নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমের তুলি আমার প্রতিবাদের হাতিয়ার

জেআইসিত্রস

তুমি তাকেই ভালবেসে আগলে রাখ যার ভালবাসার বিনিময়ে কিছু চাওয়া পাওয়া নেই।

জেআইসিত্রস › বিস্তারিত পোস্টঃ

ভালবাসি বলে।

২৬ শে জুন, ২০১৫ রাত ২:২৭

ভালবাসি বলে।
জে আই সি ত্রস।
ভালবাসি বলে দিয়েছি হাত বাড়িয়ে,
হ্নদয়ের ক্ষত গুলো জেড়ে পেলে দূরে ......
অজর অশ্রু স্রোত ভরে যাওয়া
দু চোখের জ্বল মুছে।
আমি আবার দারিয়েছি
পুষ্প পল্লবে।
ঘ্রান মুগ্ধতায় - উচ্ছাবিলাসী
গন্ধরাজ ফুলে।
মিসে ত্রকাকার ....
কুঞ্জে কুঞ্জে - শীতল
- হেমন্ত বাতাসে।
ফুলে-ফুলে - অজস্র বুলবুলি তে।
কত শত প্রজাপতি উড়ে
উড়ে - গন্ধ বিলিয়ে আমায়।
পাখা মেলে উড়ে চলে
আসমান রঙ্গিন করে।
ভালবাসি বলে দিয়েছি মুছে
হৃদয়ের ক্ষত । ফুলে-ফুলে।
আমার আমি মিসে গেছি
বনরাজ গোলাপ কিংবা
নাম নাজানা বন ফুলে।
ভালবাসার মুগ্ধ বন্ধনে।
ফুল - প্রজাপতি - আমি।

কাব্যগ্রন্থ- নীল আকাশ নীল প্রজাপতি।
অমর ২১শে বই মেলা ২০১৫।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.