নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার কোন পাখি নেইসময়ের কোন ভাষা নেই!!

ত্রি-মাত্রিক চিন্তা

আমি প্রচলিত ধর্মে বিশ্বাসী নই। ভাল লাগে কবিতা। ভাল লাগে নিজেকে।

ত্রি-মাত্রিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

শিশুর মাইক্রোসাইটিক অ্যানেমিয়া বা রক্তস্বল্পতা অবহেলার বিষয় নয়

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৮




সম্প্রতি মাইক্রোসাইটিক অ্যানেমিয়া শব্দটি ভাগ্নের রোগ মারফত আমার সামনে আসে। মাইক্রোসাইটিক অ্যানেমিয়া হলো শরীরে রক্তস্বল্পতা। সাধারণত শরীরে আয়রন বা লৌহের ঘাটতি হলে এই সমস্যাটির উদ্ভব হয়। শরীরে যখন আয়রনের ঘাটতি থাকে তখন রক্তে হিমোগ্লোবিন উৎপাদনও কমে যায়। হিমোগ্লোবিন হলো রক্তের এমন একটি উপাদান যা রক্তে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে। আর এই প্রয়োজনীয় উপাদানটির উৎপাদন কমে গেলে শরীর তার প্রাপ‌্য অক্সিজেনের জন্য চটপট করে। ফলে মানুষের শরীর ঠিকমতো কাজ করে না। অল্প পরিশ্রমেই হাপিয়ে ওঠে, বুক ধড়ফড় করে, শরীর দুর্বল দুর্বল লাগে এবং একটু হাঁটাচলা করলেই শ্বাসকষ্ট অনুভূত হয়। সবচেয়ে বেশি যে সমস্যাটি হয় সেটি হলো ক্ষুধামন্দা। আর যখন একজন মানুষ ঠিকমতো খাওয়া-দাওয়া না করে, তবে অনুমিত ভাবেই শরীর-চেহারা ফ্যাকাসে হবে - কাজকর্ম, পড়ালেখায় অমনোযোগী হবে। তাই এই ব্যপারটি কোনভাবেই অবহেলার যোগ্য নয়।

শিশু ও মহিলাগণ এই রোগে বেশি ভোগেন। মহিলাগণ সাধারণত গর্ভধারণ কালে এই সমস্যায় প্রকট ভাবে পড়েন। পুষ্টিজনিত সমস্যার কারণে শিশুর শরীরে আয়রনের ঘাটতি হয়। মূলত, শিশু অপরিপক্বভাবে জন্মালে বা মাতৃদুগ্ধ কম পান করলে এই সমস্যায় ভোগতে পারে।

আপনার সন্তান- আপনজনের সন্তান বা পাড়া/প্রতিবেশীর সন্তান যদি এই দুর্বলতায় ভোগে, তাহলে একটু সতর্ক হোন অথবা সতর্ক করে দিন। এটি নিরাময় যোগ্য রোগ। কিন্তু অবহেলা করলে বা এড়িয়ে গেলে এর ফল শিশুদের ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করতে পারে। দেখা যাবে এর উপর সওয়ার হয়ে আপনার আদরের সন্তানকে থ্যালাসেমিয়া আক্রমণ করছে।



আয়রন সমৃদ্ধ খাবার (কাঁচকলা, কচুশাক, কলিজা ইত্যাদি) খেলে এ থেকে পরিত্রাণ পাওয়া যায়। তবে রক্তস্বল্পতা যদি প্রকট আকারে হয়- অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।

ভাল থাকুন- সতর্ক থাকুন।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩০

চিটাগং এক্সপ্রেস বলেছেন: বিষয়টি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৩

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩০

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: মন্তব্যের জন্যও অনেক ধন্যবাদ।

৩| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৬

এখওয়ানআখী বলেছেন: গুরুত্বপূর্ণ লেখা। ধন্যবাদ

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২২

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: শুকরিয়া- এখওয়ানআখী (নামটা উচ্চারন করতে অনেক কষ্ট লাগলো :D )

৪| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাই আমার মেয়ে যে তরকারী জাতীয় কিছুই খেতে চায় না।

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: ডার্ক চকলেট এমনকি বাদাম, কিসমিস খাওয়াতে পারেন। খুঁজে দেখুুন কোন খাবার আয়রন সমৃদ্ধ।

৫| ১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মুল্যবান তথ্যসমৃদ্ধ পোষ্টটির জন্য । এই পোষ্টের বহুল পাঠ কামনা করছি ।
শুভেচ্ছা রইল ।

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৪

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: প্রতি-শুভেচ্ছা রইলো। ভাল থাকুন ভাই।

৬| ১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৮

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: ধন্যবাদ ; থ্যালাসেমিয়া মূলত জিনগত সমস্যার কারণে হয়।
মাইক্রোসাইটিক এনিমিয়া মূলত লৌহ এর অভাবে হয়ে থাকে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.