নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস মস্তিষ্ক শয়তানের কারখানা ।

কুঁড়ের_বাদশা

লেখালেখিকে বৃদ্ধাঙ্গুলি..

কুঁড়ের_বাদশা › বিস্তারিত পোস্টঃ

ভোট রঙ্গ ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫



এক চাচা
ভোট দেওয়ার পর বাইরে এসে পোলিং এজেন্টকে জিজ্ঞেস করলেন, ‘’বেটা তোমার চাচী কি ভোট দিয়ে চলে গেছেন?’’

পোলিং এজেন্ট লিস্ট চেক্ করে বলল, ‘’হ্যাঁ চাচা, চাচী ভোট দিয়ে চলে গেছেন।’’

তখন চাচা গভীর দুঃখের সাথে বলেলন, ‘’ইস যদি একটু তারাতারি আসতাম তবে দেখা হতো।’’   ;)

পোলিং এজেন্ট অবাক হয়ে জিজ্ঞেস করল, ‘’ কেন চাচা? চাচী কি আপনার সাথে থাকেন না?’’  

চাচা বলেলন, ‘’বেটা আজ থেকে ৯ বছর আগে তোমার চাচী মারা গেছেন।’’  
কিন্তু প্রতিটি ভোটের সময় এসে ভোট দিয়ে চলে যান কিন্তু কোনোদিন দেখা হয় না। :-/

মন্তব্য ৫০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

মোঃ খুরশীদ আলম বলেছেন: চাচার মাথা ঠিক নাই মনে হয়। প্রতিবছর তো ভোট হয় না, ভোট হয় প্রত্যেক ৫ বছর পর পর। যা হোক, কৌতুক ভাল লেগেছে। কৌতুকে কৌতুকে সত্যকথন উঠে এসেছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

কুঁড়ের_বাদশা বলেছেন:

চাচার মত হাজারো চাচা চিন্তিত..... ;)

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ B-)) B-)) B-))

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

কুঁড়ের_বাদশা বলেছেন:
;)

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: মারহাবা মারহাবা B-))
চাচার প্রেম নয় বছরেও অম্লান :D

তা কেমুন আচো কুঁড়েঘর থুক্কু কুঁড়ের বাদশা :-B

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

কুঁড়ের_বাদশা বলেছেন:


দার্শনিক কুঁড়ের বাদশা ভালো না থেকে পারে। :)

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

ভাবুক শিশু বলেছেন: পোলিং এজেন্ট শব্দের অর্থ কি ?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

কুঁড়ের_বাদশা বলেছেন:
আমি নিজেও জানিনা পোলিং এজেন্ট শব্দের অর্থ কি। তাই আর কথা না বাড়িয়ে। মূল কথায় আসি... এটি একটি রম্য লেখা। এটি পড়ে যদি হাসি না আসে,তাহলে জোর করে হাসার চেষ্টা করুন। ধন্যবাদ। :)

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

প্রামানিক বলেছেন: ব্যাপক বিনোদনমূলক বাস্তব সত্য সামাজিক অনিয়ম তুলে ধরেছেন। ধন্যবাদ

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

কুঁড়ের_বাদশা বলেছেন:
যেখানে অনিয়মই নিয়ম সেখানে আবার নিয়ম কিসের।

পড়ার জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে! এ যে দেখছি ব্লগের সবার বিনোদনবন্ধু দার্শনিক কুঁড়ের বাদশা ভাই! :P :P =p~

ভোট রঙ্গ তো সেরকম হয়েছে ভাই। :P সেই চাচার মত হাজারও চাচা এবারও ভোট দেওয়ার পর চাচীকে খুঁজবেন মনে হচ্ছে। :P

তা কেমন আছেন আপনি? কুঁড়েমি বাদ দিয়ে এবার কুঁড়েনির জন্য কিছু করার চেষ্টা করুন। আর কতদিন একা একা কুঁড়েমি করবেন ভাই? ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

কুঁড়ের_বাদশা বলেছেন: চাচীর প্রতি প্রেম আছে বলেই তো চাচা চাচীরে খুঁজে... ;)



দার্শনিক কুঁড়ের বাদশা ভালো আছে।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

ঢাবিয়ান বলেছেন: কবরস্থানগুলোয় পাহাড়া বসানো দরকার =p~

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

কুঁড়ের_বাদশা বলেছেন:

কবরস্থান গুলোকে ডিজিটাল করা দরকার, মানে প্রতিটি কবরস্থানে সিসি ক্যামেরা লাগানো দরকার। যাতে করে চাচী আর কবরস্থান থেকে উঠে এসে ভোট না দিতে পারে।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

মোস্তফা সোহেল বলেছেন: দারুন ভোট রঙ্গ কুঁড়ে ভাই।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

কুঁড়ের_বাদশা বলেছেন: ধন্যবাদ প্রদান করা হইল। ;)

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মোঃ খুরশীদ আলম বলেছেন: চাচার মাথা ঠিক নাই মনে হয়। প্রতিবছর তো ভোট হয় না, ভোট হয় প্রত্যেক ৫ বছর পর পর। যা হোক, কৌতুক ভাল লেগেছে। কৌতুকে কৌতুকে সত্যকথন উঠে এসেছে।

লেখক কিন্তু প্রতিবছরের কথা বলেন নি, তিনি বলেছেন প্রতিটি ভোটে


যাহোক চমৎকার ভোট রঙ !!

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

কুঁড়ের_বাদশা বলেছেন: মোঃ খুরশীদ আলম বলেছেন.... উনি ঠিক ছিল, ভুলটা ছিল আমার, পরে লেখাটি একটু সংশোধন করা হয়েছে।

পড়ার জন্য ধন্যবাদ ভাই।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা হা কৌতুক বেশ ভালো লেগেছে।

শুভেচ্ছা নিয়েন বাদশা মহাশয়।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

কুঁড়ের_বাদশা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: মজা আছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

কুঁড়ের_বাদশা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

নজসু বলেছেন:






জটিল। :-B

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

কুঁড়ের_বাদশা বলেছেন:

;)

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০০

জোকস বলেছেন: চাচীর সাথে চাচার দেখা এবার হপেই হপে :P

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

কুঁড়ের_বাদশা বলেছেন: =p~

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

মাহের ইসলাম বলেছেন: চাচা এইবার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, চাচীর সাথে দেখা করবেই।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

কুঁড়ের_বাদশা বলেছেন:

=p~

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২১

স্রাঞ্জি সে বলেছেন:


জিরা পানি দেন।।।।।। হাস্তে হাস্তে গঅলা বেতা অইয়ু গেইয়ু।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

কুঁড়ের_বাদশা বলেছেন:

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

বিজন রয় বলেছেন: হে হে হে হে .. হো হো হো ...হা হা হা হা

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

কুঁড়ের_বাদশা বলেছেন: ;)

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চাচার বড় দুঃখ!

আগামীতে কাকারে পোলিং এজেন্ট করা হোক!

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

কুঁড়ের_বাদশা বলেছেন: ;)

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমাদের কি উন্নতি হচ্ছে?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

কুঁড়ের_বাদশা বলেছেন:

বাঙ্গালী জাতিটাই একটা বিচিত্র জাতি। ;)

১৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

বলেছেন: হা হা

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

কুঁড়ের_বাদশা বলেছেন: :P

২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

টুনটুনি০৪ বলেছেন: মরেও তবে ভোট দেওয়া থেকে নিস্তার নেই? আমার (বিপিপি) ইশতেহার

২১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা হা ্হহা

২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: বাস্তবতা এখানেই :(

২৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: #:-S #:-S #:-S

২৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ’বেটা আজ থেকে ৯ বছর আগে তোমার চাচী মারা গেছেন।’’  
কিন্তু প্রতিটি ভোটের সময় এসে ভোট দিয়ে চলে যান কিন্তু কোনোদিন দেখা হয় না।

.................................................................................................................
হা হা হা
এটা হতে পারে , এবছরের শ্রেষ্ঠ জোক !!!

২৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

রিয়াজুদ্দিন বলেছেন: দারুণ পোষ্ট...।

২৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪

বুলবুল আহমেদ সোহেল বলেছেন: এই একটা সুযোগ মৃত স্বজনদের অধিকার প্রয়োগ করার।
হাতি মরলেও লাখ টাকা,ভোটার মরলেও ভোটটা তাজা।

২৭| ২২ শে জুন, ২০১৯ রাত ১:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: টুকি ;)

২৮| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: কোথায় গেলেন? তাড়াতাড়ি ফিরে আসুন।
অনেক দিন থেকে আমরা ব্লগে আপনাকে মিস করছি।

২৯| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:২৮

নজসু বলেছেন:



তাইতো....
প্রিয় পদাতিকের কমেন্টের সূত্র ধরে এসে দেখি আপনি আসলেই অনেকদিন হলো নাই।

আপনার এই কৌতুক পড়ে খুব হেসেছিলাম।
আপনি কি ব্লগের এই সমস্যার কারণে আসতে পারছেন না?

দ্রুত ফিরে আসুন।
আপনাকে মিস করছি ভিনগ্রহের পিকে ভাই। :(

৩০| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: কৌতুকটি ছোট্ট হলেও, বাস্তব অবস্থার আলোকে লিখিত। এসব কম বেশী আগেও হতো, আগেও ছিল, কিন্তু এবারের পরিস্থিতির নজির ইতিহাসে নেই।

৩১| ১৪ ই মার্চ, ২০২০ ভোর ৪:০১

সোহানী বলেছেন: আপনি কোথায় হারালেন!!!!!!! ফিরে আসেন তাড়াতাড়ি......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.