নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন পরিচয়ে বাঁচ

মোছাব্বিরুল হক

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।

মোছাব্বিরুল হক › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ

২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৭


বিশ্বকাপের উন্মাদনায় আজকে পুরো বিশ্ব
নানান রঙের পতাকাতে পালটে গেল দৃশ্য।
বাবার দলে গোল দিল তাই ছেলের মাথায় হাত,
ছেলের দলে জিতে গেলে বাবাও কপুকাত।
কচি-কাঁচা, যুবক, বুড়ু বয়স গিয়ে ভুলে,
সমান তালে বিশ্বকাপের আনন্দেতে দুলে।
কেউবা বলে মেসিই সেরা কেউবা নেইমা,
সারাটাক্ষন তর্ক শুধু বিশ্বকাপটা কার।
পাড়ায় পারায় জমে খেলা দুই দলেতে ভাগ,
গোল দিয়ে আজ মিটাতে চায় মনের সকল রাগ।
অলিগলি সবখানেতে শুধুই বিশ্বকাপ,
কেউবা ক্ষেপায় ত্রি-পিস বলে, কেউবা সেভেন আপ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩১

ফেনা বলেছেন: ভাল হয়ছে।

২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

মোছাব্বিরুল হক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। আপনার ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগছে।

২| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: বাহ বেশ মজার হয়েছে।

২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২২

মোছাব্বিরুল হক বলেছেন: বিশ্বকাপ নিয়ে মজার ঘটনার কি আর শেষ আছে। যে দিকেই তাকাই শুধু বিনোদন। এমন লোকে খেলা সম্পর্কে আলোচনা করে যার খেলা সম্পর্কে কোন জ্ঞানই নেই। চায়ের দোকানে এক লোক ঐ দিন অন্য আরেকজনকে বুঝাচ্ছিল কিভাবে একটা দল বিশ্বকাপে চান্স পায়।
প্রথমে দেশের ক্লাবগুলোর খেলা হয়। যেই দল জিতে সে ফেডারেশন কাপে অংশগ্রহণ করে। ফেডারেশন কাপে বিজয়ী দল ওয়ার্ল্ডকাপে অংশগ্রহণ করে। ওয়ার্ল্ডকাপে বিজয়ী হবার পরে তাদের অন্য একটি দলের সাথে খেলতে হয় তাদের সাথে জিততে পারলেই বিশ্বকাপে চান্স পায়।
এখন বুঝেন কেমন বিনোদন!

৩| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৪

কাইকর বলেছেন: সুন্দর কবিতা

২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৭

ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল কবিতা।

২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

মোছাব্বিরুল হক বলেছেন: কারো কাছে ভাল লেগেছে জানলে সত্যি খুবই আনন্দ হয়।
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

৫| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
মন্তব্যকারীদের তালিকায় আপনার নাম না দেখতে পেলে কেমন যেন অসম্পূর্ন মনে হয়। আপনার মন্তব্য পেলে খুবই ভাল লাগে। সেটা পজেটিভ নেগেটিভ যাই হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.