নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসার এই ব্লগে ইহা আমার ২য় নিক।

আব্দুল্যাহ

ব্লগে ফিরে আসা হবে চিন্তাতেই ছিল না। নতুন ব্লগের জন্য প্রচুর পড়তে হবে।

আব্দুল্যাহ › বিস্তারিত পোস্টঃ

বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম||এবার রক্তের দামে বিদ্যুত কিনতে হবে

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৩

"গ্রাহক পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা আসছে আজ বৃহস্পতিবার। বিকেল চারটার দিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবে।
বিইআরসি সূত্রে জানা গেছে, গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম গড়ে ২৫ শতাংশ ও বিদ্যুতের দাম গড়ে সাত শতাংশ পর্যন্ত বাড়তে পারে।"


অংশটুকু প্রথম আলো থেকে নেয়া, যাই হোক কথা হলো আবারও বিদ্যুতের দাম আবারো বাড়ছে। সবকিছু ঠিক থাকলে আজ ব্রিফিং এ আগামী সেপ্টেম্বর থেকে বিদ্যুতের নতুন দাম কার্যকর হবে। আর তা হলে এই নিয়ে তৃতীয়বার বাড়বে বিদ্যুতের দাম।

দেশে কল-কারখানা বাড়ছে, সেই সাথে বিদ্যুতের চাহিদাও বাড়বে সেটা স্বাভাবিক। কিন্তু বড় বড় কারখানা ও সরকারী দপ্তরগুলো বিল বাকী রাখবে, মেরে দিবে আর ক্ষতি হচ্ছে চিৎকার দিয়ে দাম বাড়ানো হবে এটা হয়তো ঠিক না। যার কারখানা আছে বা যার মাঝারি ব্যবসা আছে তার হয়তো এই ৭.৫% অতিরুক্ত ব্যয়ে কিছু আসবে না। কিন্তু যে লোকটি খেটে খায়, সারাদিন রিক্সা চায়ায় সে রাতে বিদ্যুতের আলোয় ভাত খেতে পারবে তো?

দোষটা সম্পুর্ণ সরকারের নয়, আমাদেরটাই অনেক বেশী। আমরা আজও মুজিব-জিয়া থেকে বের হয়ে আসতে পারিনি, ভোটের আগের রাতে আত্বা বিক্রি বন্ধ করিনি। আমরা এখন অন্যায় চুপ করে সহ্য করি, প্রতিবাদ যেন ৭১ই শেষ হয়ে গেছে। আমার কেন জানি মনে হয় দেশ পয়েছি, নিজের লোক পেয়েছি কিন্তু চরিত্রটা বদলাতে পারিনি। আজও সেই শোষকদের কাছেই আমরা পরাজিত।

মুরিব্বিরা মাঝে মাঝে আমাদের যুবকদের এগিয়ে আসতে বলে, কাজ করতে বলে কিন্তু কেন এবং কীভাবে সেই উত্তরটা কেউ দেয় না।
আজ সরকার বদলের সাথে সাথে বিশ্ব-বিদ্যালয়ের ক্যাডার বদল হয়। হয়তো কখনো শিবির-ছাত্রদল না হয় ছাত্রলীগ দিয়ে চলে ক্যাম্পাস। একটি গ্রামের সাধারণ ছাত্র যে স্বপ্ন নিয়ে আসে তার যে কতোটা অপুর্ণ রয়ে যায় সেটা সেই জানে। এমন দেশ যেখানে সরকার বদল হলেই ইতিহাস বদল হয়ে যায়। কাল যে সব ছিল আজ সে রাজাকার আবার আজ যে সব সেই কাল দেশদ্রোহী হয়ে যাবে।

দেশে উচ্চ পর্যায়ে যারা বসে আছে তাদের কেউ ঘুমায় কেউ গান করে। আবার আগেরগুলো চুরি/হত্যার দায়ে জেলে বা দেশের বাইরে। যতই বলুন আমরা কী করছি, আমরা আসলেই নিজেরটা নিয়ে আছি। ৭.৫% শিক্ষার ভ্যাটের সাথে মলিন হয়ে গেছে কিছু মুখ, তার উপর ৭.৫% বিদ্যুতের দাম বেড়ে গেলে সেই মুখগুলোর দিকে হয়তো তাকানো যাবে না।

যেখানে কল-কারখানা বেড়েছে বলে বিদ্যুত ঘাটতি সেখানে তো সব ঠিক থাকলে দাম বাড়ানোর প্রশ্ন আসে না। আর সরকারী বিশ্ব-বিদ্যালয়গুলোর এতো মেধাবী শিক্ষক-ছাত্র তাদের সরকার কী কাজে লাগাচ্ছে? তারাতো বিদ্যুতের বিকল্প কিছু বের করতে পারে। আজ যদি প্রতিটি কারখানায় নিজের সৌর প্রকল্প থাকত তবে তাতে না হলেও এনার্জি বাতিগুলোর বিদ্যুৎ বাচানো যেত।

করা যেত অনেক কিছুই শুধু যদি দেশপ্রেমটা থাকত। সেটা থাকলে আজ আমরা নিজেদের গ্যস সংকটে রেখে বাইরের দেশের কাছে গ্যাস বিক্রি করতাম না। দেশের এতোগুলো টাকা মেরে দিয়ে কেউ বাইরের দেশে পালিয়ে থাকত না, কালো বিড়ালের মতো লোকদের সন্মান দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী বানানোর দরকার হতো না।

আর আমরা কি করে ভালো হব, এতো বছর লেখা-পড়ার পরও একটি ভালো কাজের নিশ্চয়তা নেই। জুতার তলা ক্ষয় করে কতোজন যে বেকারত্ব নামক কষ্টকে ভুলানোর চেষ্টা করছে। যেখানে খাবার টাকা জুটে না সেখানে পরীক্ষার নামে ৭০০টাকা ৫০০টাকা ৩০০টাকা ব্যাংক ড্রাফ্ট দিতেই জীবন যায়। কেন, টাকাটা কমিয়ে যদি আরও বেশী সংখ্যক লোককে পরীক্ষা দেওয়ানো যায় তবে কী মেধাবীরা সামনে আসবে না।

ওহ, ভূল হয়ে গেছে। আজকালতো বাবারা লেখাপড়া শেষ শুনলেই একটা আতঙ্কে থাকে এই বুঝি এসে বলব, "বাবা ৫লক্ষ টাকা দাও, একটা চাকরির অফার পেয়েছি"

**
আবারও কিছু লিখতে গিয়ে অন্যদিকে, একবারে বাইরে চলে এসেছি। অনেকদিন পর মন থেকে লিখতে এসেছিলাম তাই কিছু ক্ষোভ ছেড়ে গেলাম।

এখন করার একটাই হয় হাল ধরতে হবে নয়তো গান
"যাচ্ছে রশাতলে, যাক না দেশ
আমিতো ভালো আছি এই বেশ"

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এবাবেই তো চলছে...
"যাচ্ছে রশাতলে, যাক না দেশ
আমিতো ভালো আছি এই বেশ"

যারা ঐ স্থানে আছৈ! আর যারা নেই তারা ধৌড়ের উপর আচৈ কখন ঐ স্থানে পৌছানো যাবে!

মাঝখানে আমজনতার নিরুপায় নিষ্পেষন! মাথা গোজ করে জিবনের ভার বয়ে চলা!!!!

কিন্তু যে লোকটি খেটে খায়, সারাদিন রিক্সা চায়ায় সে রাতে বিদ্যুতের আলোয় ভাত খেতে পারবে তো?

কে জানে মন্ত্রী মহোদয় না আবার বলে বসেন- বিজলির নিচে বসে খেতে হবে কেন? বাপ-দাদারি কি কূপি বাতি দিয়ে ভাত খায়নি!!

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

আব্দুল্যাহ বলেছেন: "কে জানে মন্ত্রী মহোদয় না আবার বলে বসেন- বিজলির নিচে বসে খেতে হবে কেন? বাপ-দাদারি কি কূপি বাতি দিয়ে ভাত খায়নি!!"
এভাবে আমার বলাটাই বন্ধ করে দিলেন?

২| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০০

শতদ্রু একটি নদী... বলেছেন: লজিক গুলা কি ছিলো জানতে মন চায়। অবশ্য মালের নির্দেশনা থাকলে লজিক আর কোন বাল।

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৫

আব্দুল্যাহ বলেছেন: সেটা আমারও জানার ইচ্ছে রইল

৩| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: গ্যাসের ২৬.২৯% বিদ্যুতের ২.৯৩% দাম বাড়লো

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই ঘোষণা দিয়েছে। সংস্থাটির সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন করে এসব ঘোষণা দেন কমিশনের চেয়ারম্যান এ আর খান।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ভোক্তা পর্যায়ে এই নতুন মূল্য কার্যকর হবে বলেও জানান তিনি।

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬

আব্দুল্যাহ বলেছেন: যাক তাও দরদ কইরা ২.৯৩% এ আনছে

৪| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আগামী ১ সেপ্টেম্বর থেকে ভোক্তা পর্যায়ে
গ্যাসের এক চুলার বিল ৬০০ এবং
দুই চুলার বিল ৬৫০ টাকা করা হয়েছে।
তাও ভালো যে ১০০০ করা হয়নি।
শোনা গিয়েছিলো দুই চুলার জন্য ১০০০ টাকা
করা হতে পারে। আল্লাহ বাচাইছে !!

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৭

আব্দুল্যাহ বলেছেন: হুম, কতোদিন বাচাবে সেটাই কথা

৫| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: শতদ্রু একটি নদী.. আপনার জ্ঞাতাথে জানানো যাচ্ছে যে, "গ্যাসের দাম বাড়ানোর পক্ষে যুক্তি দেখিয়ে এ আর খান বলেন, “পৃথিবীর আর কোথাও এত কম দামে গ্যাস পাওয়া যায় না।” সর্বশেষ ২০০৯ সালের ১ অগাস্ট আওয়ামী নেতৃত্বাধীন সরকারের সময় গ্যাসের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। তখন সিএনজি ও ইটভাটা ছাড়া সব ধরনের গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হয়।
কত চমৎকার যুক্তি তাই না!!
অথচ বিশ্বের প্রায় সব দেশে জ্বালানি তেলের দাম কমলেও তার তোয়াক্কা করেনা বাংলাদেশ।
বিশ্বের দোহাই দিয়ে দাম বাড়লে বাংলাদেশেও বাড়ে কিন্তু কমলে টিনের চশমা পড়ে থাকে আমাদের
দেশের নীতি নির্ধারকরা !!

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

আব্দুল্যাহ বলেছেন: সেটাতো যুগ্ধের পর থকেই করছে আওয়ামী লীগ। জিয়া আবার সেই প্রথাকে সাপোর্ট দিয়ে নিজের কাজে লাগিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.