নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন পরিচয়ে বাঁচ

মোছাব্বিরুল হক

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।

মোছাব্বিরুল হক › বিস্তারিত পোস্টঃ

ন্যাংটো হব

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১২:২৪


আজকে আমি ন্যাংটো হব ন্যাংটা করার উৎসবে
দল বেধে আয় দেখবি কে? কে? আশ মিটিয়ে যা দেখে।
আয় তোরা সব বাদ্য নিয়ে;
তেল মাখানো পদ্য নিয়ে;
মন ভোলানোর বদ্যি নিয়ে সব রেখে-
আজকে আমি ন্যাংটো হব যা দেখে।

ভুলবে না মন আজকে কোন বাদ্যতে;
কিংবা যাদুর তেল মাখানো পদ্যতে।
উঠছে নাচন ন্যাংটো করার উৎসবে;
আয় তোরা আয় ন্যাংটো হবি আয় কে? কে?

কালো কাপড় যেই সমাজের চোখ বাঁধা
সেই সমাজে ভদ্রলোকের সং সাজা?
তার'চে নিজের নোংরা ছবি রাখ এঁকে;
আজকে আমি ন্যাংটো হব যা দেখে।

ন্যাংটো দেশের ন্যাংটো লোকের ন্যাংটো সমাজ বাস করে
কি লাভ মিছে ভদ্র লোকের চাষ করে?
এর'চে ভালো গোপন সকল ফাঁস করে
অভদ্রদের পায়ের রেখা পথ ধরে
নিজেই নিজের ন্যাংটো ছবি যা এঁকে;
আজকে তোরা ন্যাংটো হবি আয় কে? কে?

ছবিঃ Google

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৪১

চাঁদগাজী বলেছেন:



বয়সের ঘড়ি কি উল্টো দিকে ঘুরছে?

২| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৩:২৪

রাজীব নুর বলেছেন: দেশে কি কাপড়ের অভাব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.