নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসার এই ব্লগে ইহা আমার ২য় নিক।

আব্দুল্যাহ

ব্লগে ফিরে আসা হবে চিন্তাতেই ছিল না। নতুন ব্লগের জন্য প্রচুর পড়তে হবে।

আব্দুল্যাহ › বিস্তারিত পোস্টঃ

"স্বপ্ন" সুপার শপের ডিজিটাল ডাকাতি!

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০


একটু আগে স্বপ্ন গিয়েছিলাম, ভূড়ি কিনতে। পেলাম না, যেহেতু শীত আসছে তাই একটি বডি লোশন নিয়ে আসলাম। গায়ে মুল্য লেখা ৩৭০টাকা, বিল দিতে ক্যশে গেলাম। ভ্যাটসহ মুল্য পড়ল ৩৭৭টাকা, কিন্তু ফেরত দিল ৬২০ টাকা (১০০০টাকার বদলে)।
বিল হাতে নিয়ে দেখলাম ফেরত হিসাবে লেখা ৬২৩টাকা, কিন্তু তিন টাকা উধাও!

গতবার যখন স্বপ্নে গিয়েছিলাম খরচ হয়েছিল ১৩৯ টাকা, বিলেও তাই লেখা কিন্তু রেখেছিল ১৪০টাকা। সেবার বিষয়টা ১টাকার ছিল বিধায় কিছু বলিনি কিন্তু আজ পুরো তিন টাকাই মেরে দিল। জিঙ্গেস করলাম, বলল ভ্যাট, আমার কথা শোনার আগেই অন্যের বিল নিতে ব্যস্ত হয়ে পড়ল।
বিষয়টা আমার ১টাকা বা তিন টাকার নয়। স্বপ্ন সপ্তাহের প্রতিদিন সকাল ৯টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে, যদিও সব খানেই বলা হয় রাত ৮টা। এই দীর্ঘ ১১ ঘন্টায় শুধু স্বপ্নই কতো টাকা বিনা বাক্যে মেরে দিচ্ছে কে জানে?

এমন অবস্থায় কি করতে হবে বা করা দরকার তা আমার জানা নেই। বিষয়টি আপনাদের জানিয়ে গেলাম, এখন আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।

মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিবেকহীন ডাকতের কবলে দেশ
হয় চুপচাপ মেনে নাও
নয় তাদের উপড়ে ফেলো
মাঝামাঝি কোন পথ কি আছে????

হায়! প্রতিটা ক্ষেত্রে কি দু:সহ নিলর্জ্জ প্রতারণা!!!!!!!

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

আব্দুল্যাহ বলেছেন: তবে উপড়ে ফেলাই ভালো

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

নতুন বলেছেন: https://www.youtube.com/watch?v=jBKSNTYD-uM

আমাদের এই রকমের শুরু করা দরকার।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

আব্দুল্যাহ বলেছেন: হুম, লোকটির অভিনয় প্রতিভা জটিল

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

গেম চেঞ্জার বলেছেন: ভ্যাটভ্যাটানি!

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

আব্দুল্যাহ বলেছেন: হুম, ভ্যাটভ্যাটানি

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:০২

প্রামানিক বলেছেন: ডিজিটাল ডাকাত

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০০

আব্দুল্যাহ বলেছেন: জ্বি ভাই

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুব একটা দরকার না হলে এদের এভয়ড করা দরকার। এখন সব কিছু গলির দোকানেও পাওয়া যায়। খামাখা এদের ট্রলির জন্য ভ্যাট কেন দিব?

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০১

আব্দুল্যাহ বলেছেন: না, ভূড়ি টা অনেক পরিষ্কার থাকে। ব্যাচেলরদের জন্য খুবই ভালো

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

ব্লগার শান্ত বলেছেন: আমরা এক টাকা কম দিলে নিতে চায় না!

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০২

আব্দুল্যাহ বলেছেন: কম নিবে কে!
আর আমরাই বা বেশী দিব কেন

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫

রক্তিম দিগন্ত বলেছেন: আপনি সুপার শপে ঢুইকা এসির বাতাস খাইছেন - ঐটার বিল দিবেন না? তারা অইডাই নিতাছে। খালি কাউরে না কয়াই।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০২

আব্দুল্যাহ বলেছেন: মনেই ছিল না

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

এটা সুপারশপগুলোর বাড়তি ইনকাম :)
কোন খবরদারিত্ব নেই। যে যা খুশি করছে।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩

আব্দুল্যাহ বলেছেন: ধইরা পেদানি দিলেই হবে

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
সমস্যাটা হলো এ নিয়ে আপনি কিছু বলতে যান, দেখব অন্য ক্রেতারাই আপনার ওপর বিরক্ত হচ্ছে, যেন আপনার মত হত দরিদ্রের এত বড় সম্ভ্রান্ত জায়গায় শপিং করতে যাওয়াটাই একটা অপরাধ।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৪

আব্দুল্যাহ বলেছেন: দেখি এরপর সায়েস্তা করা যায় কিনা

১০| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৯

দ্যা লায়ন বলেছেন: ভ্যাট বিষয়ে কোন অনিয়ম করলে সেটা আলাদা কথা, কিন্তু হিসেবের টাকা থেকে আপনাকে সে টাকা দিবেনা কেন? আর আপনি বা আপনার প্রাপ্য ৩ টাকা ছাড়লেন কেন? আপনি আপনার টাকা গুনে রসিদের সাথে মিলিয়ে আপনার টাকা ফেরত নিবেন এটাইতো নিয়ম,সেখানে আর কোন অজুহাত কি খাটে? কেন আপনি আপনার পূর্বে ১ টাকা পরে ৩ টাকা চেয়ে নেননি আমাকে বলবেন? নাকি কাউন্টারের ঐ মেয়েটা খুব বেশি সুন্দরী ছিলো বলে আপনি লজ্জায় বলতে পারেননি?

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২১

আব্দুল্যাহ বলেছেন: সিংহ ভাই বুঝি হরিণী ছাড়া শিকার করেন না!
যাই হোক, দুই দিনেই কাউন্টারে ছেলে ছিল। প্রথমদিন ১টাকা খুচরা নেই ভেবে চাইনি আর আজকে কাউন্টারে ব্যাস্ততা অনেক ছিল তাই বলার আগেই সে অন্য গ্রাহক নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছিল।

১১| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

সজিব হাওলাদার বলেছেন: প্রেস্টিজের ব্যপার তো,তিন টাকা চাইবেন কিভাবে?আর এইরকম তিন টাকা,তিন টাকা চুরি করতে করতেই ওরা আজ কোটিপতি আর আমরা প্রায় শেষ।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

আব্দুল্যাহ বলেছেন: ঠিক প্রেসটিসের ব্যাপার না। সেই সময় কি করা উচিৎ ছিল সেটা ভেবে পাইনি, তবে এরপর কোনদিনও ১টাকা ছেড়ে আসব না।

১২| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কর্পোরেট মুদি দোকানদারি

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

আব্দুল্যাহ বলেছেন: হুম

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০১

রিয়াদ আল সাহাফ বলেছেন: বুঝেন না কেন? প্রতিদিন ৫০০ লোকের কাছে ৩ টাকা করে মারলে একদিনে ১৫০০ তাকা। আর মাস শেষে ৪৫০০০ তাকা। খারাপ কি?

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

নবারুন ইন্টারন্যাশনাল বলেছেন: কারো সুপারশপ ইকুইপমেন্ট লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ


NOBARUN INTERNATIONAL

House#296/A (1st Floor), Road#19/B,Mohakhali New DOHS,Dhaka-1207
Call: 01611758787 & 01911758787
Mail: [email protected]
http://www.nobarunbd.com
https://www.facebook.com/nobaruninternational
https://twitter.com/nobarunbd

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.