নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসার এই ব্লগে ইহা আমার ২য় নিক।

আব্দুল্যাহ

ব্লগে ফিরে আসা হবে চিন্তাতেই ছিল না। নতুন ব্লগের জন্য প্রচুর পড়তে হবে।

আব্দুল্যাহ › বিস্তারিত পোস্টঃ

গণ-পরিবহনের ভাড়া বিভ্রান্ত ও করনীয়

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৭

গ্যাসের দাম বৃদ্ধি থেকেই গণ-পরিবহনের ভাড়া বাড়ানো নিয়ে কথা চলছিল, গত পরসু থেকে নতুন ভাড়া কার্যকর করা হয়েছে। নতুন এই ভাড়া নিয়ে এরই মাঝে নানা রকম বিভ্রান্তের শুরু হয়েছে।

আশা করছি, যারা বাসে চলাফেরা করি সবাই মানুষ এবং কিছুটা ভদ্র জীব। ধরে নেই, বাসের কন্ট্রাকটর নামের জীবটি খুবই খারাপ ও সবচেয়ে নিকৃষ্ট। তাকে নিয়ে কিছু বলার আগে, অন্য কিছু বলে নেই...।

*বিদ্যুতের দাম বেড়েছে, আপনি কী কিছু করতে পেরেছেন?
*যে কোন শপিং এ গিয়ে যে পানীয় কিনে খান, তার দাম কী আজও কমাতে পেরেছেন?
*অনেকেই বাটার জুতা পরেন, দাম কী আজও কম দিয়েছেন?
*ধুমপান করেন এমন অনেক জীব আছে, কেউ কী কম দামে কিনেছেন কখনো?

লিখলে এমন অনেক কিছুই আছে যা আমরা বিনা কথায় লেখা দামে কিনে নেই। হ্যাঁ, বাসে কন্ট্রাকটরা মাঝে মাঝে বেশী টাকা চেয়ে বসে। কিন্তু আমরা যদি তার কাছে ভাড়ার লিস্ট চাই, আজ না দিলেও কাল সে ভাড়ার লিস্ট দেখাতে বাধ্য। আর বর্তমানে নতুন ভাড়ার লিস্ট সকল বাসেই জানালায় লাগানো আছে।

আর একটি বিশেষ অনুরোধ, আমার সকল সহপাঠী ও বাকী শিক্ষার্থীদের প্রতি। বর্তমানে ৫০+ এর বেশী ছাত্রই সিগারেট খাই, বেশীরভাগই গোল্ডলিফ (আট টাকা), অনেকে ১১ টাকা দামের বেনসন ফুকাই। হ্যাঁ, অনেকে হলিউডও খায়। কিন্তু কোমন পানীয়, বন্ধুদের সাথে ফুচকা, কিছু ছেলে আবার ফাস্ট ফুডেরও বিল চালিয়ে নেই। এসবের কিছু না করলেও আমরা তো এই সমাজের প্রতিনিধি, দেশের শিক্ষিত লোকের আয়না, এই আমরাই যদি সবসময় স্টুডেন্ট ভাড়া নিয়ে লেগে যাই তবে কী হয়?
তবুও বললেতো কিছুটা কম পাই, অন্য কোথাও সেটাই বা কে দেয়।

আসুন, আমরা ভাড়া দেবার আগে জানালার লিস্ট থেকে ভাড়াটি জেনে নেই। না থাকলে চেয়ে নেই বা জানতে চাই। সারাদিন কাজ শেষে ফিরতে গিয়ে খিটখিট করতে কার ভালো লাগে আর কন্ট্রাক্টর নামে জীবটিতো সারাদিনই বাসে হাজারও লোকের সাথে কথা বলছে, এর মাঝে ৫০জন যদি ভাড়া কিয়ে ক্যাচাল করি তবে কিভাবে সে শান্ত থাকবে বা ভালো হবে?

অনেকে দরজায় দাড়ানো হেলপারের মেয়ের গায়ে হাত দেয়া নিয়ে কথা বলি। হ্যাঁ কিছু খারাপ মানুষ আছে, তাই বলে সবাই নয়। দরজা থেকে নেমে সে কতোজনকে তুলবে, আর দেশে পরিমলেরও অভাব নেই। তাই বলেতো সব শিক্ষককে গালি দিতে পারি না।
আমরা একটু সচেতন হলেই অনেক কিছু বদলে যাবে, আসুন না এখটু ধৈর্য্যশীল্ হই।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫১

সুমন কর বলেছেন: লিস্ট দেখেও কোন লাভ হবে না ! কারণ ওটা তারা তাদের মতো করেই করেছে। সরকার প্রতি কিলো-তে ১০ পয়সা বাড়িয়েছে। কিন্তু তারা যে কোন স্থানেই ৫টাকা বাড়িয়ে দিয়েছে। সেটা দীর্ঘ দূরত্বে হোক আর ক্ষুদ্র দূরত্বই হোক !! এটা ঠিক হয়নি। X(( আমরা কি ১০ কিলো বেশী যাচ্ছি !! X(

সাধারণ মানুষের জীবন এখন বেশ কষ্টে যাচ্ছে !! বেতন বাড়েনি, বাকি সব কিছুই বেড়েছে।

ভালো বলেছেন। +।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০২

আব্দুল্যাহ বলেছেন: ভাই, ভাড়া যারা নির্নয় করেছে ঘটনাটা তারাই ঘটিয়েছে। তবে মেনে নেয়াই ভালো

২| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৬

মুর্শিদুল ইসলাম বিপ্লব বলেছেন: গ্যাস ও বিদ্যুৎ এর দাম বাড়ানো কী আদৌ্ কোন দেশপ্রেমিক সরকারের কাজ?

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১১

আব্দুল্যাহ বলেছেন: অন্যায় মেনে চুপ করে থাকা কী কোন মানবের কাজ?
তবুও সবাই করছি, খালেদা যখন দুর্ণিতি করেছে চুপ ছিলাম, এই সরকার করছে চুপ আছি। ভয় হয় ৭১ আসলে এবার পরাজিত হতে হয় কিনা?

৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: একটু ভিন্নরকম চিন্তাভাবনা আপনার। তবে অনেক ইস্যুতেই লেখার সাথে একমত।

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪২

আব্দুল্যাহ বলেছেন: একমত হতে পেরেছেন জেনে খুশি হলাম

৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন:



আমরা একটু সচেতন হলেই অনেক কিছু বদলে যাবে, আসুন না এখটু ধৈর্য্যশীল্ হই।





ভালো থাকবেন নিরন্তর।

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০২

আব্দুল্যাহ বলেছেন: সকলেই ভালো থাকব সেটাই কামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.