
তোমার সাথেই পূর্ণতার ছবি আকেঁ।

যদি অনুমতি দাও, বসাবো তোমায় চোখের পলকের সিংহাসনে
যেখানে দেখি তোমাকে দেখি আমার অজানা রাজ্যের শহরে
ঘুম নেই তৃষ্ণার্ত চোখের কোণঘেঁষে
জগৎ স্বর্গ তোমার মোহের জালে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা +

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৩৬

সাদিয়া আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্যে আর আমার কবিতাটি পড়ার জন্যে।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৭

দ্য নিশাচর বলেছেন: বাহ!
ভালো লেগেছে তবে দু একটি বানান একটু রিচেক দিয়ে নেবেন।

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৩৭

সাদিয়া আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্যে আর আমার কবিতাটি পড়ার জন্যে।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

ঋতো আহমেদ বলেছেন: ঠিক আছে, অনুমতি দেয়া গেল ।

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৪২

সাদিয়া আক্তার বলেছেন: কবি আর কবিতার পেক্ষাপট দুইটাই আলাদা সত্তা তাই অনুমতি কবিতাকে দিয়েছেন ভেবে, ধন্যবাদ আপনাকে।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আবেদন ময় কবিতাখানি ভাল লাগল। কবিতার জগত এক স্বপ্ন পুরি আপনার হাতে তুলি আঁকেন যেমন চাই তেমনটি। পাঠক দৃষ্টি পুজারী। কটু হলে এড়িয়ে যাবে, সুন্দর হলে ফুল ভেবে কুড়িয়ে নিবে।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:১০

সাদিয়া আক্তার বলেছেন: আপনার মন্তব্যটা অন্যরকম, ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্যে আর আমার কবিতাটি পড়ার জন্যে। আশাকরি আমার পরের লিখাগুলোও পড়বেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.