নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন পরিচয়ে বাঁচ

মোছাব্বিরুল হক

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।

মোছাব্বিরুল হক › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদ

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৭



দেশ কেঁদে মরে বিচারের খোঁজে
আমি বলি আছি বেশ'তো;
এতো দুর্ভোগ এতো অনিয়ম,
গুম খুন আর রোজ ধর্ষণ;
ধৈর্যের ঝুলি কাঁধে তুলে বলি
এই হয়ে এলো শেষ'তো।

যার ঘরে লাগে আগুনের তাপ
সেই এসে পানি দিক'না
মিছিলে মিছিলে প্রতিবাদ করা !
এটা একেবারে ঠিক না।
স্বাধীন দেশেতে ঠিক রাখা চাই
শান্তির পরিবেশ'তো।
আর ক'টা দিন দেখ নারে বাপু
এই হয়ে এলো শেষ'তো।

হোক প্রতিবাদ আঙুলের চাপে
কেন মুখে কর চিৎকার?
কালো কাপড়েতে চোখ দাও ঢেকে
চুপি চুপি চাও প্রতিকার।
রাজ পথে হলে জোর দাপাদাপি
থেকে যায় এর রেশ'তো !
স্ট্যাটাসের জোরে ভেঙে দাও সব
ভাঙতেই চাও, বেশ'তো।

দেখি প্রতি রোজ ধর্ষিত হয়
সবুজের ভূমি বাংলা
শকুনের দল খুবলিয়ে খেতে
প্রতিক্ষণ করে হামলা।
ভাবি বুঝি কাল থাকবেনা আর
শোষণের কোন রেশ'তো;
ধৈর্যের ঝুলি তাই চেপে বলি
এই হয়ে এলো শেষ'তো।
ছবিঃ Google

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:২৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: হোক প্রতিবাদ। চিৎকার করে উঠো কবির কলম।

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১:১৫

মোছাব্বিরুল হক বলেছেন: হোক প্রতিবাদ। সমাজের এই অধপতনের জন্য কলমধারীদের স্তব্ধতা অনেকটাই দায়ী।

২| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৫২

নেওয়াজ আলি বলেছেন: মা বোনের কান্নার চিৎকারের আকাশ কাঁদে কিন্তু কাঁদে না জালিম

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১:১৬

মোছাব্বিরুল হক বলেছেন: বিপ্লবীর আওয়াজের সামনে জুলুম টিকতে পারে না। ইতিহাস সাক্ষী।

৩| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৩:১৩

রাজীব নুর বলেছেন: প্রতিবাদ করতেই হবে।

০৬ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:৫৭

মোছাব্বিরুল হক বলেছেন: অবশ্যই। সকল জায়গা থেকে প্রতিবাদ প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.