নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসার এই ব্লগে ইহা আমার ২য় নিক।

আব্দুল্যাহ

ব্লগে ফিরে আসা হবে চিন্তাতেই ছিল না। নতুন ব্লগের জন্য প্রচুর পড়তে হবে।

আব্দুল্যাহ › বিস্তারিত পোস্টঃ

আমরাই বাংলাদেশ তবে ব্যার্থতার দায় শুধু অন্যের ঘাড়ে চাপানো কেন?

০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৫

আপনাদের নিশ্চয়ই ১২ সেপ্টেম্বর রামপুরা থেকে গ্রেফতার হওয়া আরিফ-জাকিয়া-শুভ-হাসিব কে জানেন। অদম্য বাংলাদেশের এই চার কর্মীকে মানবপাচারকারী হিসাবে মিডিয়ায় প্রকাশ করা হয়েছিল, বিষয়টি ছড়িয়ে পড়লে অনেকেই প্রতিবাদ করে উঠেছিল। ডিএমপি ফেসবুক পেজে প্রকাশের সাথেই অনেকই তাদের ফাসিঁর দাবী তুলেছিল। আজও তাদের ফাসিঁ হয়নি কারণ তারা সত্যের পথে ছিল।
ফ্রেফতারের পর তাদের নিয়ে নানা লেখা প্রকাশ হয়, আমিও তাদেরই নিয়ে সামুতে তিনটি পোস্ট করেছিলাম। ফেসবুকে ইভেন্ট খুলে, পুলিশের সাথে কথা বলে হয়েছে অনেক কিছু। হ্যাঁ, মানব বন্ধুদের আজও জামিন হয়নি কিন্তু হয়ে যাবে। পুলিশ তাদের মামলা তুলে নিয়েছে, হয়তো আগামী শুনানিতে মুক্ত হাওয়ায় আবার শিশুদের সাথে মেতে উঠবে এই চার জন।

আমরা সাধারণত কিছু হলেই দোষটা অন্যের ঘাড়ে দিয়ে দেই। রাস্তা খারাপ, আইন-শৃঙ্খলা খারাপ, যুব সমাজ খারাপ কতো অভিযোগ, কারো কাছে আবার এই দেশটাই খারাপ! এই মানুষগুলো কিছুটা তাচ্ছিল্য করে বলে 'বাংলাদেশ সবই হয়, এ দেশে থেকে কিছুই হবে না'।
হ্যাঁ, এটা ঠিক এ দেশে এখন অনেক কিছু হয়... ৭১ এ আমাদের মা-বোনের ইজ্জত নিয়ে খেলা হতো, এখনও হয়। ৭১ এ পাকি শাষক আমাদের বুকে গুলি ছুড়েছে এখনও অনেকে গুলি খেয়ে মরে থাকে। এর কারণে আমরা দোষ সর্বদা সরকারকে দেই, কিন্তু সরকার কে?

আমাদের মাঝ থেকেই কেউ সরকার হয়েছে, কেউ মন্ত্রী আবার কেউ রাজনৈতিক ব্যাক্তি, এই মানুষগুলোর কেউ চায়না পণ্য হয় যে তুলে এনে বসিয়ে দেয়া হয়েছে। আজ প্রশ্নপত্র ফাসঁ হচ্ছে, কে করছে? ওবামা! লাদেন!
এই মহান চোর ব্যাক্তিটি আমাদেরই কেউ, হয়তো তার সন্তান আমার বয়সী বা আমার চেয়ে বড়। আমার এক চাচা আছেন, তিনি বলেন 'আমাদের সারা বাংলাদেশ নিয়ে ভাবার দরকার নেই, নিজেকে নিয়ে ভাবা দরকার, নিজের এলার উন্নয়ন ও সমস্যা নিয়ে ভাবা দরকার। নিজে প্রতিষ্ঠিত হলে পরিবারের দায়ভার নিতে পারব, সমাজকে এগিয়ে নিতে সাহায্য করতে পারব। এভাবে প্রতিটি পরিবার এগিয়ে আসলেই বাংলাদেশ এগিয়ে যাবে।'
আসুন নিজের খারাপ দিকগুলো চিহ্নিত করি, নিজেকে এগিয়ে নেই। যে লোকটির আপনার সাহায্য দরকার পারলে তাকে সাহায্য করুন। সবাই নিজের সমাজকে ঠিক করি তবে আসলেই দেশ বদলে যাবে।

আর দোষ দেবার অভ্যাসগুলো ত্যাগ করি। আমাদের যারা নেতা তারা আমাদেরই আপনজন। ৭১এ নেতা ছিল এমন লোকের চেয়ে ৭১ এর পরে নেতা হয়েছে এমন লোকই বেশী। আজ অনেকে রাজনীতিতে প্রবেশ করছে। এই আমরাই কাল দেশের নেতা হব তবুও যদি দেশ না পাল্টায় তবে দেশের নয় দোষটা আমাদের।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৮

গেম চেঞ্জার বলেছেন: 'আমাদের সারা বাংলাদেশ নিয়ে ভাবার দরকার নেই, নিজেকে নিয়ে ভাবা দরকার, নিজের এলার উন্নয়ন ও সমস্যা নিয়ে ভাবা দরকার। নিজে প্রতিষ্ঠিত হলে পরিবারের দায়ভার নিতে পারব, সমাজকে এগিয়ে নিতে সাহায্য করতে পারব। এভাবে প্রতিটি পরিবার এগিয়ে আসলেই বাংলাদেশ এগিয়ে যাবে।'

একদম ঠিক কথা। খালি সরকারের দিকে হা করে চেয়ে থাকলে হবে? কোনদিনই হবে না।

০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৩

আব্দুল্যাহ বলেছেন: আমরা সত্যের পথে থাকলে আর এক থাকলে সরকার কিছুই না। কারণ সত্য ও ঐক্যকে কেউ ফেলে দিতে পারে না।

২| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১২

কানিজ রিনা বলেছেন: ঠীকই বলেছেন আসলে রাজনৈতিক নেতা থেকে শুরু
করে সমাজের পরিবারের সমসত মানুষের উচীত
আগে নিজেকে সংসদন করা সততায় বলিসঠ হওয়া
তবেই আমরা অতি সওর মূকতি পাবো।

০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৮

আব্দুল্যাহ বলেছেন: ভাই আপনি তো আমার চেয়েও বানান ভূল লিখেন। সমস্যা নয় অভস্ত হয়ে গেলে ঠিক হয়ে যাবে

৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৬

সচেতনহ্যাপী বলেছেন: সবাই নিজের সমাজকে ঠিক করি তবে আসলেই দেশ বদলে যাবে।

০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৮

আব্দুল্যাহ বলেছেন: হুম, কোন সন্দেহ

৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৮

প্রবাসী ভাবুক বলেছেন: আসলে আমরা পুরো দেশটাকে নিয়ে ভাবতে গিয়ে নিজেকে নিয়েই ভাবা হয় না৷ প্রত্যেকের আগে নিজ থেকে ভাল কিছু শুরু করা উচিত৷

১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২১

আব্দুল্যাহ বলেছেন: বিন্দু বিন্দু জলকনার মতোই আমারা একদিন সাগরে জমায়েত হব, সেই কামনায় রইল।

৫| ১০ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:১১

প্রলয়শিখা বলেছেন: আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে!

আগে সবাই নিজে জাগি। এরপর অন্যকে জাগায়। পরিবর্তন আসবেই। পৃথিবী একদিন সুন্দর হবে।

মেধাবীরা নেতা হয়ে রাজনীতিতে আসুক। রাজনীতিকে ভালবাসুক। তারাই পরিবর্তন আনবে।

১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২০

আব্দুল্যাহ বলেছেন: মেধাবীদের আগে তো আপনাদের এগিয়ে আসতে হবে তবেই না মেধাবীরা আসবে।

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.