নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসার এই ব্লগে ইহা আমার ২য় নিক।

আব্দুল্যাহ

ব্লগে ফিরে আসা হবে চিন্তাতেই ছিল না। নতুন ব্লগের জন্য প্রচুর পড়তে হবে।

আব্দুল্যাহ › বিস্তারিত পোস্টঃ

দরকার একটু মানবিকতা, আসুন নিজেকে সামলে নেই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

পোষ্টটি মুলত সমসাময়িক কিছু বিষয় নিয়ে

ঘটনা ১ঃ ট্রেনের ধাক্কায় বুয়েট ছাত্র নিহত
ঘটনার মূলে যাই থাকুক যাই থাকুক, এখানে ট্রেন না হয়ে বাস হলে সেদিন ঢাকার মাঝে বেশ কিছু গাড়ি জ্বলত। শুধু ট্রেন হওয়ায়, বিষয়টি নিয়ে তেমন শোরগোল নেই। তার মানে কি এই যে রাস্তায় ছেলেরা ভদ্র থাকে বা আসলেই গাড়ি চালকের কোন দোষ থাকে।
প্রথমত আমরা যারা ছাত্র, তারা একটু বেপরোয়া থাকি। দৌড়ে রাস্তা পার হওয়ার কাজটি অনেকেই করি, কিন্তু শিক্ষিত সমাজের অংশ হিসাবে আমাদের এমন করার কথাই না। দেশে এখন ফুটওভার ব্রিজ অনেক, তাছাড়া সিগন্যালে কিছু সময় পর পর রাস্তা পারাপারের সুযোগতো থাকেই।

এবার কথা হবে বাস চালকদের জন্য, তারা যে সাধু তা নয়। এরা বড়াবড়ই একজায়গায় যাত্রী নেবার আশায় দাড়িয়ে থাকবে আবার অন্য গাড়ি দেখলে যেন তারা আগে যাবার প্রতিযোগিতায় আছে! এখন কথা হচ্ছে, বাসে কি ড্রাইভার একা থাকেন? না, সেখানেও আমাদের মতোই শিক্ষিতরাও থাকে, যাদের কেউ অফিসের কাজে আবার কেউ ক্লাসের জন্য ছুটে চলেছি। তারা চুপ থাকি, আরে যাক না, আগে গেলেই ভালো। এই শিক্ষিত সমাজ যে দিন সুন্দর ও ভালো কাজে যোগ দিবে সেদিনই দেশ আগিয়ে যাবে বহুদুর।

ঘটনা ২ঃ বালুর নিচে চার শিশুর লাশ
গতকাল পেপারে আসা এই ঘটনাটি আসলেই দুঃখের। তার চেয়ে কষ্টের কি জানেন, ময়না তদন্তে তাদের শরীরে ভারী আঘাতের চিহ্ন! এতোটুকু বাচ্চা, তাদের এমনই কি দোষ হতে পারে যে মৃত্যু আবশ্যক ছিল?
বাচ্চাদের এই বিষয়ে বলার বেশী কিছু নেই। তবে গত সেপ্টেম্বরে আটক চার অদম্য বাংলাদেশ এর সদস্য এখন মুক্ত। তারা ৩৮ দিন পরেই ছাড়া পেয়েছে, মামলার সমাপ্তি হয়েছে। এখন তাদের আগারগাও স্কুলে কিছু ফ্যান দরকার, যদি কেউ দিতে চান বা তাদের বিষয়ে জানতে চান তবে ফেসবুকে 'মজার স্কুল' বা 'অদম্য বাংলাদেশ' লিখে সার্চ দিলেই পাবেন।

ঘটনা ৩ঃ ডেইলি স্টার এর সম্পাদক আনামের বিরুদ্ধে ৭৩ মামলা
১/১১ এর সময় এমন অনেক কিছুই হয়েছে যা ভাবনার বিষয়। কিন্তু একটি মানুষ ভুল স্বীকার করায় এভাবে কাঁচা বাজার দরে মামলা হবে এটা কাম্য নয়। দেশের জেলা ৬৪টা আর মামলা ৭৩, তাও আর যে হবে না সেটা কে জানে। এমন কাজের জন্য তার বিচার হওয়া উচিৎ, কিন্তু সেটা এক মামলাতেই হয়ে যেত। এভাবে মামলার বন্যা করার একান্তই কোন দরকার ছিল না।
তবে এই ৭৩ মামলা প্রমান করে যে দেশে ইসলামী ভাবনার লোকের চেয়ে আওয়ামি-ভাবনার লোক বেশী। যাই হোক রাজনীতিতে পরিবর্তন আসছে, একদিন ভালো কিছু হবে সেই কামনায় রইলাম।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিষয়গুলো এমনই হবার কথা। নয়!

একজনের দোষে যদি চিৎকার করে দেশ কাঁপিয়েছি আরকেজনের দোর্দন্ড স্বৈরাচারিতায়ও পাথর নিশ্চুপ!!!
আমাদের প্রকৃত ভাল হবে কিভাবে???

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

আব্দুল্যাহ বলেছেন: অনেক শক্ত জবাব দিয়েছেন, একটু হাল্কা করুন। ঠিক গিলে ঊঠতএ পারলাম না, ভাই

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

জয় মন্ডল বলেছেন: ভাল

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা.. তবে তাই হোক চলুন সুশীল জবাবে

আমাদের আরো সচেতন হতে হবে। সকল উন্নয়নের পিছনে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের কালো হাত রয়েছে! আমাদের উন্নয়নকে (গণতন্ত্র হত্যা বিষয় নয়) নস্যাৎ করতে তাদের চক্রান্ত কিনা তদন্তের পর বলা যাবে। ;)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

আব্দুল্যাহ বলেছেন: কিছু মনে করবেন না, দেশের তদন্ত গুলো কেন জানি দলের পক্ষেই যায়।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২

কবি এবং হিমু বলেছেন: তবে এই ৭৩ মামলা প্রমান করে যে দেশে ইসলামী ভাবনার লোকের চেয়ে আওয়ামি-ভাবনার লোক বেশি।
_____জব্বর বলেছেন ভাই :P

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:১১

তদন্তকারী বলেছেন: এদেশের মানুষগুলার মানসিক উন্নতির জন্য কি করা প্রয়োজন বলে মনে করেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

আব্দুল্যাহ বলেছেন: এমন কঠিন প্রশ্নের উত্তর কি হবে, সেটা ভাবতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.