নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমের তুলি আমার প্রতিবাদের হাতিয়ার

জেআইসিত্রস

তুমি তাকেই ভালবেসে আগলে রাখ যার ভালবাসার বিনিময়ে কিছু চাওয়া পাওয়া নেই।

জেআইসিত্রস › বিস্তারিত পোস্টঃ

মানবিক ও জনগুরুত্বপূর্ণ

২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৩৩

আজ বিকেলে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। ত্রলাকার ত্রক প্রতিবেশী চাচা ব্রেনস্ট্রোক করে, গত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেলে ভতর্ি হয়।। ত্রকিতো রোজা তার উপর পরিবেশের যা আবস্থা তা লিখে বুজাতে পারবোনা। নিউরোলজি বিভাগের সামনের অবস্থা কতগুলো ডাসবিন পট দেয়া তার থেকে বিশ্রী গন্ধে নাক বন্ধ হয়ে আসে, আরো খারাপ টয়লেট গুলোর অবস্থা। রুগীর সাথে থাকা সুস্থ মানুষ গুলো ও অসুস্থ হয়ে যায়। ত্রতো গেলো পরিবেশের কথা। কত কত মানুষ যে হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছে তার ইয়াত্বা নেই। কে রাখে ত্র মানুষ গুলোর খবর ? দেশের প্রচীন চিকিৎসালয়ের অবস্থা যদি ত্রমন হয়, কোথায় কার কাছে গিয়ে দাড়াবে মানুষ গুলো। সরকারের দায়িত্বশীল মন্ত্রী, কর্মকতর্া, কর্মচারীদের ত্র বিষয় টা নিয়ে জরুরী কাজ করার অনুরোদ করছি। বিষয়টা মানবিক ও জনগুরুত্বপূর্ণ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৫ রাত ৯:১৪

নুর ইসলাম রফিক বলেছেন: ভাই কি এই প্রথম কোন সরকারী প্রতিষ্ঠানে গেলেন।
ক্ষমা করবেন আমার তো এমনটাই মনে হচ্ছে।
আগামিতে যদি আর কভু কোন সরকারী প্রতিষ্ঠানে কোন কাজে যান
তবে আগাম আজকের মতো এই মানসিকতা তৈরি করে যাবেন
যে আপনি কোন সরকারী প্রতিষ্ঠানে যাচ্ছেন।

ভাই সরকারী প্রায় সব প্রতিষ্টানেই কমপ্লেইন বক্স থাকে কিন্তু...............বাকীটুকু বুঝে নেবেন।

২| ২৮ শে জুন, ২০১৫ রাত ১১:০১

জেআইসিত্রস বলেছেন: না ভাই। অনেক যাই, তবে দেশের প্রধান চিকিৎসালয়ের বর্তমান পরিবেশ টার কথা টুকু বল্লাম শুধু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.