নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন পরিচয়ে বাঁচ

মোছাব্বিরুল হক

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।

মোছাব্বিরুল হক › বিস্তারিত পোস্টঃ

মোতালেব শিকদার

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯


আমাদের এলাকার মোতালেব শিকদার
কাটা ধরে পাঁচ মণ ভুড়িখানা শুধু তার।
প্রায় লোকে দেখে তারে হাতি ভেবে করে ভুল,
দেখে নাই কেউ কভু তার মতো এতো স্থূল।
এলাকার ছেলেপেলে, বদমাইশ, গুন্ডা,
দেখে তারে দেয় মেলে শান্তির ঝান্ডা।
হাতাহাতি মারামারি সব হয় বন্ধ,
শান্তির ধারা বহে পেলে তার গন্ধ।
কন্ঠতো নয় যেন সিংহের হুংকার,
বিরোধিতা করে তার সাধ্যটি বলো কার!
একাধিক মাথা বলো আছে কার ধড়েতে?
কোন জনা এ ধরাতে চায় বলো মরিতে?
কার বলো নাই জানা সলিমের দাঙ্গা?
পাজরের হাড় তার আজো আছে ভাঙ্গা।
সে যে ছিল এলাকার নামীদামী পালোয়ান,
তাইতো সে করতো ধরাকে সরা জ্ঞান।
বুড়া মিয়া পান বেচে ভবের-ই হাটেতে,
দেরি বলে চড় খেল সলিমের হাতেতে।
তাই দেখে মোতালেব মনে বড় ব্যাথা পায়,
চিৎ করে ফেলে তারে উপরেতে বসে যায়।
পাজরের হাড় ভাঙ্গে মড়মড় শুনে সব,
হায় হায় একি হলো! চারিদিকে উঠে রব।
সেই থেকে এলাকায় গোলযোগ নেই আর,
শান্তির দূত হলো মোতালেব শিকদার।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৩

বিজন রয় বলেছেন: এ তা সুকুমার রায় পড়ছি।
খুব ভাল হয়েছে।

ছবিখানাও জব্বর!

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯

মোছাব্বিরুল হক বলেছেন: সুকুমার রায় মানে বুঝলাম না!

২| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৪

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর। একেবারে সুকুমার ফ্লেভার। গুন্ডা-ঝান্ড, ধড়েতে-মরিতে এদু'টো অন্ত্যমিল একটু দূর্বল। ভাল লেগেছে।

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০১

মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

মানুষ বলেছেন: ভালই।

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০২

মোছাব্বিরুল হক বলেছেন: আমার লেখায় আপনাকে স্বাগত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৬

বিজন রয় বলেছেন: সুকুমার রায় সম্পর্কে জানেন না? আশ্চর্য!!

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০০

মোছাব্বিরুল হক বলেছেন: সুকুমার রায়কে চিনেনা এমন সাহিত্য প্রেমি আছে নাকি বাংলায়! সুকুমার রায় আমার প্রিয়দের তালিকার প্রথম সারির একজন।

এ তা সুকুমার রায় পড়ছি। কথাটা পরিষ্কার বুঝতে পারছি না। তাই বলতে চেয়েছি।

৫| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: ও আচ্ছা, তাই বলুন।

শুভকামনা রইল।

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৯

মোছাব্বিরুল হক বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: হুহ। যেই না আমার ভাব ... তার আবার মূর্তি ..

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

মোছাব্বিরুল হক বলেছেন: ভাবমূর্তি...............

৭| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫১

বলেছেন: প্রানবন্ত লেখা

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.