নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসার এই ব্লগে ইহা আমার ২য় নিক।

আব্দুল্যাহ

ব্লগে ফিরে আসা হবে চিন্তাতেই ছিল না। নতুন ব্লগের জন্য প্রচুর পড়তে হবে।

আব্দুল্যাহ › বিস্তারিত পোস্টঃ

বাশঁকে জাতীয় লতা ঘোষনা করা হোক (ফানি পোস্ট)

২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:২৫

আমাদের দেশে যখন কোন ভারতীয় নেতা বা ব্যক্তিত্ব আসে তখন আমরা তার যাবার সময় ইঁলিশ দিয়ে দেই। কারণ ইঁলিশ আমাদের জাতীয় মাছ।

অন্য দেশের রাজনৈতিক ব্যাক্তিত্ব আসলেও হয়তো ইঁলিশ দিয়ে দেওয়া হয়। কারণ বিশ্বের অনেক জায়গায় ইঁলিশ পাওয়া গেলেও পদ্মার ইঁলিশ খেতে হলে তা বাংলাদেশ থেকেই নিতে হয়। আমাদের দেশের তুলনায় ভালো বা সুস্বাদ্ধু ইঁলিশ আর কোথাও আছে কিনা তা আমি জানি না, তবে থাকলে বংলার ইঁলিশের এতো কদর হবার কথা নয়।

বর্তমানে আমাদের আরও একটি বিশেষত্ব আছে, আমরা ভালো বাঁশ দিতে পারি। এর প্রমাণ গত কিছুদিনের ক্রিকেট ইতিহাস। ক্রিকেট ইতিহাসে আমাদের বিচরণ অনেকদিনের হলেও অন্যদের তুলনায় আমরা এখনো ছোট। কিন্তু কথায় আছে না ছোট মরিচের ঝাল সহ্য করা যায়ন! তাই অনেকেই আমাদের বিশেষভাবে দেখে।

ভারতীয় দল আমাদের দেশে। আর কিছুদিনের মাঝে তারা চলে যাবে আর যাবার সময় নিয়ে যাবে বাংলার বাঁশ। আমরা যদি ভারতকে ইলিশের মতো বাঁশ দিতে পারি তবে বাঁশ অবশ্যই জাতীয় লতা হবার যোগ্যতা রাখে। আর ভারতেরতো ভাগ্য ভালো, আমরা লতা দিয়ে ছেড়ে দিলাম। যদি কাঁঠাল গাছটা দিয়ে দিতাম তবে!

ইস!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:৪০

লাবু২২ বলেছেন: চরম হইছে বসসসস

২৩ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৫

আব্দুল্যাহ বলেছেন: বস বলার দরকার নাই, ভাই বললেই হবে। নাম ধরে ডাকলেও কোন সমস্যা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.