নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার কোন পাখি নেইসময়ের কোন ভাষা নেই!!

ত্রি-মাত্রিক চিন্তা

আমি প্রচলিত ধর্মে বিশ্বাসী নই। ভাল লাগে কবিতা। ভাল লাগে নিজেকে।

ত্রি-মাত্রিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

আমাদের ইন্টারনেট-ব্যান্ডউইটথ বেশি না কম?

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫২

দৈনিক "প্রথমআলো" পত্রিকার একটা খবরের মাধ্যমে জানতে পারলাম সোমবার থেকে ইন্টারনেট সমস্যা হতে পারে। কারন হিসেবে বলা হয়েছে ১ম সাবমেরিন কেবল মেরামতের জন্য এ সমস্যা হতে পারে। এই খবরের মধ্যেই একটা তথ্য দেওয়া হয়েছে আমাদের " দেশে ইন্টারনেট ব্যান্ডউইটথের দৈনিক চাহিদা ৪৫০ জিবিপিএস (গিগাবাইট প্রতি সেকেন্ড)। এর মধ্যে প্রথম সাবমেরিন কেবল থেকে ২৫০ জিবিপিএস ব্যান্ডউইটথ পাওয়া যায়। বাকি ২০০ জিবিপিএস ব্যান্ডউইটথ ভারত থেকে আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল) কোম্পানির মাধ্যমে আমদানি করা হয়।"
খবরের লিংক

কিন্তু গত ১০ আগস্ট ২০১৫ (খবরের লিংক) একই পত্রিকার একটি খবরের মাধ্যমে জানতে পেরেছিলাম আমাদের ব্যান্ডউইটথ অব্যবহৃত পড়ে আছে। তাই অব্যবহৃত ব্যান্ডউইটথ ভারতে রপ্তানি করে দেওয়া হবে। আমি নাদান মানুষ। ভেবেছিলাম অব্যবহৃত থাকলেতো রপ্তানি করাই যায়! হোক না কম দামে! এতে যদি আমাদের সামান্য পরিমান মুদ্রা বাড়ে এতে মন্দ কী!

কিন্তু আজ একি পড়লাম!

তাই স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন জাগলো আমদের ব্যান্ডইটথ বেশি না কম?

আমরা ইন্টারনেটের ব্যবহার ও তথ্যের ব্যপারে সত্যিই হাদারাম। কিছুই জানিনা। কর্তারা যা বলেন- আমাদের কে তাই বিশ্বাস করতে হয়। কোম্পানি যে রেট দেয়- সে দামেই ইন্টারনেট কিনতে হয়।

আমরা কিছুই জানি না। তাই খুব জানতে ইচ্ছে করে!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমারও জানতে ইচ্ছে করে।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৩

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: সেই সাধ কি পূরণ হবে!

২| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৪

মুরাদ পাভেল বলেছেন: জানতে তো ইচ্ছে করে.।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৭

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: কে জানাতে পারে বলেন তো!

৩| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৬

কালীদাস বলেছেন: ব্যান্ডউইডথ যেটা ব্যাবহার হয়, খুঁজলে দেখা যাবে প্রায় বেশিরভাগটাই যায় ফেসবুক গুঁতিয়ে। এই ব্যান্ডউইডথ বেঁচলেও ফেসবুক ইউজার নেট ব্যাবহারকারীরা কিছু বলবে না; এত ভাবার সময় কই অনলাইনে দুনিয়া উল্টে! খালি ফেসবুকটা বন্ধ করে দেখেন, আর সবাইকে বাদ দিলেও শুধু প্রথম আলোর মতি মিয়ার হাউকাউয়ের চোটেই সারা দুনিয়া গরম হয়ে যাবে। ফেসবুক বন্ধ হলে সানি লিওনের নতুন ডেরেসের ফটু দেখবে কেমনে এককালের বাম মতি মিয়া? :((

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৮

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: মতি মিয়া!!

৪| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৬

জাহিদ হাসান বলেছেন: কপাল!

৫| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২২

সারসিনেট ভার্ণেশন বলেছেন: উত্তর দিবে কে?

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৮

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: উত্তর দিবে কে?

৬| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক যেন চালের মত! এক বছর বলে চাল রপ্তানী করবে, পরের বছর বলে আমদানী করতে হবে...

৭| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
অব্যবহৃত ব্যান্ডউইটথ ভারতে রপ্তানি করার কথা ছিল,সেটা ভারতের বিচ্ছিন্ন পুর্বাঞ্চলে।
আনইউজড জিনিস জমিয়ে রাখলে লাভনেই। সুযোগ পেলে ছেড়ে দেয়াই ভাল। পরে ইউজ বেড়ে গেলে দিবেনা।ব্যান্ডউইটথ তো আলুপটল না যে জমিয়ে রেখে পরে খাওয়া যাবে।
অবশ্য কিছু মানুষের ভারত একটা এলার্জি।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৯

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: হুম... ভারত একটা এলার্জি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.