নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন পরিচয়ে বাঁচ

মোছাব্বিরুল হক

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।

মোছাব্বিরুল হক › বিস্তারিত পোস্টঃ

ফাউল

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৬


যুদ্ধ যে আজ জমবে ভারি খেলার মাঠে ফুটবলে,
দু-চার খানা ভাঙ্গবো যে পা নানান কলা কৌশলে।
ক'দিন আগে করল যে কি, ভাবছ বুঝি নেই মনে!
ব্যাটারা আজ বুঝবে সবই ক্ষেপাল যে কোন জনে।
সপ্তা ধরে রপ্ত হলো ফাউল করার কায়দাটা,
এমন ফাউল যায়না বুঝা, এটাই হলো ফায়দাটা।
আজও খেলায় হয় যদি হার, বাঁচার তবে অর্থ কি?
আমরা নাকি নেংটি ইঁদুর! খুঁড়ব তবে গর্ত কি?
ওদের পাড়ার সব ভরসা নতুন আসা ছোকরাটা,
বল পায়ে সে ভীষণ পাকা, দারুণ খেলার কায়দাটা।
আজকে ওকেই করবো ঘায়েল, মাঠে গিয়ে নামবো যেই,
কিন্তু বাড়ির বাইরে যাব তাহার কোন কায়দা নেই।
বাবার যেন কি হলো আজ, অফিসেতে যায়নি তাই,
একমনেতে খুঁজছে কিছু ধুলি জমা ডাইরিটায়।
দাতের চাপে নখ কাটি তাই বইয়ের পাতায় মুখ গুঁজে,
তবে কি হার আজ আমাদের! জিতবে ওরা চোখ বুজে!
হায়! হায়! হায়! হারল আজো এ পারার-ই ছোকরা দল,
কি লাভ হলো রপ্ত করে ফাউল করার নতুন ছল?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২১

বাকপ্রবাস বলেছেন: দারুণ

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৭

মোছাব্বিরুল হক বলেছেন: অনেক ধন্যবাদ। খেলার মাঠে যেতে পারলে আরো ভালো লাগতো। তারচেয়ে বেশি ভালো লাগত যদি নতুন কায়দায় ফাউল করতে পারতাম।

২| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়া হিসাবে দারুণ। কিন্তু গল্পটা ধরতে পারি নি। ফাউল করার কায়দা শিখলো ছেলেটা। কিন্তু বাবা বাসায় থাকায় সে খেলতে যেতে পারলো না কেন? বাবা কি তাকে খেলতে যেতে দেয় না?

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

মোছাব্বিরুল হক বলেছেন: সকাল সকাল কোন বাবা তার সন্তানকে কাদাজলে ফুটবল নিয়ে ছুটতে দিতে চায়?
অফিসে না যাওয়ার কারনে বাবা বাসায় ছিলেন। আর স্কুল বন্ধ থাকার কারনে ছেলেটার ছিল সকাল সকাল ফুটবল খেলার পরিকল্পনা। কিন্তু বাবা বাসায় থাকার কারনে তাকে ইচ্ছা না থাকা সত্ত্বেও বইয়ের পাতা উল্টাতে হচ্ছে।
এমন আমার সাথে কতো যে হয়েছে তার কোন হিসেব নেই।

৩| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খেলাটা হবে সকালে, বাবার অফিস খোলা থাকলেও নিজের স্কুল বন্ধ- এ বিষয়টা ছড়ায় ক্লিয়ার না। এজন্য ছড়ার মজাটা বুঝতে পারি নি।

কায়দাটা/ছোকরাটা
তাই/টায়-- এগুলো আরেকটু রিফাইন করা যেতে পারে

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৪

মোছাব্বিরুল হক বলেছেন: সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ। ব্যাপারগুলো ভেবে দেখব।
সবসময় এমন পরিষ্কার মন্তব্য পাবার আশা করি।
ভালো থাকবেন।

৪| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪

লায়নহার্ট বলেছেন: {কিছু ছোকরা খেলতে নামেই ফাউল করার জন্য}

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

মোছাব্বিরুল হক বলেছেন: কথাটা অস্বীকার করার কোন উপায় নেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
ছবিটাও সুন্দর।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

মোছাব্বিরুল হক বলেছেন: কৃতজ্ঞতা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.