নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমের তুলি আমার প্রতিবাদের হাতিয়ার

জেআইসিত্রস

তুমি তাকেই ভালবেসে আগলে রাখ যার ভালবাসার বিনিময়ে কিছু চাওয়া পাওয়া নেই।

জেআইসিত্রস › বিস্তারিত পোস্টঃ

শ্যামা।

২৬ শে জুন, ২০১৫ রাত ১০:০৫

শ্যামা।
জে আই সি ত্রস।
শ্যামা তুই কোথায়
থাকিস বল ?
তোরি খুজে খুজে চিরায়ীত
হিয়া,দু চোখে প্লাবন।
মধু বনে ফুলে ফুলে,
প্রজাপতি ডানা মেলে,
সুবাসে পুলকিত মন ।
তুই হীনা হৃদয়ের
রক্ত ক্ষরন - ধুকে ধুকে
বহে প্রবাহ স্রোতের বহন।
শ্যামা তুই কোথায়
থাকিস বল ?
রাঙ্গা ঠোট তোর গোলাপের
পাপড়ী মাখা ।
চোখ দুটি আলপনার
তুলি।তোরে আমি খুজি
রঞ্জিত ধূলির পখর রোদে,
ঘুঘু ডাকা শুন্যময় নিস্তব্দ গায়ে ।
শ্যমা তুই কোথায়
থাকিস বল ?
বিরহের অনলে পুড়ে,
দাহ - মরম হিলোল ।
চন্দ্রজিত তুই
স্বপ্নের স্নিগ্ধ কায়া ।
বিরহের দাবানলে,
দেহ সলিল,ব্যথিত বেদন ।
শ্যামা তুই কোথায়
থাকিস বল ?

(কোন ত্রক পরন্ত বিকেলে দেখিছিলাম শ্যামা মেয়ে কে,অপলক দু নয়ন খোজে যায় অজানায়)।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৫৮

প্রামানিক বলেছেন: চমৎকার কথামালা, ভাল লাগল। ধন্যবাদ

২| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:০৭

জেআইসিত্রস বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। আশা করি পাশে থাকবেন সব সময়।

৩| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:২৫

উর্বি বলেছেন: ভালো লাগল

৪| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৩৪

জেআইসিত্রস বলেছেন: অনেক ধন্যবাদ উর্বি আপু।

৫| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৩

জেআইসিত্রস বলেছেন: B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.