নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমের তুলি আমার প্রতিবাদের হাতিয়ার

জেআইসিত্রস

তুমি তাকেই ভালবেসে আগলে রাখ যার ভালবাসার বিনিময়ে কিছু চাওয়া পাওয়া নেই।

জেআইসিত্রস › বিস্তারিত পোস্টঃ

রেনু (পর্ব ১ )। [ উপন্যাস ]

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৬

রেনু (পর্ব ১ )।
[ উপন্যাস ]
জে আই চৌধুরী শান্ত।
বিকেলের বেপসা গরমে কিছুই ভাল লাগছে না রেনুর, রেনু মনে মনে চিন্তা করছে কোথায় বেরুনো যায়। যেই ভাবনা সেই কাজ। অল্প সময়ে রেডি হয়ে কল দিল হিমেল কে।
রেনু ।হ্যালো ঃ জান তুমি কোথায়।
হিমেল । হ্যালো ঃ আমি আফিস থেকে বেড় হলাম। তুমি কোথায়।
রেনু । আমি বাসা থেকে বের হলাম, তুমি তাড়াতাড়ি ধানমন্ডি লেকে চলে আছো আমি তোমার অপেক্ষায় আছি।
হিমেল । হু আসছি, রাস্তায় ত্রকটু জ্যাম আছে সোনা তুমি বস আমার বেশি সময় লাগবে না।।
ফোনটি কেটে দিল রেনু।
সেন্টাল রোড থেকে রিকসা নিয়ে ধানমন্ডি লেকের উদ্দেশ্যে। আজ গাড়ীতে না গিয়ে রিকসায় বেড় হল রেনু। মাঝে মাঝেই রিকসায় শহর টাকে উপভোগ করে। আজ রাস্তাটা একটু ফাকাই আছে।
আজ রেনু কে পরির মতো লাগছে। মাঝে মাঝে রেনু লালা টুকটুকে শাড়ী পড়ে, হিমেলের ও রেনুকে লাল শাড়ীতে দেখতে মুখিয়ে থাকে। রেনু মানেই লাল টুকটুকে সাজ।লাল টুকটুকে শাড়ী, লাল টিপ, লাল লিপিস্টিক, খোপায় লাল জবা এক কথায় অতুলনীয়।
হিমেল কিছুক্ষনের মধ্যেই লেকের পাড়ে চলে আসলো, হিমেল নীল সার্ট ও সাদা প্যান্ট কালো কনভাসর্ পরেছে চোখে নীল সেপের সানগ্লাস বেশ লাগছে হিমেল কে, সিনেমার হিরো ও ফেল।
লাল শাড়ীতে রেনু কে দেখে হিমেল চোখ পেড়ায় না। রেনুও হিমেল কে দেখছে মনে হয় এটাই প্রথম দুজনের দেখা।
হিমেলের কথায় রেনুর ধ্যান বাঙ্গলো। চলো কৃষ্ণচুড়ার নীছে গিয়ে বসি। দুজন জড়াজড়ি করে হেটে চল্ল।
রেনু হিমেল কে উদ্দেশ্যে করে বল্ল ঃ জান তোমার বুকে ত্রমন করে আমাকে রাকবে তো। তোমাকে ছাড়া যে আমার দিন গুলো কাটেনা। তুমি যে আমার হৃদয়ের রাজকুটিরে স্থান করে আছ।
হিমেল রেনু কে বল্ল ঃ তুমি আমার ময়না পাখি, তুমি আমার মনের মনি কোঠায় রাজমহলের রানী। তোমাকে ছাড়া যে আমি শূন্য মরুভূমি। তোমার কোলে সোয়েই আমার জীবনের সুখ গুলো চুয়ে যেতে চাই।
দেখতে দেখতে অনেক সময় গড়িয়ে গেল। হিমেল রেনু কে রিকসা ঠিক করে দিয়ে বাসার উদ্দেশে্য রওনা হল। কিছুক্ষনের মধ্যে দুজন দুজনের আড়াল হল।
আপনাদের মতামত পেলে বাকী পর্ব গুলো লিখবো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৩

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২| ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৫

জেআইসিত্রস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.