নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসার এই ব্লগে ইহা আমার ২য় নিক।

আব্দুল্যাহ

ব্লগে ফিরে আসা হবে চিন্তাতেই ছিল না। নতুন ব্লগের জন্য প্রচুর পড়তে হবে।

আব্দুল্যাহ › বিস্তারিত পোস্টঃ

আমার বাবা ATM Booth না|| ছবি বিতর্ক

০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১০:২৪


শিক্ষাখাতে আরোপিত কর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে বাজেট প্রস্তাবের পর থেকেই, কর বাতিলের দাবী ইতিমধ্যে ছাত্ররা রাস্তায় নেমেছে। খোলা হয়েছে নানা ইভেন্ট, অনলাইনের বড় একটি অংশ এখন #NoVatOnEducation এর দখলে। গতকাল অনলাইনে আসা উপরের ছবিটি বিশেষভাবে ছড়িয়ে পড়েছে, নানা রকম মন্তব্য এসেছে। আমার কলেজের এক শিক্ষক মন্তব্য করেছেন,
"If your father isn't an ATM booth (if he doesn't have abundance), you should aim at taking admission to a university college under the National University in case of your failure to get yourself admitted into a public university. It's needless to say, to be a part of the aforementioned university is more dignified than to be the students of those private universities which sell education instead of imparting quality education.
This post has been written in perspective of our country. Most of the owners of the private universities here are businessmen and they are not as honest as the owners of the world famous private universities outside our country."
আমিও স্যারের সাথে কিছুটা একমত, কিন্তু পুরোটা নয়। তিনি রাজশাহী থেকে ইংরেজীতে লেখ-পড়া শেষ করেছেন, আমার দেখা সাধারণ ও অনেক ভালো শিক্ষক এবং ভালো দর্শনবীদ।
স্যার হয়তো জানেন না, দেশে এখনো মেডিকেল ও ইন্জিনিয়ারিং কেই শিক্ষা বলে মানেন অনেকে। আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, সেখানেই সম্বলই মর্যাদা। আগে মানুষ নিজে এলাকা থেকেই বের হতে চাইত না, গ্রাম থেকে বিশ্ববিদ্যলয়ের গন্ডি যারা মাড়িয়েছেন তারা সাহসী ছিলেন। আর এখন মানুষ স্কুল জীবন শেষ করে বাড়ি ছাড়ে, তার আর বাড়ি ফেরা হয় না। স্যারদের কাছেই শুনেছি, এককালে "স্টার" মার্ক পেলে লোকে দেখতে আসত, এখন বাড়ি বাড়িতে বাচ্চারা স্টার পায়, কিন্তু জানেন লেখাপড়ার মান ৮০ থেকে ৩৩ এ নেমে এসেছে।
যে মানুষগুলো নিজের অজান্তেই ৪।০০ নিয়ে পাশ করছে তারা কেন স্বপ্ন দেখবে না বলতে পারেন? কেনই বা তার বাবা চাইবে না সন্তান ভালো কোথাও পড়ুক?
HSC পরবর্তী সময়টা আসলেই অনেক কষ্টের, অনেক স্বপ্ন থাকে। তাইতো আমরা পালের গোদার মতো ঢাকায় আসি, যেখান থেকে ৮০%ই ঠোকর খেয়ে ভেঙ্গে পড়ি। বাবা-মা স্বপ্ন কিন্তু থেকেই যায়, পাবলিকে চান্স না পেয়ে আমরা যখন বেসরকারীতে পাড়ি জমাই তখন আমাদের বাবারা মাটিতে অংক কষে।
জানেন স্যার, যে শিক্ষাটাকে টাকার বিনিময়ে বলা হচ্ছে, সেটার দাম ১২ লক্ষ থেকে চলছে, কোথাও আবার ৩/৪ লক্ষ। বাবার সাথে হিসেব কষে আমরা সেই অনুযায়ী ভর্তি হই, তারপর চলছে।

আমাদের বাবা, যা চাষ করে তার নায্য দাম পায় না। যে টাকা বেতন পায়, তার কর দেয়। আপনি কী জানেন আমরা বাবার টাকায় যে সিগারেট কিনে খাই তারও কর দেই। যেখানে দেশের উচ্চ আসনের মানুষগুলো দেশ লুটে পুটে খাচ্ছে, সেখানে সরকার চুপ। দেশে হলমার্ক হাজার কোটি টাকার হেরফের হয় আর সেই টাকার যোগান দিতে আমাদের বাবার শরীর থেকে রক্ত করা টাকা বাড়াতে হবে।?
তাছাড়া করতো পণ্যে হয়, শিক্ষাতো মৌলিক অধিকার। শিক্ষায় কর কেন? আমাদের পরিবার তো সকল কর দিয়ে আসছে, যারা কর দিচ্ছে না, যাদের কালো-টাকা সাদা করার জন্য আবাসন প্রকল্প চালু করা হয় তাদের ধরুণ। কেউ চুরি করবে কিছু বলবেন না, সততাই দোষ!
কথা উঠেছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো টাকা ছাপানোর মেশিন কিনা?
হ্যা, তা আমরাও জানি। সেই মেসিনে কতিটুকু কাচামাল ঠালবো তা হিসেব কষেই এসেছি, এসব মেসিন থেকে বের হয়ে অনেকেই আজ উচ্চ পর্যায়ে আছেন। আর যে কথা বলা হয়েছে, কেন জাতীয় কলেজগুলোতে ভর্তি হলাম না? সেখানে ভর্টি হলেতো ৭ বছর, এখন তবু কমেছে। নতুনেরা পড়বে, স্ববাজরা স্বপ্ন দেখবে ও তা পূরণে বেসরকারীতেই ভর্তি হবে। তাছাড়া মানুষ এখন সরাসরি এসম মেসিনে টাকা ঢালতে চলে আসে, কারণ অনেক।

কথা তা নয়, দাবী একটাই। শিক্ষা পণ্য কিনা তা পরিষ্কার করে কাশতে হবে, পন্য হলে পরে দেখব। আর পন্য না হলে ৭।৫% করতো দুরের কথা করের কথা তুলেই খবর আছে।

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনার বাবা টাকসাল।
আপনার বাবা যদি ব্যুরোক্রেট, সরকারী অফিসার, পুলিশ, ব্যবসায়ী বা রাজনীতি-ডাকাত হয়, আপনার বাবা আসলে টাকসাল।

প্রাইভেট ইুনিভার্সিটি হলো জাতির বিপক্ষে ষড়যন্ত্র ও অপরাধ।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৪

আব্দুল্যাহ বলেছেন: বাবা সরকারি চাকরি করে, কিন্তু টাকসাল নন। যা বেতন পান তা আমায় দেবার পর সংসারটা খুড়িয়ে চলে।
হ্যা কিছু ইউনিভার্সিটি অনেক খারাপ কিন্তু অনুমোদনতো সরকারই দিচ্ছে, তাছাড়া এতো জিপিএ-৫, ৪।০০ ওদেরওতো স্বাধ হয় তাই না?

২| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাংলাদেশে এত বেসরকারী বিশ্ববিদ্যালয় কেন গড়ে উঠেছে বলতে পারেন?
কেন এত চাহিদা??

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৪

আব্দুল্যাহ বলেছেন: সময়ের প্রয়োজনেই গড়ে উঠেছে, কিন্তু এখন কিছুটা ব্যঙ্গের ছাতার গজিয়ে উঠেছে।
তাছাড়া জাতীয় গুলোতে সন্মান করতেই ৬বছর লাগে, যদিও এখন কিছুটা কমেছে। সেশন জট চলে গেলে এই টাকার কারখানা গুলোর কিছুটা ভাব কমবে।

এতোগুলো জিপিএ-৫, সবার স্বপ্নই ডাক্তার নয় ইন্জিনিয়ার, কী করবে বলেন? তার উপর এতো ডিম্পোমা ধারী, তারাওতো উচ্চ শিক্ষার স্বপ্ন দেখে তাদের জায়গা একটাই ডুয়েট, কী করবে বলুন? সরকারি প্রতিষ্ঠান না থাকলে মানুষ তো প্রাইভেটেই যাবে।

৩| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৭

গোধুলী রঙ বলেছেন: আসলে ভ্রাতা, কোন কিছুই ঠিকভাবে চলছেনা, ঠিকভাবে চালানোর চেষ্টাও করছে না কেউ। সবাই নিজের গা বাচিয়ে একেকজন আরেকজনকে দুষছে। মাঝখানে ফাপরে আছি আমরা যারা অভিশপ্ত মধ্যবিত্ত।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৭

আব্দুল্যাহ বলেছেন: আসলেই আমরাই দায়ী, কারণ আমরা চোখ বুজে থাকতে চাই কিছুটা উট পাখির মতো। যারা এমন কাজগুলো করছে তারাও আমাদের মতোই মানুষ, সুযোগ দিয়েছি বলেই করছে। এখন বলে কী লাভ?

৪| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৯

ডট কম ০০৯ বলেছেন: উভয় পক্ষেই কথা আছে। কিন্তু যত যুক্তিই থাকুক শিক্ষার উপর কোন কর আমি সমর্থন করি না। :)

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৭

আব্দুল্যাহ বলেছেন: সহমত, কর দিয়ে পড়ব না। তাতে যাই হোক।

৫| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫১

প্রামানিক বলেছেন: শিক্ষার উপর কর আমিও পছন্দ করি না।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৮

আব্দুল্যাহ বলেছেন: ধন্যবাদ, নতুন ব্লগে আপনাকে দেখে খুশি হলাম

৬| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৩

সাব্বির ০০৭ বলেছেন: চাঁদগাজী ভাই, গন্জিকা কি আজকাল চাঁদেও পাওয়া যায়? প্রাইভেট ইউনিভার্সিটি জাতির বিরুদ্ধে যড়যন্ত্র?? মিয়া খালি গান্জা টানছেন না সাথে আরও কিছু মিক্সড করছেন??? বাংলাদেশে ফি বছর যত পোলাপাইন পাশ করে বের হয়, তাদের সবার জন্য পর্যাপ্ত আসন সংখ্যা পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো দিতে পেরেছে কি? দেবার মত ক্ষমতা আছে কি? জাতীয় বিশ্ববিদ্যালয়কে দূর্ণীতি আর সেশনজটের আখড়া বানিয়েছে কে? আর সবচাইতে বেশি প্রশ্নের উত্তর জানতে বেশি মন চায়, তা হল, কোয়ালিটি শিক্ষায় ভরপুর এসব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র‌্যাংকিং এ তথাকথিত মানহীন শিক্ষার আখড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর পিছে পড়ে কেন???
শুধুমাত্র টাকাওয়ালা বাপের ছেলেপেলেরাই প্রাইভেটে পড়ে, এই আইডিয়া মাথা থেকে ফেলুন। আর যদি দলকানা হাম্বালীগার হন, তাহলে আর কিছু বলার নাই।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩১

আব্দুল্যাহ বলেছেন: উনারটা উনি বলেছেন, তারও যুক্তি আছে।
তারা শুধু বাইরের গাড়ী দেখে কিন্তু পালবিক বাসে বাদুর হয়ে যারা ঝুলে আছে তাদের দেখে না।

৭| ০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: শিক্ষা পণ্য কিনা তা পরিষ্কার করে কাশতে হবে, পন্য হলে পরে দেখব

ভাল বলেছেন।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৫

আব্দুল্যাহ বলেছেন: ধন্যবাদ

৮| ০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৪

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ঢাকার বাহির থেকে আসা HSC পরবর্তী সময়টা বর্ণনা করলেন। 0-12 class কি ফ্রী পাওয়া যায় ? এখনতো মফস্বল এ kindergarten , coaching এর বিজনেস টপ রাঙ্কিং এ ।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৬

আব্দুল্যাহ বলেছেন: ব্যবস্যাতো অনেক কিছুতেই, কিন্তু আমার আলোচনা তো একটি পয়েন্ট নিয়ে

৯| ০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৯

টু-ইমদাদ বলেছেন: শিক্ষাকে যদি পণ্যের সাথে তুলনা করা হয় তাহলে করা ধরা আবশ্যক. . .

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৭

আব্দুল্যাহ বলেছেন: অবশ্যই, আর পন্য হলে তা কেনার জন্য চার বছর কষ্ট করার মানে হয়না।

১০| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৩:৩৯

খগম বলেছেন: Onak gun acquare korlam .

০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৪

আব্দুল্যাহ বলেছেন: তা কী কী অহরণ করলেন?

১১| ০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৪

নীলিিগরী বলেছেন: Chand gazi Gaza khaise. Hehhehehehhe......।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৮

আব্দুল্যাহ বলেছেন: আপনি কি জানেন, না সাক্ষী দিলেন।

১২| ০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৫

সুমন কর বলেছেন: শিক্ষায় উপর কর, মেনে নেওয়া যায় না।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৯

আব্দুল্যাহ বলেছেন: জ্বী কোথাও কর থাকতে পারেনা, নামেও না!
কেমন আছেন, সুমন ভাই?

১৩| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১১

মাটি আমার মা বলেছেন: শিক্ষা ক্ষেত্রে কোন রূপ কর, ভ্যাট, উন্নয়ন ফি মানি না। শিক্ষা ক্ষেত্রে ভর্তুকী দাবী করছি।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:১০

আব্দুল্যাহ বলেছেন: যেখানে কর বসাচ্ছে, সেখানে ভুর্তুকির আশা করছেন কী করে?
পাবলিকে পড়তেন, সব পেতেন।

১৪| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৫

জহিরুল ইসলাম কক্স বলেছেন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সবাই উচ্চবিত্ত নয়।কিছু মধ্যবিত্ত ছাত্র ছাত্রী ও আছে।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:১১

আব্দুল্যাহ বলেছেন: কিছু নয়, অনেক আছে।

১৫| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১১

লেখোয়াড়. বলেছেন:
অতসব বুঝিনা, শিক্ষা হতে হবে সম্পূর্ণ বিনামুল্যে।

আর দু-একটি বাদে সব প্রাইভেট ভার্সিটি হলো ব্যবসা প্রতিষ্ঠান আর জঙ্গি বানানোর কারখানা।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:১১

আব্দুল্যাহ বলেছেন: আর দু-একটি বাদে সব প্রাইভেট ভার্সিটি হলো ব্যবসা প্রতিষ্ঠান আর জঙ্গি বানানোর কারখানা
এই গোপন তথ্য পেলেন কই?

১৬| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৩

অঝোরে কষ্ট বলেছেন: #no vat on Education

০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:১২

আব্দুল্যাহ বলেছেন: হম

১৭| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: শিক্ষা এখন বানিজ্য! যত পারো লুটে নাও!!
বানিজ্যে যেমন বিবেক ধুলায় লুটায়
তেমনি শিক্ষাতেও সেই একই ধারা।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৩

আব্দুল্যাহ বলেছেন: লুটছেই তো, দেশে সাধারণ পরীক্ষ থেকে শিক্ষকনিয়োগ পরীক্ষা পর্যন্ত প্রশ্ন ফাস হয়, তো লুটছে না?

১৮| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১০

নীলিিগরী বলেছেন: শিক্ষা হতে হবে সম্পূর্ণ বিনামুল্যে...। শিক্ষা হতে হবে সম্পূর্ণ বিনামুল্যে।....শিক্ষা হতে হবে সম্পূর্ণ বিনামুল্যে।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৩

আব্দুল্যাহ বলেছেন: স্বপ্ন ভালো, কিন্তু যুক্তি থাকাও আবশ্যক।

১৯| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গাইড ,প্রাইভেট , কোচিং ,ভর্তি বানিজ্্‌ ডোনেশন !!!
তার পরও কি শিক্ষা পণ্য নয় ?

০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৮

আব্দুল্যাহ বলেছেন: হ্যা, মান কমেছে অনেক আগেই। কিন্তু এভাবে কর বসানোটা কি ঠিক হয়েছে?
আশা করি উত্তর পাব।

২০| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৪

মুসলিম মাহমুদ বলেছেন: আর কোন কোন খাত বাকি আছে যেখানে বাড়তি ট্যাক্স লাগানো হয়নাই??

০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৭

আব্দুল্যাহ বলেছেন: জানলে জানাইয়েন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.