নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন পরিচয়ে বাঁচ

মোছাব্বিরুল হক

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।

মোছাব্বিরুল হক › বিস্তারিত পোস্টঃ

গোপালের দু:খ

১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩৯


হায়! হায়! একি হলো, এই ছিল কপালে?
কেঁদে বুক চাপড়ায় দুই হাতে গোপালে।
দুই-এ দুই-এ চার হলো মানুষের সংখ্যা,
কি হলো! কি হলো! এই মনে শংকা।
নির্ঘাত বড় কিছু, না হলে সে কি আর
চাপড়িয়ে বুক পিঠ কেঁদে হয় জারেজার?
এপাড়ার লোক করে ওপাড়াতে হায়! হায়!
গোপালের দুখে সবে বুক পিঠ চাপড়ায়।
দলবেঁধে ছোটে সবে গোপালের বাড়িতে,
আসমান ফাটে বুঝি লোকের আহাজারিতে।
বেলা বাড়ে, লোক বাড়ে, নেই আর তিল ঠাই,
হায়! হায়! করে সবে বুক পিঠ চাপড়ায়।
খুকি কাদে, খুকা কাদে, কাদে বুড়া বুড়িতে,
কান্নার স্রোত যেন নাহি চাহে ফুরিতে।
ভিড় হতে কোন জনে জিজ্ঞাসে গোপালে,
কাদ কেন ভায়া তুমি? কাদে কেন সকলে?
চোখ মুছে ভাঙা স্বরে গোপালে কেঁদে কয়,
ইঁদুরে ধুতি কাটে, কান্নার কথা নয়!
সাধ করে হাট ঘুরে কিনেছি যে সবে কাল,
হতভাগা টুকে দিল, দেখ তার একি হাল।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৩

রাজীব নুর বলেছেন: গোপালের জন্য খুব মায়া লাগছে।

১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩

মোছাব্বিরুল হক বলেছেন: তাদের কি অবস্থা যারা না বুঝে কান্নাকাটি করল?

২| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৪

খায়রুল আহসান বলেছেন: বাহ, বেশ মজার তো! :)

১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৫

মোছাব্বিরুল হক বলেছেন: আমরা কিন্তু প্রতিনিয়ত গোপালদের কথায় নেচেই চলেছি কোন যাচাই বাচাই ছাড়া। তারা কাদলে আমরা কাঁদছি। তারা হাসলে আমরা হাসছি।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৮

কিরমানী লিটন বলেছেন: খুব মজার- চমৎকার...

১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

মোছাব্বিরুল হক বলেছেন: আমরা এমন মজাদার ঘটনা প্রতিনিয়ত জন্ম দিয়েই যাচ্ছি।
মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

আমিই আজাদ বলেছেন: বাবা কাঁদে, মেয়ে কাঁদে আরও কাঁদে নাতিনে
স্বামী কাঁদে, স্ত্রীও কাঁদে ছেলে কোন জমিনে
ঠিক তাই হায় হায় আমরাও করছি
কে আসল? কে নকল? খবর কি রাখছি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.