নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন পরিচয়ে বাঁচ

মোছাব্বিরুল হক

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।

মোছাব্বিরুল হক › বিস্তারিত পোস্টঃ

ফরিয়াদ

১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৪


পাপের দাহে আজকে খরা হৃদয় জমি
মশগুল এ দিল এই দুনিয়ার ক্ষণিক মোহে
মাটির আদম কেমনে বাঁচি নরক থেকে
না দাও যদি ধুইয়ে তোমার অনুগ্রহে?

স্রষ্টা তুমি দৃষ্টি জুড়ে সৃষ্টি সবি
তাইতো প্রভু চাইছি তোমার অনুগ্রহ
এই দুনিয়ার ফেতনা থেকে বাঁচাও মোরে
তুমি ছাড়া নেই তো প্রভু অন্য কেহ।

আমি পাপী পাপের বোঝায় নুইয়ে গেছি
ঝরে না আর অনুতাপের অশ্রু বারি
কালের স্রোতে পাহাড় সম পাপের বোঝা
তোমার কাছে চাই যে ক্ষমা আজকে তার-ই।

তোমার দেয়া নাজনেয়ামত ভুগছি তবু
শোকর আদায় সেই দানের-ই হয়নি কভু
ওগো মালিক রহম কর এই নাদানে
স্ব-মহিমায় নাযাত দিও বিচার দিনে;
না পাই যেন নরক জীবন তোমার দ্রোহে;
বাঁচাও প্রভু আমায় আপন অনুগ্রহে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: মানুষের সবচেয়ে আপন আল্লাহ। শুধু মাত্র তার উপরই ভরসা রাখা উচিৎ। তিনিই আমাদের সৃষ্টিকর্তা। তিনিই আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন- তার ইবাদত করার জন্য।

১৯ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০০

মোছাব্বিরুল হক বলেছেন: নিশ্চই আল্লাহ আমাদের একমাত্র মালিক। আমরা তার কাছ থেকে এসেছি এবং তার কাছেই ফিরে যাব। এটাও ঠিক নিজ কর্মগুনে আখিরাতে নাযাত পাওয়া কখনই সম্ভব নয় যদি মহান রবের অনুগ্রহ হয় তবেই কেবল নাযাত পাওয়া সম্ভব।
আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা, ভাইজান।

২| ১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: কবিতা ভাল হয়েছে।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

সোনাগাজী বলেছেন:


কোন পেশায় আছেন?

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩১

মোছাব্বিরুল হক বলেছেন: ব্যবসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.