নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসার এই ব্লগে ইহা আমার ২য় নিক।

আব্দুল্যাহ

ব্লগে ফিরে আসা হবে চিন্তাতেই ছিল না। নতুন ব্লগের জন্য প্রচুর পড়তে হবে।

আব্দুল্যাহ › বিস্তারিত পোস্টঃ

প্রবীর সিকদার ও বন্দুকযুদ্ধে নিহত ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া

২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৫

মাঝে মাঝে অকারনেই ব্যস্ত থাকি, অনেক কিছু এড়িয়ে যাই। পরে আবার মহা ব্যস্ত হয়ে সব কিছুর খবর নেই।

প্রবীর সিকদার এর জামিন হয়েছে, বেচারার ভাগ্য অনেক ভালো বলতে হয়। তা না হলে তার নামের মামলাটি তথ্যপ্রযুক্তির মামলা, যেখানে জামিন হয় না (প্রথম আলোয় প্রবীর সিকদার নিজেই)। তাছাড়া যে কৃত্রিম পায়ের যে মানুষটিকে হাতকড়া পড়িয়ে রাখা হয়েছিল, যাকে সুরক্ষা দেবার জন্য তুলে নিয়ে গিয়ে রাতেই গ্রেফতার দেখিয়ে ফরিদপুরে পাঠালো তিনি আর যাই হোক হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়ার চেয়ে ভাগ্যবান। তা না হলে সেই রাস্তাতেও কোন এক দল সন্ত্রাসী হামলা হতে পারত, কোন গুলি দ্বারা প্রবীর সিকদারও নিহত হতে পারতেন।


হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া বন্দুকযুদ্ধে নিহত, সব পক্রিয়া শেষে মৃতদেহ বনানীতে দাফনও হয়ে গেছে। ছেলেটা কেমন ছিল জানিনা, তবে হয়তো আমার মতোই মানুষ ছিল তবে কিছুটা বিখ্যাত ছিল। যে হঠাৎ সংবাদ হয়ে নাই হয়ে গেল। দেশের প্রতিটি সপ্তাহেই কোথাও না কোথাও এমন বন্দুকযুদ্ধ হচ্ছে, কোন না কোন মায়ের বুক খালি হচ্ছে, কেউ হয়তো পিতৃহারা হচ্ছে। তবে কখনোই সরকার দলীয় কাউকে কখনো এর বিপক্ষে কথা বলতে শোনা যায়নি, কিন্তু এবার অনেকই মুখ খুলেছেন। ঘটনাটিকে বন্দুকযুদ্ধ না বলে তারা হত্যা দাবী করেছেন, আবার কেউ অন্য কথাও বলেছেন। তবে ভালো দিক হলো এবার বন্দুকযুদ্ধে নিহত কাউকে সন্ত্রাসী নয় বলে দাবী করেছে আওয়ামী লীগের সাংসদ ফজলে নূর তাপসও।


লেখায় কোন যুক্তিকতা খোজার দরকার নেই, এভাবেই মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে লেখাটা আমার স্বভাব।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.