নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছির মাহমুদ

আছির মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কাব্যগ্রন্থ- \'কবিতার বান্ধবীরা\'

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৬



শেষ হইয়াও হইল না শেষ! ভেবেছিলাম ঝোঁক কেটে গেছে! ২০০৬ সালে ২য় কবিতার বই ‘এপ্রান্ত আমার’ বের করার পর আর তেমন ঝোঁক ছিল না। তেমন সময় বা সুযোগও হয়ে ওঠেনি বই প্রকাশ করার মতো বেশ কিছু কবিতা লেখার। কিন্তু ২০১৬ সালে এসে ব্লগে যোগ দেবার কারণে আবারও নতুন করে কবিতা-চর্চা শুরু হলো। ফলশ্রুতিতে আবারও দুঃসাহস নিয়ে একটি ভুল কাজ করলাম। জন্ম দিলাম ৩য় কাব্যগ্রন্থ- ‘কবিতার বান্ধবীরা’!

ভুল বললাম কারণ কবিতার বই বের করে আত্মতৃপ্তি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কবিতার বইয়ের পাঠক আগেও ছিল না আর বর্তমানের ফেসবুকের জগতে আরও কম। কবিতার পাণ্ডুলিপি নিয়ে প্রকাশকের কাছে গেলে তার মুখের যে অভিব্যক্তি দেখি তখন মনে হয় কি ভুলটাই না করে ফেলেছি, এর চেয়ে হাঁস-মুরগী পালন, গবাদিপশু পালন বা ফুল চাষের একটি পাণ্ডুলিপি দিতে পারলে ভদ্রলোক সম্ভবত খুশী হতেন।

পাণ্ডুলিপি দিয়ে খুশী করতে না পারলে প্রকাশককে টাকা দিয়ে খুশী করতে হয়। সেভাবেই বের হয়েছে ‘কবিতার বান্ধবীরা’! বইটিতে মোট ৭৫ টি কবিতা আছে। প্রকাশ করেছে শব্দশিল্প প্রকাশনী। ২০১৭ সালের একুশে বইমেলায় যার স্টল নং ২১০-২১১ ।

জীবনের ব্যর্থতাকে শৈল্পিকতায় পরিণত করার মাধ্যম কবিতা। মানুষের পতনকে বাঁধ দিয়ে রাখতে পারে কবিতা। যখন ‘সার্থক মানুষের অশ্লীল মুখ’ জীবনের সংজ্ঞা বদলে দিতে চায় তখন সেখানে রুখে দাঁড়াতে পারে একমাত্র কবিতা। তাই কবিতার কাছেই বারবার আমাদের ফিরে আসা। কবিতাকে সাথে নিয়েই হোক আমাদের আগামীর পথচলা।

ব্লগার বন্ধুদের জন্য এখানে কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি প্রকাশ করলাম-

***কবিতার বান্ধবীরা***

কবিতার বান্ধবীরা বাঁচতে শেখো নিজের মতো নিজের ক’রে!
আমাদের কলঙ্কগুলো গা’য়ে মেখে তুমি সামিল হয়ো না
আত্মহত্যার মিছিলে! তুমি বাঁচতে শেখো
নিজের মতো নিজের ক’রে!

ভুল মানুষ শাসন করে তোমার হৃদয় তোমার সময়
তোমার মসৃণ পথে বুক চিতিয়ে দাঁড়ায় আজো
মানব-কুকুর! তোমার স্বপ্নের বাগান
অসুরের হাতে তছনছ হয় প্রতিনিয়তই!
আমার সোনার বাংলা শরীরে স্বাধীনতার সৌরভ মাখলেও
তুমি রয়ে গেছো আজো একাত্তরের মিলিটারি ক্যাম্পে!

ধর্মগুরুর কাছে তুমি তেঁতুলের চেয়ে বেশী কিছু নও-
তোমায় দেখে জিভে আসে জল!
পুঁজিবাদী লোভী ব্যবসায়ীর কাছে তুমি এক পণ্যনারী-
নগ্নতার নীল মুনাফা!
উন্নয়ন সংস্থার কাছে তুমি এক রুগ্ন ব্রান্ড-
বৈদেশিক অনুদান পাওয়ার সুবর্ণসুযোগ!
রাষ্ট্রের কাছে তুমি প্রতিবন্ধির মতোই খুব স্পর্শকাতর
সংরক্ষিত আসনে তোমার অস্তিত্ব রক্ষা করা হয়!

তোমার বাড়ির আঙ্গিনাও আজ হয়েছে পর!
এই রাজপথ মার্কেট তোমার স্কুল-কলেজের মেঠো পথ
লাইব্রেরী পার্ক আর বাস লঞ্চ ট্রেনে
সর্বত্রই তুমি এক লোভনীয় শিকার,
তোমার অপমানে দেশ জুড়ে শুরু হয় মায়াকান্না-
শুধু নেই প্রতিকার!

এই বাংলায় তোমার জন্য কোনো ফুল ফোটে না আর-
বরং লক্ষ টন এসিড আসে শুধু তোমার জন্য,
হাজার হাজার ছুরি-চাপাতি তৈরি হয় সে তো তোমার জন্য
এই বাংলায় সবচেয়ে সুখী আজ ধর্ষকেরা –
আর অভিনব সব মৃত্যু হানা দেয় এই বাংলায়- তাও তোমার জন্য!

কবিতার বান্ধবীরা তাই জেগে ওঠো ভীষণ ক্রোধে
আত্মসন্মান আর মানবিক বোধে!
নতুবা তুমি যে ক্রমেই ভেসে যাবে ইতরের লালসার জলে-
তোমাকে লুপ্তপ্রায় প্রজাতি ঘোষনা করে তখন
পুরে দেয়া হবে ঠিক খাঁচায়!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৮

রাজীব হাসান শোলক বলেছেন: ৩য় বই প্রকাশে আপনাকে শুভেচ্ছা! আশা করি, এরপর ৪র্থ আর তারপর ৬ষ্ঠ এর আগে ৫ম বইটাও আপনার বের হয়ে যাবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.