নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার কোন পাখি নেইসময়ের কোন ভাষা নেই!!

ত্রি-মাত্রিক চিন্তা

আমি প্রচলিত ধর্মে বিশ্বাসী নই। ভাল লাগে কবিতা। ভাল লাগে নিজেকে।

ত্রি-মাত্রিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

নিজেকে ছুঁয়ে দিলে

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫০

আজ যেন হিমবৃষ্টি-ঝড়। আজ ছুঁয়ে দিল শীতের বাতাস। জীবনে প্রতিটি শীত আসে, আর মনে হয়; এই আমি- আমি নই। আমি অন্য কোথাও বাস করি। আমার ইচ্ছে করে: এই আমি কোন খোলা প্রেইরীতে বসে আছি। পাখিরা উড়ে যায়। আমি তাদের শূণ্যপথে দৃষ্টি রাখি।

জীবনে ঝড় আসে। মনে হয় এই বুঝি সবকিছু ভাসিয়ে নিয়ে গেলো মহাকাল। তুবুও আমি আঁকড়ে থাকি ঝড়ের ডানা। আমাকে ফেলে যায় এক সময় বিরাণ বালুচরে। আমি বালুতে ছাপ রেখে আসি। ক্ষণিকের ছাপ! খুবুই সাদামাটা। বালু থেকে বালুর দূরত্ব আমার আর তার।

শীত কখনো কখনো মনে প্রশান্তি এনে দেয়।

শীতের রাত। আমি বসে আছি বারান্দায়। একপ্রস্থ সাদাগোলাপ ম্লাণ হয়ে গেছে। একজন দূর্বলচিত্তের লোক খুঁজে পায় না জীবনের সাধ। কে কাহার আজ এই রাতে?

আমার মনে আজ বেজে ওঠেছে মরণের বাতাস।

শীতের রাত। আমি বসে আছি বারান্দায়। এক পাখি ওড়ে গেল। কী তার পরিচয়! আঁধারে কেনো তারে খুঁজি আমি একা।

এক মুক্ত পাখি। ঝড়ের কবলেই যার চিরচেনা ডানা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এ যেন বিন্দুর ভেতর সিন্ধুর গভীরতা, চমৎকার হয়েছে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.