নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন পরিচয়ে বাঁচ

মোছাব্বিরুল হক

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।

মোছাব্বিরুল হক › বিস্তারিত পোস্টঃ

দাদার স্বপ্ন

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ২:০৮


এদেশ নাকি তাদের হবে দাদাজানে কয়
স্বপ্ন দেখা ভালো তবে দিবাস্বপ্ন নয়।
একাত্তরে বন্ধু সেজে বাঁশ দিয়েছ মেলা
দেখায় দিছ মনের মাঝে গোপন রাখা খেলা।
তোমার দেশের বাতিল পন্য আমার দেশে দিয়ে
ষোলআনা মূল্য তুমি ঠিকই গেছ নিয়ে।
কাটাতারে ঝোলায় দিছ আমার বোনের লাশ
উছিলাতে এখন আবার আসছ দিতে বাঁশ?
শুন দাদা কান খুলে আজ, হিন্দু মুসলমান
দেশের লাগি তৈরী সবে ধরতে বাজী প্রান।
ধর্ম জাতির দোহাই দিয়া লাগাইতে চাও দাঙ্গা?
বাংলা মায়ের সবুজ আচল করতে আবার রাঙ্গা?
এদেশ আমার রক্তে কেনা, ভিক্ষে পাওয়া নয়
কোন হারামী এদেশ আবার দখল নিবার কয়?
জবানখানা সামলে রাখ হুশে আস দাদা
কোটি বিশেক আছোলা বাঁশ তৈরী আছে সদা।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ২:৩৫

আরোগ্য বলেছেন: খুবই ভালো লি্খেছেন।পাঠে মুগ্ধ হইলাম।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ২:৫১

মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

২| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ২:৪৫

সৈয়দ ইসলাম বলেছেন:
ভারত তার রাস্ট্রসমূহ ও রাস্ট্রগুলোর উদ্ভট পাব্লিকদের নিয়ে বিরাট সমস্যায় আছে। তাছাড়া কিছু জঙ্গি সংঘটন তাদের ঘুমকে হারাম করে রেখেছে। আর পাকিস্তান ও কাশ্মীর প্রসঙ্গ তো আছেই, তারউপর আবার বাংলাদেশ দখল নেয়ার হুমকিধামকি দেয়া মানে চরম বোকামি; এটা ভারতের সচেতন পাব্লিক থেকে বুদ্ধিজীবীরা পর্যন্ত জানেন। তারা বাংলাদেশের সার্বভৌমত্ব চায় না, তারা চায় বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে চালাতে, সেই পথেই তারা এতোদূর এগিয়েছে। পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে নেয়নি তবে অব্যর্থ চেষ্টায় আছে।


আজাইরা এইসব ফালতু কথায় কান না দিয়ে নিজ দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মনোযোগ দেয়াই বুদ্ধিমানের কাজ। তবে এটাও একটা দেশ প্রেমের আবেগময়ীতার বাহিপ্রকাশ বটে। শুভকামনা আপনার জন্য।

সবকিছুর পর আপনার আজকের এই পোস্টটি ফেসবুকিয় পোস্ট হয়ে গেছে।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ২:৫৬

মোছাব্বিরুল হক বলেছেন: আপনার কথাগুলো ফেলার মতো নয়। কিছুটা ফেইসবুকিয় পোষ্ট এটা স্বীকার না করে পারছি না। তবে দেশকে নিয়ে যখন কথা হয় তখন এতোকিছু মাথায় রাখা শক্ত।
ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালোথাকবেন।

৩| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ২:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে।ওরা যে দেশ কে ভয় পায়,বাঙ্গালী সেই জাতিকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে।এটা ওরা বারবার ভূলে যায়।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৩:০৮

মোছাব্বিরুল হক বলেছেন: ঠিক বলেছেন ভাই।
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইল।

৪| ০২ রা অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! মোছাব্বিরুলভাই, সুন্দর কবিতা। দারুন আবেগময়ী বটে। ++
কিছু বিজেপি নেতা মিডিয়া সহ ফেবুতে মাঝে মাঝো পাগোলের প্রলাপ দেয়, ওসব নিয়ে দুশ্চিন্তা করবেন না। ওটা ভারতে হিন্দু জিগির তোলার একটা প্রচেষ্টা । উদ্দেশ্য ভোট ব্যাঙ্ক।


শুভকামনা জানবেন।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০১

মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ ভাই, চিন্তামুক্ত করার জন্য। এমন উস্কানিতে উনি ব্যাপক পারদর্শি তা জানি কিন্তু এশিয়াকাপের শোক যেতে না যেতেই এই বক্তব্যটা সয্য করতে পারলাম না। সময়ের অভাবে কোন খেলাই এখন দেখতে পারিনা। অতছ একসময় মাঠের খেলা আর টিভিতে খেলা দেখা কোনটাই মিস করতাম না। অনেকদিন পর সবকিছু বাদ দিয়ে এশিয়া কাপ ফাইনালটা দেখেছিলাম তাতে এই অবস্থা। তাই মনের রাগ কিছুটা মেটাতে চেষ্টা করলাম।

৫| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: যদি কালো হওয়ার কারণে শ্বেতাঙ্গদের ট্রেনে জায়গা না পাওয়া ছোটখাট লোকটি একদিন মহাত্মা গান্ধী হতে পারে তাহলে আপনি কেন দমে যাবেন!?

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৩

মোছাব্বিরুল হক বলেছেন: আপনি যাই বলেন, আমি তাতে অনুপ্রেরণাই পাই।

৬| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:১১

সনেট কবি বলেছেন: দখল করতে চাইলে উল্টা নিজের এলাকাও ছাড়তে হতে পারে!

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৪

মোছাব্বিরুল হক বলেছেন: খুবই সত্য বলেছেন। অনেকেই সুযোগের অপেক্ষায় আছে।

৭| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:০১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: কোটি বিশেক আছোলা বাঁশ কিন্ত টুকরা নয় পুরাপুরিই দিতে হবে বাবুদের।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৬

মোছাব্বিরুল হক বলেছেন: বাঁশের কি আর অভাব আমাদের দেশে? প্ররোজনে একটার জায়গায় দুইটা করে দেয়া হবে।

৮| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:০২

নূর আলম হিরণ বলেছেন: সব দেশেই কিছু মগজহীন দায়িত্বপ্রাপ্ত থাকে।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৮

মোছাব্বিরুল হক বলেছেন: খুব সত্যকথা। ইনিও তাদের একজন। এর আগেও এমন নানান মন্তব্যের জন্য তার নামডাক আছে বেশ।

৯| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৪

শেখ মফিজ বলেছেন: পাগল সব দেশেই থাকে ।
কেউ কেউ নিজেকে জহির করার জন্য উল্টাপাল্টা বকে ।
তবে সরকারের কোন বাজে প্রতিক্রিয়া না থাকলে ভাল ।
কবিতা ভাল ।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০

মোছাব্বিরুল হক বলেছেন: ওদের দেশে পাগলের কারখানা চালু হলেও আমাদের কোন সমস্যা নেই কিন্তু যদি আমাদের দেশ পাগলামি করতে আসে তবেই সমস্যা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.