নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসার এই ব্লগে ইহা আমার ২য় নিক।

আব্দুল্যাহ

ব্লগে ফিরে আসা হবে চিন্তাতেই ছিল না। নতুন ব্লগের জন্য প্রচুর পড়তে হবে।

আব্দুল্যাহ › বিস্তারিত পোস্টঃ

রাজ্জাক কি বিজিবি সদস্য না চোর/ডাকাত

১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮


ছবিটি দেখেই বোঝা যায় তিনি একজন বিজিবি সদস্য।

কিন্তু তার হাতে হাতকড়া কেন?
কেন তাকে চোর বা ডাকাতের মতো দাড় করিয়ে ছবি তোলা হয়েছে?
এই বিজিবি সদস্যের নাম নায়েক রাজ্জাক। যাকে গত 17 জুন ভোরবেলা নাফ নদী থেকে ধরে নিয়ে যায় মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী। আজ তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু তার দেশে ফেরা হয়নি। আমাদের সরাস্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী এটা একটি ভূল বুঝাবুঝি, যেখানে আমাদের একজন বিজিবি সেনা গুলিবিদ্ধ হয়েছে আর একজনকে তুলে নিয়ে গিয়েছে মায়ানমারের রক্ষীবাহিনি।

বছরের শুরুতে বিজিবি প্রধান বলেছিলেন, তাদের নাকি অস্ত্র নাকি হাডুডু খেলার জন্য দেওয়া হয়নি। তবে মায়ানমারের সেনা যখন গুলি করল তখন বিজিবি কী করছিল?
বিএসএফ যখন গুলি করে তখন বিজিবি কি করে?

আশা করব রাজ্জাক কে দেশে আনতে সরকার কার্যকরী পদক্ষেপ নিবে।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

ঢাকাবাসী বলেছেন: পোষাক আর পদবীতো একজন লেফটেনান্ট এর, নায়েক বা কর্পোরাল নয়! অপরাধ না করলে এর হাতে হাতকড়া কেন?

১৯ শে জুন, ২০১৫ রাত ৮:০৭

আব্দুল্যাহ বলেছেন: "পোষাক আর পদবীতো একজন লেফটেনান্ট এর, নায়েক বা কর্পোরাল নয়!"
হতে পারে আমি ছবিটি যে পোস্টে দেখেছিলাম তাতে "নায়েক রাজ্জাক" বলেই উল্লেখ ছিল। তাছাড়া সে কোন পদে সেটার চেয়ে একজন বিজিবি এটাই যথেষ্ট তাই পদবীর দিকে লক্ষ করিনি।

ধন্যবাদ।

২| ১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

চলন বিল বলেছেন: ভাগ্যিস শার্টটা খুলে নাই
তা হলে তো চিনতেই পারতাম না
মায়ানমারেরই কোনো চোর ডাকাত মনে করতাম
মন্ত্রী বলেছেন ভুল বুঝা বুঝি
মায়ানমার তার পেন্ট খুলে পরিয়েছে লুঙ্গি
ইজ্জত তো গেছে
কিন্তু কথা হল _______
তারা কি খালি নায়েক রাজ্জাকের ইজ্জতই নিছে নাকি BGB এবং দেশবাসীর ও ইজ্জতও গেছে......

১৯ শে জুন, ২০১৫ রাত ৮:০৮

আব্দুল্যাহ বলেছেন: কি কইলেন ভাই!
আমাগোর ইজ্জত আছে, আমি তো ভাবছিলাম সেটা আগেই গেছে।

ধন্যবাদ

৩| ১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

প্রামানিক বলেছেন: দুঃখ জনক ঘটনা।

১৯ শে জুন, ২০১৫ রাত ৮:০৯

আব্দুল্যাহ বলেছেন: সত্যিই তাই, তার চেয়ে দু:খজনক আমাদের সরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষণ।

৪| ২০ শে জুন, ২০১৫ রাত ৩:০৭

কোলড বলেছেন: Do people in Burma wear lungi?You can't expect to win in negotiation what you lost in battlefield. The police, paramilitary in Bangladesh just got a shoe-biting but thank god the honor is still intact!

৫| ২০ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৬

রাতুলবিডি৪ বলেছেন: বিএসএফ যখন গুলি করে তখন বিজিবি কি করে?

২০ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৩

আব্দুল্যাহ বলেছেন: হাডুডু খেলে

৬| ২০ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৬

জনাব মাহাবুব বলেছেন: বিজিবি'র অস্ত্র শুধু বাঙ্গালীদের হত্যার জন্য। আর বিএসএফ আর বিজিপি গুলি করার সময় তারা অস্ত্র দিয়ে হাডুডু খেলে।

২০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

আব্দুল্যাহ বলেছেন: বাস্তবে একমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.