নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসার এই ব্লগে ইহা আমার ২য় নিক।

আব্দুল্যাহ

ব্লগে ফিরে আসা হবে চিন্তাতেই ছিল না। নতুন ব্লগের জন্য প্রচুর পড়তে হবে।

আব্দুল্যাহ › বিস্তারিত পোস্টঃ

একটি ১৩ বছরের বাচ্চার করুণ মৃত্যু (দুর্বল মনের মানুষদের জন্য নয়)

১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:১১


মাঝে মাঝে থমকে দাড়াই, কখনো কারণে আবার কখনো অকারণে। আজ দাড়ালাম মানবতার কারণে।
উপরের ভিডিওটি একটি ১৩ বছরের শিশুর, যাকে চুরির অপরাধে পিটিয়ে মারা হয়েছে। জীবনে অনেকবার গণপিটুনির কথা শুনেছি, দুইবার সেইসব জায়গায় জমে থাকা রক্তের দাগগুলোতে ময়লা আর মানুষের পায়ের ছাপ দেখেছি। তখন ভাবতাম মারা যাওয়া লোকটির তখন কেমন কষ্ট হয়েছিল?

মানুষেরা রাগ করবে, চোরকে গণপিটুনি দেবে এটা সচরাচর হয়েই থাকে। কিন্তু ১৩ বছরের শিশুকে চুরির দায়ে এভাবে ধীরে ধীরে পিটিয়ে মারবে এ কেমন মানবতা। ভিডিওটি আমি শেষ করতে পারিনি, আমার ধারণা আপনিও পারবেন না।

কিন্তু যতোটুকু দেখেছি, শিশুটির কান্না আমায় কাদিয়েছে আর ঘৃণা জমিয়েছে মাঝে মাঝে এক ব্যক্তির অট্ট হাসি শুনে। আসলেই কী মানুষ এমন সময় হাসতে পারে? তার হাসি শুনে মনে হয়েছে, ভারতীয় কমেডী শো চলছে, যেখানে তিনি বিচারক। যিনি এই হাসির জন্যই টাকা পান।

কষ্ট অনেক জমে আছে, কিন্তু বলতে পারছি না। আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।

***এমন করুণ ভিডিও শেয়ারের জন্য ক্ষমাপ্রার্থী। যারা শেষ করতে পারবেন, জানাবেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৪

নতুন বলেছেন: এটা সেয়ারের দরকার আছে নতুবা সমাজের ঘুম ভাংবেনা।

সমাজের ডাকাত আর বড় বড় চোরেরা সমাজ পতি। আর এই ছেলেকে চুরির অপবাদে পিটিয়ে হত্যা করে।

১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৭

আব্দুল্যাহ বলেছেন: হম

২| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৬

ঢাকাবাসী বলেছেন: এদেশে এসবের কোনো বিচার হয় না বলেই এরকম ঘটনা বহু ঘটছে। আরো ঘটবে।

১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫০

আব্দুল্যাহ বলেছেন: সত্য বলেছেন

৩| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৮

সাবু ছেেল বলেছেন: একটি সাহায্যের আবেদনঃ জাতিকে কলঙ্ক মুক্ত করতে অতি দ্রুত এদের ফাঁসি চাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.