নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান হাবীব দুরন্ত

আহসান হাবীব দুরন্ত › বিস্তারিত পোস্টঃ

বন্ধু

০২ রা মে, ২০১৬ রাত ৮:১৮

একজন ভাল বন্ধুই পারে তোমার জীবনটাকে পরিবর্তন করতে। হয়তো তুমি জীবনে অনেক সুখি, কিন্তু একজন ভাল বন্ধু না পেলে তুমি তোমার সুখের মুহূর্ত গুলি কারো সাথে সেয়ার করতে পারবেনা। আমি যখন অনেক ছোট তখন অনেক জায়গায় লেখা দেখতাম যে ভাল বন্ধু না থাকলে জীবনে আনন্দ পাওয়া যায়না। তখন আমার কোন ভাল বন্ধু ছিলনা। আমি তখন ভাবতাম কই আমার তো কোন ভাল বন্ধু নেই, আমিতো সুখেই আছি। মনে মনে যদিও এটাই ভাবতাম কিন্তু আমার সুখের বা কষ্টের কথা গুলি কার সাথে সেয়ার করতে পারতামনা। তখন থেকেই আমি একজন ভাল বন্ধুর খোঁজ করতে লাগলাম।তখন ছোট থাকার কারনে ওইভাবে কারো সাথে মিশা হতনা। যাকে ভাল লাগতো তাকেই মনে মনে চাইতাম আর দোয়া করতাম। এইভাবে ৫ টা বছর কেটে গেল কিন্ত একজন ভাল বন্ধুও পেলামনা। দশম শ্রেণীতে পড়ার সময় একজন ভাল বন্ধু পেয়েছিলাম। আমার জীবনের সব কথাই তার সাথে সেয়ার করতাম। কিন্তু প্রায় ৩ বছর পরে কোন এক কারনে ওই বন্ধুটি আমাকে কোন এক কারনে ভুল বুঝে।তাকে অনেক অনেক অনেকবার জিজ্ঞাস করার পরেও ও আমাকে বলেনাই কেন আমাকে ভুল বুঝেছিল।

পরে আমি ভাবলাম আর কাওকে কোন দিন বেস্ট ফ্রেন্ড বানাবোনা। কারন বেস্ট ফ্রেন্ড লাইফ এ একজন ই থাকে। পরে আরও একজন কে পেলাম আমার মনের মতো। এই ফ্রেন্ড আমার আগের ফ্রেন্ড থেকে অনেক অনেক ভাল। ওই ফ্রেন্ড ও আমাকে তার বেস্ট ফ্রেন্ড ভাবে। এখন আমরা অনেক ভাল ফ্রেন্ড।



ফ্রেন্ড, হয়তো তোকে কথা গুলি কোনদিন বলা হবেনা কিন্তু তোর কাছে আমার অনুরোধ আমাকে কোনদিন ভুল বুঝিসনা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ রাত ১:২৬

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো লগল।
http://www.somewhereinblog.net/blog/IsmailHossain007/29350277
অনুভূতির ঝংকারে লিখতে হয়
আমার অনুভূতি।
বন্ধু

২| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

আহসান হাবীব দুরন্ত বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.