নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসার এই ব্লগে ইহা আমার ২য় নিক।

আব্দুল্যাহ

ব্লগে ফিরে আসা হবে চিন্তাতেই ছিল না। নতুন ব্লগের জন্য প্রচুর পড়তে হবে।

আব্দুল্যাহ › বিস্তারিত পোস্টঃ

বিধ্বস্ত যুগ্ধবিমান এফ-৭ ও বিমান বাহিনীর নাজুকতা

৩০ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫২

গতকাল চট্টগ্রাম থেকে উড্ডয়নের আধাঘন্টা পর আমাদের দেশের একটি যুগ্ধ বিমান এফ-৭ বিধ্বস্ত হয়ে সাগরে পড়ে যায়। এই পর্যন্ত যুগ্ধবিমানটির কিছু অংশ পাওয়া গেলেও মিলেনি পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট রুম্মান তাহমিদ চৌধুরীর খোঁজ। জানি না তাকে আসলেই পাওয়া যাবে কিনা?

এইতো কিছুদিন আগে সম্ভবত রাজশাহীতে আরও একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল, যেখানে বিমানটির মহিলা পাইলট পুড়ে মারা গিয়েছিল। সাধারণত একটু পুড়ে গেলেই যা কষ্ট পাই, সেই মেয়েটির কী কষ্ট পেয়েছিল পাভতেই ভয় হয়। মেয়েটির মা দাবী করেছিল, নিম্ন মানের যণ্ত্রপাতি ব্যবহারের কারণে যান্তিক ত্রুটি হয়ে বিমানটিতে আগুন লেগেছিল।
কী কারণে বা কেন মেয়েটি বিমানটি ছেড়ে পালায় নি, বা এতো জায়গা থাকতে এক ধান ক্ষেতে এনে ফেলেছিল জানিনা, তবে ঘটনার মিল হিন্দি মুভি "Rang de Basanti" সাথে মিলে যায়। সেখানে পাইলট অন্যকে বাচানোর জন্য শহর থেকে দুরে নিয়ে গিয়েছিল বিমানটিকে, দুর্ঘটনার কারণ ছিল নিম্ন মানের যান্ত্রপাতি ব্যবহার।

একটু তাকালেই বা খোজ নিলেই আমাদের বিমান বাহিনীতে যে এমন ঘটনা প্রায় ঘটছে তা বোঝা যায়। নিচে কিছু সংবাদ লিংক দিলাম
[1st May 2014||চট্টগ্রামে দুর্ঘটনায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান]

[14Th May-2014 চট্টগ্রামে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, তিন আরোহী আহত]

[1st April 2015||বিমান বিধ্বস্ত, নারী প্রশিক্ষণার্থী নিহত||Private]

[আবার দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমান||3rd April 2015]

***কেন জানি লিংক দিতে পারলাম না, তবে সকল নিউজই প্রথম আলোর, তাই শুধু গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন

জানিনা ঘটনা আসলেই কী, তবে কোথাও যে ঘাবলা আছে তা বোঝাই যায়। এইভাবে যদি দুর্ঘটনা হয় তবে কোনদিন যুগ্ধ লাগলে কোন যুগ্ধ বিমানকে আসলেই কাজে লাগানো যাবেতো?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.