নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার কোন পাখি নেইসময়ের কোন ভাষা নেই!!

ত্রি-মাত্রিক চিন্তা

আমি প্রচলিত ধর্মে বিশ্বাসী নই। ভাল লাগে কবিতা। ভাল লাগে নিজেকে।

ত্রি-মাত্রিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

আমরা নিজেরাই গ্রহণ করলাম মানবতার অভিশাপ

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫

গতকাল নিউয়র্ক টাইমস রোহিঙ্গাদের নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এক চরমপন্থি বৌদ্ধ ভিক্ষুর কথা উল্লেখ করেছে, যেখানে ঐ ভিক্ষু বলেছে, "রোহিঙ্গারা সাপের মতো- কুকুরের চেয়েও অধম"।
প্রতিবেদন
ঐ প্রতিবেদনে মায়ানমারের এমপি, মন্ত্রী- গ্রাম্য প্রশাসকের মন্তব্য তুলে ধরা হয়েছে। যারা কেউই চায় না রোহিঙ্গারা ফিরে আসুক আবার মায়ানমারে ।
তারা সবাই মিথ্যাচার করেছে মোটামুটি। দেখিয়েছে চরম অসহিষ্ণুতা। তারা রোহিঙ্গাদের বাঙ্গালী বলে অবহিত করেছে। তারা সবাই খুশি মায়ানমার রোহিঙ্গামুক্ত হয়েছে বলে।

আর এদিকে আমরাও খুশি- আমরা মানবতা দেখিয়েছি! আমাদের মনে মানবতা প্রচুর। আমরা দশ লাখ প্লাস রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। আশায় বুক বেঁধে আছি মায়ানমার আন্তর্জাতিক চাপে তাদের আবার ফিরিয়ে নেবে। এই আশা এক দুঃস্বপ্নের চিত্রায়ন। এই দশ লাখ প্লাস লোকের বোঝা আমাদের সারাজীবন টেনে নিতে হবে। যেখানে বাংলাদেশের নাগরিকরাই তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না সেখানে বছর বছর শিশু জন্ম দেওয়া রোহিঙ্গাদের ভরণ-পোষণ করতে হবে। এ এক অাবেগের অভিশাপ।

ঐ প্রতিবেদনে মায়ানমারের একজন বলেছে রোহিঙ্গারা 'ক্রেজি' এবং 'সংঘর্ষপ্রিয়'। এ কথাটা কিভাবে অবিশ্বাস করি! গত ২২ অক্টোবরের খবর অনুযায়ী রোহিঙ্গা নারীর হামলায় পুলিশের এক এসআই আহত হয়েছেন। এ খবর আমাদের জন্য অশনিসংকেত। এই রোহিঙ্গাদের মধ্যে বিপুল সংখ্যক ক্রাইমে জড়িত হবে অদূর ভবিষ্যতে। এটা চোখবুজে বলে দেওয়া যায়। তাই আমরা নিজেরাই গ্রহণ করলাম মানবতার অভিশাপ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০২

আবু তালেব শেখ বলেছেন: পুলিশের উপর নারির হামলা সত্যিই ভবিষ্যতের অশনি সংকেত।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৮

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: ঠিক!

২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪১

কানিজ রিনা বলেছেন: পুলিশ আরও মার খাবে যদি পুলিশ রক্ষক
হয়ে ভক্ষকগীরি না করে। অলরেডি রহিঙ্গা
যুবতীদের উপর এদেশের নারী পাচার ব্যবসাহীরা
সুযোগে রয়েছে আর তা যদি ঘটে দুর্নীতিগ্রস্ত
পুলিশের হাত দিয়েই ঘটবে।
আজকের একটা খবর দেখেছেন গোয়েন্দারা
রক্ষকই ভক্ষক হয়ে ধরা পরেছে।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১২

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: যে খবর প্রকাশ হয়েছে, সেখানে তো ভক্ষকের কোন আলামত নেই।
নারী পাচার- হ্যাঁ এটাই ক্রাইম!
নারী পাচার , মাদক পাচার, ছিনতাই , রাহাজানি এসব কাজেই জড়িত হবে রোহিঙ্গারা।
যেখানে আমাদের দেশের অসংখ্য সমস্যা নিয়েই ডুবে আছি আমরা, সেখানে রোহিঙ্গাদেরটা তো মড়ার উপর খরার ঘা।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুলিশ আর প্রশাসন আঙ্গুল না চুষে এদের ঠিক মত কন্ট্রোল করলেই তো হয়। আর এদের লাই তো দেয় আমাদেরই কিছু জ্ঞাতি ভাই...

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৩

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: হুম... ঠিক তাই!

৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪৫

নিরাপদ দেশ চাই বলেছেন: মিয়ান্মারতো আজকে নতুন নয় বিগত চল্লিশ বছর ধরেই রোহিঙ্গা বাংলাদেশে পুশ ইন করতে চেয়েছে। কিন্তু পুরোপুরি সফল হয়েছে কেবল এইবার। এর মুল কারন মানবিকতা, ফানবিকতা নয়। মুল কারন হচ্ছে চীন, ও ভারতের দাক্ষিন্যে টিকে থাকা আমাদের অবৈধ স্বৈরাচারী সরকার। চীন ও ভারত মুখ ফিরিয়ে নিলে এই মুহুর্তে ভেঙ্গে পড়বে ক্ষমতার মসনদ। মানবিকতার দোহাই দিয়ে মুলত চীন ও ভারতের নির্দেশ পালনের অংশ হিসেবে বাংলাদেশ বর্ডার খুলে দেয়া হয়েছে।

ডক্টর ইউনুসের একক প্রচেষ্টায় রোহিঙ্গা ইস্যূ আন্তর্জাতিক মহলে সারা ফেলতে সমর্থ হয়েছে। এখন এই অনুপ্রবেশকারিদের আবার মিয়ান্মারে ফেরাতে হলে দরকার এই অবৈধ সরকারের পতন।

২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: বাহ্! রোহিঙ্গাদের ফেরত দিতে তবে সরকার পতনের ডাক দিতে হবে! আপনিতো আরো এক কাঠি ওপরে! সরকার পতন ছাড়া আর কিছুই চোখে দেখেন না!

৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পুলিশের ভুমিকাও সন্তোষজনক নয় তাই এমন হয়েছে। :(





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: আপনি কিভাবে জানলেন পুলিশের ভূমিকা সন্তোষজনক ছিল না? রোহিঙ্গারা এদেশে আশ্রয় নিয়েছে। এদেশের নাগরিক নয়। তারা কিভাবে ব্যবসা করবে? এটা না দেখে পুলিশের ভূমিকা দেখেন! বাহ্!

আজকে দেখেন রোহিঙ্গাদের হামলা নিয়ে আরো নিউজ হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.