নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

প্রারম্ভ ( পর্ব - ১ )

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩০




ওয়ান, টু, থ্রি, ফোর বাঁ পা আগে , হাতে যেভাবে দেখিয়েছি ওয়েভ কর, এবার ডান পা আগে রিপিট সেম ওয়ান, টু, থ্রি, ফোর এন্ড টার্ন ব্যাক টু ফ্রন্ট! ও. কে? তিন্নি একটু পজ দিয়ে বলে এবারে লিরিক শুরু গলি মে মারে ফেরে, পাস আনে কো মেরে..... আর হ্যাঁ, অম্বরসরিয়া মুন্ডেভা...... গানটা ১৬বিট দিয়ে শুরু আমরা ৮টা বিট ছাড়ছি নাইনথ, নবম থেকে শুরু করছি। বোঝাতে পারলাম? ' ওরে, দারুণ বুঝিয়েছিস! এবার থাম! মামি এসে বোঝাবে নাহলে.... ' কথাগুলো বলতে বলতে ঘরে ঢোকে জিনিয়া। তবে সে আর কিছু বলার আগেই তিন্নি বলে ' আরে দিদিয়া তোর জন্যই তো এতো কান্ড! রাত ১ টায় নাচছি! ' নিধিও সাথে যোগ দেয় ' ঠিক বলেছিস তিন্নি! উফ! দিদিয়া একজন নন বেঙ্গলীকে কেনো বিয়ে করছিস? তাদের রিচুয়াল, সঙ্গীতে আমাদের কেনো নাচতে হবে? ' জিনিয়া হেসে এসে বলছি বলে কয়েকজন বান্ধবীকে নিয়ে সেঘর থেকে বেরিয়ে যায় । জিনিয়ার বিয়ে উপলক্ষে তার বড়ো ও ছোটো মামার মেয়েরা তিন্নি ও নিধি এবং সেই সাথে তারকিছু বান্ধবী এসেছে! সেরকম এক বান্ধবী মিতা । সেই ঘরে তার দুই বোন সহ বান্ধবী এই মিতা রয়ে যায় । এবারে সে বলে ওঠে ' ও আর বলেছে, তুই আর শুনেছিস! '

নিধি বলে জানি গো মিতাদি! পিসিমনি, জামাই হিসাবে বিজনেস ম্যাগনেটএর ছেলেকে পেয়ে একেবারে মুগ্ধ! যা বলছে তাই করছে! '

তিন্নি ' যাক বাদ দে! আমাদের পারফর্ম করতে বলেছে ট্রাই করবো ভালো করার! নিধি, অম্বর সরিয়াতে হাতের ওয়েভটা একটু ঠিক করে কর! তুই রুমালি রুটি বানানো দেখেছিস? রুটি বানাতে যেভাবে হাত ঘোরায় সেভাবে....... ' তার কথা শুনে বাকি দুজন হেসে উঠল! উফ, কী উদাহরণ!

জিনিয়া এবার ঘরে ঢুকে বলে মা আর বড় মামী ( তিন্নির মা) আসছে! বলতে বলতেই তাঁরা ঘরে ঢোকেন ও বলেন ' তোরা কি আজ রাত জাগবি? এই জিনিয়া তুই আলাদা ঘুমাবি! ' তিন্নি বলে ' সেই তো, দিদিয়ার তো স্প্যেশাল ব্যাপার! ' সাথে সাথে তার পিষি বলেন ' এবার তুমিও স্পেশাল হওয়ার জন্য রেডি হও ' তখন তার মা বলেন ' তোমার দাদা মেয়েকে যা স্পেশাল করে রেখেছে, তারজন্য পরে কতো কথা শুনতে হবে দেখো! সারাক্ষণ খালি বলবে শাড়ি পড়িস না মা, কেমন যেন বড় বড় লাগে! যেন উনি সারাজীবন মেয়েকে ছোটো করে রাখবেন! ' তিন্নি বিরক্তিভরা সুরে বলে ' আঃ মা, এই রাতে...... ' তখন পিসী বলেন ' আচ্ছা আমরা যাচ্ছি... '
নিধি বলে দিদিয়া জিজু পাঞ্জাবিতে কি গুডনাইট মেসেজ পাঠালো? মিতা হেসে বলে ' তেনু ম্যায় ( তোমায় আমি ) .... ' !

তাদের হাসাহাসির মধ্যে গম্ভীর কন্ঠে তিন্নি বলে ' দিদিয়া, কিগান কি জানে? '
জিনিয়ার আগেই নিধি বলে ' আবার কি গান রে? ' তিন্নি ' গান না নাম! '
মিতা - হুম নাম, কিগান মিত্র!
নিধি ' সে কে রে? ইশ আমাকে তোরা কতকিছু জানাস না! কিগান! নাম! ' বলেই সে হাসতে থাকে!
তিন্নি বলে ওঠে - কিগান একটা আইরিশ নেম! মানে nymph. '
জিনিয়া তার কথা শেষ না হতেই ঝংকার দিয়ে ওঠে ' বাহ, দেখ ও নামের ঠিকুজিকোষ্ঠী জানে। আমিও এতো জানতাম না! কিগান! ফালতু ছেলে একটা! ফিজিক্স অনার্স নিয়ে ড্রপ দিয়ে যাচ্ছে! নাটক নিয়ে যতো মাথাব্যাথা! '
তিন্নি গম্ভীর স্বরে বলে - 'দিদিয়া, তুই কিন্তু বলেছিলি যে তুই .... '
এবারেও জিনিয়া তিক্ষ্ণ কন্ঠে বলে ' হ্যাঁ, আমিই ও' কে প্রথম মেসেজ করি! ইংরাজিতে । তার উত্তর কি দিয়েছিল, শোন! জিনিয়া, তুমি দেখে স্পেলিং ভুল লিখেছ! সেন্টেনেসেও গন্ডোগোল! ভালোলাগার কথা, ভালোবাসার কথা, মাতৃ ভাষায় , বাংলায় কেনো লিখলে না? জানিস , যদিও আমি ভালোবাসার কথা স্পষ্ট করে বলিইনি! দ্য গ্রেট আঁতেল! '
মৃদু হাসির সাথে এবার মিতা বলে - তো ভালোবাসার উপর কবিতা থুড়ি পোয়েট্রি লিখে পাঠিয়েছিলি! এই আঁতেলকেই দশবার মেসেজ পাঠাতিস খেয়েছে কিনা জানতে! আর ওর ভাষাজ্ঞান ভালো! সেটা তুইও জানিস! তোকেও অনেক হেল্প করেছে
জিনিয়া - তারজন্য কৃতজ্ঞ! আর কি করবো?
মিতা - অন্তত অপমান করিস না!
জিনিয়া - তোরা কি বলতে চাস বলতো? আমি কি কোনো কমিটমেন্ট করেছিলাম নাকি?
মিতা - শব্দটাই হাস্যকর!
জিনিয়া - ও. কে! আমি টায়ার্ড শুতে গেলাম। তোদের কিছু লাগলে বলিস! গুড নাইট! '


নিধি ' সরি! মিতাদি! আমি দিদিয়ার হয়ে তোমার কাছে....
মিতা ' আরে আমি জিনিয়াকে ভালো করে জানি। আমি ওর ফ্রেন্ডএর থেকে বড়ো কথা আমাদের বাবাদের বন্ধুত্ব। তাই এসেছি। নাহলে.... কিগানের সাথে সম্পর্ক থাকতেই এটাকে জুটিয়েছে। এটা পজিটিভ হতেই কিগানকে হার্ট করা শুরু করেছে! অন্য কোনো ছেলে হলে দেখতিস কি করতো....
তিন্নি মৃদু স্বরে বলে ' মিতাদি , মানুষ এতো কি করে বদলায় বলো তো? '
মিতা হেসে বলে ' ধ্যেৎ বদলায় কোথায়? এরা প্রথমে বলে - আই কান্ট লিভ উইদাউট ইউ! পরে বলে - আই কান্ট লিভ উইথ ইউ! তাই এতো না, ছোট্ট একটা প্রিপোজিসন শুধু বদলায়! '
একথায় নিধি একটু হেসে ওঠে ! তারপর বলে ' অনেক হোলো!
চল এবার আমরা ঘুমাই!

দিদিয়ার হোটাস্যাপে একবারই দেখেছিল সে পিকটা! আলুথালু চুল। অযত্নের স্টাবল্ড বিয়ার্ড আর উদাসী দুটো চোখ! তিন্নিকে ঘুমাতে দেয় না! জাগিয়ে রাখে .........

মন্তব্য ৬৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:
এত ঘন পোষ্ট ঘুমাতে দেয় না! জাগিয়ে রাখে
তার পরেও ঘুম হতে উঠে এসে পরে আবার দেখব ।
শুভেচ্ছা রইল

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।
ঠিকাছে আপনার ঘুম কমপ্লিট হলে এসে দেখবেন । আপনার মন্তব্যের অপেক্ষায় থাকলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১১

জে আর সিকদার বলেছেন: পোস্টটা পড়ে মনে হলো, ইন্ডিয়ান একটা সিরিযাল এর অংশবিশেষ দেখলাম।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

নীলপরি বলেছেন: দারুণ কথা বলেছেন তো । তাহলে সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটার হিসাবে চান্স আছে বলছেন ? আশা জাগালেন ।

ধন্যবাদ ।

৩| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১১

জে আর সিকদার বলেছেন: পোস্টটা পড়ে মনে হলো, ইন্ডিয়ান একটা সিরিযাল এর অংশবিশেষ দেখলাম।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২১

নীলপরি বলেছেন: :)

৪| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জে আর সিকদার বলেছেন: পোস্টটা পড়ে মনে হলো, ইন্ডিয়ান একটা সিরিযাল এর অংশবিশেষ দেখলাম।

আমারও তাই মনে হল।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৩

নীলপরি বলেছেন: আপনাদের দুজনের খুব মিল আছে তো ! ব্লগে মিলমিশ দেখলে খুব ভালো লাগে । :)

ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

মনিরা সুলতানা বলেছেন: পরের পর্বে দেখি _
কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় ।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫

নীলপরি বলেছেন: আপনার আগ্রহ পরের পর্বের জন্য আমাকে অনেক উৎসাহ দিল ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩১

কুঁড়ের_বাদশা বলেছেন:
গল্প ভাল লিখেছেন+

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৩

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


পড়লাম, আপাতত কোন কিছু পরিস্কার হয়নি

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯

নীলপরি বলেছেন: পরিস্কার ইচ্ছে করেই কিছুটা করিনি । তবে আপনার কি পরের পর্ব পড়তে ইচ্ছা জাগলো ? যাহোক আমি পরের পর্ব তাড়াতাড়িই দেবো । আশাকরি পড়বেন ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখি পরের পর্বে কি হয়!!!

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

নীলপরি বলেছেন: তাহলে আপনি পরের পর্ব পড়বেন , আমিও সেই আশায় থাকলাম । :)

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৯| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১১

শাহরিয়ার কবীর বলেছেন:

ব্লগার নীলপরি দেখি অলরাউন্ডার !!!! তার গল্প, কবিতা,গান সবকিছুর লেখার হাত বেশ ভাল।


এ গল্প পরের পর্বের আশা রইলাম।



শুভ কামনা রইল ।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৯

নীলপরি বলেছেন: ভালো শুনতে খুব ভালো লাগে । বিশেষ করে আপনার মতো লেখক ও সহব্লগার যখন ভালো বলেন । আর গান আমি লিখব বলে লিখিনি । সহব্লগার - নাঈম জাহাঙ্গীর নয়ন একটা কবিতাকে গানে রূপান্তরিত করেছিলেন বলেই তা গান হিসাবে স্বীকৃতি পেয়েছে । আপনাদের অনুপ্রেরণাই আমার চলার পথের একমাত্র পাথেয় ।
আপনার আগ্রহ পরের পর্বের জন্য আমাকে অনেক উৎসাহ দিল ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষে প্রবাহমান জীবনের খন্ড চিত্র লিখছেন। সংলাপ বা ডায়ালগগুলো আধুনিক মনে হয়েছে।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৪

নীলপরি বলেছেন: তেমনটাই লেখার চেষ্টা করেছি ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১১| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

আখেনাটেন বলেছেন: তিন্নি তো ম্যার গায়া...।

কিছুটা ডেইলি সোপের মতো মনে হলেও মন্দ না।


পরের পর্বের অপেক্ষায় থাকলাম...।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৪

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১২| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৫

সুমন কর বলেছেন: এক কথায়, ভালো লাগেনি।

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৩

নীলপরি বলেছেন: আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ । ভাববো । দেখি পরের পর্বে কি করা যা্য় । আশাকরি পড়বেন ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৪

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

গল্পটা সাবলীল! চলুক তবে! সাথেই আছি!

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৬

নীলপরি বলেছেন: আপনার কথা শুনে ভরসা ও উৎসাহ দুটোই পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:২৮

ডঃ এম এ আলী বলেছেন: এ গল্প নিয়ে কিছু বলতে হলে আরো দিন কয়েক টানা ঘুম দিতে হবে ।
ধুমে থেকে স্বপ্নে কিছু দেখতে হবে । কারো সাথে অনেক্ষন গল্প করতে হবে ,
কিন্তু বিরক্ত হতে পাড়বেন না সে । সকাল সকাল ঘুম থেকে উঠে
গাছে কাঠাল আর গুফে তেল দিয়ে পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে ।

এখন শুভেচ্ছা রইল ।

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৩

নীলপরি বলেছেন: এতো কিছু করতে হবে ?

পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে ।-- তবে এটা জেনে আশা করছি পরের পর্ব পড়বেন । :)


আবারো অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা নিয়েছি আর আপনাকেও শুভেচ্ছা ।

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার পোস্টে আমার আসাই হয়না।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৭

নীলপরি বলেছেন: এই যে আসলেন । এতেই খুব ভালো লাগলো ।

আপনাকেও অনেক ধন্যবাদ ।

আপনিও ভালো থাকুন ।

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৩

ধ্রুবক আলো বলেছেন: চেষ্টা ভালো ছিলো, কিন্তু গল্প মোটামুটি লাগলো।

পরবর্তী গল্পের জন্য শুভ কামনা রইলো। ভিন্ন প্লটের একটা গল্প লিখবেন।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০০

নীলপরি বলেছেন: এটার পরের পর্ব আছে ।

আশা করছি পরের পর্ব পড়বেন । :)


অনেক ধন্যবাদ ।

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:



বিশেষ করে আপনার মতো লেখক ও সহব্লগার যখন ভালো বলেন ।
:)
কবির ভাষায় বলতে হয়,নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস,ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস :) ভাল বলেছেন ।।। তবে নয়নের গানগুলো কথা ভাল লাগে, আর আপনার ঐ কবিতাও ভাল লেগেছে। পরে নয়ন এটাকে গান বানিয়ে ছিল ।



ধন্যবাদ ।

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

নীলপরি বলেছেন: পরে নয়ন এটাকে গান বানিয়ে ছিল । -- হুম । একদম ঠিক বলেছেন । খুব ভালো লাগলো আপনি মনে রেখেছেন জেনে ।

আপনাকেও আবারো অনেক ধন্যবাদ । :)

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বর্ণনা করেছেন। মাস্তি আনন্দ উল্লাস শেষে দিদিয়ার নির্ঘুম চোখ কেমন যেন বিরহিত করে গেল।


ভালো লাগা জানিয়ে গেলাম, পরের পর্বের অপেক্ষায়
শুভকামনা আপনার জন্য

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

নীলপরি বলেছেন: দিদিয়ার নির্ঘুম চোখ -- এই জায়গাটা আমি বোধহয় ঠিকমতো বোঝাতে পারিনি । দিদিয়া তো কিগানকে ভুলে বিয়ে করে নেয় । তিন্নি ঘুমায় না !

আপনার আগ্রহ পরের পর্বের জন্য আমাকে অনেক উৎসাহ দিল ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: কি কান্ড বলুনতো দেখি আপনি গল্প পোস্ট দিলেন, আমিও দিলাম।

আপনারটা দেখি রাতে

আমারটা দুপুরে।

পোস্ট দিয়ে আলোচিত ব্লগে চোখ বুলাতেই আপনার গল্পের দেখা পেলাম।

মনে হল ভারতীয় কোন এক রাজ্যের গল্প।

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

নীলপরি বলেছেন: তবে আপনার লেখাটা পড়তে যাচ্ছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২১| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫২

ফয়সাল রকি বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম।

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২২| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২১

নতুন নকিব বলেছেন:



পড়ার ইচ্ছে থাকল।
শুভকামনা।

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ডায়ালগে সময়কে ভালই ধরে রেখেছেন।

তবে গল্পের একটা টান- এরপর কি হলটা! এই ফিলিংসটা স্বতস্ফূর্ত ভাবে, ইশ এখানে শেষ করলো কেন? টাইপ
জেগে রয় নি বলেই মনে হল।
এগিয়ে যাক।
টান জাগুক না জাগুক সাথে তো আছিই :)
চলুক - - -

++++

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

নীলপরি বলেছেন: সাথে আছেন জেনে ভালো লাগলো । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৮

ফেরদৌসা রুহী বলেছেন: গল্প আগাতে থাকুক।

পরের পর্বের অপেক্ষায় রইলাম।

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০১

বানেসা পরী বলেছেন: একটু কঠিন গল্প হবে মনে হচ্ছে। দেখি পানি কোথায় গড়ায়।

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

নীলপরি বলেছেন: তবে আমি কিন্তু কঠিন ভাবতেই পারি না । তো লিখবো কি করে ? :)



পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১১

প্রামানিক বলেছেন: চলুক গল্প সাথে আছি।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২২

নীলপরি বলেছেন: উৎসাহ পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১

ধ্রুবক আলো বলেছেন: পরবর্তী পর্ব তো পড়বোই।

শুধু একটু আবদার করলাম। যে পরবর্তী গল্প ভিন্ন প্লটএ লিখবেন। :)

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪

নীলপরি বলেছেন: ঠিকাছে পরবর্তী গল্প ভিন্ন প্লটএ লেখার চেষ্টা করবো । :)

আর এই গল্পের পরবর্তী পর্ব এইমাত্র পোষ্ট করলাম ।

২৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




আপনার গল্পে পাঠকদেরও পাঠের প্রারম্ভ হলো মনে হয় । শুরুতেই ওয়ান, টু, থ্রি, ফোর বাঁ পা আগে বলে ষ্টেপিংটা দেখিয়ে গেলেন । দেখি নাচটা কেমন জমে !

লেখা ভালো হয়েছে । তবে যেহেতু এই পর্বে গল্পটি বাক সর্বস্য তাই ডায়লগগুলো আর একটু সুন্দর করে বচনীয় ঢংয়ে সাজালে ভালো হতো । প্রথম দিকে পড়তে গিয়ে, কার ডায়লগ কোনটা বুঝতে হোচট খেতে হয়েছে । আপনি সরাসরি টানা লাইনে লিখে গেছেন বলে এমনটা হয়েছে । শেষের দিকে তা কিন্তু হয়নি ।

সাথে আছি ।

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৮

নীলপরি বলেছেন: আপনার গল্পে পাঠকদেরও পাঠের প্রারম্ভ হলো মনে হয় । শুরুতেই ওয়ান, টু, থ্রি, ফোর বাঁ পা আগে বলে ষ্টেপিংটা দেখিয়ে গেলেন । দেখি নাচটা কেমন জমে ! --

নাচের স্টেপিংগুলো বাস্তবায়িত হয়েছে । এটুকু বলতে পারি স্যর । তবে এগুলোর লিখিতরূপ আগে কখনো দেইনি । এই প্রথম দিলাম । তাই এই লিখিতরূপের বাস্তবায়ন কেমন হবে সেটা বলতে পারছি না । :)

লেখা সম্পর্কে আপনার কথাগুলো মনে রাখবো । সাথে আছেন জেনে অনুপ্রাণিত হলাম ।

পরের পর্ব পোষ্ট দিয়ে দিয়েছি । Click This Link

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২১

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:



কথার এই চালাচালিতে যেন রাতটা আর শান্তি পেলো না ! হা হা । চলুক..

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৫

নীলপরি বলেছেন: মেয়েরা একসাথে থাকলে রাতের শান্তি পালায় । :)

পরের পর্ব পোষ্ট দিয়ে দিয়েছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩০| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: কথার থ্রোয়িংগুলো কেমন খাপছাড়া। সম্ভবত কথা... অনুযায়ী কথার এই চালাচালি কিছুটা ডাউন স্ট্রিমে রাখছে গল্পটা। পরের পর্বে দেখা যাক।

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৫

নীলপরি বলেছেন: পরের পর্ব পোষ্ট দিয়ে দিয়েছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩১| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

জুন বলেছেন: পরের পর্ব দেখা যাক কি হয় নীলপরি ।
+

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৬

নীলপরি বলেছেন: পরের পর্ব পোষ্ট দিয়ে দিয়েছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩২| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

জেন রসি বলেছেন: সাবলীল। শেষ প্যারায় কিছু একটার আভাস পাচ্ছি। মনে হচ্ছে পার্ট ২ পড়লে ক্লিয়ার হবে।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৭

নীলপরি বলেছেন: আপনার গল্প লেখার স্টাইল আমার খুব ভালো লাগে । আপনার সাবলীল লেগেেছে শুনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.