নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন পরিচয়ে বাঁচ

মোছাব্বিরুল হক

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।

মোছাব্বিরুল হক › বিস্তারিত পোস্টঃ

কথার খাজনা

১২ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৬


মুখে বলা সহজ যতো
কাজের বেলায় নয়'কো ততো
সুযোগ পেলে ইচ্ছে যেমন সবাই কথা বলে,
কতো জনে ফকির হবে
ভিক্ষা করে জীবন যাবে
ফালতু কথার বিপরীতে খাজনা যদি চলে।

এইটা পারি ঐ টা পারি
বলতে গেলে কোনটা ছাড়ি
নামলে কাজে যায় যে বুঝা যোগ্যতা কার কতো,
বদলে তখন চলার গতি
কন্ঠ থাকে কোমল অতি
কেউবা আবার সুযোগ বুঝে পালায় ছুঁচোর মতো।

ক'দিন যেতেই আবার দেখা
পুরনো সেই হাসির রেখা
পথে ঘাটে ভিড় জমানো কথার দোকান খুলে,
নিজের গরব নিজেই করে
জ্ঞানীর মালা আপনি পড়ে
কথার ভেলা দেয় ভাসিয়ে ঠিক আগের-ই মতো।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চরম।

১২ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

মোছাব্বিরুল হক বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৩

নেওয়াজ আলি বলেছেন: অনুপম

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৩

মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: খুব ভালো লেগেছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৩

মোছাব্বিরুল হক বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩০

যায়েদ আল হাসান বলেছেন: সুকুমার রায়ের কথা মনে পড়লো।

" লোকটা শুধু করতো বড়াই
ভাঙতে পারি লোহার কড়াই।"

দারুণ লিখেছেন আপনি। আরো চাই, জলদি।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০০

মোছাব্বিরুল হক বলেছেন: "লোকটা শুধু করতো বড়াই
দেখিয়ে দিতাম লাগলে লড়াই"
এটা হাবিবুর রহমান এর লেখা। ছড়ার নাম "কেমন বড়াই"।
সুকুমার রায় আমার পছন্দের তালিকার প্রথম সারির একজন।
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। সবসময় পাশে পাবার আশা রাখি।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর, ভালো লাগলো কবিতা +

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৮

মোছাব্বিরুল হক বলেছেন: প্রাপ্তি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.